প্রখম বিশ্বযুদ্ধে অভি pdf – অভিজ্ঞান রায়চৌধুরী Prothom Biswajudde Ovi pdf – Abhijnan Raychowdhury pdf ebook

প্রখম বিশ্বযুদ্ধে অভি pdf - অভিজ্ঞান রায়চৌধুরী Prothom Biswajudde Ovi pdf - Abhijnan Raychowdhury pdf ebook

অভিজ্ঞান রায়চৌধুরীর Prothom Biswajudde Ovi pdf প্রখম বিশ্বযুদ্ধে অভি pdf উপন্যাসটি শারদীয়া শুকতারা ১৪২৭ সংখ্যায় প্রকাশিত হয়। Prothom Biswajudde Ovi pdf উপন্যাসটি পড়তে পারবেন banglabookspdf.com থেকে একবারে বিনামূল্যে।

প্রখম বিশ্বযুদ্ধে অভি pdf - অভিজ্ঞান রায়চৌধুরী Prothom Biswajudde Ovi pdf - Abhijnan Raychowdhury pdf ebook

Prothom Biswajudde Ovi pdf কাহিনীঃ

প্রখম বিশ্বযুদ্ধে অভি pdf এর কেন্দ্রীয় চরিত্র অভি নাকি হারুদা তা নিয়ে পাঠক মনে যতটা না দোলা দেবে তার থেকে বেশি দোলা দিবে কাহিনীর চাতুর্যতা। স্বপ্ন আর বাস্তবতার মধ্য দিয়ে প্রখম বিশ্বযুদ্ধে সাথে দুই ভূবনের সেতু বন্ধনের চেষ্টা করা হয়েছে। ছোট্ট অভির উপর দায়িত্ব এসে পড়ে টাবোতে আটকে থাকা তার পিতাকে উদ্ধার করা। এটি তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। ছোট বোনের খাবার নেই। রয়েছে নানা প্রাকৃতিক দুর্যোগের আক্রমন। এতটুকু ছেলে কি পারবে?

প্রখম বিশ্বযুদ্ধে অভি রিভিউঃ

ছোট্ট ছেলে অভি। একটা স্বপ্ন তার মাথায় বারবার ঘুর পাক খাচ্ছে। অভি হেঁটে চলছে অজানা এক পথে। হঠাৎ করেই তোমার মা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে শুধু দুধু বালু। তার ছোট্ট বোন পরীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বালির মধ্য দিয়ে সে ঠিকমতো হাঁটতেও পারছি না। ওটাতে অজানা লোকের সাথে দেখা লোকটি তাকে সামনে একটি চোখ দেখে বলল তার মা-বাবা ঐদিকে আছে। ঝোপের আড়ালে অভি দেখল বড় বড় লাল পিপড়া আর বালির মধ্যে একটি হাত বাকি অংশ বালির মধ্যে ডোবানো। সেই হাতটি আমার অভির মায়েরই। আমি যে তোমার ছোট বোন বিষাক্ত ফলকে মারা যাওয়ার পথে। তার বাবাকে নাকি ধরে নিয়ে গেছে অজানা এক রাজ্যে, যেখানে অত্যাচারী শাসকদল সাধারণ মানুষদের উপর চালায় অকথ্য নির্যাতন।

অভিজ্ঞান রায়চৌধুরী সকল পিডিএফ লিংক Abhijnan Raychowdhury pdf download link

অভিকে বিভিন্ন সময় সাহায্য করে হলুদ রঙের এক ব্যক্তি যাকে অভি নাম দিয়েছে হারুদা। বিভিন্ন টাইমফ্রাকশনের মধ্য দিয়ে অভি পূর্বের সময়ে এমনকি ভিন্ন এক জগতেও চলে যায়। উপন্যাস নিতে রয়েছে করোনাভাইরাসের মতো মহামারী নিয়েও বিভিন্ন ঘটনার সমন্বয়। প্রথম বিশ্বযুদ্ধের আগের ও পরের সময়েরও কিছু ঘটনার লোমহসন বর্ণনা রয়েছে উপন্যাসটিতে। পাঠক উপন্যাসটি যতই পড়বে ততই বিমোহিত হবে। অভিজ্ঞান রায় চৌধুরীর ভিন্নধারার এক উপন্যাস প্রখম বিশ্বযুদ্ধে অভি pdf যা ইতিহাস ঐতিহ্য ও হরর কাহিনীর এক অসাধারণ মিশ্রণ। পাঠক একে ঐতিহাসিক হরোরও বলতে পারেন।

উপন্যাসটি এক বসাতে পড়ার মতো ছোট্ট একটি উপন্যাস। আশা করি পাঠক প্রখম বিশ্বযুদ্ধে অভি pdf উপন্যাসটি পড়ে আনন্দ লাভ করবে।

প্রখম বিশ্বযুদ্ধে অভি pdf নমুনাঃ

চারদিকে বালি আর বালি। আশেপাশে কেউ নেই। কিছু দূরে দূরে একটা-দুটো কাঁটাগাছ। উঁচু নিচু বালির টিলা। তার উপর দিয়ে বেশ খানিকটা হেঁটে গেল অভি। খুব জলতেষ্টা পেয়েছে।

  বালি খুব গরম গুদের উপরে পা রাখার মতো। খালি পায়ে পা ফেলা যাচ্ছে না। কিন্তু মা কোথায়? বাবা-ই বা কোথায়? ওরা কি হারিয়ে গেল। চারদিকে যতদূর দেখা যাচ্ছে, সবই যেন একরকম। শুধু বালি আর বালি জগতেষ্টায় বুক ফেটে যাচ্ছে। কোথাও জানা নেই। এদিক ওদিক খানিকক্ষণ ছুটে বেড়াল অভি।

নীলাঞ্জন মুখার্জী pdf ডাউনলোড লিংক Nilanjan Mukherjee pdf Download

মা-বাবা ভুল করে ওকে ফেলে রেখে চলে গেল না তো? কোথায় যেন যাবে বলে একসঙ্গে বেরিয়েছিল। কিন্তু এভাবে মাঝপথে ওরা হারিয়ে গেল। বেশ একটু রাগ হল অভির।

কিছু জায়গায় বালির টিলার উপরে জোরে ছুটতে গিয়ে সামলাতে না পেরে গড়াগড়ি খেল।

 …… মা তুমি কোথায় বাবা, তুমি কোথায়? শুনতে পাচ্ছ? বেশ কয়েকবার ডেকে সাড়া না পেয়ে কাঁদতে শুরু করল অভি।

পরিই বা কোথায়। কতবার করে পরিবে বলেছে এর হাত ধরে থাকতে। একদম কথা শোনে না। এরকম জায়গায় হারিয়ে গেলে কী হবে?

হঠাৎ পরির দেখা মিলল। ওই ওই তো পরি। কিন্তু ওখানে বসে কী করছে? কাছে এগোতে দেখল বালির উপরে পড়ে থাকা একটা লাল চকচকে ফল খাচ্ছে। ওটা বিষফল না।

অভি চেঁচিয়ে বলে উঠল, পরি, এটা খাস না। ওটা বিষফল। ফেলে দে। এক্ষুনি ফেলে দে।

তবু পরি ওটা খেয়ে যাচ্ছে। অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। যেন এর কথা শুনতে পাচ্ছে না।

ছুটে গিয়ে পরির হাত থেকে ফলটা কেড়ে নিয়ে ফেলে দিল অভি। কিন্তু তার আগেই পরি কিছুটা খেয়ে ফেলেছে। আস্তে আস্তে বালির উপরে শুয়ে পড়ছে। এর মুখ নীলচে হয়ে যাচ্ছে। বিষে। কী করবে অভি? কোনো ডাক্তার নেই এখানে। আচ্ছা, এটাও তো হতে পারে যে এটা বিষফল নয়। পরি শুধু ঘুমিয়ে পড়ছে।

ও ‘পরি’ ‘পরি’ বলে বেশ কয়েকবার চেঁচিয়ে উঠল। জোর করে উঠে বসিয়ে ধাক্কা দিল। কিন্তু পরি যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে।

পোড়া বাড়ির রহস্য pdf – অনিল ভৌমিক Pora Barir Rohosyo pdf – Anil Bhowmick

দূর থেকে একটা উট এদিকে আসছে। উটের উপরে একজন লোক আছে। পরনে সাদা আলখাল্লা। অভি তাকে চিৎকার করে জিজ্ঞেস করে উঠল, আচ্ছা, তুমি কি আমার বাবা-মাকে দেখেছ?

লোকটা ওর কথা কী বুঝল কে জানে! শুধু আঙুল দিয়ে দূরে একটা কাঁটাঝোপ দেখিয়ে বলে উঠল, ওই। ওখানে। বালির নিচে।

বালির নিচে?

ও ছুটে সেদিকে গেল। কিন্তু কোথায় মা, কোথায় বাবা? কেউ তো নেই এখানে। শুধু বড় বড় লাল পিঁপড়ের সারি বালির উপর দিয়ে একটা কাঁটাঝোপকে ঘিরে হেঁটে বেড়াচ্ছে।

কাঁটাঝোপটার থেকে কিছু দূরে ওটা কী? কিছু একটা জিনিস মাটির সামান্য উপরে উঠে। আছে। একটা হাত।

মার হাত। এই তো মার হাতের সোনার বালা। তা ছাড়া অভি খুব ভালো করে চেনে। মার হাত। হাতটা একটু একটু করে বালির নিচে ঢুকে যাচ্ছে। পুরো শরীর এমনিতেই হারিয়ে গেছে মাটির নিচে। ও ছুটে গিয়ে জড়িয়ে ধরল হাতটা। কিন্তু বালি সরে সরে পাচ্ছে। সঙ্গে সঙ্গে মার হাতটা আরও নিচে চলে যাচ্ছে। এটা কি চোরাবালি?

অভিজ্ঞান রায়চৌধুরীর Prothom Biswajudde Ovi pdf প্রখম বিশ্বযুদ্ধে অভি pdf উপন্যাসটি পড়ুন এখান থেকে

Be the first to comment

Leave a Reply