মিতিনমাসি সমগ্র অখণ্ড pdf – সুচিত্রা ভট্টাচার্য Mitinmasi Samagra all pdf – Suchitra Bhattacharya

মিতিনমাসি সমগ্র অখণ্ড pdf - সুচিত্রা ভট্টাচার্য Mitinmasi Samagra all pdf - Suchitra Bhattacharya

মিতিন মাসি সমগ্র ১ pdf, মিতিন মাসি সমগ্র ২ pdf সহ Mitinmasi Samagra all pdf মিতিন মাসি সমগ্র pdf download করুন। মিতিন মাসি ফুল মুভি ও প্রকাশিত হয়েছে। সুচিত্রা ভট্টাচার্য উপন্যাস সমগ্র PDF সুচিত্রা ভট্টাচার্য উপন্যাস সমগ্র ১ পেতে আমাদের সাথে থাকুন।

মিতিনমাসি সমগ্র অখণ্ড pdf - সুচিত্রা ভট্টাচার্য Mitinmasi Samagra all pdf - Suchitra Bhattacharya

Mitinmasi Samagra all pdf সূচিপত্র

সূচিপত্র
সারান্ডায় শয়তান
জোনাথনের বাড়ির ভূত
কেরালায় কিস্তিমাত
সর্প-রহস্য সুন্দরবনে
ঝাও ঝিয়েন হত্যারহস্য
ছকটা সুডোকুর
আরাকিয়েলের হিরে
গুপ্তধনের গুজব
হাতে মাত্র তিনটে দিন
কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ
মার্কুইস স্ট্রিটে মৃত্যুফাঁদ
টিকরপাড়ায় ঘড়িয়াল

সুচিত্রা ভট্টাচার্য এর সকল পিডিএফ ডাউনলোড করুন এথান থেকে।

Mitinmasi Samagra all pdf ভূমিকাঃ
আমি যে কখনও গোয়েন্দা কিংবা রহস্য গল্প লিখব, এমনটা ভাবিইনি। তবে হ্যাঁ, পাঠক হিসেবে গোয়েন্দা কাহিনি কিন্তু আমাকে টানত খুব। সেই ছেলেবেলা থেকেই। ব্যোমকেশ বক্সি, শার্লক হোমস, এরকুল পোয়ারো, এমনকী ঘনাদার তুখোড় রহস্য-সন্ধানী রূপটা আমায় দারুণ রোমাঞ্চিত করেছে তখন। গোয়েন্দার তীক্ষ্ণ দৃষ্টির পেছন পেছন আমার মগজও যে প্রাণপণ ছুটত, এ তো স্বীকার করতেই হবে। Mitinmasi Samagra all pdf

তবে একথাও ঠিক, একটা প্রশ্নও তখন থেকেই উঁকিঝুঁকি দিত মনে। এত যে সব বিখ্যাত বিখ্যাত গোয়েন্দা, সকলেই পুরুষ কেন? আগাথা ক্রিস্টির মতো ছুঁদে গোয়েন্দালেখক নিজে মহিলা হয়েও, মিস মার্পলের কয়েকটি কাহিনি ছাড়া, কেন একজন পুরুষকেই বেছেছেন তাঁর গোয়েন্দা চরিত্রে ? তবে কি লেখক এবং পাঠক-পাঠিকারা নিজেদের অজান্তেই ধরে নিয়েছেন, গোয়েন্দা হওয়ার মতো বুদ্ধিশুদ্ধি মেয়েদের নেই? ক্রিমিনালদের কবজা করতে একজন গোয়েন্দাকে নানানরকম বিপদ আপদেও পড়তে হয়। মেয়েরা কি ওই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার যোগ্য নন? গোয়েন্দা মানে কি তবে শুধুই হি-ম্যান? বুদ্ধিদীপ্ত ম্যাচো ইমেজ কি ছেলেদেরই একচেটিয়া সম্পত্তি?

এই মধ্যযুগীয় ধারণা হঠাতেই আমার গোয়েন্দা প্রজ্ঞাপারমিতা তথা মিতিনের আবির্ভাব। কিশোর-কিশোরীদের কাছে যে মিতিনমাসি। আমি মিতিনকে সৃষ্টিছাড়া বীরাঙ্গনা রূপে আঁকতে চাইনি, বরং আজকালকার দিনের একজন শিক্ষিতা বুদ্ধিমতী সাহসী অথচ ঘরোয়া গৃহবধূ হিসেবেই সৃষ্টি করেছি সাধ্যমতো। যে কিনা ছেলেকে হোমটাস্কও করায়, প্রয়োজনে রান্নাবান্নাও করে, আবার ব্যাগে রিভলভার পুরে খুনে-বদমাশদের সে ধাওয়াও করে অনায়াসে। এবং রহস্য উন্মোচন তার পেশা তো বটেই, নেশাও। Mitinmasi Samagra all pdf

আরও একটা চেষ্টা করেছি। সচেতনভাবে। মিতিনমাসির রহস্য কাহিনি ইস্পাত এক্সপ্রেস হাওড়া স্টেশন ছাড়ার পর থেকেই লোকটাকে লক্ষ করছিল। টুপুর। দেখার মতোই চেহারা বটে। বিশাল মাথায় চকচকে টাক, তামাটে রং, পুরু ঠোঁট, নাক চ্যাপটা, ফোলা ফোলা গাল। গালে বীভৎস একটা কাটা দাগ । গোটা মুখে কেমন যেন নিষ্ঠুরতার আভাস। দৃষ্টি বোঝার জো নেই, ঘন সবুজ সানগ্লাস সাঁটা আছে চোখে। খড়্গপুর প্রায় এসে গেল, এখনও একবারও চোখ থেকে রোদচশমা নামাল না লোকটা। চৈত্রের গরমেও গলাবন্ধ ফুলশার্ট পরে আছে। শার্টের রং কুচকুচে কালো। পায়ে দুধসাদা শু। দেখেই কেমন হিন্দি ফিমের ভিলেন মনে হয়।

লোকটার হাবভাবও রীতিমতো সন্দেহজনক। মাঝেমাঝেই অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বেঁকিয়ে জরিপ করছে কামরাটাকে। কোলে রাখা বাদামি ব্রিফকেস খোলা-বন্ধ করছে ঘন ঘন। মাথা ঝুঁকিয়ে খুদে খুদে চিরকুটে কী যেন লিখছে। কাটছে। আবার লিখছে। কাটাকুটি করা কাগজের টুকরোগুলোর কিছু পুরে রাখল ব্রিফকেসে, কিছু উড়িয়ে দিল জানলার বাইরে। একখানা মোটা লালচে ইংরেজি খবরের কাগজ বার করল ব্রিফকেস থেকে, আশপাশের যাত্রীদের আড়াল করে বহুক্ষণ ধরে পেনসিলে কীসব দাগ টানল। তারপর হঠাৎই ব্রিফকেসে ঢুকিয়ে দিয়েছে কাগজটা। উলটো দিকে মুখ ফিরিয়ে মাথা নাড়ল আপন মনে। থেকে থেকে কোমরে হাত দিচ্ছে। কী যেন অনুভব করছে টিপে
টিপে। টানটান হচ্ছে। ঝুঁকছে। রিভলভার আছে নাকি?

টুপুরের বুক ঢিপঢিপ করে উঠল। যাত্রার শুরু থেকেই আজ চোরা উত্তেজনায় ফুটছে টুপুর। এবার তো শুধু বাবা-মা’র সঙ্গে বেড়ানো নয়, মিতিনমাসি আছে সঙ্গে। আর মিতিনমাসি থাকা মানেই নির্ঘাত কিছু-না-কিছু ঘটবে। গোয়েন্দাদের ভ্রমণ কি কখনও পুরোপুরি নিরামিষ হয়? Mitinmasi Samagra all pdf

হ্যাঁ, মিতিন এখন পুরোদস্তুর পেশাদার গোয়েন্দা। মাত্র বত্রিশ বছর বয়স, কিন্তু এর মধ্যেই প্রাইভেট ডিটেকটিভ হিসেবে মিতিনের খুব নামডাক। মিতিন ওরফে প্রজ্ঞাপারমিতা মুখার্জির গোয়েন্দা সংস্থা থার্ড আই-কে লালবাজারের তাবড় তাবড় পুলিশ অফিসাররা রীতিমতো সমীহ করে। বেশ কয়েকটা জব্বর কেস সল্ভ করেছে মিতিন। বিশেষ করে আলিপুর হত্যারহস্য। কেসটা ছিল এয়ার এমবলিজমের। ছেলের কষ্ট আর সহ্য হচ্ছিল না বলে ফাঁকা সিরিঞ্জ দিয়ে বাতাস ইঞ্জেকশন করে ছেলেকে মেরে ফেলেছিলেন মা, আর দোষ পড়েছিল ছেলের বউয়ের ঘাড়ে। প্রকৃত সত্য উদ্ঘাটন করে মিতিন দারুণ হইচই ফেলে দিয়েছিল শহরে। তারপর বিদিশা রুদ্র ব্ল্যাকমেলিং কেস। ধনী গৃহবধূ বিদিশাকে ভয় দেখিয়ে টাকা শোষণ করছিলেন তার শ্বশুরমশাই স্বয়ং। মাঝখান থেকে একটা খুনও হয়ে গিয়েছিল।

Mitinmasi Samagra all pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply