রুমানা বৈশাখীর গল্প সংকলন Onnovubon pdf অন্যভুবন pdf ডাউনলোড করুন ও Onnovubon pdf অন্যভুবন pdf পড়ুন।
Onnovubon pdf অন্যভুবন pdf রিভিউঃ
অন্য ভুবন একটি গল্প সংকলন। নিঃসন্দেহে এতে থাকছে রহস্যে ঘেরা কিছু অতিপ্রাকৃত গল্প। থাকছে গা শিউরে ওঠা হরর গল্প, পিশাচ কাহিনি। সেই সাথে থাকছে জীবনের পরতে পরতে জড়িয়ে থাকা এমন কিছু গল্প যা সহসা আমাদের চোখ এড়িয়ে যায়, হয়তো দেখেও দেখে না মন। এই সংকলনের গল্পগুলো তাঁদের জন্য, তাঁরা ভাবতে ভালোবাসেন। ভয়ে শিউরে উঠতে ভালোবাসেন, কান্নায় চোখ ভেজাতে ভালোবাসেন, পড়তে পড়তে আবেগে আপ্লুত হতে ভালোবাসেন।
“অন্য ভুবনের” গল্পগুলোতে মিলেমিশে থাকছে অনেকগুলো অনুভব আর আবেগের গল্প। থাকছে তীব্র ভয় আর আতঙ্কের কাহন, থাকছে ভালবাসা আর সম্পর্কের গল্প, থাকছে জীবনের সাথে যুদ্ধে জয়- পরাজয়ের গল্প, থাকছে এমন এক ভুবনের কিছু কাহিনি যেগুলোর সাথে আমার দৈনন্দিন বাস্তবতার সম্পর্ক নেই। কিংবা কে জানে, হয়তো আছে!
Onnovubon pdf অন্যভুবন pdf লেখিকাঃ
অনেকে রসিকতা করে বলেন, বয়সকে অতিক্রম করেছেন তিনি- তাঁর লেখায়। তিনি রুমানা বৈশাখী। জন্ম ঢাকায়, ১২ মে ১৯৮৫। ঢাকায়ই বেড়ে ওঠা। পড়ালেখাও। স্নাতকোত্তর করেছেন রসায়ন বিজ্ঞানে, ইডেন কলেজ থেকে। লেখালেখির সাথে জড়িত দীর্ঘদিন। নেশার বশে শুরু করলেও এই পেশাতেই ক্যারিয়ার গড়েছেন আর সেভাবেই বাঁচতে চান সারাটা জীবন। কাজ করেছেন মাসিক সাহিত্য পত্রিকা আলো ও ছায়া’র সহকারী সম্পাদক হিসেবে। নারী বিষয়ক পত্রিকা পারিতেও তিনি সহকারী সম্পাদক ছিলেন।
বর্তমানে কর্মরত আছেন প্রিয়.কমের এডিটর ইন চার্জ পদে, কাজ করছেন লাইফস্টাইল জার্নালিজম নিয়ে। একই সাথে পরিচালনা করছেন প্রিয় আনসারের মতো একটি পরামর্শ বিষয়ক ওয়েবসাইট অন্যদিকে পরিচালনা করছেন নিজের রন্ধন শিক্ষা বিষয়ক কার্যক্রম “রন্ধন ইশকুল”। লিখেছেন রান্না বিষয়ক বইও। সাবলীলতা রুমানা বৈশাখীর লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। রহস্য, রোমাঞ্চ, রম্য, হরর, সায়েন্স ফিকশন- সাহিত্যের প্রায় সব শাখাতেই লিখছেন সমান তালে, স্বাচ্ছন্দ্যে। খুব অনু বয়সেই প্রকাশিত একক বইয়ের সংখ্যাটা বেশ ভারি।
সিনেমা ও নাটকের বৈচিত্র্যময় জগতেও পা রেখেছেন আগেই। বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে তাঁর লেখা একাধিক নাটক। লিখেছেন শর্ট ফিল্ম।
তাঁর জীবনে একটিই মাত্র লক্ষ্য- লিখতে থাকা ও ভালো লেখার চেষ্টা করে যাওয়া উল্লেখযোগ্য বই- এবং ও অতঃপর, ঋতানৃত, হিপোক্রেট দুঃস্বপ্নের রাত, পোস্টমর্টেম, বিভীষিকা, সোয়া দুই ফুট, মেঘ লীনা, অতিলৌকিক, অবলৌকিক, বিবর্তন, সন্ধ্যা হয়ে আসে, অর্তনিশ, অবমানব, অবয়ব, শায়াতিন, ছা চন্দ্ৰাহত, অ-পার্থিব ইত্যাদি।
Onnovubon pdf অন্যভুবন pdf লেখকের কথা
গল্প সংকলনের কাজ করি না অনেক বছর। বিগত সময়গুলোতে উপন্যাস লেখার চাপে গল্প আর লেখা হয়ে ওঠেনি, যদিও আমি জীবন শুরুই করেছিলাম ছোট গল্প লিখে। তাই এবারের এই বইটাকে বলা যায় অনেকটাই যেন পুরনো আমাকে খুঁজে পাওয়া।
কখনো ভাবিনি এই বইটি লিখতে পারবো। পারার কথা ছিল না। যার জন্য এই বইটি লেখার কথা ছিল সেই তিনি যখন চলে গেলেন মৃত্যুলোকের ওপারে, তখন হুট করেই অর্থহীন হয়ে গেলো সব এই গল্পের বয়ান, শব্দের গাঁথুনি, লেখালিখির প্রয়াস। মনের মাঝে আজীবনের জন্য কিছু একটা কীভাবে যেন নেই হয়ে গেলো। তবু তার কথা মনে করেই লিখেছি। কেবল সৃষ্টিকর্তা জানেন যে কী ভয়াবহ কষ্টের কাজ ছিল সেটা। তিনি প্রকাশনার ভুবনে আমার পথপ্রদর্শক, আমার প্রকাশক, জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপন।
বছর শেষে পাঠকেরা অপেক্ষা করে থাকেন আমার হরর গল্প বা উপন্যাসের। অন্যদিকে আজকাল অসংখ্য পাঠক জানতে চান- আমি কি ভালোবাসার গল্প, সম্পর্কের গল্প লেখা একেবারেই ছেড়ে দিয়েছি? উত্তরটি হচ্ছে এই বই। ‘অন্য ভুবন’- এর জন্য গল্প নির্বাচন করতে গিয়ে আমি সেই সব পাঠকের কথা মাথায় রেখেছি, যারা কি-না সম্পর্কের গল্প পড়তে চান। আবার তাদেরকেও মাথায় রেখেছি যাদের আগ্রহ কেবল অতিপ্রাকৃত গল্পে। সব মিলিয়ে মিশিয়ে এমন কিছু গল্প তুলে আনতে চেষ্টা করেছি যেগুলো আমাদের চিরচেনা পৃথিবীতে চোখের আড়ালেই থেকে যায় সবসময়। চর্মচক্ষুতে হয়তো ধরা পড়ে না, কিন্তু মনের গহীনে কোথাও না কোথাও রয়ে যায় অন্য ভুবনের সেই ছায়া। অনেকগুলো প্রিয় গল্প বুনে সাজানো এই বই। পাঠকের যদি ভালো লাগে, সেখানেই আমার সার্থকতা।
Onnovubon pdf / Annovubon pdf download link
Download / Read Online
Leave a Reply
You must be logged in to post a comment.