শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের আরো একটি জমজমাট উপন্যাস Nobigonjer Doittyo pdf উপন্যাসটি পড়ুন এবং পড়ুন banglabookspdf থেকে। নবীগঞ্জের দৈত্য pdf উপন্যাসটি সকলের কাছেই সমানভাবে গৃহীত হয়েছে। দৈত্য বা দৈত্যরূপী মানুষ নিয়ে লেখা অদ্ভুতুড়ে সিরিজের বইটি।
Nobigonjer Doittyo pdf কাহিনী সংক্ষেপঃ
নবীগঞ্জ শান্ত নিবিড় ও প্রত্যন্ত একটি গ্রাম। এখানে নেই কোন গোলমাল নেই কোন ঝামেলা সবাই সুখে শান্তিতেই বসবাস করে আসছিল। সেই গ্রামে হঠাৎ করে এক দৈত্যের আগমন। দোস্ত নাকি মানুষরূপী দৈত্য এই নিয়ে দিদার শেষ নেই। দৈত্যের সামনে পড়ে মানুষজনের সাথে ঘটতে থাকে নানা রকম অলৌকিক ঘটনা। দুধ দুটি খোঁজখবর যে কোন একজন মানুষকে। স্টেশনে সেই মানুষের খোঁজ না পেয়ে ঢুকে পড়ে নবীগঞ্জ গ্রামে। তারপর বিভিন্ন মানুষের সাথে বৌদ্ধদের দেখা হয় আর ভয়ংকর সব ঘটনার সাক্ষী হতে থাকে তারা। যতটি যাকে খুঁজছে সে আসলে কে? কেনই বা দৈত্যটি তাকে খুঁজছে?
নবীগঞ্জের দৈত্য pdf রিভিউঃ
একটি অত্যন্ত গ্রাম নবীগঞ্জ। এখানকার মানুষগুলো যেমন সাদামাটা তেমনি সহজ সরল জীবন যাপন তাদের। এই গ্রামে হঠাৎ করে ঢুকে পড়ে এক ময়ান দৈত্য। দুধ চটি প্রথমে স্টেশনে এসে একজন লোকের খোঁজ করতে থাকেন। স্টেশনের পয়েন্ট মাস্টার ভজন লাল বাবুর সাথে প্রথম দেখা হয় দৈত্যটির। ভজন লাল বাবুর কাছে সে নবীগণ গ্রামের এক লোকের ঠিকানা জানতে চান। কিন্তু দৈত্য দেখেই ভজন বাবু অজ্ঞান হয়ে যান। ভজন বাবু অজ্ঞান হয়ে যাওয়ার কারণে তার কাছ থেকে আর কোন খোঁজ খবর নিতে পারেনা। দৈত্যটি তাই সে বুকে পড়ে নবীগঞ্জে।
অদ্ভুতুড়ে সিরিজ pdf ডাউনলোড লিংক Advuture Series pdf Download Link
নবীগঞ্জ গ্রামে ঢুকেই দৈত্যের সাথে দেখা হল পাঁচু নামক এক চিসকে চোরের সাথে। আচো চোরের খুব শখ ছিল আজকে সে রায় বাড়িতে একটা বড়সড় চুরি করবে। কিন্তু দৈত্যের সাথে দেখা হয়ে সব কিছু গন্ডগোল ও এলোমেলো হয়ে গেল। ছবিটা আর তার করা হলো না খালি হাতেই থাকে ফিরতে হলো সেই সাথে দৈত্যের সঙ্গে নানান রকম হাস্যকর ও অলৌকিক ঘটনা তো ঘটলোই।
এরপর দৈত্যের সাথে দেখা হল নবীগঞ্জের অনেক লোক দুঃখ বাবুর সাথে। দৈত্যটির মতো তার জীবনও দুঃখে ভরা। দুইজনের জীবন যেন একই সূত্রে গাথা। সহজ সরল আর নিরীহ দুঃখ বাবু ছিলেন গ্রামের এক সাদামাটা স্কুল শিক্ষক। কিন্তু সহজ সরল আর সাদামাটা হওয়ার কারণে ছাত্ররা তাকে মোটেও মানতো না। তাই শিক্ষকতার চাকরিটা আর তার করা হলো না। নবীগঞ্জের দৈত্য উপন্যাসে শিক্ষার্থীদের সাথে দুঃখ বাবুর নানা অদ্ভুত ঘটনা পাঠককে বেশ রোমাঞ্চ দিবে। এমনকি দুঃখ বাবুর খোঁজখবর তার স্ত্রী ও ছেলেমেয়েরা পর্যন্ত নেয় না। তিনি তাই একা একা জীবন যাপন করেন। তার একাকীত্ব দূর করতে তাই তিনি দৈত্যের সাথে ভাব জমানোর চেষ্টা করেন।
আকাশ পথে ড্রাগন pdf – স্বপন কুমার Akash Pothe Dragon pdf – Swapan Kumar best pdf
এই দুঃখ বাবু আবার এখন ভূতের উপদ্রবে ও বেশ অতিষ্ঠ হয়ে আছেন। কারণে-অকারণে ভূতেরা তাকে বিরক্ত করে। ভূতেদের সাথে নানান কথোপকথন ও আপনাকে বেশ বিমোহিত করবে। ভূতের পাল্লায় পড়ে তার জীবন এখন ওষ্ঠাগত। এসব ভুতের পাল্লা থেকে বাঁচার জন্য হয়তো তিনি দৈত্যের সাথে সমঝোতা করার ইচ্ছা পোষণ করতে পারেন।
গ্রামের একসময়ের ভয়ংকর ডাকাত সরদার পুটে এখন বয়সের বারে আর ডাকাতি করতে পারেন না। এখন তিনি যেমন চোখেও কম দেখেন তেমনি ঠিকমত কানেও শুনতে পান না। কিন্তু মজার ব্যাপার হলো রাত বারোটার পরে তিনি ঠিকই কানে ঠিক ঠাক মতন শুনতে পান। সেই অকর্মা ডাকাত সরদারের সাথেও ভূতের দেখা হঠাৎ করেই হয়েছিল। তিনি ভাবলেন এ হয়তো তার জমদূত। তার জীবন নিতে এসেছেন। তাই তিনি যেসব কান্ড কারখানা করলেন তারপরে হাসতে হাসতে হয়তো অস্থির হয়ে যাবেন।
অভি ধানাই-পানাই pdf – হিমানীশ গোস্বামী Ovi Dhanai-Panai pdf by Himanish Goshwami
এক রাতে ভুতের সাথে দেখা হতে থাকে গ্রামের অনেক লোকের সঙ্গে। আর তাদের সাথে ঘুরতে থাকে অদ্ভুত সব ঘটনা। এসব অদ্ভুত ঘটনার ঠাকুর সাক্ষী হতে আপনাকে পড়তে হবে Nobigonjer Doittyo pdf উপন্যাসটি। উপন্যাসটির প্রচ্ছদ দেখেও আপনার চোখ জুড়িয়ে যেতে পারে। চমৎকার এক প্রস্তুতি পুরো কাহিনীকে আন্দাজ করিয়ে দিতে পারে। হাস্যরস আর অলৌকিক ঘটনার সমাহারে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুতুড়ে সিরিজের Nobigonjer Doittyo pdf উপন্যাসটি এক বসাতেই পড়ে ফেলতে পারবেন। Nobigonjer Doittyo pdf অদ্ভুতুড়ে এসে নিজের অন্যান্য উপন্যাসের মতোই মাতিয়ে রাখবে বলে আশা করছি। নবীগঞ্জের তথ্য উপন্যাসটির পরিধি খুব একটা বড় নয় বিদায় খুব সহজেই স্বল্প সময়ে এটি শেষ করতে পারবেন।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের নবীগঞ্জের দৈত্য উপন্যাসটির পিডিএফ পড়ুন এখান থেকে অথবা Nobigonjer Doittyo pdf ডাউনলোড করুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.