নীলাঞ্জন মুখার্জ্জীর Propanchatantra pdf প্রপঞ্চতন্ত্র pdf ঝকঝকে পরিষ্কার হাই কোয়ালিটির পিডিএফ ডাউনলোড করুন ও পড়ুন। ভারতীয় উপমহাদেশে বাংলা সাহিত্যের অন্যতম লেখক নীলাঞ্জন মুখার্জ্জী সবগুলো বই পাঠক সমাজে বেশ আদরে গৃহীত হয়েছে। ইতিপূর্বে তার প্রকাশিত শতী সহস্রাননা pdf, ১৪ই ফেব্রুয়ারী pdf বইগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও তিনি সাপ্তাহিক বর্তমান ম্যাগাজিন, আনন্দলোক ম্যাগাজিন, আনন্দমেলা ম্যাগাজিন, দেশ ম্যাগাজিন সহ বিভিন্ন ম্যাগাজিন গুলোতে নিয়মিত লিখে থাকেন।
Propanchatantra pdf কাহিনী সংক্ষেপঃ
ফান এন্ড এনজয় গেস্টহাউসের মালিকের নাম মহান মাস্টার। মহান মাস্টারের অতিথি হন মুরশেদ হোসেন। মুরশেদ হোসেন মহান মাস্টারকে পূর্ব পাকিস্তানের এক শয়তান সাধক জমিদারের কাহিনী শোনান। মহান মাস্টারও, মুরশেদ হোসেনকে শোনান অন্য এক গল্প। শোনান শয়তানের এক আজীব ইতিহাস । যেখানে তিনি জানান কীভাবে মধ্যপ্রাচ্যের এক প্রাচীন পরিবার হাজার বছর আগে শয়তানকে আহ্বান করে নিয়ে আসে এই বাংলায়, কীভাবে শয়তানকে ঈশ্বর বানিয়ে বংশপরম্পরায় তারা মেতে ওঠে শয়তানি এক খেলায়, যার সঙ্গে বারবার জড়িয়ে যায় বাংলার ইতিহাস ও বর্তমান।
প্রপঞ্চতন্ত্র, কাহিনীর মধ্যে কাহিনী, কাহিনীর পরে কাহিনী, কাহিনীর আগে কাহিনী দিয়ে সাজানো এক শয়তানের ইতিহাস, শয়তানির ইতিহাস।
প্রপঞ্চতন্ত্র pdf ভূমিকা
এই বইয়ের প্রতিটি চরিত্র কাল্পনিক, প্রতিটি ঘটনা কাল্পনিক, প্রতিটি কথা কাল্পনিক, প্রতিটি কথোপকথন কাল্পনিক, প্রতিটি নাম কাল্পনিক, প্রতিটি পাঠক কাল্পনিক, প্রতিটি লেখক— না, লেখক বাস্তব। তবে বাস্তবের সঙ্গে এ বইয়ের যে কোনরকম মিল অবাস্তব। ও হ্যাঁ অনভিপ্রেতও বটে।
‘প্রপঞ্চতন্ত্র’, নামে তন্ত্র বা বিষয়ে বিভিন্ন অকাল্ট রেফারেন্স থাকলেও এই বই কোন তান্ত্রিক কাহিনী নয়। নামের মধ্যে ‘পঞ্চতন্ত্র’ কথাটি— থাকলেও এর মধ্যে কোনরকম হিতোপদেশ বা জ্ঞানমূলকও কিছু নেই। অমার্জিত সংলাপ, ভয়াবহ বর্ণনা, সাবপ্লটের আপাতবিচ্ছিন্নতা ও দ্বন্দ্বদীর্ণ ক্ল্যাইম্যাক্স— ইত্যাদি নিয়ে প্রপঞ্চতন্ত্র একটি ছায়াচ্ছন্ন প্রাপ্তমনস্ক ফিকশন।
কাহিনী দুরকমের হয়। সত্য কাহিনী ও প্রপঞ্চময় কাহিনী। লেখক হিসাবে আমার কাজ পাঠককে কাহিনীর রহস্যময় দুর্গম জগতে প্রবেশ করিয়ে দেওয়া। সেখানে পাঠক থাকতে চাইবেন কিনা, সেই লেখাকে পাঠক কী ভাবে দেখবেন তা সম্পূর্ণ পাঠকের ইচ্ছা। ছায়াছন্ন চরিত্রগুলি, তাদের সত্য ও প্রপঞ্চের কাহিনীগুলিকে চিহ্নিত করার কাজ পাঠকের। শুধুমাত্র পাঠকের।
বইটি হাতে নেওয়ার পর পাঠক দুটি কাজ করতে পারেন। প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হিসাবে তাঁরা স্বচ্ছন্দে এই বইটি পাঠ করা থেকে বিরত থাকতে পারেন। প্রচলিত তন্ত্রমন্ত্র অথবা সামাজিক ধরণের লেখা পড়ার স্বভাব থাকলে এই বই বুঝেশুনে হাতে নেবেন। ঝোঁকের মাথায় পড়ে ফেলবেন না। অভ্যাসের বশে কোন কাজ করে ফেলা উচিৎ নয়।
কিন্তু, কেউ দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করে যদি এই বই পড়েন, তবে ধোঁয়াটে আঁকাবাঁকা পথ পরিক্রমা করার জন্য প্রস্তুত থাকবেন। কাহিনীটি যদি একবার পড়ে কেউ না বোঝেন তবে পরের পৃষ্ঠায় দেওয়া সারণী হিসাবে দ্বিতীয়বার পড়বেন। জীবন আমাদের সবসময় দুটি কাহিনী একসঙ্গে শোনায়। একটি অবান্তর, অন্যটি প্রাসঙ্গিক। আমরা কোন কাহিনী শুনব আর কোনটা শুনব না, তাতে জীবনের কিছু যায় আসে না।
প্রপঞ্চতন্ত্র রিভিউঃ
বাঙালি বাংলা ইতিহাসে এক প্রাচীন পরিবারের শয়তান চর্চার নানান উপাচার নিয়ে নীলাঞ্জন মুখার্জির উপন্যাসটি আবর্তিত হয়েছে। বাংলাদেশ থেকে এক পরিবার ভারতে গিয়ে ভারতীয় এক অধিবাসীর ঘরে কিছুদিন বসবাস শুরু করেন। তাদের মধ্যে দুই গল্পের আদান-প্রদান এর মধ্য দিয়ে ই উপন্যাসের মূল কাহিনী রচিত হয়েছে। কিভাবে প্রাচীন বাংলার এক পরিবার শয়তানের পূজা-অর্চনা করে বছরের পর বছর ধরে শয়তানকে বাংলার ইতিহাসের সাথে জড়িয়ে এনেছেন সে বিষয়েই বিস্তারিত পাওয়া যাবে। এ এমন এক অদ্ভুত গল্প যা মনোযোগ দিয়ে না পড়লে কে হিরো কিংবা কে বিলন্ত অসহযোগ নিরূপণ করা যাবে না। ঘটনার পরম্পরা ও আরো বিস্তারিত জানতে পড়তে থাকুন উপন্যাসটি।
নীলাঞ্জন মুখার্জ্জীর Propanchatantra pdf অনলাইন থেকে পড়ুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.