শীর্ষেন্দু মুখোপাধ্যায় অদ্ভুতুড়ে সিরিজের আরো একটি জমজমাট উপন্যাস PotashGorer Jongole pdf নিয়ে হাজির হলাম। PotashGorer Jongole pdf টি যথারীতি অদ্ভুতুড়ে সিরিজের অন্যান্য উপন্যাসের মতোই বেশ জনপ্রিয় ও হাস্যকৌতকে ভরপুর আর সাথে অদ্ভুত সব ঘটনার অবতারণা তো আছেই। পটাশগড়ের জঙ্গলে উপন্যাসটি জয়পতাকাবাবুর মতো কড়া শিক্ষক কিংবা কালুর মতো গোয়ার চরিত্র পাঠকদের কে সব সময় অদ্ভুত সব গল্পের অনুভূতি জাগালে।
PotashGorer Jongole pdf কাহিনীঃ
ভজুরাম মেমোরিয়াল স্কুলের গণিতের নামকরা শিক্ষক জয়পতাকাবাবুকে আর ছাত্র-ছাত্রীরা ভয় পেলেও তারা তাকে বীর বলে মনে করেন না। সব সময় তিনি পরিপাটি থাকতে পছন্দ করেন। তবে তার পোশাক অনেকটা সেকেলের মত। বয়সে তরুণ অর্থাৎ ২৫-২৬ বছরের হলেও তার পোশাক-আশাক ও চালচলনে তাকে অনেকটা বুড়ো বয়সে মনে হয়। স্কুলের ছেলেরা তাকে হয়তো ভয় পায় কিন্তু ভয় পাই বলেই দেশে বীর তারা সেটা মনে করেন না। একবার ভজুরাম মেমোরিয়াল ইস্কুলের সাথে কালীতলা স্কুলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ইস্কুলের ফুটবল টিম মেরি ব্যাপক সুনাম রয়েছে। তাই মর্যাদান লড়াই য়ে দুই স্কুলই জিততে চায়। যথা সময়ে যথা যথা নিয়মে খেলা শুরু হয়ে যায়। আর খেলা শুরুর পরই গন্ডগোলের সূত্রপাত।
অদ্ভুতুড়ে সিরিজ pdf ডাউনলোড লিংক Advuture Series pdf Download Link
কালু শহরের দুর্ধর্ষ এক ষাঁড়ের নাম। কালু ষাঁড়টা নামে যেমন কালু দেখতেও তেমনি ইয়া বড়সড়ো ও খ্যাপাটে ধরনের। গায়ে শক্তিও তার নেহায়াত কম নয় যেন ছুটন্ত আরবি ঘোড়ার মত।
পটাশগড়ের জঙ্গলে রিভিউঃ
পটাশ গরের জঙ্গল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত ও ভুতুড়ে গল্পের প্রতিধ্বনি। PotashGorer Jongole pdf গল্পের কাহিনী প্লট ও চরিত্রের বিচারে সত্যিকার অর্থেই এক অদ্ভুত কাহিনী। যদিও অদ্ভুতুড়ে সিরিজটি তথা পটাশগড়ের জঙ্গল কিশোর পাঠকদের জন্য লেখা তবুও যেকোনো বয়সের পাঠক বইটি পড়ে আনন্দ লাভ করতে পারবেন। ভজুরাম মেমোরিয়াল স্কুলের সাথে কালীতলা স্কুলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলা দেখার জন্য উপস্থিত স্কুলের প্রধান শিক্ষক ম্যাজিস্ট্রেট সহ আরো অন্যান্য বিশিষ্ট লোকজন। ভজুরাম মেমোরিয়াল স্কুলের ব্যতিক্রম গণিতের শিক্ষক জয়পতাকাবাবু।
বিনোদ ঘোষাল pdf ডাউনলোড লিংক All Binod Ghoshal pdf download
অষ্টম শ্রেণীর ছাত্র ভুতু সেও ফুটবল দলে অংশ নিতে চায়। কিন্তু তাকে ফুটবল দলের নেওয়া হয়নি। তাই সে রেগে মেগে শহর থেকে এক দূর্ধর্ষ সার কালুকে কাঁঠালের লোভ দেখিয়ে নিয়ে আসে। খেলার মাঠে ভয়ানক কালো শুরু করে দেয় গন্ডগোল। কেউই তাকে থামাতে পারছিল না। ভয়ানক কালুকে থামানোর জন্য অবশেষে জয়পতাকাবাবু নিজেই মাঠে নেমে গেলেন। অনেক দস্তা দস্তির পরেও কালুকে কন্ট্রোল করা গেল না।
অবশেষে জয়পতাকা বাবু চেপে বসলেন ষাঁড়ের ঘাড়ে। জয় পতাকা বাবুকে নিয়ে ষাঁড় ছুটে চলল। ষাঁড় ছুটে ছুটতে চলে যায় ভয়ংকর রহস্যময় পটাশ ঘরের জঙ্গলে। পটাশগড়ের জঙ্গলে তাকে ফেলে দিয়ে ষাঁড় চলে আসে। পটাশপুরের জঙ্গলে জয় পতাকা বাবুর সাথে ঘটতে থাকে নানান রহস্যময় ও অমীমাংসিত ঘটনা। রহস্যের বেড়াজালে আটকে যান তিনি। হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে যান আরো এক রহস্যময় ধ্বংসপ্রাপ্ত কেল্লার কাছে। কেল্লার থেকে এক অদৃশ্য কণ্ঠস্বর তাকে ডিনার করার আহ্বান জানায়। জয়পতাকা বাবু অবাক হয়ে যান। ধ্বংসস্তূপ কেল্লার ভিতরে কেবল চোরাবালি। সেখানে প্রবেশ করা যায় কিন্তু বাহির হওয়া যায় না।
এদিকে জয় পতাকা বাবুকে নিয়ে সবাই বেশ চিন্তায় পড়ে যান। তাকে ফেরত আসতে না দেখে অনেকেই তার খোঁজ শুরু করেন। আগে খুঁজে বের করার জন্য তার দাদু, তার বন্ধু ও চেয়ারম্যান সহ আরো অনেকেই বের হয়। এদিকে ভুতুও তার ভুল বুঝতে পারে। সেও একা একা জয় পতাকা বাবুকে খুঁজতে বের হয়ে পড়ে। এক সময় সবাই এসে পৌঁছায় পটাশ ঘরের রহস্যময় জঙ্গলে। সবার সাথে ঘুরতে থাকে নানা রহস্যময় ও অলৌকিক সব ঘটনা। তবে মজার বিষয় হলো দ্য পটাশ কর জঙ্গলের রহস্যময় দালানটি ভুতু আর জয়পতাকা বাবু ব্যতীত অন্য কেউই দেখতে পায় না। অদ্ভুত এক ব্যক্তি এই দালান টি পরিচালনা করছে আর নানান রহস্যময় ঘটনা ঘটাচ্ছে।
শব্দ পড়ে টাপুর টুপুর pdf – নবনীতা দেবসেন Sobdo Pore Tapur Tupur pdf – Nabanita Debsen
এমন রহস্যময় দালান যাতে প্রবেশ করা যায় কিন্তু চোরাবালির কারণে বের হওয়া যায় না সেই রকম একটি রহস্যময় দালানে ভুতু আর জয় পতাকা বাবু কি ঢুকে বের হতে পারবে? আর যাদের কাছে দালানটি অদৃশ্য তারা কি আদৌ দালানটি খুঁজে পাবে? নাকি সবাই নিজেদের অজান্তে হারিয়ে যাচ্ছে আরো গভীর কোন রহস্যময় ঘটনার অন্তরালে? ঘটনার পুরো দোস্ত সমাধান পেতে চাইলে পড়তে থাকুন PotashGorer Jongole pdf উপন্যাসটি।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের উপন্যাস PotashGorer Jongole pdf অনলাইনে পড়ুন এখান থেকে এবং PotashGorer Jongole pdf ডাউনলোড করুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.