অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর Pratham Kadam Phool pdf প্রথম কদম ফুল pdf ডাউনলোড করুন এবং Pratham Kadam Phool pdf প্রথম কদম ফুল pdf পড়ুন।
Pratham Kadam Phool pdf প্রথম কদম ফুল pdf কাহিনিঃ
বাবার ইচ্ছার বিরুদ্ধে ভালোবাসার মানুষকে বিয়ে করে কাকলী সুকান্তকে। বিয়ের পরে সব ঠিক চলছিল কিন্তু বিদ্যে টা সংসারের সমস্যাইয় পরিণত হয়। এম.এ. পাশ করা মেয়ে চাকরি না করে বসে থাকবে এটা যেন কোনোমতেই মানতে পারছিলেন না কাকলীর শাশুড়ী। এ দিকে সুকান্তেরও চাপ। কি করবে কাকলী? এমনই টানাপোড়েন আর আটপৌড়ে বাঙালীর সাধাসিধে জীবনের কাহিনী নিয়েই রচিত এই বিশাল কলেবরের উপন্যাস।
Pratham Kadam Phool pdf প্রথম কদম ফুল pdf নমুনাঃ
খাঁচার দরজাটা খুলে দিতেই ব্যস্ত পায়ে ঢুকে পড়ল কাকলি। আর তক্ষুনি কোত্থেকে হস্তদন্ত হয়ে হাজির সুকান্ত।
লিফটম্যান এক পলক তাকাল আগন্তকের দিকে। কিন্তু সুকান্ত তাকে দ্বিধা করতে দিল না এতটুকু। অবধারিতের মত ঢুকে পড়ল।
উপায় নেই, প্রায় গা ঘেঁষেই দাড়াল কাকলির।
অন্তত, একে প্রায় গা ঘেঁষে দাড়ানোই বলে। একটা চারকোনা বাক্স, জায়গা কম, এ কে না জানে। তবু এরই মধ্যে বরাদ্দ দূরত্ব রাখা অসম্ভব ছিল না, শালীন দূরত্ব। লিফটম্যানের ওপাশের দেয়ালের দিকে হেলতে পারত অনায়াসে। যেন হৃৎপিণ্ডে মারবে বলে ছুরি উচিয়ে এসেছে। কিংবা শাড়ির বুনটটা হাতে নিয়ে উদাসীন মমতায় দেখবে পরখ করে। নাম জিজ্ঞেস করবে।
বিরক্ত মুখে কাকলি বললে, ‘আপনি! আপনাদের।
কিশোর ভারতী ৫ জানুয়ারি ২০২১ ম্যাগাজিন Kishore Bharati January 2021 pdf
“হ্যা, আমাদের, ছেলেদের বারণ। তবে যারা রুগ্ন, যাদের হার্ট দুর্বল- ‘আপনি কি রুগ্ন?”
কাকলির চোখে একটু বা প্রশংসার রঙ মাখা।
‘না।’ হাসি-হাসি মুখে সুকান্ত বললে, ‘তবে, বলতে বাধা নেই, বড় দুর্বল। ‘
‘হার্টের মানে বুঝি হৃদয় ?’ বলবে না ভেবেছিল তবু কথার পিঠে বলে ফেলল কাকলি।
‘আরো একটা মানে করা যায়। বললে হুকান্ত: ‘আঘাত। প্রহার। যন্ত্রণা।’ কথা বললেই কথা বাড়ে, চুপ করে রইল কাকলি। কয়েক সেকেণ্ডের তো মামলা। এখুনি উঠে আসবে তেতলা। বারোটা চল্লিশে তার ক্লাশ।
‘কিন্তু এখন হার্টের যে অবস্থা, মানে যে রকম বুক কাপছে, সহজেই ডাক্তার সার্টিফিকেট দিয়ে দেবে, সিঁড়ি ভাঙা বিপজ্জনক লিফটই প্রশস্ত। ৰুক ফুলিয়ে নিশ্বাস নিল হুকান্ত : ‘তবে ক্ষুদ্র হৃদয়দৌলা ত্যাগ না করলে কিছু হবার নয়।’ কাকলি চোখ নিচু করে রইল।
বিন্দুর ছেলে pdf – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় Bindur Chele pdf – Sarat Chandra Chattopadhyay
কিন্তু এ কি, লিফট হঠাৎ আটকে গেল মাঝখানে। দোতলা আর তেতলার মধ্যে। ঘোর-ঘোর আধছায়ার রাজ্যে।
‘কি সর্বনাশ! প্রায় আর্তনাদ করে উঠল কাকলি।
‘কারেন্ট অফ হয়ে গিয়েছে বোধ হয়। লিফটম্যানের হয়েই যেন বললে সুকান্ত ৷
তার কথা কে গ্রাহ করে ? ‘কারেন্ট অফ হয়ে গিয়েছে?’
কাকলি।
সে তো চালাচ্ছে না। সে কলকব্জার জানে কি!
চোখ কপালে তুলে লিফটম্যানকে জিজ্ঞেস করলে
‘কল বিগড়ে গিয়েছে।’ নিশ্চেতনের মত বললে লিফটম্যান।
এ যেন তেমনি একটা নিস্পৃহ-নিশ্চল থাকবারই অবস্থা। ছ হাতের মুঠি তুলে অস্থিরের মত কাকলি বললে, ‘তা হলে কী হবে ?’
‘যতক্ষণ না কারেন্ট আসে অপেক্ষা করতে হবে।’ বললে সুকান্ত।
‘আর যদি অন্য কোনো গোলমাল হয় ?’ কাকলির মুখ আতঙ্কে প্রায় শাদা। ‘যতক্ষণ মিস্ত্রি না আসে–‘
মানুষের মানচিত্র pdf – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ Manusher Manchittro pdf – Rudra Mohammad Shahidullah
‘বলেন কি। ততক্ষণ লব ত্রিশঙ্কুর মত?’ কাঠ কাঠ গলায় বললে কাকলি। ‘কিন্তু নিঃশঙ্ক হয়ে।’ যেন খুব একটা আনন্দের ব্যাপার, পরীক্ষার প্রশ্নপত্রে আগাপাশতলা মুখস্থ জানা উত্তর— এমনি উৎসাহ লুকাস্তর ভঙ্গিতে।
‘নিঃশঙ্ক হয়ে?” ভিতরে ভিতরে মৃদু-মৃদু কাপছে যেন কাকলি: ‘বলতে চান কোনো ভয় নেই!’
‘না, কিসের ভয়?’ যেন এক পা এগিয়ে এল সুকান্ত: ‘আমিই তো আছি।
ইঙ্গিতটা বুঝি লিফটম্যানকে। মানে লিফটম্যান যদি অশোভন কোনো আচরণ করে তবে প্রতিকর্তা স্বয়ং সুকান্ত। যেন সুকান্তের থেকে কোনো ভয় নেই। সে যেন বনে বাঘ নয়, ঘরে কালসাপ নয়। সে এক দেবশিশু।
আর, সত্যি, লিফটম্যানের ব্যবহারকেও বলিহারি। কলকব্জা যদি কোথাও খারাপ হয়ে থাকে, তবে হাতের যন্ত্রপাতি নিয়ে কিছুটা নাড়াচাড়া করবে তো, বুঝুক বা না বুঝুক, কোথাও করবে তো একটু তদন্ত তদারক। তা নয়, ঠায় দাড়িয়ে আছে অনড় পুতুলের মত। লক্ষ্য নিজের দিকে নয়, অন্ত দুই আরোহীর দিকে।
“চেঁচাবে? শুনতে পাবে কেউ? শুনলেই বা উদ্ধার করবে কে? কে করবে সাহায্যের তোড়জো ছটফট করতে লাগল কাকলি।
অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর Pratham Kadam Phool pdf প্রথম কদম ফুল ডাউনলোড করুন এখান থেকে এবং Pratham Kadam Phool pdf প্রথম কদম ফুল pdf পড়ুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.