
শীর্ষেন্দু মুখোপাধ্যায় অদ্ভুতুড়ে সিরিজের গল্প সংকলন Pagla Gonesh pdf পাগলা গণেশ pdf পড়ুন ও ডাউনলোড করুন। পাগলা গণেশ pdf শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক অনন্য কিস্তু সহজ ও সাবলীল এক উপন্যাস।

Pagla Gonesh pdf কাহিনীঃ
ছোট গল্পের চমৎকার এক সংকলন। প্রতিটি গল্প অদ্ভুত এক আচরনের মাধ্যমে পাঠক মনকে আবিষ্ট করে রাখবে। পাগলা গণেশ pdf এ মোট ১৭ টি গল্প সংকলন একত্র করা হয়েছে। প্রতিটি গল্প স্বতন্ত্র হলেও তাদের মাঝে এক অপূর্ব মিল আছে। আমাদের ভবিষৎ পৃথিবী নিয়ে রয়েছে এক সূদুর প্রসারী মেসেজ।
পাগলা গণেশ সূচীপত্রঃ
পাগলা গণেশ
গোপেনবাবু
ভগবানের আবির্ভাব
গন্ধটা খুব সন্দেহজনক
ঘুড়ি ও দৈববাণী
সংবর্ধনা
ফটিকের কেরামতি
কৃপণ
পরশি
দিনকাল
সময় সরণী
আশ্চর্য অলিম্পিক
সাতপুরার হাট
গুপ্তধন
হনুমান ও নিবারণ
উল্কা ও ষষ্ঠিচরণ
কিছুক্ষণ
Pagla Gonesh pdf নমুনাঃ
ভূতনাথবাবু অনেক ধার-দেনা করে, কষ্টে জমানো যা-কিছু টাকা-পয়সা ছিল সব দিয়ে যে পুরোনো বাড়িখানা কিনলেন তা তাঁর বাড়ির কারও পছন্দ হলো না। পছন্দ হওয়ার মতো বাড়িও নয়, তিন-চারখানা ঘর আছে বটে কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ। দেয়ালে শ্যাওলা, অশ্বত্থের চারা গজাচ্ছে, দেয়ালের চাপড়া বেশির ভাগই খসে পড়েছে, ছাদে বিস্তর ফুটো-টুটো। মেঝের অবস্থাও ভাল নয়, অজস্র ফাটল। ভূতনাথবাবুর গিন্নি নাক সিঁটকে বলেই ফেললেন, এ তো মানুষের বাসযোগ্য নয়। ভূতনাথবাবুর দুই ছেলে আর তিন মেয়েরও মুখ বেশ ভার ভার। ভূতনাথবাবু সবই বুঝলেন। দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারির চাকরি থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল।
অভিজ্ঞান রায়চৌধুরী সকল পিডিএফ লিংক Abhijnan Raychowdhury pdf download link
তাও গঙ্গারামবাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন। পঁয়ত্রিশ হাজার টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়! তবে তোমরা যতটা খারাপ ভাবছো ততটা হয়তো নয়। এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করত না বলে অযত্নে এরকম দুরবস্থা, টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না। শত হলেও নিজেদের বাড়ি।
কথাটা ঠিক। এই মহীগঞ্জের মতো ছোটো গঞ্জেও বাড়িভাড়া বেশ চড়া। ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওলা নিত্যই তাঁকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দিফিকির করত। মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি।
অদ্ভুতুড়ে সিরিজ pdf ডাউনলোড লিংক Advuture Series pdf Download Link
যাই হোক, বাক্স-প্যাঁটরা নিয়ে, গিন্নি ও পাঁচ ছেলেমেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথবাবু বাড়িটায় ঢুকে পড়লেন। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি-খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পৌঁছ করতে আর ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথবাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফসুতরো করে দিল। কয়েকদিন আগে ভূতনাথবাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন। তাতেও যে খুব একটা দেখনসই হয়েছে তা নয়, তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রীও এসে যায়।
আজ আর রান্নাবান্না হয়নি, সবাই দুধ-চিঁড়ের ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে, এমন সময় একটা লোক এল। বেঁটেখাটো, কালো, রোগাটে চেহারা, পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি। গলায় তুলসীর মালা। ভূতনাথবাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন, এমন সময় লোকটা এসে হাতজোড় করে বলল, পেন্নাম হই বাবু, বাড়িটা কিনলেন বুঝি?
পাগলা গণেশ রিভিউঃ
শীর্ষেন্দু মুখোপাধ্যায় অদ্ভুতুড়ে সিরিজের পাগলা গণেশ সুন্দর ছোট গল্পের সংকলন। গল্পগুলোর বেশিরভাগই সম্ভাব্য আবেগহীন, যান্ত্রিক, মৃত-পৃথিবীর ভবিষ্যতের দিকে মনোনিবেশ করে যে সুপারফাস্ট শিল্পায়ন আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে তার প্রতি ফলন ঘটেছে। অপরুপ বর্ণনা আর দৃশ্যের অবতারনা পাঠক মনে সাড়া ফেলবে।
উদাহরণ স্বরূপ, একটি গল্পের অবতারনা করা হলো – একজন লোক ভবিষ্যত পৃতিবী থেকে সবজি কিনতে আসে, অনেক কষ্টের পর কিছু তাজা সবজি সে খুঁজে পায়, এবং বলে যে কীটনাশক এবং রাসায়নিকের অত্যধিক ব্যবহার পৃথিবীর জমিগুলিকে নষ্ট করে দিয়েছে, তাই কোনও শাক-সবজি চাষ করা যায় না। আমরা নিজেদেরকে এতটাই পূর্ণ করছি যে আমরা আমাদের মানবতা, আমাদের মাতৃভূমিকে ভুলে যেতে চাই। ভুলে যেতে চাই এ পৃথিবী কিভাবে টিবে থাকবে তার জন্য আমাদেকে কি লড়াই করতে হবে। কিন্তু একটা বড় প্রশ্ন হল, আমরা কি জানি মানবতা কি? মেশিন এবং প্রাণী থেকে আমাদের আলাদা করে কি?
দেশ ম্যাগাজিন pdf ডাউনলোড লিংক Desh Magazine pdf download link
তবে আসুন এখানে খুব বেশি দার্শনিক না হয়ে যাই… আপাতত, আসুন শুধু আমাদের মা, আমাদের বাড়ি – পৃথিবীকে বাঁচাই। কারণ এ পৃথিবীই আমাদের সবশেষে আশ্রয়স্থল। এটাকে যদি নস্ট করে ফেলি তবে আমাদের আর টিকে থাকার কোন উপায় থাকবে না।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় অদ্ভুতুড়ে সিরিজের গল্প সংকলন Pagla Gonesh pdf পাগলা গণেশ pdf পড়ুন এখান থেকে ও ডাউনলোড করুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.