মনের মতো সালাত – ডা. শামসুল আরেফীন Moner Moto Salat pdf – Dr Shamsul Arafin

মনের মতো সালাত - ডা. শামসুল আরেফীন Moner Moto Salat pdf - Dr Shamsul Arafin
মনের মতো সালাত - ডা. শামসুল আরেফীন Moner Moto Salat pdf - Dr Shamsul Arafin

ডা. শামসুল আরেফীনের মনের মতো সালাত pdf বই Moner Moto Salat pdf ডাউনলোড করুন ও মনের মতো সালাত pdf বই Moner Moto Salat pdf পড়ুন। মনের মতো সালাত pdf বই Moner Moto Salat pdf ডা. শামসুল আরেফীন pdf বর্তমান সময়ের সেরা ইসলামিক বই।

মনের মতো সালাত - ডা. শামসুল আরেফীন Moner Moto Salat pdf - Dr Shamsul Arafin
মনের মতো সালাত – ডা. শামসুল আরেফীন Moner Moto Salat pdf – Dr Shamsul Arafin

মনের মতো সালাত pdf বই Moner Moto Salat pdf সূচিপত্র

সম্পাদকের ডেস্ক
প্রারম্ভিকা
ইসতিগফার
মধু আহরণের নির্দেশিকা
১. সালাতের স্থিরতা সালাতের আগেই
২. আযানের সুযোগটি কাজে লাগান
৩. উপযুক্ত স্থান ও সময়
৪. বৈচিত্র্য ধরে রাখে মনকে
৫. সালাতে কুরআন: হোক অল্প, কিন্তু যথাযথ
৬. দ্রুত, না ধীর: বেছে নিন
৩. নিশুতি রাতে একান্তে
৮. ঈমান বাড়ান, যুক্তও বাড়বে
১. উৎসাহ ও উদ্যমের পারদ ঊর্ধ্বমুখী রাখুন।
১০. আসবে গোয়ার-ভাটা
১১. সালাতের জন্য অবসর ‘করে’ নিন।
ওযু: দরোজার চাবি
সালাত: দাসত্বের মহিমা
মাসজিদে গমন
কিবলামুখী হয়ে দাঁড়ানো
সানা পাঠ
ইসতিআযাহ
১ রুকুতে নতশিরে
রুকুর তাসবীহ
রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো

মনের মতো সালাত pdf বই Moner Moto Salat pdf সম্পাদকের ডেস্ক
ভিন্ন মাত্রায় সালাতের অনুভব

মানুষ কী?—এই প্রশ্নের সঠিক জবাব দিতে না পারলে ‘মানুষের সমস্যাগুলো কী কী’ তা বুঝাও সম্ভব না, সমাধান কী হবে, তা-ও বাতলানো সম্ভব না। মানুষ কী? এই প্রশ্নের উত্তর যদি অসম্পূর্ণ আংশিক একপেশে হয়, তাহলে যত সমাধানই আপনি খাড়া করবেন সবই হবে অপূর্ণ-আংশিক-একপেশে, যা কখনও কিছুটার সমাধান করবে, কখনও সমস্যাকেই আরও বাড়িয়ে তুলবে।

রেনেসাঁ-এনলাইটেনমেন্ট মডার্নিটি প্রভৃতি ধাপ পেরিয়ে গত ২০০ বছরে ইউরোপ তার চিন্তার অভিযাত্রায় আজ যেখানে এসে পৌঁছেছে, তা হলো— বস্তুবাদ। মানুষ প্রকৃতি বিশ্ব-জ্ঞান-মন ইত্যাদি সকল প্রশ্নের বস্তুবাদী সংজ্ঞাকে ভিত্তি ধরে নেয়া হয়েছে; কেননা বস্তু স্পষ্ট-সহজ বোধগম্য। আর বস্তুর বাইরে সকল কিছুর অস্তিত্বকে হয় অস্বীকার করা হয়েছে, বা অপ্রয়োজনীয় সাব্যস্ত করা হয়েছে। পুঁজিবাদ, সমাজতন্ত্র, বিজ্ঞানবাদ, আধুনিক দর্শন, ইতিহাসবাদ (historicism) —সবই বস্তুবাদের সন্তান। তবে ইউরোপকে একতরফা দোষ দেয়া যায় না, ইউরোপ সাথে পরেনি বস্তুবাদের চশমা। হাজার বছর ধরে জোর করে পরিয়ে রাখা ভাববাদের টুলি ইউরোপকে অতিষ্ঠ করে রেখেছিল।

মানব প্রবৃত্তির অস্বাভাবিক দমন, যাবতীয় ভোগ পরিত্যাগ, বস্তুগত পরিবর্তনের চেষ্টা ছেড়ে দুঃখকে বরণ, রোগ-ধ্বংস-কষ্টকে প্রায়শ্চিত্ত ভেবে আত্মিক মুক্তির সন্ধান, ইন্দ্রিয়লব্ধ জ্ঞানকে জোর করে অধীকার— পৌলীয় খৃষ্টবাদের ইত্যাকার ভাববাদী অত্যাচার কাঁহাতক সইবে ইউরোপ? উলটোদিকে চার্চ নিজে ভোগ- বিলাসিতার সীমা ছড়িয়ে গেছে- ফ্রান্স জার্মানি ইটালির এক-তৃতীয়াংশ জমির মালিক চাচা, পাদ্রীরা বিক্রি করছে বেহেশতের সার্টিফিকেট ও মঠবাসী সাধুদের যৌ*নলীলা চাউর হয়ে গেছে। মানুষের ওপর এই কঠিন জীবনদর্শন চাপিয়ে দিয়ে গুটিকয়েক লোকের সীমাহীন ভোগ-বিলাসিতা অত্যাচার ইউরোপ আর মেনে নেয়নি।

আর যাতে কোনোদিন এই ভাববাদী দুঃশাসন ফিরে না আসে, সেজন্য ‘বস্তুবাদের চরমপন্থায় অবস্থান নিয়েছে ইউরোপ। এই অবস্থানেরই ফলাফল আজকের নৈতিকতায় লিবারেলিজম, নারী-দর্শনে নারীবাদ, সফলতার সংজ্ঞায় ভোগবাদ, অর্থক্ষেত্রে পুঁজিবাদ, রাষ্ট্রনীতিতে গণতন্ত্র, সমরনীতিতে রেজিমেন্ট সিস্টেম, ব্যক্তিনীতিতে ক্যারিয়ারিজন, জ্ঞানতত্ত্বে প্রকৃতিবাদ, আধ্যাত্মিকতায় দেশপ্রেন, প্রেরণায় জাতীয়তাবাদ। এই প্রতিটি। ক্ষেত্রে একসময় ভাববাদ (পৌলীয় খৃষ্টবাদ) রাজত্ব করেছে। এই প্রতিটি জায়গা থেকে ভাববান কে ফেটিয়ে বিদায় করতে ইউরোপ বদ্ধপরিকর। মানুষের চরম ভাববাদী সংজ্ঞা হটিয়ে এখন মানুষের চরম বস্তুবাদী সংজ্ঞা। অসম্পূর্ণ সংজ্ঞা ও অনুসিদ্ধান্তে আগেও মানবতা হুঁকেছে, এখনও ধুঁকছে।

ভাববাদের যুগে জমিদার-যাজকদের অত্যাচারে প্রজারা ভুগেছে। বস্তুবাদের যুগে উন্নত বিশ্বের প্রজাদের ভোগা শেষ শিল্পবিপ্লবের পর পর, এখন ফার্স্ট-ওয়ার্ল্ডের কাছে ভুগছে থার্ড ওয়ার্ল্ড” যেন বিশ্বায়নের গ্লোবাল- ভিলেজে সামন্তরাজা উন্নতবিশ্ব আর প্রজা উন্নয়নশীল-অনুন্নতরা। কিছু বদলায়নি, মানবজাতি সমাধান পায়নি। ট্রায়াল-এরর করে, নিজেদের মধ্যযুগীয় অভিজ্ঞতাকে পুরো দুনিয়ায় জেনারেলাইজেশন করে, ব্যবসার খাতিরে সব নৈতিক সংস্কার ভেঙে দিয়ে যে সভ্যতা বস্তুবাদ দিয়েছে, তা-

টিকা দেয়া সনকানীদের মধ্য থেকে প্রতি বছর ৪০ হাজার নতুন এইডস রোগী তৈরি করছে।
> ৪ কোটি মডার্ন স্লেড (দাস) বানিয়ে রেখেছে। *
> দক্ষিণ আমেরিকা থেকে ফিবছর ২০ লক্ষ কিশোরীকে পাচার করছে ইউরোপ- আমেরিকায়।”
> মাদকের থাবায় ৩১ কোটি ২০ লক্ষ মানুষ ধুঁকছে।
> সাড়ে ৮১ কোটি মানুষ না খেয়ে আছে, আর ওদিকে মঙ্গলগ্রহ জয় করা হচ্ছে।
> আধ্যাত্মিকতাহীন জীবনে প্রতি ৪০ সেকেন্ডে ১ জন, বছরে ৮ লাখ মানুষ হতাশায় আত্মহত্যা করছে।
> অস্ত্রব্যবসায়ীদের মুনাফা পৌঁছাতে পৃথিবীর কোণায় কোণায় গৃহযুদ্ধ হচ্ছে, কোটি ১০ লাখ শরনার্থীকে! চুকাতে হচ সে মূল্য।
> বস্তুবাদ চাপিয়ে দিতে সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে ৬০ লক্ষ লোকের প্রাণস্থ নেওয়া আমেরিকার জন্য বৈধ করে দিয়েছে পৃথিবী।

ডা. শামসুল আরেফীনের মনের মতো সালাত pdf বই Moner Moto Salat pdf ডাউনলোড করুন এখান থেকে ও মনের মতো সালাত pdf বই Moner Moto Salat pdf এখান থেকে পড়ুন

Be the first to comment

Leave a Reply