জসীম উদ্দীনের গ্রাম ও মাটির প্রতি নাড়ির গভীর টান ও আত্মিক বন্ধনের কাব্যগ্রন্থ Nokshi Kathar Math pdf নকশিকাঁথার মাঠ pdf ডাউনলোড করুন ও Nokshi Kathar Math pdf পড়ুন।
Nokshi Kathar Math pdf নকশিকাঁথার মাঠ pdf সূচিপত্র
১. ভূমিকা : শ্ৰী অবনীন্দ্রনাথ ঠাকুর
২. কাহিনীকাব্য নক্সী-কাঁথার মাঠ : জসীম উদ্দীন
৩. আলোচনা : দীনেশচন্দ্র সেন
৪. আলোচনা : দুশন জভিতেল
Nokshi Kathar Math pdf ভূমিকা
নক্সী-কাঁথার মাঠ রচয়িতা শ্রীমান্ জসীমউদ্দীন নতুন লেখক, তাতে আবার গল্পটি একেবারে নেহাৎই যাকে বলে— ছোট্ট এবং সাধারণ পল্লীজীবনের। শহরবাসীদের কাছে এই বইখানি সুন্দর কাঁথার মতো করে বোনা লেখার কতটা আদর হবে জানি না । আমি এটিকে আদরের চোখে দেখেছি, কেননা এই লেখার মধ্য দিয়ে বাংলার পল্লী-জীবন আমার কাছে চমৎকার একটি মাধুর্য্যময় ছবির মতো দেখা দিয়েছে।
Unish Kuri 4 August 2017 pdf উনিশ কুড়ি ৪ আগস্ট ২০১৭ pdf
এই কারণে আমি এই নক্সী-কাঁথার কবিকে এই বইখানি সাধারণের দরবারে হাজির করে দিতে উৎসাহ দিচ্ছি। জানি না, কিভাবে সাধারণ পাঠক এটিকে গ্রহণ করবে; হয়তো গেঁয়ো যোগীর মতো এই লেখার সঙ্গে এর রচয়িতা এবং এই গল্পের ভূমিকা-লেখক আমিও কতকটা প্রত্যাখ্যান পেয়েই বিদায় হব। কিন্তু তাতেও ক্ষতি নেই বলেই আমি মনে করি, কেননা ওটা সব নতুন লেখক এবং তাঁদের বন্ধুদের অদৃষ্টে চিরদিনই ঘটে আসছে দেখছি।
Nokshi Kathar Math pdf নিবেদন
এই গ্রন্থের চরিত্রগুলি সবই গ্রাম্য। আমরা যে ভাবে ভাবি, তাহারা সে ভাবে ভাবে না। আমাদের হইতে তাহাদের জীবন একেবারে ভিন্ন রকমের। তাই গ্রন্থের চরিত্রগুলির ভিতরে কথোপকথন জুড়িতে আমি যতদূর পারিয়াছি, তাহা গ্রাম্য রাখিতে চেষ্টা করিয়াছি। এই জন্য আমি প্রাচীন পল্লী-কবিদের অনেক পদ কোন কোন চরিত্রের কথোপকথনে জুড়িয়া দিয়াছি। এই গ্রন্থের পল্লীগানগুলি বাংলার বিভিন্ন জেলা হইতে সংগ্রহ করা হইয়াছে। আমার এই গ্রাম্য কাহিনী কাহারও ভাল লাগিবে কি না, জানি না । শুনিয়াছি কাহারও কাহারও আমার লেখা ভাল লাগে। তাঁহাদেরই ভরসায় অতি সঙ্কোচের সহিত এই কাব্যগ্রন্থ প্রকাশ করিলাম।
মানগানু উপত্যকার বেড়াল pdf – অতীন বন্দ্যোপাধ্যায় Manganu Upatyakar Beral pdf – Atin Bandyopadhyay
এই বই ছাপাইতে ডক্টর অবনীন্দ্রনাথ ঠাকুর, সুহৃদ্বর ব্রতীন্দ্রনাথ ঠাকুর, বাবু প্যারীমোহন সেনগুপ্ত, শ্রীমান মোহনলাল গঙ্গোপাধ্যায়, শ্ৰীমান জ্যোতিঃপ্রকাশ সেন, বাবু নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, বাবু শ্রীশচন্দ্র ঘোষ, বাবু সুনির্মল বসু, বাবু চিত্তরঞ্জন আচার্য্য ও বহু বন্ধুবান্ধব আমাকে সাহায্য করিয়াছেন। তাঁহাদের নিকট আমি চিরকৃতজ্ঞ। যাঁহার উৎসাহে এবং চেষ্টায় এই বই ছাপা হইল, নিষেধ করিয়াছেন বলিয়া তাঁর নামটা প্রকাশ করিতে পারিলাম না। তিনি না হইলে হয় ত বা বই ছাপা হইত না। সুহৃদ্বর মনীষী দে এই বইএর প্রচ্ছদপটখানা আঁকিয়া দিয়াছেন, তাঁর কাছেও আমি ঋণী রহিলাম।
Nokshi Kathar Math pdf রিভিউঃ
“নক্সী কাঁথার মাঠ” বাংলা কাব্যের আকাশে উজ্জ্বল নক্ষত্র কবি জসীম উদদীন কর্তৃক রচিত। জসীম উদদীনের কাব্যের মূল উপপাদ্যই হলো পল্লী জীবন, তাই তাকে বলা হয় পল্লী কবি। এই কবিতাও তার ব্যতিক্রম নয়। পল্লীবাসী এক জোড়া নর- নারীর প্রেম, পরিণয়, বিরহের কাহিনী নিয়ে লেখা কাহিনী কাব্যটি কবিকে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি। বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে বইটি, সাহিত্য বোদ্ধাদের থেকে কুড়িয়েছে প্রশংসা। “নক্সী কাঁথার মাঠ” কাব্যের মূল কাহিনী আবর্তিত হয়েছে কৃষাণের ছেলে রূপাই আর পাশের গ্রামের মেয়ে সোনাকে কেন্দ্র করে। সোনার ডাক নাম ছিল সাজু। রূপবতী, গুণবতী সাজুর প্রেমে পড়ে গ্রাম-সেরা ছেলে রূপা। সাজুকে একবার দেখার আশায় নানান ছুতায় তার বাড়ির আশেপাশে যায় রূপা, দূর সম্পর্কের আত্মীয়তার সূত্র ধরে দেয় এটা সেটা উপহার।
লোটাকম্বল pdf – সঞ্জীব চট্টোপাধ্যায় Lota Kombol pdf – Sanjib Chattopadhyay
গ্রামের মানুষের দৃষ্টি এড়ায় না কিছু, গ্রাম্য সমালোচনার মুখে দূরত্ব বাড়ে দুজনের মাঝে। পরে পরিবারের সমঝোতায় বিয়ে হয়, বিরহের বদলে আসে সুখের ক্ষণ। এর মধ্যেই জমিজমা নিয়ে গ্রাম্য মারামারিতে জড়িয়ে যায় রূপা। খুনের দায়ে হয় ফেরারি। দিন, মাস, বছর পেরিয়ে বিরহী সাজু মারা যায়, তার আগে সুঁচের খোঁচায় এঁকে যায় তার কাব্য গাঁথা নকশি কাঁথায়। অনেক দিন পর সাজুর কবরের পাশে নকশি কাঁথা জড়ানো একজন মৃত মানুষ পরে থাকতে দেখে গ্রামবাসী, বুঝতে পারে রূপা এসেছিল তার সাজুর কাছে।এ কাব্যে কবি গ্রামীণ জীবনের নানা অনুসঙ্গের জীবন্ত চিত্র এঁকেছেন। অনাবৃষ্টির গান, বদনা বিয়ের আয়োজন, বিয়েতে ঘটকের ভূমিকা, ছোট বিষয় নিয়ে বিয়ে বাড়ির বিবাদ, ফসল ঘরে তোলার কাজের ব্যস্ততা, জমিজমা নিয়ে বিবাদ- সংঘাত এর সবই গ্রাম্য জীবনের প্রাত্যেহিক চিত্র।
সেই সাথে নকশি কাঁথা, আল্পনা আঁকা, লাঠি লেখা, বাঁশি বাজানোর মতো ঐতিহ্যে কথাও তুলে ধরেছেন কবিতায়। এ কাহিনীর স্পর্শকাতরতা আর উপস্থাপনের নৈপুণ্য সহজেই পাঠককে আটকে রাখবে বইয়ের পাতায়। কবিতা পড়াতে যাদের খুব একটা আগ্রহ নাই তারাও এই বইটা শেষ না করে রাখতে পারবেন না সহজে। তাই দেরি না করে এখনই একবার বইটি পড়ে দেখুন।
রিভিউটি লিখেছেনঃ Abhishek Das Gupta Source link
Nokshi Kathar Math pdf download link
Leave a Reply
You must be logged in to post a comment.