অচেনা আন্ডারওয়ার্ল্ড pdf : চিত্রদীপ চক্রবর্তী Ochena Underworld – Chitradeep Chakraborty

অচেনা আন্ডারওয়ার্ল্ড pdf : চিত্রদীপ চক্রবর্তী Ochena Underworld - Chitradeep Chakraborty
অচেনা আন্ডারওয়ার্ল্ড pdf : চিত্রদীপ চক্রবর্তী Ochena Underworld - Chitradeep Chakraborty

চিত্রদীপ চক্রবর্তী এর অচেনা আন্ডারওয়ার্ল্ড pdf রহস্য জগতের কালজয়ী উপন্যাস। রহস্য, গোয়েন্দা, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার উপন্যাস Ochena Underworld pdf ডাউনলোড করুন ও পড়ুন banglabookspdf.com থেকে কোন ঝামেলা ছাড়াই।

অচেনা আন্ডারওয়ার্ল্ড pdf : চিত্রদীপ চক্রবর্তী Ochena Underworld - Chitradeep Chakraborty
অচেনা আন্ডারওয়ার্ল্ড pdf : চিত্রদীপ চক্রবর্তী Ochena Underworld – Chitradeep Chakraborty

Ochena Underworld pdf ভূমিকা

সংবাদ মাধ্যমের সঙ্গে আমার সম্পর্কটা অদ্ভুত। আজ ভালো, তো কাল আবার খুব খারাপ। তবু সাংবাদিকদের কাজকে আমি রেসপেক্ট করি। আজ আপনারা চেনেন আমাকে এবং এত ভালবাসেন, তার পিছনে সংবাদমাধ্যমের একটা বিরাট ভূমিকা রয়েছে। টিভি এবং খবরের কাগজ আমাকে কখনও নায়ক বানিয়েছে, আবার কখনও খলনায়ক। কিন্তু পুলিশের উর্দি গায়ে চাপানোর পর থেকে আমি সৎভাবে নিজের দায়িত্বটা শুধু পালন করে গিয়েছি। কাজ করার সময় মাথায় রেখেছি, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার কথা। পঁচিশ বছরের বেশি সময় মুম্বই পুলিশে কাজ করার সূত্রে আমার গায়ে গেঁথে গিয়েছে একটা তকমা, ‘এনকাউন্টার স্পেশালিস্ট’। Ochena Underworld pdf পড়ুন।

হরর ও গোয়েন্দা উপন্যাস পার্ট ১ পিডিএফ ডাউনলোড Horror Goyenda Uponnas pdf download

যদি প্রশ্ন করেন, আমি এটা এনজয় করি কিনা, তাহলে আমার একটাই উত্তর, একদম নয়। শহরটাকে শান্ত রাখতে গিয়ে এবং নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে বারবার আমার হাতের বন্দুক গর্জে উঠেছে মাফিয়া ডন-গ্যাংস্টার এবং জঙ্গিদের বিরুদ্ধে। নিজের জীবনের পরোয়া করিনি কখনও, তাই বেশ কয়েকবার মরতে মরতে বেঁচে ফিরে এসেছি আপনাদের আশীর্বাদে।

এনকাউন্টার শব্দটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমিও এর অর্থের সঙ্গে একমত নই। আমাদের পাল্টা গুলি চালাতে হয় তখনই, যখন দেখতে পাই গ্যাংস্টার অথবা দুষ্কৃতীদের বাগে আনা যাচ্ছে না। ফলে ভুয়ো এনকাউন্টার হয় বলেও বিশ্বাস করি না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আইন যেহেতু খুব কড়া এবং মুম্বই পুলিশ এসব ব্যাপারে কারও সঙ্গে রেয়াত করে না, ফলে দীর্ঘদিন জেলে থাকার ভয়ে দুষ্কৃতীরা পাল্টা গুলি চালিয়ে নিজেদের আড়াল করার চেষ্টা করে। তখন বাধ্য হয়ে আমাদের গুলি চলাতে হয়।।

হাউ টু টক টু এনিওয়ান PDF – লেইল লোনডেস How to talk to Anyone pdf Bangla – Leil Lowndes

পুলিশের চাকরি করার সুবাদে বারবার নানা বিতর্কের মুখোমুখি হতে হয়েছে আমাকে। সেগুলো আপনারা জানেন। নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। তবে আমি এটা জানি, আন্ডারওয়ার্ল্ড নিয়ে শুধু মুম্বই কেন, কলকাতা- দিল্লি সর্বত্র মানুষের একটা আগ্রহ রয়েছে। তাঁরা জানতে চান, পুলিশ কীভাবে শায়েস্তা করে এইসব মাফিয়া ডন এবং গ্যাংস্টারদের। কারণ, এই বিষয়টাতে মুম্বই পুলিশ অনেকটাই সফল।

কলকাতার মানুষদের আমার খুব পছন্দ। তার অন্যতম কারণ, ওই শহরের নাগরিকরা পুলিশের কাজকর্ম এবং তাঁদের দায়িত্বের কথা বোঝেন। ভালো কাজের প্রশংসা করতে জানেন। তাই যখন শুনলাম কলকাতা থেকে বাংলায় প্রথমবার মুম্বই আন্ডারওয়ার্ল্ডের উপর একটি বই প্রকাশিত হতে চলেছে, সত্যি খুব আনন্দ হয়েছে। এটা প্রকাশ করার মত ভাষা আমার জানা নেই। এই বইটির লেখক, সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তীকে অনেক শুভেচ্ছা জানাই। শেষে একটা কথা বলতে চাই, জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ ফোর্স বিভিন্ন রাজ্যে কাজ করে, আপনাদের জন্য। ফলে পুলিশ কর্মী এবং অফিসারদের শ্রদ্ধা করুন। মনে রাখবেন, ওরাও কিন্তু আপনাদের পরিবারের লোক। Ochena Underworld pdf পড়ুন।

অচেনা আন্ডারওয়ার্ল্ড pdf সূচিপত্র

এক ফুল তিন মালি
কাশ্মীর কি কলি
খুবসরত লেকিন খতরনাক
ম্যাডাম এক্স
নেপাল-সুন্দরী রেশমা
নার্স টু লেডি কুইন
দাউদের ব্যর্থ প্রেম
ছোটা শাকিলের মোটা গার্লফ্রেন্ড
ড্যাডির মাম্মি
নানা আর নানী

Ochena Underworld pdf এর লেখকের কথা

কাজের সূত্রে প্রথমবার মুম্বই গিয়েছিলাম ২০০৮ সালের নভেম্বর মাসে, তাজ হানার সময়। তখন অবশ্য প্রেক্ষিতটা ছিল আলাদা। তার আগে ওই শহরটাকে চিনতাম বলিউড ক্রিকেট আর আন্ডারওয়ার্ল্ড দিয়ে। প্রথম দুটি বিষয় সম্পর্কে কাগজে পড়তাম অনেক কিছু। কিন্তু কী বাংলা, কী ইংরেজি, কোনও ভাষাতেই আন্ডারওয়ার্ল্ড নিয়ে ভালো কোনো বই কখনও পাইনি। ২৬/১১-র পর মুম্বইয়ের ক্রাইম বিটে কাজ করা বহু সাংবাদিকের সঙ্গে পরিচয় হয়। ঘনিষ্ঠতা বাড়ে। তাঁদের কাছে ডোংরি এলাকায় যাওয়ার ইচ্ছেও প্রকাশ করি। Ochena Underworld pdf পড়ুন।

যদিও একজন বাদে সঙ্গে করে নিয়ে যেতে কেউ তেমন আগ্রহ দেখাননি। ফলে, বহু জায়গা একা একা ঘুরে বেড়াতে হয়েছিল। সেটাই আমার প্রথমবারের জন্য দাউদের খাসতালুক দর্শন। তারপর কাজের সূত্রে অন্তত বার ছ’য়েক মুম্বই গিয়েছি। জোড়া বিস্ফোরণ, ইয়াকুবের ফাঁসি, শিনা বোরা হত্যাসহ নানা ঘটনা কভার করতে। প্রতিবারই যেন মন্দির দেখার মতো একবার করে চক্কর মেরে এসেছি ওই এলাকায়। সত্যি বলতে, বই লিখব তখনও এই চিন্তা মাথাতেই ছিল না। সেই ইচ্ছেটা প্রথম হয়। ২০১৫-তে। আজও জানি না কেন! Ochena Underworld pdf পড়ুন।

শুরু করি কাজ। আন্ডারওয়ার্ল্ডকে তলিয়ে দেখা। এরই মধ্যে বাজারে চলে আসে এস হুসেন জাইদির একের পর এক সুপারহিট বই। সবক’টা প্রায় মুখস্ত করে ফেলেছিলাম। আর তখন ভাবনাটা মাথায় আসে, বাংলার মানুষদের এই বিষয়টা নিয়ে জানার এত আগ্রহ, অথচ বিক্ষিপ্ত কয়েকটা লেখা ছাড়া বই আকারে কিছু নেই। কাজেই বাংলার পাঠকদের জন্য লিখলে কেমন হয়? ভাবলাম তো, কিন্তু লিখবটা কী? জাইদি ওই অন্ধকার জগত নিয়ে লেখার জন্য কোনও বিষয় অবশিষ্ট রাখেননি। তাহলে? শুরু হল, ভাবা প্র্যাকটিস করা। আমি একজন সাংবাদিক, কাজেই ঘটনা এবং কল্পনাকে সাহিত্যগুণ দিয়ে মিশিয়ে তুখোড় সাহিত্যিক হওয়া আমার ধাতে নেই। মন বলল, বরং একটু গবেষণা করে এমন একটা বিষয় নিয়ে লেখার চেষ্টা করি, যেটা জাইদির কলম থেকে বেরোয়নি।

২০০৮ সালে সৌভাগ্যক্রমে দেখা করার সুযোগ হয়েছিল অরুণ গাউলির স্ত্রী আশা গাউলির সঙ্গে। ঠিক করলাম, তাহলে মাফিয়া ডনদের জীবনে তাঁদের স্ত্রী-দের ভূমিকা নিয়ে লেখা যেতে পারে। যখন ভাবছি, ঠিক তখন হাতে আসে জাইদির প্রায় কাছাকাছি বিষয় নিয়ে লেখা আরও একটা বই। দ্রুত পড়ে ফেলি সেটাও। বলতে দ্বিধা নেই, আমার সঙ্গে জাইদির যা সম্পর্ক, তাতে তাঁর অনুমতি নিয়ে বইটাকে বঙ্গানুবাদ করে ফেললে সময় এবং শ্রম দুটোই বাঁচত। বিশ্বাস করুন, সেই পথে হাঁটতে একদম ইচ্ছে হয়নি। তাই ওই বিষয়টার উপর নতুন করে গবেষণা শুরু করি। খোঁজও পেয়ে যাই বেশ কিছু নতুন চরিত্রের। যাদের নিয়ে দেশের এক নম্বর ক্রাইম লিখিয়েও কিছু লেখেননি। Ochena Underworld pdf পড়ুন।

আমি যখন স্কুলে পড়ি, সেই আট বা নয়ের দশকের শুরুতে মুম্বই জুড়ে ছিল আন্ডারওয়ার্ল্ডের বোলবোলা। দাউদ, ছোটা রাজন, ছোটা শাকিলদের দাপট। সাংবাদিকতায় যখন আসি, তার আগে ওই রাঘববোয়ালরা গা ঢাকা দিয়েছেন পাকিস্তানে। কিন্তু মুম্বই শহরের অলিগলিতে এখনও রয়ে গিয়েছে তাঁদের ছায়া। সেই পুরোনো দিনের কাহিনি স্থানীয় বাসিন্দা, প্রাক্তন পুলিশ কর্তা, সিনিয়র সাংবাদিকদের মুখ থেকে শুনে লেখা যে। কতটা কঠিন কাজ, তা হাড়ে হাড়ে টের পেয়েছি। তবুও স্মৃতি হাতড়ে প্রত্যেকে যে ঘটনাগুলি বর্ণনা করেছেন তা অবাক করেছে আমাকেও। Ochena Underworld pdf পড়ুন।

ডনদের বউ বা বান্ধবীদের নিয়ে লিখতে বসে হিন্দি সিনেমার চিত্রনাট্যের ধাঁচে না লেখার চেষ্টা করাই ছিল প্রথম থেকে আমার উদ্দেশ্য। লিখতে চেয়েছি তেমন করে, যে ভাবে আমি স্থানীয় লোকেদের কাছে গল্প গুলো শুনেছি। অকারণে ভাষার বাগাড়ম্বরও করতে চাইনি। তাতে কেউ আশাহত হলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। পাশাপাশি এটাও বলে রাখা প্রয়োজন, এই বইয়ে বিষয়ভিত্তিক লেখার ক্ষেত্রে দাউদ বা ছোটা রাজনদের সম্পর্কে যতটুকু তথ্য দেওয়া প্রয়োজন, তাই দেওয়া হয়েছে। কোথাও তাঁদের চরিত্রকে হিরো করার চেষ্টা হয়েছে মনে হলে সেটা আমার ত্রুটি। Ochena Underworld pdf পড়ুন।

যাঁরা আমাকে বিষয়টি নিয়ে লিখতে তথ্য জুগিয়েছেন, আমি চিরঋণী সেই প্রাক্তন পুলিশ কর্তা রাকেশ মারিয়া, ওয়াই সি পাওয়ার, লেখক এস হুসেন জাইদি, সাংবাদিক মতিন হাফিজ, ডোংরির বাসিন্দা জুনেদ আমেদ, পুলিশ কর্মী অশোক কদম, দয়া নায়েকদের কাছে। কাজটা করতে গিয়ে বিভিন্ন পত্রপত্রিকা বই, আদালতের নির্দেশের সাহায্য আমাকে নিতে হয়েছে। চেষ্টা করেছি লেখাকে নাটকীয় করে তুলতে গিয়ে তথ্য বিকৃতি না করার। তবুও ভুল মানুষমাত্রেই হয়। হতে পারে আমারও। সেটা মার্জনা করে, গঠনমূলক সমালোচনা করলে স্রেফ বইক্রেতা নয়, শুভাকাঙ্খি মনে করব। Ochena Underworld pdf পড়ুন।

এই বইয়ের গবেষণার কাজ করতে ফেব্রুয়ারির শেষে যখন মুম্বই যাই, ঠিক ছিল আরও কয়েকদিন থাকব। কিন্তু বিমানের টিকিট নিয়ে সমস্যা হওয়ায় এমন একটা সময়ে ফিরি, যখন করোনা থাবা বসানো শুরু করে দিয়েছে। মনটা খারাপ হয়ে গিয়েছিল। পরবর্তীতে লকডাউন পর্বে দ্রুত বই লেখার কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার পথে ফের বড় ধাক্কা আসে। আমার মা। আক্রান্ত হন করোনায়। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ। তাই এবারের বইটা আমি উৎসর্গ করছি সেই সমস্ত করোনা যোদ্ধাদের। যাঁরা এই রোগের বিরুদ্ধে কার্যত ছায়াযুদ্ধ লড়ছেন নিজের জীবন উপেক্ষা করে।।
ভালো থাকুন সবাই। অবশ্যই সুস্থ থাকুন।

চিত্রদীপ চক্রবর্তী এর রহস্য, গোয়েন্দা, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার উপন্যাস  Ochena Underworld pdf ডাউনলোড করুন ও পড়ুন এখান থেকে।

Be the first to comment

Leave a Reply