অভি ধানাই-পানাই pdf – হিমানীশ গোস্বামী Ovi Dhanai-Panai pdf by Himanish Goshwami

অভি ধানাই-পানাই pdf - হিমানীশ গোস্বামী Ovi Dhanai-Panai pdf by Himanish Goshwami
অভি ধানাই-পানাই pdf - হিমানীশ গোস্বামী Ovi Dhanai-Panai pdf by Himanish Goshwami

অভি ধানাই-পানাই pdf download – হিমানীশ গোস্বামী Ovi Dhanai-Panai pdf by Himanish Goshwami pdf download link

অভি ধানাই-পানাই pdf - হিমানীশ গোস্বামী Ovi Dhanai-Panai pdf by Himanish Goshwami
অভি ধানাই-পানাই pdf – হিমানীশ গোস্বামী Ovi Dhanai-Panai pdf by Himanish Goshwami

Ovi Dhanai-Panai pdf অভি ধানাই-পানাই pdf মুখবন্ধ

এটি আমার দ্বিতীয় মুখবন্ধ। প্রথম মুখবন্ধটি আমার হাতের লেখায় ছিল চোদ্দ পাতা, এই দ্বিতীয়টির কলেবর অনেক কৃশ হবে। প্রথম মুখবন্ধটি কী হলাে, কোথায় গেল? বিশ্বস্ত সূত্রে জানা গেছে সেটি হাওয়া হয়ে গেছে। হয়তাে ভালােই হয়েছে, কেননা অতখানি মুখবন্ধ এই সামান্য বইয়ের পক্ষে বেমানানই হত। এই রকম একটা বই, যা কিনা সম্পূর্ণই অনর্থক।

লেখাটির একটি ছােট্ট ইতিহাস আছে। ১৯৭১ সালে বােমবাইয়ের একটি ফুটপাথের বইয়ের স্তুপ থেকে একটি বই আমি কয়েক টাকার বিনিময়ে হস্তগত করি যেটির নাম ছিল এ ডিকশনারি অব অ্যাকসেপ্টেড আইডিয়াস। বইটির লেখক গুস্তাভ ফ্রোবেয়ার (ঠিক উচ্চারণ কী জানি না)। ইনি যে বিখ্যাত লেখক তা অনেক বাঙালি পাঠকও জানেন। জন্ম ১৮২১, মৃত ১৮৮০। এই বইটি ফরাসি ভাষা থেকে অনুদিত। তাতে মূল ফরাসি ভাষার স্বাদ বা আমােদ অতটা পাওয়া যায় না, তবে বােঝা যায় অনেকটাই। আমি এই বইটি থেকে প্রায় পঞ্চাশটি কথা যথার্থ ঝাপসা চোখে কয়েকদিন ধরে নকল করি সেটিও প্রেস থেকে বা অন্য কোনও দৈব শক্তির কবলে পড়ে হাওয়া হয়ে যায়।

জগ​ৎ শেঠের রত্নকুঠী pdf – হেমেন্দ্রকুমার রায় Jagat Sether Ratnakuthi pdf – Hemendra Kumar Ray

এ-রকম একটা বই যে লেখা হতে পারে বা হওয়া সম্ভব সে ধারণা আমার আগে ছিলাে না। আমি পড়ে মুগ্ধ হই, সেটা বলা বাহুল্য, এবং স্থির করি আমিও পারলে একটা এই ধরণের বই লিখব কখনও। কিন্তু সেই ইচ্ছেটা চাপাই পড়ে থাকে। এর বহু বছর পর যখন একটি ছােটো ফ্ল্যাটে একা থাকতে শুরু করি, এই বইটি আবিষ্কার করি। সিঁথির বাড়ি থেকে আসার সময় অন্তত দু-হাজার বই ফেলে আসতে হয় অতি দ্রুত, তাই জানতামই না যে এই বইটা অন্য সংখ্যাগুরু বইগুলির মধ্যে আটকে পড়েছে। কিনা। কিন্তু না, এটি আমার সঙ্গ ছাড়েনি দেখে অভিধানাই-পানাই লেখাটির ইচ্ছে ফের চাগিয়ে উঠল। লিখতে শুরু করলাম, কিন্তু গুস্তাভের মতাে তাে পাণ্ডিত্য নেই, আছে কিছু পান করার অভ্যাস, অতএব পানবহুল এই অনর্থক বইটি লিখে ফেলা গেল।

এটি লিখতে আমার কষ্ট বিশেষ হয়নি মনের ফুর্তিতে লিখে গেছি। অভিধান লেখার মতাে বিদ্যে আমার নেই, আগেই কবুল করেছি: বুদ্ধি আছে কিনা তা আমি বিচার করব না, পাঠকেরা নিশ্চয়ই বুঝে নেবেন। তবে এটা বলাই যায় যে বাংলা। বানানটি এখনও ঠিকমতাে বাগাতে পারিনি। তবে একটা সান্ত্বনা আছে, এটি লেখা হলাে আমার নিজের তাগিদে, আমার বহু সহৃদয় বন্ধুর তাড়নায়। বহু বন্ধু, যেমন কবি প্রণবকুমার মুখােপাধ্যায়, সত্যবান মিত্র, বিশিষ্ট লেখক ও বিজ্ঞানলিদ সত্যপ্রিয়। ঘােষ, কবি সুধেন্দু মল্লিক, কলেজ জীবনের শুরু থেকে এখন পর্যন্ত যে বন্ধুত্ব অটুট আছে সেই শিকাগাে থেকে তিন বছরের মধ্যেই ডক্টর হওয়া শিশির সেন, এবং আমার দিল্লিবাসী বােন তপতী রায়, নাগপুর-স্থিত শ্যালক দীপংকর অধিকারী ইত্যাদি বহুজনের বারংবার, কিংবা হয়তাে সােলংবারই হবে, প্রশ্ন: অভিধানাই-পানাই কবে বেরবে।

প্রেম ও কলেরা pdf – কবীর চৌধুরী Prem O Cholera pdf – Gabriel Garcia Marquez

কী করে বলি এ বইকে আমি বন্দি করে রাখিনি, এ এখন যে অবস্থায় আছে এই অবস্থায় বার করলে পুলিশ হয়তাে গ্রেফতারই করতে পারে। নানা কারণে ছাপাখানা ইত্যাদি অনেক রকম বাধা কাটিয়ে এবছর প্রকাশিত হলাে এতােদিনে যেটি আমার পক্ষে আনন্দের হলেও বন্ধুদের কাছে কেমন লাগবে জানি না।
আরও কয়েকজনের কথা না বললেই নয়। কয়েক জনের পরিচালক রস পরিবেশক, কবি এবং মজার মানুষ বন্ধু তারাপদ রায় আমার কিছু কিছু চুটকি গল্প নিয়ে অনেক বারই লিখেছেন। অতি সম্প্রতি, ২০০৬-এর নভেম্বরে হঠাৎই জানতে পারলাম। প্রতিদিন নামক দৈনিক পত্রে আমাকে নিয়েই এক আসর বসিয়েছেন। তাতেও দেখি আমার লেখা অভিধানাই-পানাই-এর কথা উল্লেখ করেছেন।

এ-বারে বলি এক চক্রহের কথা। তিন বন্ধু, তিন চক্রবর্তী, কবি অর্ধেন্দু, লেখক শৈবাল এবং বৈজ্ঞানিক ডক্টর তুষার এঁরা আমার নানা পানে অনুপান জোগান। দশ চক্রে ভগবান ভূত হয়েছিলেন, কিন্তু আমি এই তিনের চক্রেই অভিভূত।

পরিশেষে দু-জনের কথা না বললে আমার অন্যায় হবে। প্রথম জন হলেন অধর্ম যাজক আশীষ লাহিড়ী। সমস্ত ধর্ম থেকে সমান দূরত্বে থাকার মানুষিক চেষ্টা করেন। ইনি। এর সঙ্গে দূরসঞ্চার যন্ত্রের সাহায্যে নিত্য যােগ স্থাপন করতে হয়। আর একজন যিনি কৃষ্ণনগরের কলেজ-শিক্ষক, আপাতত আমার চাইতে আধা বয়সের, সেই সুমন। ভট্টাচার্য। ১৯৯০ সালে যার সঙ্গে আমার প্রথম দর্শন। এবং তার কাছ থেকেও দূরসঞ্চারে প্রায়ই কর্ণমাধ্যমে কিছু জ্ঞান লাভ করি। তিনিও চক্রবর্তী না হয়েও দশ চক্রব্যুহের একজন হতে পারেন।
আরও দু-জন বাল্যবন্ধু ডাক্তার গৌরীপদ দত্ত প্রবলভাবে প্রতাড়িত না করলে এবং কালােপ্রতিমার অধ্যক্ষ নলিনীকুমার চক্রবর্তী এই বই মুদ্রণের ব্যাপারে সহযােগিতা না করলে বিশেষ ভাবে অনুপকৃত হতাম।

Ovi Dhanai-Panai pdf অভি ধানাই-পানাই pdf দ্বিতীয় মুখবন্ধ

শেষ হবার নয়। লণ্ডন শহরের সাধু ঘটকের কথা মনে পড়ে আমার এই বই প্রকাশের কথা শুনে তিনিই প্রথম আমাকে প্রথম কুড়ি পৃষ্ঠা লিখতে বাধ্য করেন। আর তার নাতনি আইনজীবী ময়না বাগচিকেও এই সঙ্গে স্মরণ করি। আমার কন্যা হৈমন্তী বন্দ্যোপাধায় আমার পান-এর বিশেষ ভক্ত না হলেও সহ্য করেন নীরবে- তিনিও ছাপার অক্ষরে উল্লেখিত হবার যােগ্য। আমার আর এক অধ্যাপিকা আত্মীয়া মহুয়া মুখােপাধ্যায় আমাকে একটি সােলার কুকার (রবি ঠাকুর) উপহার দিয়েছিলেন, তাতেও আমার যথেষ্ট উৎসাহের সঞ্চার হয়েছিলাে। নমস্কার।
ঢাকুরিয়া এপ্রিল ২০০৭
হিমানীশ গােস্বামী

Ovi Dhanai-Panai pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply