রেল মানুষের তদন্তকথা ১ PDF – তুষার সরদার Railmanusher Tadantakotha 1 PDF – Tushar Sardar

রেল মানুষের তদন্তকথা PDF - তুষার সরদার - Railmanusher Tadantakotha PDF - Tushar Sardar

Railmanusher Tadantakotha 1 PDF তুষার সরদার এর রেল মানুষের তদন্তকথা ১ PDF পড়ুন। রেল মানুষের তদন্তকথা ১ PDF সকলের জন্য দেওয়া হলো।

রেল মানুষের তদন্তকথা ১ PDF - তুষার সরদার Railmanusher Tadantakotha 1 PDF - Tushar Sardar

Railmanusher Tadantakotha 1 PDF পড়ার আগে পড়া দরকার

ভারত সরকারের সর্ববৃহৎ মন্ত্রক ইন্ডিয়ান রেলওয়েজে অকালমৃত বা নিরুদ্দিষ্ট বা বিভিন্ন কারণে পূর্বাবসরপ্রাপ্ত কর্মচারী, শ্রমিক, আধিকারিকদের পরিবারের সর্ববিধ কল্যাণ ও সাহায্যের জন্য সম্পূর্ণ আলাদা একটি দপ্তর আছে। অবশ্য কর্মরতদেরও নানাবিধ সমস্যা সমাধানের জন্য এই দপ্তর কাজ করে। এসব কাজ ছাড়াও এই দপ্তরকে নানারকম জটিলতর তদন্তের দায়িত্বও দেওয়া হয়। রেলওয়েজ ছাড়া অন্য কোনো কেন্দ্রীয় সরকারি বিভাগে এইরকম কোনো আলাদা দপ্তর আছে বলে শুনিনি। Railmanusher Tadantakotha 1 PDF

এই দপ্তরের মুখ্য শ্রমিক ও কর্মচারী কল্যাণ পদাধিকারী হিসেবে কাজ করতে গিয়ে সুদীর্ঘ ছাব্বিশ বছরেরও বেশি সময় ধরে অজস্র মানুষের একান্ত ঘনিষ্ঠ সম্পর্কে আমাকে আসতে হয়েছে। তদন্তের প্রয়োজনে ঢুকে পড়তে হয়েছে তাঁদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপারে। অনেক বিচিত্র জটিল ঘটনা ও বিস্ময়কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। দেখে স্তম্ভিত হয়েছি যে পাকা অপরাধীর মতোই একজন সাধারণ মানুষ কীভাবে অপরাধ ও ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। ওই ঘটনাগুলির মধ্যে যেগুলিতে মানুষের বিভিন্ন রূপ আমাকে বিশেষ বিচলিত, মুগ্ধ, ত্রাসিত এবং হতবুদ্ধি করেছে সেগুলির মধ্যে এখানে এগারোটি ঘটনার কথা বিবৃত হয়েছে। কিছু কাহিনিতে তদন্ত বা অপরাধীর অস্তিত্ব আছে, সব কাহিনিতে নয়। আমার মুখ্য উদ্দেশ্য মানুষের হৃদয়বৃত্তির কথা বলা, তার হৃদয়ের গভীরে থাকা মণি-মুক্তার কথা বলা, বা যেখানে শুধুই নুড়ি-পাথর ভরতি তাও বলা।

প্রত্যেকটি ঘটনায় খুব স্বাভাবিকভাবে আমার বাধ্যতামূলক উপস্থিতি আছে। সরকটি ক্ষেত্রেই ঘনীভূত সমস্যার সমাধানে মুখ্য শ্রমিক ও কর্মচারী কল্যাণ পদাধিকারীর যা বিধিবদ্ধ দায়িত্ব ও কর্তব্য ছিল আমি সেটাই ঠিকমতো করার চেষ্টা করেছি। সেসব ক্ষেত্রে কোথাও আমার ব্যক্তিগত ‘মহত্ত্ব’ ছিল না। শুধুমাত্র রেল-প্রশাসনের দেওয়া সুযোগ ও ক্ষমতা ব্যবহার করেই যেটা করা উচিত বলে আমার মনে হয়েছিল সেটাই করেছিলাম। অনেক ক্ষেত্রেই সাধারণ রেল-কর্মচারী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা ছাড়া সম্মুখীন সমস্যার সন্তোষজনক সমাধান করা আমার পক্ষে সম্ভব ছিল না। মানবিক কারণে এবং আইনি জটিলতা এড়াতে ঘটনাগুলিতে বিবৃত পাত্র-পাত্রীদের নাম এবং জায়গার নাম সম্পূর্ণ বদলে দেওয়া হয়েছে।

মানুষের কথা বিবৃত করা এক অনবশেষ অসকৃৎ দর্শনের ক্ষেত্র। মানুষের শক্তি, সাহস, নৈতিকতা আর সেই সঙ্গে ফিনিক্স-প্রবণতা’র পাশাপাশি বিদ্যমান তার দুর্বলতা, তামসিকতা। তবে নৃ-দর্শন কালে মনে হয়েছে মানুষের তুলনায় মানুষীই বেশি বিচিত্র, গভীর, মুগ্ধতাসৃজক এবং ত্রাসক। মানুষের হৃদয়ে যেমন দেবোত্তর গুণের অধিষ্ঠান এবং তেমনই ঘৃণ্য প্রবৃত্তির অবস্থানও দেখা গেছে। তবুও সেই মানুষই পেরেছে মহান মানবত্বের এক সুস্পষ্ট সংজ্ঞা সৃষ্টি করতে। Railmanusher Tadantakotha 1 PDF

মানুষকে জানার মধ্যে এক নৈর্ব্যক্তিক আনন্দধারা আছে, তৃপ্তির অবগাহ আছে। ঈশ্বরসন্ধানের মতোই মানবসন্ধান চিত্তকে ঋদ্ধ, উদ্ভাসিত করে তোলে। মানবত্ব সম্পর্কে জানবার কোনো বিধিবদ্ধ মার্গের অস্তিত্ব নেই। এ এক দীর্ঘ উপজ প্রয়াসের পথ। এখানে, একমাত্র পাথেয় মানবপ্রেম। সেই পাথেয় নিয়ে যে পথ চলেছিলাম, এ শুধু তারই ইতিবৃত্ত। Railmanusher Tadantakotha 1 PDF
বিনত
তুষার সরদার

রেল মানুষের তদন্তকথা ২ PDF – তুষার সরদার – Railmanusher Tadantakotha 2 PDF – Tushar Sardar

Railmanusher Tadantakotha 1 PDF তৃতীয় সংস্করণ … কিছু কথা ও কিছু কৈফিয়ৎ
সদাশয় পাঠকানুগ্রহে রেলমানুষের তদস্তকথা-১-এর তৃতীয় সংস্করণ হল। অবশ্য প্রকাশক বলেছিলেন কোভিড-১৯ এবং লকডাউনের মতো পর্বতপ্রমাণ বাধা ও সর্বাত্মক সংকট না আসত তাহলে এই তৃতীয় মুদ্রণ আরও আগেই প্রকাশিত হয়ে যেত। Railmanusher Tadantakotha 1 PDF

এই সংস্করণে কিছু সংশোধন ও সামান্য প্রয়োজনীয় সংযোজন করা হয়েছে। আশা করি এই সংস্করণটি ত্রুটিমুক্তভাবে প্রকাশিত হচ্ছে। যদিও কাহিনিগুলিতে আরও বেশ কিছু সংযোজন ও পরিমার্জনের প্রয়োজন থেকে গেল। নমস্য পাঠকাগ্রহে পরবর্তী মুদ্রণ যদি সম্ভব হয় তাহলে বইটির আগাগোড়া পরিমার্জনের আশা রইল।
বইটি প্রথম প্রকাশিত হবার পর থেকে বহু পাঠক ফোনে এবং হোয়াটসঅ্যাপে স্বতঃ প্রবৃত্ত হয়ে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকলাম। তাঁদের প্রায় সবাই অকপটে তাঁদের ভালোলাগা ও মুগ্ধতা জানিয়েছেন। অল্প কয়েকজন পাঠক ভালোলাগার সঙ্গে সামান্য হলেও নিরাশা প্রকাশ করেছেন এইজন্য যে, সবকটি কাহিনিতেই থ্রিলারের উত্তেজনা সমধিক বর্তমান নেই।

এ বিষয়ে আমার নিবেদন, পেশাগত দায়িত্ব পালনে সাধারণ মানুষের জীবনের একান্ত আঙিনায় আমাকে বারবার চলে যেতে হয়েছে। তখন গভীর আগ্রহে, সানুপুঙ্খ নিরীক্ষণে যেসব ঘটনা আমার মনে আলোড়ন তুলেছে সেগুলিই এই বইয়ের মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরেছি। যা ঘটেছে তাতে কোনোরকম সংযোজন বা বিয়োজন না করেই এখানে বিবৃত হয়েছে। বাস্তবে ঘটা সেই কাহিনিগুলির মধ্যে কিছু কাহিনির অনুষঙ্গে থ্রিলারের চমক ও উত্তেজনা রয়েছে। আবর কিছু কাহিনিতে চমক ও উত্তেজনা কম। সত্যতার প্রতি যথাযথ দায়বদ্ধ থেকে কোনো ঘটনার বর্ণণা করতে গেলে লেখকের কিছু সীমাবদ্ধতা থাকেই।

যাইহোক, থ্রিলারের মতো বা থ্রিলারের মতো নয়, এমন দুই ধরণের সত্যঘটনাই এখানে নিবেদিত আছে। ঘটনার সত্যতাকে অবমাননা করে মিথ্যার কারসাজি করে সেটিকে উত্তেজক থ্রিলারের দিকে টেনে নিয়ে যাওয়া কিছু কঠিন কাজ নয়। কিন্তু সত্য থেকে ভ্রষ্ট হয়ে সেই সহজ কাজটাই করতে এই লেখক সম্পূর্ণ অক্ষম। যদি এটা কোনো দোষ বলে বিবেচিত হয় তবে সেজন্য মার্জনা চাইতে আমি অপারগ। Railmanusher Tadantakotha 1 PDF
১৫ বৈশাখ ১৪২৯
বিনত – তুষার সরদার

Railmanusher Tadantakotha PDF download link

Read Online

Be the first to comment

Leave a Reply