
অভিজ্ঞান রায়চৌধুরীর রহস্য, গোয়েন্দা, ভৌতিক, থ্রিলার, গোয়েন্দা কল্পকাহিনী ও অ্যাডভেঞ্চার ১৬ টি গল্প সংকলন Rater Traner Songi pdf রাতের ট্রেনের সঙ্গী pdf ডাউনলোড করুন ও পড়ুন। Rater Traner Songi pdf অভিজ্ঞান রায়চৌধুরীর ভিন্ন মাত্রার এক গল্প সংকলন।

Rater Traner Songi pdf সূচীপত্রঃ
রাতের ট্রেনের সঙ্গী ১
লোকটার ডান হাতটা ছোটো ১১
চাণক্য ২১
ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ৩৪
ও কি আমি? ৪৫
নতুন মানুষ ৫৫
জাঁ রোনোর ব্রেন ট্রান্সপ্লান্ট ৬৭
অরিজিতের একটি দিন ৭৮
পৃথিবী ছাড়ার দিন ৮৮
ফিরে এল অনুপম ৯৫
দূরত্ব ১০৬
অচেনা ১১৩
জল চুরি ১২৩
বন্ধ জানলা ১২৯
আমরা নেই ১৪১
খুঁজে পাওয়া ১৫০
রাতের ট্রেনের সঙ্গী রিভিউঃ
এই সংকলনে রয়েছে ছোট ছোট ১৬টা গল্প সংখ্যা, একদম এক বসায় শেষ করার মতন একটি বই। সায়েন্টফিকশন ও হরর ঘরানার গল্পই এখানে পড়তে পাবেন। হয়ত হরর ঘরানার গল্পগুলো কঠিন হরর নয় হবে মনোরঞ্জন দেওয়ার মতো হরর। হরর গল্পগুলোর চাইতে সায়েন্টফিকশন গল্পগুলো পড়ে ভবিষ্যতের পৃথিবীর কথা ভেবে ভয় পেতে পারেন। দিনে দুই বোতলের বেশি পানি পাবেন না কারণ পানির খুবই অভাবে। সেই পানি আবার চুরি হয়ে যাবে। পূর্বে মারা যাওয়া লোক আবার ফিরে আসতে যখন শুরু করবে তখন পাঠক মনে সায়েন্টফিকশন ও হরর গল্পের স্বাদের ভিন্নতা খুজে পাবেন।
Rater Traner Songi pdf নমুনাঃ
আমি রোমে যাচ্ছি শুনে জিওভানি ওর চোখ থেকে রিমলেস চশমাটা খুলে টেবিলে নামিয়ে রেখে বলে উঠল – রোম? ভারি সাংঘাতিক জায়গা, ঠগজোচ্চোরে শহরটা ছেয়ে গেছে।
পাশে বার্তোচ্চি খুব মনোযোগ দিয়ে কম্পিউটারে একটা প্রেজেন্টেশান নিয়ে কাজ করছিল। চেয়ারটা ঘুরিয়ে আমার দিকে ফুটখানেক এগিয়ে এসে বলে উঠল – ঠিকই বলেছে জিওভানি। উত্তর ইতালি যতটা ভালো, ওদিকটা তেমন ভালো নয়। আর রোম তো তাদের মধ্যে সব থেকে এগিয়ে। চোরেদের রাজত্ব। তা যাচ্ছ যাও। শুধু রোমা টার্মিনি স্টেশন হয়ে যেয়ো না। অনেকেই ওখানে গিয়ে ফ্যাসাদে পড়ে।
আমি একটু থতোমতো খেয়ে বলে উঠলাম – কিন্তু ওটাই তো রোমের মেন স্টেশন। আমার ট্রেনের টিকিট তো রোমা টার্মিনি পর্যন্তই।
অভিজ্ঞান রায়চৌধুরী সকল পিডিএফ লিংক Abhijnan Raychowdhury pdf download link
বার্তোচ্চি একটু যেন হতাশ হয়ে বলে উঠল – উঃ হুঁ, আগে আমাদের জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। তা রাতের দিকে পৌঁছোচ্ছে না তো ! রাত দশটার পরে স্টেশন চত্বরটা প্রায় ঠগজোচ্চোর গুন্ডাদের দখলে চলে যায়। রাত এগারোটার পরে তো কোনো দূরপাল্লার ট্রেন ওখানে দাঁড়ায় না পর্যন্ত। অন্য লাইন দিয়ে যায়।
আমার ফ্যাকাশে হওয়া মুখ আর নীরবতা লক্ষ করে এবার জিওভানি জিজ্ঞেস করে—ক-টায়? ক-টায় পৌঁছোচ্ছে?
-রাত সাড়ে এগারোটা। টিকিটটায় একটা স্পেশাল ডিসকাউন্ট ছিল। তাই…। জিওভানির মুখের দিকে তাকিয়ে থেমে যাই।
—বাহ্। শুধু ডিসকাউন্টের জন্য ওরকম একটা সময়ে…। তা হবে না-ই বা কেন? কে-ই বা যাবে ওই সময়ে। তার ওপর তুমি তো আবার একা যাচ্ছ—তাই তো?
মাথা নেড়ে সায় দিলাম। সত্যিই ভুল হয়েছে। ওদের জিজ্ঞেস না করে হঠাৎ এরকম রোম বেড়াতে যাওয়ার প্ল্যান করাটা একদম ঠিক হয়নি। বার্তোচ্চি ইতালিয়ানে জিওভানির সঙ্গে কীসব বলতে শুরু করল খুব উত্তেজিত হয়ে। এটুকু বুঝলাম, তা রোম প্রসঙ্গেই।
রক্ততৃষ্ণা pdf – মনীষ মুখোপাধ্যায় Roktotrishna pdf – Manish Mukhopadhyay
আমি ইতালিতে এসেছি চার সপ্তাহের জন্য। তার মধ্যে দুটো সপ্তাহ অলরেডি ওভার। আর ইতালিতে এসে রোমে যাব না, তাই হয় নাকি। সেই জন্যে কাজের ফাঁকে ফাঁকে ইন্টারনেট ঘেঁটে নিজেই রোম যাওয়ার প্ল্যান বানিয়েছিলাম, তখন কে জানত যে এরকম একটা বিখ্যাত শহরে এরকম একটা কুখ্যাত স্টেশন আছে।
রোমা টার্মিনির ওপরে ইন্টারনেটে সার্চ করতেই বোঝা গেল যে জিওভানিদের কথা একটুও মিথ্যে নয়। এমনকী, এরকমও হয়েছে যে নকল চেকার এসে টিকিট চেয়ে নিয়েছে – আবার খানিক বাদে আরেকজন এসে টিকিট নেই বলে বিশাল ফাইন করেছে।
টিকিটটা ক্যানসেল করব কি করব না— এরকম দ্বিধায় পড়ে আর ক্যানসেল করাও হয়নি। অন্য টিকিট সুবিধেমতো পাইওনি।
তা, আজ ট্রেনে বসে জিওভানি আর বার্তোচ্চির কথাই মনে হচ্ছিল। একা বসে আছি। ঘড়ির কাঁটায় এখন রাত বারোটা। রোমা টার্মিনি আরও মিনিট কুড়ির পথ। অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয়।
ইউরোরেল সাধারণত সময়ে চলে। আমার এমনই ভাগ্য যে আজকেই ট্রেনটা লেট। তাও বেশ যাচ্ছিল। হঠাৎই খানিকক্ষণ আগে একটা বিকট আওয়াজ করে ট্রেনটা থেমে গেল। বেশ দুলে উঠল ট্রেনটা। তারপর থেকে নো নড়নচড়ন। সিট থেকে উঠে জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার। কিছুই দেখার উপায় নেই ।
অভিজ্ঞান রায়চৌধুরীর Rater Traner Songi pdf রাতের ট্রেনের সঙ্গী pdf পড়ুন এখান থেকে এবং Rater Traner Songi pdf ডাউনলোড করুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.