সমুদ্রমানুষ pdf – অতীন বন্দ্যোপাধ্যায় Samudramanush pdf Atin Bandyopadhyay

সমুদ্রমানুষ pdf - অতীন বন্দ্যোপাধ্যায় Samudramanush pdf Atin Bandyopadhyay
সমুদ্রমানুষ pdf - অতীন বন্দ্যোপাধ্যায় Samudramanush pdf Atin Bandyopadhyay

অতীন বন্দ্যোপাধ্যায় এর অনবদ্য আখ্যান Samudramanush pdf সমুদ্রমানুষ pdf ডাউনলোড করুন।

সমুদ্রমানুষ pdf - অতীন বন্দ্যোপাধ্যায় Samudramanush pdf Atin Bandyopadhyay
সমুদ্রমানুষ pdf কভার

Samudramanush pdf সমুদ্রমানুষ pdf নমুনাঃ

শিউলিফুলের মত শুভ্র জ্যোৎস্না। দক্ষিণ-মেরুর বিষণ্ন বরফে ওর ছায়া থমকে আছে। কেমন একটা শিষ-দেওয়া শঙ্খচিলের নিথর আওয়াজ। আওয়াজটা ভাঙা ঢেউয়ের মাথায় কেমন আছড়ে-পিছড়ে পড়ছে।
জাহাজটাকে কেন্দ্র করে নীল-কাচ জলের ছোট-ছোট ঢেউগুলি ছুঁয়ে ছুঁয়ে যেতে ইছে জ্যোৎস্নার ছায়া ছায়া রূপটাকে।
দুটো ছায়া সংলগ্ন। ডেক থেকে দুটো ছায়া তেবছা হয়ে পড়েছে সমুদ্রবুকে। হাটা চলার সঙ্গে সঙ্গে ছায়াদুটোও ভাঙা ভাঙা ঢেউয়ের মাথায় ভেসে চলেছে।
—খুব ভাল লাগছে কপটা, তাই না?

হাসির গল্প হাসির ছড়া pdf – আহমাদ মাযহার Hasir Golpo Hasir Chora pdf – Ahmad Mazhar

উত্তর এল না। একটা খণ্ড কাক-কালো ছায়। চাঁদটাকে তখন ঢেকে দিয়েছে। নিষ্পন্দ অন্ধকার। রেডিয়ম-ডায়াল ঘডিটার বুকে শুধু ঘূর্ণমান সেকেণ্ডের টিক টিক শব্দ। দুটো চোখ স্থির – ঝুলছে সারাটাক্ষণ ডাযালটার উপর।
–মেরুর বরফ গুলে। হয়তো ঘুমিয়ে পড়েছে । কি বলিস?
ব্রীজে তখন ঘণ্টির আওয়াজ। ওয়াচের বেল বাদল ব্রীজে। টিক টিক করে মিনিটের কাঁটাটা ষাটের ঘবে মিলিয়ে যায় নি। কাঁটা ঘুরিযে ঠিক করে নিতে নিতে বনল–তিন মিনিট স্লো।

—কি করছিস তুই ঝুঁকে ঝুঁকে?—দুটে। কথার একটারও জবাব নেই! —ঘডিটা স্নো ৷ মিলিয়ে নিলাম।
—পাগল| ঘড়ির সঙ্গে তুই পাগল হয়ে গেছিস? প্রত্যেকটা ওয়াচেই তোকে ঘড়ি মেলাতে হয়?
মোবারক হাসল – করে নিই—যদি ভুল করি।
—ভুল করি, ভুল করি! ভুল করলে তোর কোরান শরীফ অশুদ্ধ হয়ে যাবে? মোবারক এবারও হাসল–আচ্ছা শেখর, সি-রোট গুলো তো একই থাকে? —প্ৰায় তাই৷
ঘড়িটা হাত থেকে খুলে নিল। কানের উপর রেখে পরখ করে দেখল একটানা টিক শব্দটার কোথাও মুহূর্ত যতি রেখা পড়ল কি-না
—মানুষের রোগ অনেক হয় শুনেছি—কিন্তু ঘড়ি-রোগ তো শুনি নি!
–ঘড়ি-রোগ! আমার ঘড়ি-রোগ হয়েছে বলছিস? বল। যা মুখে আসে তাই বল। “রা কিছু প্রকাশ করা মোবারকের ইচ্ছা ছিল। কিন্তু কি ভেবে সে চুপ করে থাকল।

ফ্রান্সিস সমগ্র পিডিএফ ডাউনলোড লিংক Francis Somogro pdf All

—হয়েছে বাবা থাক।
না । আমি কি একা বলি?
ঘডি-রোগের কথা বললেই তোর রাগ হয়। আর বলব জাহাজের সবাই বলছে মোবারকের ঘড়ি-রোগ হয়েছে: —সবাই বলবে বলে তুইও বলবি?
-এই চার দিন ধরে যা অবস্থা দেখছি, তাতে আমিও না-বলে আর থাকতে পারছি না৷
মোবারক আলীর চেতনায় ছোট একটা মূক ঝড় বয়ে গেল। ঘড়ি-সম্বন্ধে কত কথা প্রকাশ করার ইচ্ছা আছে—কত বলবি আছে শেখরকে, কিন্তু বলতে পারল কই ! বলার শক্তিটা যেন হারিয়ে ফেলেছে।

প্রতিবাদ জানান হল না মোবারকের। ঘড়ির দিকে চেয়ে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলল শুধু। নির্বাক নিস্পন্দ ঘড়িটার বুকে আবার চাইতেও ভয় করছে। কারণ সবাই বলছে ওর ঘড়ি-রোগ হয়েছে।
হঠাৎ এক ঝলক ছোট ভাঙা-ঢেউয়ের মাথ -থেকে-ওঠা নরম ঠাণ্ডা হাওয়া দুজনের মুখেই মিষ্টি স্পর্শ বুলিয়ে গেল। শেখর দাড়িয়ে আছে। আয়ত চোখ বিস্তীর্ণ সাগরজলের উপর। মোবারক আলীর জোয়ান চাটগাঁই চেহারাটার দীর্ঘ ছায়া আলতোভাবে সাগরজলে তেমনি বিলম্বিত। কিছুক্ষণ নির্বাক উভয়ে। কিন্তু নিস্পন্দ নয়। ‘শুধু মেশিনের ঝম্ ঝম্ শব্দ ওদের নিশ্বাস-প্রশ্বাসের ভিতর দিয়ে উঠছে নামছে।
শেখর আরো কাছাকাছি হয়ে এল। ঘনিষ্ঠ হয়ে এল। হাত রাখলো মোবারকের কাঁধে—রাগ করেছিস?

মোবারকের হাতদুটো ওভারকোটের পকেটে। জোয়ান চাটগাই চেহারাটা নিথর। খোদাই-করা প্রস্তর মূর্তিটার ঠোঁটে শুধু শিশিরবিন্দুর মত একবিন্দু বিনীত পাণ্ডুর হাসি।

চার দিন আগে কিন্তু মোবারক ছিল অত্যন্ত খুশী। হাসি ছিল ওর সম্পদ ৷ চার দিন আগে ওর মাউথ-অর্গানটা হাজারে৷ জানালার কপাট খুলে দিয়েছিল। শঙ্খচূড় সাপের খেলা দেখাতে গিয়ে সাউথ-ওয়াফের কাঠের কারখানার বিস্তীর্ণ সবুজ ঘাসে, সাদা মানুষের ঠাঁই ধরাতে পারে নি । শঙ্খচূড় সাপের খেলা, মাউথ-অর্গানের বুকে ভারতীয় অপরূপ সুর তাই একটি সমুদ্র-মানুষকে মেলবোর্নের সাদা মানুষের মনে চিরদিনের জন্যই খোদাই করে দিয়ে এসেছে। আর ঘড়িটা হাতে বাঁধার সঙ্গে সঙ্গে সেই মানুষটা কি-না এতটা বিবর্ণ আর ফ্যাকাশে হয়ে গেল।
মোবারকের পাখির পালকের মত মিষ্টি ঠোটদুটো নড়ে উঠলো—শেখর—আমার ঘড়ি-রোগ হয়েছে যারা বিশ্বাস করে করুক, কিন্তু তুই করিস না।

শেখর উত্তর করল না। মোবারক আলীর বলিষ্ঠ হাত দুটো নিজের হাতে টেনে নিয়ে বলল—চল শুয়ে পড়ি গে। ভোর তিনটেয় আবার ‘টাণ্ট’ হবে।
দুজনই ডেক পার হয়ে সিঁড়ি দিয়ে ফোকশালে নামল । ফোকশালে ঢুকে শেখরই বিছানাটা ঝেড়েঝুড়ে দিল মোবারক আলীর। মোবারকের দৃষ্টি তখন শঙ্খচূড় সাপের ঝাঁপিতে। চামডার ঝাঁপিটা বাংকের একপাশে পড়ে আছে। ওরই দ্বিতীয় ভাঁজে মেঘবর্ণের শঙ্খমুখী সাপ
—নে শুয়ে পড়।—শেখর নিজের বিছানাটা ঝাড়তে ঝাড়তে বলল। জামা ছেড়ে মোবারক শুয়ে পড়লে, সে আলো নিভিয়ে দিল৷

অধিক রাত্রে কিসের আওয়াজে শেখর জেগে দেখল পাশের বিছানা খালি। দেয়ালে টাঙানে। রেডিয়ম-ডায়ালের ঘডিটাও নেই। মোবারক ফোকশালে নেই ! মনটা তাই ওর আঁতকে উঠল।

সমুদ্রমানুষ pdf Download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply