অভিশপ্ত রঙধনু – ডা. শামসুল আরেফীন Ovishopto Rongdhonu pdf – Dr Shamsul Arafin

অভিশপ্ত রঙধনু - ডা. শামসুল আরেফীন Ovishopto Rongdhonu pdf - Dr Shamsul Arafin
অভিশপ্ত রঙধনু - ডা. শামসুল আরেফীন Ovishopto Rongdhonu pdf - Dr Shamsul Arafin

আসিফ আদনান ও ডা. শামসুল আরেফীনের অভিশপ্ত রঙধনু pdf বই Ovishopto Rongdhonu pdf ডাউনলোড করুন ও কষ্টিপাথর pdf বই Ovishopto Rongdhonu pdf পড়ুন। অভিশপ্ত রঙধনু pdf বই Ovishopto Rongdhonu pdf ডা. শামসুল আরেফীন pdf বর্তমান সময়ের সেরা ইসলামিক বই।

অভিশপ্ত রঙধনু - ডা. শামসুল আরেফীন Ovishopto Rongdhonu pdf - Dr Shamsul Arafin
অভিশপ্ত রঙধনু – ডা. শামসুল আরেফীন Ovishopto Rongdhonu pdf – Dr Shamsul Arafin

অভিশপ্ত রঙধনু pdf বই Ovishopto Rongdhonu pdf লেখক

পাঠ (১৯) মাওলানা জাফিরুদ্দিন (মুহাম্মাদ শাকিল হোসাইন)
পাঠ (১০) ড আবু আমিনাহ বিলাল ফিলিপস পাঠ (১০,১১,১৭,১৮) (লস্ট মডেস্টি ব্লগ)
পাঠ (১২, ১৫, ১৯) ডাঃ শামসুল আরেফিন
পাঠ (১৩,১৪) আসিফ আদনান
পাঠ (১৬) ড্যানিয়েল হাকিকাতজু মুসলিম স্কেপটিক কালেকশন ইন বাংলা পেইজ
পাঠ (১৯) জেমস পার্কার আনিকা তুবা

অভিশপ্ত রঙধনু pdf বই Ovishopto Rongdhonu pdf সূচিপত্র
প্রকাশকের কথাঃ
শার’ঈ সম্পাদকের কথাঃ
মুখবন্ধ
পাঠ ১৷৷ কিছু বুঝে নিব
পাঠ ২।। ইতিহাসের পাতায়
পাঠ ৩৷৷ ইসলামি দর্শনে
পাঠ ৪৷৷ সুড়সুড়ি
পাঠ ৫।। লাগে তারে ভালো
পাঠ ৬।। কি করব আমি
পাঠ ৭৷৷ অর্জন নাকি ধ্বংস
পাঠ ৮৷৷ উপদেশ

পাঠ ৯। মনের খোরাক
পাঠ ১০।। আঁতশ কাচের নিচে
পাঠ ১১৷৷ গোঁজামিল
পাঠ ১২।। ছুরিকাঁচির নিচে
পাঠ ১৩।। বিষবাষ্পে বাংলাদেশ
পাঠ ১৪।। ভয়ের জগত
পাঠ ১৫৷৷ চেপে যাওয়া ইতিহাস
পাঠ ১৬।। আর নয় সংশয়
পাঠ ১৭।। কদর্যতার নেপথ্য কারণ
পাঠ ১৮।। সমকামিতার কুফল
পাঠ ১৯।। চলো নীড়ে ফিরি
সমকামীদের উদ্দেশ্যেঃ
জার্নি টু ম্যানহুডঃ
লেখক পরিচিতি

অভিশপ্ত রঙধনু pdf বই Ovishopto Rongdhonu pdf কথা
বিসমিল্লাহির রাহমানীর রাহীম। নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর, সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর পরিবার ও সাহাবিগণের ওপর। সমকামিতা, সেক্স, পর্ণোগ্রাফি শব্দগুলো সাধারণত ট্যাবু ভাবা হয়। ট্যাবু থাকা ই ভালো ছিল; কিন্তু অশ্লীল সংস্কৃতির আগ্রাসন আর এর প্রভাবে এই শব্দগুলো একজন সভ্য মানুষের কাছে লজ্জার মনে হলেও অধিকাংশ মানুষের কাছে ডাল-ভাত বিষয়। আবার আপনি যদি এই বিষয়গুলো নিয়ে সচেতন করতে চান তাহলে তারাই বলে উঠবে এগুলো লজ্জার বিষয় প্রকাশ করতে নেই। কিন্তু এই মরণ ফাঁদে ধোঁকে ধোঁকে যে হাজার প্রাণ অস্থির হয়ে উঠছে মুক্তবাতাসের খোঁজে তা অস্বীকার করলেও সত্যটা তা-ই।

সুখী গৃহকোণ ১ মে ২০২২ পিডিএফ Sukhi Grihakon 1 May 2022 pdf

“অভিশপ্ত রঙধনু” তেমন একটি বই যেখানে সমকামিতা নামক বিষকে ইসলামি দর্শন এর পাশাপাশি বিজ্ঞান আর দর্শন দিয়ে খন্ডন করা হয়েছে। মূলত বইটি সমকামিতায় আসক্ত ভাই-বোনদের জন্য এক পথ্য। যে সকল ভাই-বোনেরা সমকামী ব্যাধির কারণে সামজিকভাবে, মানসিকভাবে ও আত্মিকভাবে কষ্টে ভোগছেন তাদের জন্য এই বই। ইনশাআল্লাহ্ এই বই একটি সুস্থ পরিবার গড়তে বা আপনার সন্তানকে মরণ ফাঁদ থেকে বাঁচাতে পথ দেখানোর চেষ্টা করবে।

বইয়ের মূল ভিত্তি হলো মাওলানা জাফিরুদ্দিন রাহিমাহুল্লাহুর “Islam on Homosexuality” কে কেন্দ্র করে। সমকামিতা বিষয়ে এতো সুন্দর করে আলোচনা করেছেন প্রায় পাঁচ যুগ আগে। স্বভাবতই সংস্কৃতির পরিবর্তনে এমন অনেক বিষয় এই উপমহাদেশ ও বাংলাদেশে ছড়িয়ে পড়েছে যা এই বই আছে কিন্তু বর্তমান সময়কে তুলে ধরার জন্য যথেষ্ট নয়। তাই সময় ও চাহিদা অনুসারে এই বিষয়ে বিজ্ঞান, দর্শন ও ইসলামি দর্শন-কে সময়োপযোগীভাবে উপাস্থাপনের চেষ্টা করা হয়েছে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটকে স্পষ্টকরণে পেডোফেলিয়া ও সমকামিতার নাড়িনক্ষত্র আলোচনা করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের এক ভাই, শামসুল আরেফিন ভাই, আসিফ ভাই, আবদুর রহমান ভাই বিজ্ঞান ও দর্শন বিষয়ে আমাদের সার্বিক সহায়তা করেছেন।

বিজ্ঞান ও ইসলামি দর্শনকে মজাদারভাবে উপস্থাপনের জন্য আমরা ড্যানিয়েল হাকিকাতজুর আলোচিত “ডিবেটিং অন হোমোসেক্সুয়ালিটি” প্রবন্ধটি সংযুক্ত করেছি, যা ইন শা আল্লাহ পশ্চিমা দাঈ দ্বারা প্রভাবিত মুসলিমদের জন্য উত্তম নিয়ামক হবে। সবশেষে এই পাপ থেকে মানসিকভাবে, শারীরিকভাবে ফিরে আসার রাস্তা দেখানো হয়েছে।
শারঈ সম্পাদনার ক্ষেত্রে বইয়ের তথ্যে আকিদার সাথে সাংঘর্ষিক বিষয় যাচাই করা হয়েছে এবং হাদিস-আসার এর ক্ষেত্রে এর মান এর দিকে খেয়াল রাখা হয়েছে। এই জটিল বিষয়টি আল্লাহর ইচ্ছায় উস্তায মাইনুদ্দীন আহমাদ ভাই করে দিয়েছেন।

বইয়ের শুরু থেকে শেষ অবধি অনেক ভাই-ই মানসিকভাবে উৎসাহ দিয়েছেন। আবার অনেক ভাই সতর্ক করেছেন। আল্লাহ প্রত্যেক ভাইকে দ্বীনের খেদমতে কবুল করে নিন। বিশেষ করে কারও নাম উল্লেখ করতে চায় না, কারণ নামের তালিকা অনেক বড় হয়ে যাবে।

তবে দারুল ইহদার শুরুর দিকে যিনি সাহায্যের হাত বাড়িয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আশরাফুল ইসলাম ও আমিনুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ নামদ্বয় উল্লেখ করা। আল্লাহ্, তাদের স্ত্রী-সন্তান ও পরিবারে বারাকাহ দান করুক এবং ইসলামের খেদমতকারী হিসেবে কবুল করে নিন।

সবশেষে, প্রত্যেক পাঠকের প্রতি দু’আর দরখাস্ত রইল “আল্লাহ যেন আমাদের এই কাজকে দ্বীনের জন্য কবুল করে নিন”। এছাড়া গঠনমূলক যেকোন সমালোচনা ও আলোচনার জন্য আমাদের মেইল করুন (darulinda@gmail.com)। বইয়ের কোন তথ্যবিভ্রাট, বানান প্রমাদ চোখে পড়লেও আমাদেরকে মেইল করতে পারেন, ইন শা আল্লাহ আমরা সাড়া দেওয়ার চেষ্টা করব।

আসিফ আদনান ও ডা. শামসুল আরেফীনের অভিশপ্ত রঙধনু pdf বই Ovishopto Rongdhonu pdf ডাউনলোড করুন এখান থেকে ও কষ্টিপাথর pdf বই Ovishopto Rongdhonu pdf এখান থেকে পড়ুন।

Be the first to comment

Leave a Reply