পাতালঘর pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Patalghor pdf – Shirshendu Mukhopadhyay

পাতালঘর pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Patalghor pdf - Shirshendu Mukhopadhyay
পাতালঘর pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Patalghor pdf - Shirshendu Mukhopadhyay

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শিশু কিশোর উপযোগী অদ্ভুতুড়ে সিরিজের উপন্যাস Patalghor pdf পাঠককে কিশোর উপযোগী ভুতের গল্পের স্বাদ নেওয়ার এক ভিন্ন অনুভূতির জন্ম দেবে। আমরা যারা নিয়মিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ টি পড়ে আসছি তারা সকলেই জানি এই সিরিজে অদ্ভুত সব গল্প চরিত্র ও ডায়লগ থাকে। Patalghor pdf উপন্যাসটিও তার ব্যতিক্রম কিছু ঘটনি। এখানেও অদ্ভুত সব ভূত এলিয়েন আর চরিত্রের সমন্বয় মাতাল গড় কে আরো রহস্যময় করে তুলেছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় pdf সব সময়ই আর্জেন্টিনার পাঠক চাহিদার ঊর্ধ্বে থাকে। লেখকের অদ্ভুতুড়ে সৃষ্টি ও কি তেমনি চাহিদা সম্পন্ন একটি সিঁরিজ। মাসুদ রানা তিন গোয়েন্দা সিরিজের মত এই সিরিজটিও দুই বাংলার শিশু-কিশোরদের মন জয় করতে পেরেছে। তাই দেরি না করে এখনি পড়া শুরু করুন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের উপন্যাস Patalghor pdf।

পাতালঘর pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Patalghor pdf - Shirshendu Mukhopadhyay
পাতালঘর pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Patalghor pdf – Shirshendu Mukhopadhyay

Patalghor pdf কাহিনী সংক্ষেপঃ

এখন থেকে প্রায় ১৫০ বছর আগে কোম্পানির শাসনামলে গ্রামে ডাকাতি করে দাপিয়ে বেড়াতেন একদল ডাকাত। যারা রঘু ডাকাতের দল নামে পরিচিত ছিল। তাদের জ্বালাতনে চারিদিকে নৈরাজ্য হত্যা আর বিষম গন্ডগোল। অপরদিকে অঘোর সেন নিশ্চিন্তপুর এ নিশ্চিন্তে বিজ্ঞান সাধনা করে যাচ্ছেন। তিনি আবার ইতিমধ্যেই ভিনগ্রহের এক এলিয়েনের সাথে সম্পর্ক স্থাপন করে তার গবেষণা কাজকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। তিনি এমন ওষুধ আবিষ্কার করতে চান যাতে মানুষ ১৫০ বছর ঘুমিয়ে কাটাতে পারে। কিন্তু এর মধ্যে ভিনগ্রহের এলিয়েন এসে তার সাথে শুরু করে নানান ঝামেলা। অবশেষে মৃত্যু ঘটে তার। এরপর তাকে মানুষ ভুলেও যায়।

এরপর হঠাৎ করেই বিজ্ঞানী অঘোর সেনের অদ্ভুত এই আবিষ্কার নিয়ে লেখা ডায়রিটি একালের এক বিজ্ঞানীর ভূতনাথের হাতে পড়ে যায়। এই ডাইরি থেকে অঘোর সেনের ১৫০ বছর বেঁচে থাকার অদ্ভুত আবিষ্কার সম্পর্কে তিনি জানতে পারেন। বিষয়টি তিনি সাংবাদিকদের জানিয়ে দেন। অন্ধকার জগতের রানী বেগম ও তার দলবল এই খবর পেয়ে তারা ভুতনাথের পেছনে লেগে পড়েন। যে করেই হোক এই অস্ত্রটা রানী বেগমের চাই-ই চাই। এর মধ্যেই গ্রামে আসতে থাকে নানান রকমের মানুষ। সেই সাথে দেড়শ বছর আগে ঘুমিয়ে পড়া ভিডিও চলে আসে গ্রামে আর গ্রাম শান্ত গ্রামে চলতে থাকে নানান অঘটন।

পাতালঘর রিভিউঃ

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ যথারীতি অদ্ভুত সব ঘটনার ঘনঘটা। ভূতের সাথেও যে মজা করা যায় তা এই বইটির না পড়লে কেউ বুঝতেই পারবে না। পাতালঘরের চরিত্রগুলো খুবই বিচিত্র ধরনের। নরহরি বাবু যিনি তার পুরনো বাড়িতে বিক্রি করে দিতে চান কিন্তু আফসোসের বিষয় হলো তার পুরনো বাড়িটিতে কোন ভুতের আবির্ভাব নেই। পুরনো বাড়িতে ভূতের আবির্ভাব থাকলে নাকি বাড়ির দাম বেশ চড়া হয়। আর এক অদ্ভুত বিজ্ঞানী অঘোর বাবু যিনি আবিষ্কার করতে চান মানুষকে ১৫০ বছর ঘুম পাড়ানোর এক রাসায়নিক যৌগ। শিখ নামের এক ভিনদেশী গ্রহে এলিয়েন থাকে এই কাজে সাহায্য করে। সনাতন বাবুকে পাঁচ হাজার টাকার লোভ দেখিয়ে ১৫০ বছরের জন্য ঘুম পাড়িয়ে রাখেন। ঘুমন্ত সনাতনবাবুকে আবিষ্কার করেন সুবিদ্ধি বাবু এবং সুবিদ্ধি তাকে জাগিয়ে তোলেন।

গবিন্দ বিশ্বাস এই উপন্যাসের আরও একটি মজার চরিত্র। তিনি ভূত নন অথচ সবাই তাকে ভূতের চেয়েও বেশি ভয় করে। তিনি কোন ঢাকা তো নন তবু তাকে সবাই ডাকাতের চেয়েও বেশি ভয় পান শুধুমাত্র তার ব্যবসায়িক কারণে। তার বাড়ির সামনে দিয়ে কেউ যাওয়ার সময় চোখ খোলার সাহস পায় না। বিশেষ করে বারোটার আগে তার সাথে যদি কারো দেখা হয় তার নাকি বিপদ আসন্নই থাকে। তাই কেউই বারোটার আগে তার মুখোমুখি হতে চান না। আর তার এই বিশেষ গুণের জন্যই লোকজন তাকে ভাড়া করে। যেমন ধরুন কোন কারনে আমচাঙ্গা ক্ষতি করতে চাইলেন জামচাঙ্গার। তখন আমচাঙ্গা ভারা করবেন গোবিন্দ বাবুকে। আর যদি জামচাঙ্গার সাথে গোবিন্দ বাবুর দেখা হয়ে যায় তবে জামচাঙ্গার কপালে মহাবিপদ নেমে আসবে। আর এটাই হলো গোবিন্দভাকুর ব্যবসা।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাতালঘর এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে এই উপন্যাসটি অবলম্বনে একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল। পাতালঘর সিনেমাটিও ব্যাপক সাফল্য অর্জন করে। যারা পাতালগড় উপন্যাসটি পড়তে চান তা তো পড়তে পারবেনই আর যারা মাথার উপর সিনেমাটি দেখতে চান তারা দেখে নিতে পারেন। চমৎকার একটি সিনেমা। তাহলে আর দেরি কেন এখনি পড়া শুরু করুন পাতালঘর উপন্যাসটি।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে পিডিএফ Patalghor pdf ডাউনলোড করুন এখান থেকে অথবা Patalghor pdf অনলাইনে পড়ুন এখান থেকে।

Be the first to comment

Leave a Reply