ওম pdf – স্মরণজিৎ চক্রবর্তী Om pdf by Smaranjit Chakraborty

ওম pdf – স্মরণজিৎ চক্রবর্তী Om pdf by Smaranjit Chakraborty
ওম pdf – স্মরণজিৎ চক্রবর্তী Om pdf by Smaranjit Chakraborty

স্মরণজিৎ চক্রবর্তীর Om pdf ওম pdf download করুন ও Om pdf পড়ুন।

ওম pdf – স্মরণজিৎ চক্রবর্তী Om pdf by Smaranjit Chakraborty
ওম pdf – স্মরণজিৎ চক্রবর্তী Om pdf by Smaranjit Chakraborty

Om pdf ওম pdf কাহিনিঃ

মিতুর জীবনে জড়িয়ে পড়ে বিহান। ঝিলকে পছন্দ রিজুলের। রবি এক গোপন স্বার্থে ঝিলকে সবার থেকে আড়াল করে রাখে। রবির অসামাজিক কাজে জড়িয়ে পড়ে সৎভাই ফলক। নুড়ি ওকে বলে, এই দাসত্ব থেকে মুক্ত হও। অপ্রকৃতিস্থ বিপ্লব সবকিছু পালটে দিতে চায়। বিভিন্ন গল্প এসে মেশে একে অপরের সঙ্গে। দ্বেষ, স্বার্থপরতা, লোভ ও বিশ্বাসঘাতকতার মাঝে দাঁড়িয়েও কোথায় যেন জায়গা করে নিতে চায় প্ৰেম ।

Om pdf নমুনাঃ

অনেক প্রেমের গল্প হয়েছে, এবার শালা বিপ্লবের গল্প হবে। ফ্রাস্ট্রেশন, হাঙ্গার, করাপশান আর সোশ্যাল ইমমোবিলিটির বিরুদ্ধে লড়তে থাকা এক বিপ্লবের গল্প! চারিদিকে পোস্টার মারতে হবে। বন্দুক জোগাড় করতে হবে। সুন্দরী মেয়েদের সমস্ত প্রেমপত্র জ্বালিয়ে সেই আগুনে ভাত তৈরি করে খাওয়াতে হবে মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, কাতর ভারতবাসী আর নেগেলেক্টেড ভারতবাসীকে। তারপর জুতসই একটা জঙ্গল খুঁজতে হবে। কলকাতার জঙ্গল নয়, সত্যিকারের জঙ্গল। বিপ্লবের জন্য প্রয়োজনীয় জঙ্গলটা হবে ভীষণ গভীর আর হরর মুভির মতো ভয়ংকর। পিকনিক করতে আসা নিষিদ্ধ সেখানে। গাছের গোড়ায় গড়িয়ে বা বসে হিসু করাও নিষিদ্ধ। সেই জঙ্গলে টেস্ট করে থাকতে হবে। তিনকোণা আগুন বানিয়ে বেয়োনেটের মাথায় কেটলি বেঁধে তৈরি করতে হবে চা।

কৃষ্ণপক্ষ pdf – তমোঘ্ন নস্কর Krishnapaksha pdf – Tamoghn Naskar

আর পড়তে হবে বলিভিয়ার জঙ্গল, কিউবার গেরিলা ট্যাক্সি। পড়তে হবে সিআইএ-র হাতে ধরা পড়া ফ্যাকাশে, একলা চে। চা আর চে। এই না হলে কি আর বিপ্লব জমে!
সত্যি, কত কাজ যে পড়ে রয়েছে। আর সেসব না দেখে শালা প্রেমের গল্প মারাচ্ছে। কে রে মালটা? খালি ভালবাসা-বাসি, না? খালি নাকের, চোখের জল আর ইন্টু পিন্টুর ধান্দা! আরে বাবা উত্তমকুমার কবে এ গিয়েছেন। প্ল্যানচেট করলে শুধু নেমে এসে বলেন, “রাজা হতে আমি আসিনি।” সুচিত্রা সেনও আর আধার কার্ড করালো ছাড়া ফোটো তোলান না। এমন ভাইব্রেটনিং সময়ে, ডেনড্রাইট, মেথ আর উইড-এর সময়ে কেউ প্রেমের গল্প লেখে? বেঁচে থাকার একটা স্ট্যান্ডার্ড থাকবে না?

ঋত্বিকের শেষে ঘটকটুকু খুলে পড়ে গিয়ে সেখানে এখন রোশন এসে বসেছে বলেই কি সবাইকে অমন হাত-পা তুলে প্রেমের কথা শুনতে হবে? মনটাকে শক্ত করতে হবে না? এখন এক সঙ্গে চারজনকে ডেট করার টাইম। দুপুরবেলা ফাঁকা দেখে ফ্ল্যাটে গ্রুপ অর্জি করার টাইম। ডাক্তার না ইঞ্জিনিয়ার সেই। দেখে তাদের দিকে ফেরোমোন ছোড়ার টাইম। সেখানে প্রেম! পাগল না চক্রবর্তী?

আসলে তো কাকা, সেই জাস্ট শোওয়ার ধান্দা। রিবড, ডটেড আর আইসক্রিমের মতো ফ্লেভার কার্ড দেখে বিলিতি বেলুন কেনার ধান্দা। জাপানি শ্যাম্পু থেকে জাপানি পাউডার সব মেখে বসে থাকার ধান্দা! তার জন্য হেদিয়ে প্রেম করার কী দরকার আছে। তাই বুঝতে হবে আসল চক্রান্তটা। বিদেশি মাল্টিন্যাশনালের বিজনেস এক্সপ্যানশনের মিঠি ছুরি হল প্রেম। ফিল্মি ললাকেদের চারশো কোটির মাইল স্টোন ছোঁয়ার টোপ হল প্রেম। কেটে ফেলা কবজি আর তারপরের একটা ব্লেড হল প্রেম! তাই ওসবে কান দিয়োনা ভারতবাসী। মনে রেখো এর চেয়ে বিপ্লব জরুরি। মন দিয়ে সেটা করতে হবে। বোমা মেরে উড়িয়ে দিতে হবে গাড়ি, মূর্তি, বাড়ি, পায়রা! শান্তির প্রতীকের ঢপবাজি অনেক দেখা আছে! ওসবে আর ভুলবে না পাবলিক। এখন পাবলিক শুধু চায় বিপ্লব। আর পাবলিক যা চায়, কেটার করাই হল সারভাইভাল ইডিওলজি।

“কী রে? কী করছিস তখন থেকে বসে? পিসিমা ডাকছে শুনতে পাচ্ছিস?”
জীমূতের গলায় ধাতানি খেয়ে পিছন ফিরে তাকাল বিপ্লব। ইশ! দিল ওর স্পিচের পিণ্ডি চটকে! পিসি ডাকছে তো কী হয়েছে? পিসি করিনা কপুর নাকি? বিপ্লবের বিরক্ত লাগল।। জীমূতের চেহারাটা কেমন যেন বকের মতো। টিংটিঙে রোগা শরীর, গলাটা হুকের মতো বাড়িয়েই রেখেছে সব সময়। দেখলেই মনে হয় খপ করে জলে মুখ ডুবিয়ে মাছ ধরবে। আঠাশ বছর বয়সেই কেমন যেন দড়ি পাকিয়ে গিয়েছে ওর চেহারাটা! তবে এমন শরীর হলে কী হবে, রোয়াবে জাহাঙ্গির বাদশা। রবির খাস লোক বলে কথা!

“কী রে, কালা নাকি তুই? কী বললাম তোকে? এই ভাঙা পাঁচিলের ওপর বসে আছিস কেন? কী ভাবছিস?”
বিপ্লব হাসল। আসলে ও যে একটা রেভোলিউশন করার কথা ভাবছে, সেটা তো আর বলা যায় না। দিনকাল খুব খারাপ পড়েছে। চারিদিকে চোর-চোড়ের রাজত্ব। সব মেরে দেওয়ার ধান্দায় ঘুরছে। কপিরাইটের তোয়াক্কাই যেখানে কেউ করে না, বিপ্লবের ওরিজিন্যাল আইডিয়াটা মেরে দিতে আর তাদের কত সময় লাগবে।
বিপ্লব বলল, “পিসি? পিসি তো ট্রান্সেন্ডেন্টাল স্টেটে থাকে। আমায় ডাকবে কেন?”

Om pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply