অগোচরা pdf – মোহাম্মদ নাজিম উদ্দিন Ogochore pdf – Mohammad Nazim Uddin

অগোচরা pdf - মোহাম্মদ নাজিম উদ্দিন Ogochore pdf - Mohammad Nazim Uddin
অগোচরা pdf - মোহাম্মদ নাজিম উদ্দিন Ogochore pdf - Mohammad Nazim Uddin

মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার অগোচরা pdf হরর, থ্রিলার জগতের অন্যতম লেখা। স্নাইপার হলো একজন সামরিক বা আধাসামরিক লোক সেরকম এক থ্রিলার বই Ogochore pdf পড়ুন ও ডাউনলোড করুন। Ogochore pdf বইটি পড়তে পারবেন banglabookspdf থেকে। Ogochore pdf আপনাকে থ্রিলার জগতের নতুন এক স্বাদ দিব

অগোচরা pdf - মোহাম্মদ নাজিম উদ্দিন Ogochore pdf - Mohammad Nazim Uddin
অগোচরা pdf – মোহাম্মদ নাজিম উদ্দিন Ogochore pdf – Mohammad Nazim Uddin

Ogochore pdf কাহিনীঃ

অন্ধকার জগতের গলিতে পা দিয়ে হয়ত নিজের অজান্তেই। তারপর সে নিজেকে লুকিয়ে রাখার চেস্টা করতে থাকে এবং তার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামে সে। ফলে মানুষজন তাকে খুব একটা চেনে না। তার সম্পর্কে মানুষ জানে আরো কম। তবে সে তার শিকার খুজে নেয় খুব দক্ষতার সাথেই। গোপন অভিযানে তার দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি হয়ে যান স্নাইপার। সেই স্নাইপারকে নিয়েই Agochore pdf উপন্যাস।

Ogochore pdf সম্পর্কে লেখকঃ

‘অগোচরা’ লিখেছিলাম ছোটভাই এবং লেখক বাপ্পী খানের অনুরোধে। ওরা তখন থ্রিলার জার্নাল নামের একটি ম্যাগাজিন বের করছে, সেখানে আমাকে একটা গল্প দিতে বলল। নানান ব্যস্ততার কারণে সময় পাচ্ছিলাম না, বার বার ডেটলাইন মিস হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে বাপ্পী বলে বসলো, আমি যতোদিন গল্প না দেবো ততদিন তারা ‘জার্নাল’টা বের করবে না। ল্যাপটপ নিয়ে বসলাম কিন্তু মাথায় অনেক গল্পের প্লট থাকলেও কোনোটাই লিখতে ইচ্ছে করলো না। কিছুক্ষণ বসে থাকার পর হুট করেই এই গল্পটা লিখতে শুরু করলাম। ভেবেছিলাম পাঁচ-ছয় পৃষ্ঠার হবে; লিখতে লিখতে কখন যে বিশাল বড় আকারের হয়ে গেল, টেরই পাইনি। গুণে দেখি পঞ্চাশ পৃষ্ঠারও বেশি, অথচ গল্পটা তখনও অর্ধেক লেখা হয়নি! মুশকিলে পড়ে গেলাম।

বিভিন্ন লেখকের হরর ও গোয়েন্দা উপন্যাস পার্ট ১ পিডিএফ ডাউনলোড করুন Horror Goyenda Uponnas pdf download

গল্পটাকে দুই পর্বে ভাগ করার পরও ত্রিশ পৃষ্ঠার কাছাকাছি হয়ে গেল। কয়েক বার ড্রাফট করার পর আর কোনোভাবেই ছোট করা সম্ভব হলো না। বাপ্পীকে সমস্যাটার কথা বলতেই সে উৎফুল-এরকম বড় আকারের গল্প পেলে নাকি একটু বেশিই খুশি হবে তারা! থ্রিলার জার্নাল-এ অগোচরা প্রকাশ হবার প্রায় সঙ্গে সঙ্গেই আরেক ছোটভাই, লেখক এবং নির্মাতা সিদ্দিক আহমেদ জানালো, সে এটাকে নিয়ে ওয়েব- ফিল্ম কিংবা সিরিজ বানাতে চায়। ওর আগ্রহ দেখে ওকে মৌখিকভাবে অনুমতি দিয়ে দিয়েছিলাম। কিন্তু কভিড চলে এলে দুয়েকটা বছর সঙ্কটের মধ্য দিয়েই কেটে গেল। সবকিছু আগের মতো স্বাভাবিক হতেই কাজ শুরু হলো সেই ওয়েব- সিরিজটির। খুব শীঘ্রই দেশের অন্যতম একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুক্তি পাবে ‘অগোচরা’।

এর আগে জনপ্রিয় ইবুক প্ল্যাটফর্ম ‘বইঘর’ অ্যাপসের রনি যোগাযোগ করলো অগোচরা’র ইবুক প্রকাশ করার জন্য। সেটাও গত বছরের শেষের দিকে প্রকাশিত হয়েছে ‘বইঘর এক্সকুসিভ’ হিসেবে। কিন্তু এতদিনে আমি ভুলেই বসেছি, অগোচরা’র গল্পটি বই আকারে প্রকাশ করা হয়নি। তাই সিদ্ধান্ত নিলাম ওয়েব সিরিজের মুক্তির আগেই ‘অগোচরা’র পূর্ণাঙ্গ গল্পটি বই আকারে প্রকাশ করবো।

অগোচরা বই রিভিউঃ

থ্রিলার গল্পের জন্য মোহাম্মদ নাজিম উদ্দিন এক অনন্য নাম। লেখকের ডাবাকা যারা পড়েছেন তারা খুব ভালো করেই জানেন যে থ্রিলার জগতে তিনি কেমন ধরনের লেখক। অগোচরা থ্রিলার ধর্মী লেখা হলেও যারা নিয়মিত প্রচুর থ্রিলার পড়েন মূলত বইটি তাদের জন্য নয়। যারা থ্রিলার জগতে পা রাখতে চাচ্ছেন অর্থাৎ পাঠক হিসাবে থ্রিলার জগতে নতুন তাদের জন্য চমৎকার ও উপযোগী একটি উপন্যাস অগোচরা। অগোচরা উপন্যাসটিতে লেখক ৯০ এর দশকে ঢাকা ও কেরানীগঞ্জের আন্ডারওয়ার্ল্ড জগতের নানান ভয়ংকর সব কাহিনীকে তুলে এনেছেন। সেই সময়ে অন্ধকার জগতকে কিভাবে নিয়ন্ত্রণ করা হত আর কানাই বা এর নিয়ন্ত্রণে থাকতেন সেই বিষয়ে লেখক অসাধারণ ও নিপুন হাতে লিখেছেন।

আন্ডারওয়ার্ল্ড জগতের এক দুর্ধর্ষ শুটার কে কেন্দ্র করে উপন্যাসের কাহিনী সামনের দিকে চলতে থাকে। পিলার জগতে লেখক যে কতটা সিদ্ধ হস্ত তা উপন্যাসটির না পড়লে বুঝার উপায় থাকবে না। স্নাইপার নিয়ে যারা ইতিমধ্যে থ্রিলার উপন্যাস পড়েছেন সেই সব উপন্যাসের পটভূমি অনেকটা প্রতিমা আদলে লিখিত। কিন্তু লেখক এর অগোচরা উপন্যাসটি দেশীয় প্রেক্ষাপটে নির্মিত চিরচেনা অন্ধকার জগতের রূপ। খুবই ছোট্ট পরিসরের একটি উপন্যাস অথচ কি নেই এতে! আন্ডারওয়ার্ল্ড জগতের নানান কুকর্ম মারামারি হানাহানি আর রহস্যে ঘেরা গল্পের প্লট সবই রয়েছে ছোট্ট এই উপন্যাসটিতে।

উপন্যাসটিতে এক স্নাইপার ভাগ্যের নির্মম পরিহাসে জড়িয়ে পড়ে অন্ধকার জগতের সাথে। নানান রকম খারাপ কাজের সাথে নিজেকে জড়িয়ে অন্ধকার জগতের ত্রাস হয়ে ওঠে সে। পরক্ষণেই বুঝতে পারে অন্ধকারের অতলে হারিয়ে যাচ্ছে তার জীবন। এই জগতে নিজের আধিপত্য টিকিয়ে রাখতে যেমন লড়াই করতে হয় তেমনি লড়াই করতে হয় নিজের জীবন বাঁচানোর জন্য। কারণ যে কেউ এসে তার চেয়েও দুর্ধর্ষ হয়ে পড়তে পারে আর তখনই তাকে সরিয়ে দিতে পারে এই ইহজগৎ থেকে। কিন্তু এই জগতে যে একবার পা দিয়েছে জড়িয়ে গেছে অন্ধকারের সাথে সে কি এত সহজেই এই জগত থেকে বেরিয়ে আসতে পারে কিংবা কেউ কি এই অন্ধকার জগতে থেকে এখনো পর্যন্ত বের হতে পেরেছি?

কাহিনীর পরম্পরা শুনে মনে হবে উপন্যাসটি হয়তো এখানেই শেষ কিন্তু আসলে তা নয়। ঘটনার ঘনঘটা পাঠককে বইয়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত টেনে নিয়ে যাবে। উপন্যাসের মাঝেমধ্যেই মনে হবে আপনি যেন কোন দক্ষিণী সিনেমার গভীর গল্পের মধ্যে ঢুকে পড়েছেন। কোন কোন ক্ষেত্রে দক্ষিণ ই চিনে মার থ্রিলার কেউ যেন হার মানাবে।

একজন শুটার এর জীবন অন্ধকার জগতের মাঝে জড়িয়ে যে কত বিভীষিকাময় হয়ে ওঠে তারই প্রতিফলন ঘটিয়েছেন লেখক অগোছড়া উপন্যাসে।  উপন্যাসে কেন্দ্রীয় চরিত্রের শুটার শুধু যে দেশ সেরা শুটার ছিলেন তাই নয় তিনি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শুটারও ছিলেন। এই উপন্যাসের বিশেষত্ব হচ্ছে এটাতে অতি কথন নেই বললেই চলে। ঘটনা যখন যেই দিকে মোড় নিয়েছে সেই দিকেই লেখক চলে গেছেন অতি অল্প কথনে। তবে যে সকল পাঠক উপন্যাসের ডিটেইলস পছন্দ করেন তাদের কাছে হয়তো বিষয়টি ভালো নাও লাগতে পারে। তবে যারা এক বসাতে কোন উপন্যাস শেষ করতে চান তাদের জন্য অল্প কথনে লেখা উপন্যাস গুলো বেশ উপভোগ্য হয়ে থাকে।

অগোচরা ওয়েব সিরিজঃ

অগোছড়া থ্রিলার উপন্যাসের ব্যাপক জনপ্রিয়তার পর উপন্যাসটি নিয়ে একটি ওয়েব সিরিজ ও নির্মিত হয়েছে। ২০২৩ সালের ১০ আগস্ট ওয়েব সিরিজটি মুক্তি পায়। ফজলুর রহমান বাবু, মম সহ আরো অনেক পরিচিত ও নামকরা অভিনেতা অভিনেত্রী এতে অভিনয় করেন।  প্রতিটি প্লাটফর্মে অগোছড়া ওয়েব সিরিজটি বেশ সুনাম অর্জন করে। এছাড়াও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও সিরিজটি বহু দর্শক দেখেন। অগোচরা ওয়েব সিরিজ download করতে পারবেন ইউটিউব থেকেই।

অগোচরা হার্ডকপিঃ

মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার উপন্যাস Ogochore pdf যারা পড়েছেন আশা করছি তাদের অনেকেরই কাছে উপন্যাসটি বেশ উপভোগ্য একটি উপন্যাস। যাদের উপন্যাসটি ভালো লেগেছে তারা অনেকেই এর হার্ডকপি সংগ্রহ করতে চাইছেন হয়তো। যদি অগোচরা উপন্যাসটির হার্ডকপি সংগ্রহ করতে চান তারা সরাসরি লাইব্রেরী থেকে এটি কিনে নিতে পারেন অথবা অনলাইনের বিভিন্ন স্টোর থেকেও বইটি কিনতে পারেন। উপন্যাসটি অনলাইনের বেশ কিছু স্টোরে এখনো অ্যাভেলেবেল রয়েছে এবং উপন্যাসটির দামও খুবই সামান্য পরিমাণ।  তাই দেরি না করে এখনই সংগ্রহ করে ফেলুন অগোচরা উপন্যাসের হার্ডকপি।

অগোচরা উপন্যাসের লেখকঃ

অগোচরা উপন্যাসের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে বাংলা থ্রিলার জগতের এক কিংবদন্তি যিনি প্রথম বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশি ভৌগোলিক অবস্থানকে ঘিরে নানান রকম পাঠক প্রিয় থ্রিলার লিখে জনপ্রিয়তা অর্জন করেছেন। রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি কিংবা দুধ চা খেয়ে তোকে গুলি করে দেবো উপন্যাসের মত বিখ্যাত সব উপন্যাসের রচনাশৈলী তার হাতেই নির্মিত। লেখক এরকম বহু পাঠক প্রিয় থ্রিলার রচনা করেছেন। লেখকের বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো করাচি, কসমোজাহি, কন্ট্রোল, নেমেসিস। এছাড়াও তিনি অনেক থ্রিলার বই বাংলা অনুবাদ করেছেন।

লেখকের বেগ-বাস্টার্ড সিরিজটি যারা পড়েছেন তারা নিঃসন্দেহে জানেন লেখকের লেখার মান ও থ্রিলার জগত নিয়ে লেখকের অভিজ্ঞতা। বেগ-বাস্টার্ড সিরিজের সাতটি বই প্রকাশিত হয়েছে প্রতিটি বই সমান জনপ্রিয়তা অর্জন করেছে।

অগোচরা উপন্যাসের বৈশিষ্ট্যঃ

১. অগোচরা উপন্যাসটি লেখক খুব অল্প কথনে ঘটনার মূল বিষয়বস্তুকে কেন্দ্র করে লিখেছেন বিদায় এতে অতিকতনের যুগ জামেলা একেবারে নেই বললেই চলে।

২. উপন্যাসটিতে থ্রিলারকে অনেকটা সিনেমাটিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।

৩. চরিত্রগুলো পরিচিত এবং দেশীয় সংস্কৃতির আবহে লেখা বিদায় আমরা অনেকেই আমাদের আশেপাশের ঘটে যাওয়া অন্ধকার জগতের ঘটনাবহের সাথে মিল খুঁজে পাবো।

৪. উপন্যাসটির কাহিনীতে রয়েছে টানটান উত্তেজনা ফলে উপন্যাসটি পড়া শুরু করলে মাঝপথে কিংবা কোন এক বিস্তার পরে গিয়ে খামার কোন উপায় নেই কাহিনী আপনাকে উপন্যাসটির শেষ পৃষ্ঠা পর্যন্ত টেনে নিয়ে যাবে।

৫. লেখকের চিরাচরিত লেখনি শৈলী ও শব্দচয়ন হরর থ্রিলার উপন্যাসের চিরায়ত রূপ দেখতে পাবেন।

৬. যারা থ্রিলার উপন্যাস পড়া শুরু করতে চান কিংবা থ্রিলার জগতে নতুন তাদের জন্য এই উপন্যাসটি খুবই উপযোগী একটি থ্রিলার উপন্যাস pdf।

৭. থ্রিলার উপন্যাস pdf পড়ার আগ্রহী পাঠকদের জন্য Ogochore pdf বেস্ট থ্রিলার বই পিডিএফ। ক্রাইম থ্রিলার বই pdf পড়ার পুরো আনন্দটাই উপভোগ করতে পারবেন এই উপন্যাসটি থেকে।

মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার অগোচরা pdf Ogochore pdf ডাউনলোড করুন এখান থেকে অথবা Ogochore pdf অনলাইনে পড়ুন এখান থেকে।

Be the first to comment

Leave a Reply