অভিজ্ঞান রায়চৌধুরীর পশ্চিমবঙ্গের রহস্য, গোয়েন্দা, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার উপন্যাস Rahasyer Dosh Angul pdf পড়ুন banglabookspdf.com থেকে। রহস্যের দশ আঙুল pdf অনিলিখা সিরিজ pdf এর আরো দু্টইটি দুর্দান্ত উপন্যাসের সমাহার। Rahasyer Dosh Angul pdf এ গোয়েন্দা অনিলিখার আরো কিছু রহস্যভেদ দেখতে পাবেন।
Rahasyer Dosh Angul pdf সূচীপত্রঃ
Rahasyer Dosh Angul pdf রহস্যের দশ আঙুল pdf
রহস্য যখন সংকেতে pdf
রহস্যের দশ আঙুল রিভিউঃ
অনিলিখার যাত্রা শুরু হয়েছিল ১৯৯৬ সালের এপ্রিল মাসে কিশোর ভারতীর পাতায়। গল্পের নাম ছিল ‘মিকুমুর গবেষণা’। তারপরে দুইদশক পেরিয়ে গেছে। অনেক গল্প, অনেক উপন্যাস লেখা হয়ে গিয়েছে অনিলিখাকে নিয়ে। অনিলিখা পৌঁছে গেছে প্রায় সব বাঙালি পাঠকের কাছে। এমন অনেক পাঠকই আছে, যারা সারাবছর অনিলিখাকে কেন্দ্র করে উপন্যাসের অপেক্ষায় থাকে। অনিলিখাকে ঘিরে এই উৎসাহ- অপেক্ষা আমাকে অবাক করে, উৎসাহিত করে প্রত্যেকবার এমন কিছু লেখার চেষ্টা করতে যা বিশ্ব সাহিত্যে এখনও লেখা হয়নি। তাই অজস্র অনুরোধ সত্ত্বেও একটা বা দুটোর বেশি উপন্যাস বছরে লিখে উঠতে পারি না।
অভিজ্ঞান রায়চৌধুরী সকল পিডিএফ লিংক Abhijnan Raychowdhury pdf download link
এ বইয়ের দুটো উপন্যাসই অনিলিখাকে কেন্দ্র করে। রহস্যের দশ আঙুল’ ও ‘রহস্য যখন সংকেতে’। ব্রিটেনের প্রেক্ষাপটে রহস্য উপন্যাস ‘রহস্যের দশ আঙুল’। অনিলিখা এবার আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের শিকার। ওয়েলসের কেলটিক ম্যানর রিসরটে চারদিন বাদে খুন হবেন তিন দেশের প্রধান নেতা, ঘটনায় মূল অভিযুক্ত হবে অনিলিখাই। কোনও দোষ না করা সত্ত্বেও অনিলিখার নামের সঙ্গে যুক্ত হবে মোস্ট ওয়ান্টেড ইন্টারন্যাশনাল টেররিস্টের কলঙ্কিত শিরোপা। এর বেশি এখনই আর বলছি না। আর হ্যাঁ, অনিলিখার দশ আঙুলকে কেন্দ্র করেই এই উপন্যাস।
‘রহস্য যখন সংকেতে’ উপন্যাসে অনিলিখার সঙ্গে মিস্টার পাইও আছেন। এর পিছনে আছে মৌলিক সংখ্যার রহস্য, আছে জেনেটিক রিসার্চ, আছে এনক্রিপশন, আছে আরও অনেক কিছু… যার কথা এখনই ফাঁস করে দিচ্ছি না। এখানে ঘটনা খোদ কলকাতার বুকে। একটা নয়, দুটো নয়, পর-পর ন-ন’টা খুন !!! আর খুনের সাক্ষী হিসাবে পড়ে থাকছে শুধু হতভাগ্যের কঙ্কাল। এই খুনের তদন্তে নেমে যখন রীতিমতো হিমশিম খাচ্ছেন রাজর্ষি সরকারের মতন ফরেনসিক এক্সপার্ট, ঠিক তখনই তিনি পাশে পেয়ে গেলেন অনিলিখাকে। অনিলিখা কি পারবে এই জটিল রহস্য ভেদ করতে যেখানে অপরাধী কয়েকঘণ্টার মধ্যে কলকাতার বুকে খুব বড় কোনও দুর্ঘটনা ঘটানোর কথা আগাম জানিয়ে হুশিয়ারি দিয়েছে?
শুভঙ্করের ফাঁকি – দেবারতি মুখোপাধ্যায় Subhangkarer Fhaki by Debarati Mukhopadhyay
এই বইটি তোমাদের কাছে পৌঁছে দিতে যিনি মূল ভূমিকা গ্রহণ করেছেন আমার সেই প্রিয় সাহিত্যিক ও দাদা পত্রভারতীর কর্ণধার ত্রিদিবদাকে অজস্র ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বউদি চুমকি চট্টোপাধ্যায় ও শ্রদ্ধেয় সাহিত্যিক অনীশ দেবকে যাঁরা আমার উপরে ভরসা না রাখলে আমি এই উপন্যাসগুলো কোনওদিন লিখতে পারতাম না। সবশেষে ধন্যবাদ জানাই তোমাদের, যাদের আগ্রহ উদ্দীপনা আমাকে প্রতি মুহূর্তে স্বপ্ন দেখায়, বাংলা থেকে এত দূরে থাকলেও বাংলাসাহিত্যে নতুন সৃষ্টির তাগাদা নিরন্তর যোগায়।
Rahasyer Dosh Angul pdf নমুনাঃ
শনিবার। এই একটা দিনই বাড়ির সব কাজের জন্য রেখে দেয় জন। রোববারটা একদম নিজের ইচ্ছে মতো কাটাতে চায়।
জন অবাক হয়ে ক্রেডিট কার্ডের বিলটা দেখছিল। অনেক খরচের মধ্যে দু-একটা ছোট-ছোট খরচের উল্লেখ বিলে আছে, যার কথা ওর খেয়াল পড়ল না। এমনিতে ও এভাবে খুঁটিয়ে কখনও দেখে না। একা থাকে। মা ও বাবা দুজনেই বেশ কয়েক বছর আগে মারা গেছেন। ও একটা নামকরা কনসাল্টিং কোম্পানিতে কাজ করে। যা পায়, তাতে এ ধরনের বিল মিলিয়ে ছোটখাটো খরচের হিসেব দেখার কোনও প্রয়োজন হয় না।
কিন্তু আজ প্রশ্নটা অন্য জায়গায়।
আয় সুখ যায় সুখ pdf – সমরেশ মজুমদার Aai Sukh Jai Sukh pdf – Samaresh Majumdar
যদিও বিলে সব চেনা দোকানেরই নাম, কিন্তু খুঁটিয়ে দেখলে সেদিন সেখানে কেনার কথা কিছুতেই মনে করতে পারল না। যেমন টেস্কো সুপারস্টোর থেকে 19 পাউন্ডের বিলটা। সামান্য খরচ। কিন্তু তারিখটাই সন্দেহজনক। সেদিন তো যদ্দুর মনে পড়ছে ও বার্মিংহ্যামে গিয়েছিল অফিসের কাজে। সেলফোনের ক্যালেন্ডারের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করল জন।
জনের বাবার অ্যালজাইমার ছিল। বছর পঞ্চাশ যখন বয়স, তখন এর লক্ষণ প্রথম ধরা পড়ে। জনের বয়স এখন পঁয়ত্রিশ। পঞ্চাশে পা দিতে অনেক দেরি আছে। কিন্তু এরকম ভুলে যাওয়া আবার সেরকম কিছুর পূর্বাভাস নয় তো? আবার মনে করার চেষ্টা করল জন। সত্যি কি ওই দোকানে গিয়েছিল?
অভিজ্ঞান রায়চৌধুরীর Rahasya Jakhan Songkete pdf রহস্য যখন সংকেতে pdf পড়ুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.