অবমানব pdf – রুমানা বৈশাখী Obomanob pdf – Rumana Baishakhi

অবমানব pdf - রুমানা বৈশাখী Obomanob pdf - Rumana Baishakhi
অবমানব pdf - রুমানা বৈশাখী Obomanob pdf - Rumana Baishakhi

রুমানা বৈশাখীর অতিপ্রাকৃত ও ভৌতিক উপন্যাস Obomanob pdf অবমানব pdf ডাউনলোড করুন ও Obomanob pdf অবমানব pdf পড়ুন।

অবমানব pdf - রুমানা বৈশাখী Obomanob pdf - Rumana Baishakhi
অবমানব pdf – রুমানা বৈশাখী Obomanob pdf – Rumana Baishakhi

Obomanob pdf অবমানব pdf কাহিনিঃ

এই গল্প জটিল মানসিক ব্যাধিতে আক্রান্ত এক বিশ্বখ্যাত চিত্র নায়িকার, যার দাবী সে জন্মগ্রহণ করেছে টাইগ্রিস-ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অববাহিকার কোনও এক প্রাচীন নগরে… খ্রিষ্টপূর্ব ২২০০ সালের কোনও এক সময়ে। এই গল্প একজন কামলা আসগর আলীরও। পেশায় অতি সাধারণ কামলা, অথচ শরীরজুড়ে বর্তমান শত বছর পুরানো তিমি শিকারি জীবনের চিহ্ন।

পৃথিবীর দুটি প্রান্তের এই দুজন মানুষ, অথচ কোথায় যেন অদ্ভুত এক মিল। কিন্তু মিলটা কোথায় তাদের? আছে সবুজ… বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামে নিভৃতে বেড়ে ওঠা এক সুপুরুষ তরুণ, যার নীল চোখ আর শুভ্র ত্বক বলে দেয় যে এই মাটি থেকে সে জন্মগ্রহণ করেনি। আছে একটি তরুণীও। নিজের মাঝে ক্রমশ পরিবর্তনগুলো নিয়ে ভীত-শঙ্কিত-আতঙ্কিত যার দিন যাপন এখন….. তবে কি ড. ডেল এর ধারণাই সঠিক? এই পৃথিবীতে মানব প্রজাতির সমান্তরালে অস্তিত্ব আছে অপর একটি ক্ষমতাবান প্রজাতির?

Obomanob pdf অবমানব pdf লেখিকাঃ

অনেকে রসিকতা করে বলেন, বয়সকে অতিক্রম করেছেন তিনি- তাঁর লেখায়। তিনি রুমানা বৈশাখী। জন্ম ঢাকায়, ১২ মে ১৯৮৫। ঢাকায়ই বেড়ে ওঠা। পড়ালেখাও। স্নাতকোত্তর করেছেন রসায়ন বিজ্ঞানে, ইডেন কলেজ থেকে। লেখালেখির সাথে জড়িত দীর্ঘদিন। নেশার বশে শুরু করলেও এই পেশাতেই ক্যারিয়ার গড়েছেন আর সেভাবেই বাঁচতে চান সারাটা জীবন। কাজ করেছেন মাসিক সাহিত্য পত্রিকা আলো ও ছায়া’র সহকারী সম্পাদক হিসেবে। নারী বিষয়ক পত্রিকা পারিতেও তিনি সহকারী সম্পাদক ছিলেন।

ছাতিম pdf – স্মরণজিৎ চক্রবর্তী Chatim pdf by Smaranjit Chakraborty

বর্তমানে কর্মরত আছেন প্রিয়.কমের এডিটর ইন চার্জ পদে, কাজ করছেন লাইফস্টাইল জার্নালিজম নিয়ে। একই সাথে পরিচালনা করছেন প্রিয় আনসারের মতো একটি পরামর্শ বিষয়ক ওয়েবসাইট অন্যদিকে পরিচালনা করছেন নিজের রন্ধন শিক্ষা বিষয়ক কার্যক্রম “রন্ধন ইশকুল”। লিখেছেন রান্না বিষয়ক বইও। সাবলীলতা রুমানা বৈশাখীর লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। রহস্য, রোমাঞ্চ, রম্য, হরর, সায়েন্স ফিকশন- সাহিত্যের প্রায় সব শাখাতেই লিখছেন সমান তালে, স্বাচ্ছন্দ্যে। খুব অনু বয়সেই প্রকাশিত একক বইয়ের সংখ্যাটা বেশ ভারি। সিনেমা ও নাটকের বৈচিত্র্যময় জগতেও পা রেখেছেন আগেই। বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে তাঁর লেখা একাধিক নাটক। লিখেছেন শর্ট ফিল্ম।

তাঁর জীবনে একটিই মাত্র লক্ষ্য- লিখতে থাকা ও ভালো লেখার চেষ্টা করে যাওয়া উল্লেখযোগ্য বই- এবং ও অতঃপর, ঋতানৃত, হিপোক্রেট দুঃস্বপ্নের রাত, পোস্টমর্টেম, বিভীষিকা, সোয়া দুই ফুট, মেঘ লীনা, অতিলৌকিক, অবলৌকিক, বিবর্তন, সন্ধ্যা হয়ে আসে, অর্তনিশ, অবমানব, অবয়ব, শায়াতিন, ছা চন্দ্ৰাহত, অ-পার্থিব ইত্যাদি।

Obomanob pdf অবমানব pdf নমুনাঃ

যতদূর পর্যন্ত মানবদৃষ্টির সীমানা ততদূর পর্যন্ত কেবল শুভ্রতার একটি মাত্রই রঙ। আদিগন্ত বিস্তৃত ধবধবে সাদা তুষারের পুরু চাঁদোয়া, কালচে নীল সাগরের বুকে ভাসমান শত শত ফুট উঁচু নিরেট বরফের শুভ্র চাঁই। প্রচণ্ড বেগে প্রবাহিত ঝড়ো হাওয়ার সাথে ভাসমান তুষারকণারাও সেই একই রঙের- সাদা!
শুভ্রতায় ছাওয়া ভূমি, শুভ্রতায় ছাওয়া সাগর, নিঃশ্বাসের সাথে বুকে টেনে নেয়া বাতাসটা পর্যন্ত শুভ্র। আর সেই সাথে শীতলতা। হিম হিম হিম শীতলতা। পৃথিবীর কোনো প্রান্তের মানুষের কল্পনার সীমাতেও আসবে না, এতটাই প্রবল-প্রচণ্ড ভয়াবহ তুষার শীতলতা চারপাশে।

মাথার ওপরে আকাশটা কুচকুচে কালো আজ, কেননা তুষারের ভারে নত মেঘ জমে নেই তার শরীরে। অপার্থিব কালো আকাশের বুকজুড়ে জ্বলজ্বল করছে সহস্র- অযুত-নিযুত নক্ষত্ররাজি। পৃথিবীর কোনো মানুষের দু’চোখের সীমায় কুলাবে না, এতটাই বিস্তৃত তাদের ব্যাপ্তি। সেই সাথে আকাশের বুকে এমাথা-ওমাথা জুড়ে আছে নানান রঙের আলোর খেলা। কখনও চোখে পড়ে, কখনও আবার ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। লাল-নীল-সবুজ-হলুদ… ক্রমশ পরিবর্তনশীল তাদের রঙ, তাদের ভঙ্গিমা।

চোখ মেলবার পর দীর্ঘ দীর্ঘ সময় বরফের শরীরে শুয়ে থেকে এই আলোর খেলাই দেখেন তিনি। দেখেন অন্ধকার আকাশের বুকে কোটি কোটি নক্ষত্রের মহাজাগতিক বিন্যাস। সহস্র বছর তুষারের নিচে চাপা পড়ে থাকা শরীরটা পুনরুজ্জীবিত হতে দীর্ঘ সময় নিচ্ছে; অপেক্ষাই এখন তার একমাত্র অবলম্বন।
ধীরে… ভীষণ ধীরে বরফ রাজ্যের হিমশীতলতায় আগাগোড়া জমাট তাঁর শরীরটা পুনরায় উষ্ণতা ফিরে পেতে শুরু করেছে। ত্বকের অসাড়তা কেটে গেছে, ফিরে এসেছে স্নায়ুর অনুভূতিরা। কঠিন বরফে রূপান্তরিত হওয়া রক্ত একটু একটু করে ফিরে পেতে শুরু করেছে নিজস্ব তরলতা, ধমনী-শিরাগুলো বেয়ে তাদের ক্ষীণ চলাচল অনুভব করতে শুরু করেছেন তিনি।

Obomanob pdf অবমানব pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply