সর্বনাশিনী pdf – সায়ন্তনী পূততুন্ড Sarbanashini pdf – Sayantani Putatunda best pdf

সর্বনাশিনী pdf - সায়ন্তনী পূততুন্ড Sarbanashini pdf - Sayantani Putatunda
সর্বনাশিনী pdf - সায়ন্তনী পূততুন্ড Sarbanashini pdf - Sayantani Putatunda

সায়ন্তনী পূততুন্ডর গোয়েন্দা অধিরাজ সিরিজের Sarbanashini pdf সর্বনাশিনী pdf ডাউনলোড করুন ও Sarbanashini pdf সর্বনাশিনী pdf পড়ুন।

সর্বনাশিনী pdf - সায়ন্তনী পূততুন্ড Sarbanashini pdf - Sayantani Putatunda
সর্বনাশিনী pdf – সায়ন্তনী পূততুন্ড Sarbanashini pdf – Sayantani Putatunda

Sarbanashini pdf সর্বনাশিনী pdf review

এই বড় গল্পটি লেখিকা সায়ন্তনী পূততুন্ডর গোয়েন্দা অধিরাজ এবং তার টিমের আরো এক অভাবনীয় রহস্য ভেদের কাহিনী তুলে ধরে। এটি প্রাপ্ত বয়স্কদের জন্য

প্রধানত C I D অফিসার আধিরাজ ব্যানার্জী আর তার টিম এক অদ্ভুত মাস মার্ডার কেস র সম্মুখীন হয় যেখানে শহরের নামকরা ধনী প্রভাবশলী ব্যক্তিরা হঠাৎ করে মারা যেতে শুরু করে এবং ফরেনসিক রিপোর্ট অনুযায়ী সকলেই মৃত্যুর আগে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন অর্থাৎ অত্যন্ত ঘনিষ্ঠ মুহূর্তে তাদের অদ্ভুত ভাবে হত্যা করা হয়। না আছে কোনো দেহে আঘাত না আছে বিষ প্রয়োগ অথচ অদ্ভুত ভাবে সকলে মারা যায়।

ভূত-শিকারি মেজকর্তা এবং pdf – প্রেমেন্দ্র মিত্র Vut Shikari Mejo Korta Ebong pdf – Premendra Mitra

পুলিশের অবস্থা আরো খারাপ হয় যখন তারা দেখে কোনো অজানা কৃষ্ণ সুন্দরী মহিলা এদের মৃত্যুর ৭ দিন আগেই RIP পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছে অর্থাৎ মৃত্যুর আগাম বার্তা। তদন্তের খাতিরে একের পর এক প্রভাব শালী ব্যক্তির নাম উঠে আসে। কিভাবে খুঁজবে সেই অজানা হত্যাকারী কে, কিভাবে বাঁচাবে বাকি ব্যক্তিদের যেখানে অফিসার অধীরাজ ব্যানার্জী নিজেই আততায়ীর হাতে গুলি খেয়ে আহত হয় পরে!! খুনি কে ধরার আগে মুহূর্তেই জানা যায় সে কেনো এমন নৃশংস খেলার মেতে উঠেছে। অদ্ভুত এক যন্ত্রণা ময় জীবনের কাহিনী হত্যাকারীর যাহ সমাজের কদর্য রূপ টা প্রকাশ করবে। দেখাবে আজও মানুষ যোগ্যতা অর্জন করে চামড়ার রঙের ওপর ভিত্তি করে। রূপ এর কাছে গুন বারবার হেরে যায়। তাইতো অপরূপ সৌন্দর্য র অধিকারী অফিসার আধীরাজ ব্যানার্জী কেও পড়তে হয় বিপদের মুখে!!

কি হবে শেষ পর্যন্ত? অধিরাজ এর অনুপস্থিতিতে আদৌ কি আটকাতে পারবে আরো এক মৃত্যু! না অধীরাজ নিজেই ঢলে পড়বে মৃত্যু র মুখে জানতে হলে অবশ্যই পড়তে হবে সর্বনাশীনী।

আমার প্রিয় ভৌতিক গল্প pdf – হুমায়ূন আহমেদ Amar Priyo Voutik Galpo pdf – Humayun Ahmed

গোয়েন্দা অধিরাজ খুব কম সময়ই পাঠক বৃন্দর মনে রাজ করছে এবারেও নিরাশ করবে না। টানটান উত্তেজনা পূর্ণ কাহিনী তার সঙ্গে অধিরাজ্, তার অধঃস্তন অর্ণব, এবং বাকিদের অদ্ভুত একতা এবং অসম্ভব মানসিক দৃরতার সঙ্গে লড়াই করে যাওয়ার রোমাঞ্চকর কাহিনী।

Sarbanashini pdf সর্বনাশিনী pdf review

সায়ন্তনী পূততুন্ডর লেখার সাথে পরিচয় বহুদিন হলেও, অধিরাজ সিরিজের সাথে আমার পরিচয় খুব বেশিদিনের নয়। এর আগে ত্রিমুর্তি যখন ভয়ঙ্কর ছাড়া সেরকম কিছু পড়েছি বলে এই মুহূর্তে মনে করতে পারছি না। যাইহোক ম্যাডামের লেখা বেশ আমার ভালো লাগে। বইটার হার্ড কপি আমার কাছে আছে। এবার আসি লেখার বিষয়ে, উপন্যাসটি প্রাপ্তমনস্কদের জন্য। বেশ বড় একটি উপন্যাস, প্রায় ৩৫০ পৃষ্ঠার। লেখিকার লেখনীর প্রাঞ্জলতায় কিন্তু সুবৃহৎ বলে ভয় লাগেনি। উপন্যাসটি সিরিয়াল কিলিং এর উপরে। সর্বনাশিনী নামাঙ্কিত কেউ ফেসবুক থেকে বেশ কিছুদিন বাদে বাদে তথাকথিত ধনী ব্যক্তিদের আগাম মৃত্য পরোয়ানা পোস্ট করছে।

নিশাচরী বিভীষিকা pdf – হেমেন্দ্রকুমার রায় Nishachori Bivishika pdf – Hemendra Kumar Roy

সর্বনাশিনী কে? আদতে কে এবং কেন এই সিরিয়াল কিলিং গুলো করছে আর মৃত ব্যক্তিদের মধ্যেই বা কি সম্পর্ক, এই হচ্চে উপন্যাসের উপজীব্য। পড়তে যদিও এতটুকু ধৈর্যহীন হতে হয়নি। অধিরাজ কি শেষমেষ সফল হলো খুনীকে খুঁজে পেতে? এর জন্য অধিরাজকেই বা কতটা পরিশ্রম করতে হলো বা কি মারাত্মক বিপদে পড়তে হলো? এটুকু জানতে উপন্যাসটা পড়া যায়। যারা থ্রিলার ভালোবাসেন তাদের জন্য বেশ উপভোগ্য হবে বলে মনে হয়।

Sarbanashini pdf সর্বনাশিনী pdf review

বহুদিন পর একটানা পড়ে যাওয়ার মত একটি বই পড়লাম। টানটান উত্তেজনা, থ্রিলার, সাসপেন্স সব মিলিয়ে বইটি পুরো না শেষ করে ওঠা যাবে না। এক রহস্যময় ফেসবুক প্রোফাইল- ডেথ ফোরকাস্ট – অপূর্ব সুন্দর কৃষ্ণাঙ্গীর ফটো । শহরে পরপর ঘটে যায়, দুই ধনকুবেরের রহস্যময় মৃত্যু। ফরেনসিক এ বলছে, স্বাভাবিক মৃত্যু কিন্তু তদন্ত বলছে, সম্প্রতি দুজনের জীবনেই ঘটেছিল, এক গোপন প্রেমিকার আবির্ভাব। ধুরন্দর অপরাধী আর দুঁদে অফিসার “আইজি অধিরাজ- দ্য সুপারকপ” এর মধ্যে শুরু হয় যেনো এক দাবার লড়াই। অপরাধী একের পর এক চাল দিয়ে যেন নিজের বাজি জিতে নিতে চায়, করতে চায় কিস্তিমাত।

শেষ পর্যন্ত পুলিশ অফিসার অধীরাজ নিজের বুদ্ধি ও তার টিম এর সহযোগিতায়, এই রহস্যের পর্দা ফাঁস করে। খুঁজে বের করে অপরাধীর জটিল মনের হদিশ। ধরা পড়ে আসল অপরাধী। বইটিতে সাসপেন্স থ্রিলার এর পাশাপাশি কমিক রিলিফ হিসাবে হাসি, ঠাট্টা, মজাও আছে। সবশেষে এইটুকু বলতে পারি যে, একজন থ্রিলার প্রেমিকে প্রথম থেকে শেষপর্যন্ত ধরে রাখার সমস্ত উপাদান আছে বইটি তে।

Sarbanashini pdf সর্বনাশিনী pdf review

শহরে ঘটে যায় দু’দুটো রহস্যময় মৃত্যু। ফরেনসিক রিপোর্ট থেকে কিছুই পাওয়া যায় না। তখনই সামনে আসে এক ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইলের নাম সর্বনাশিনী। এক অপূর্ব সুন্দরী কৃষ্ণাঙ্গ মহিলার ছবি দেওয়া তাতে। কেমন একটা রহস্যময়তার ছাপ।এক রহস্যময়ী প্রেমিকা। একের পর এক পুরুষ শিকার করে চলেছে। শিকারের নাম অনেক আগেই ফেসবুকে ঘোষিত করে দেয়। তবুও শিকারকে বাঁচানো যায় না।

কিন্তু খুনের মোটিভ কী? পরবর্তী শিকার বিজয় জয়সওয়াল কি রক্ষা পাবে সর্বনাশিনীর হাত থেকে? এই সব প্রশ্নের উত্তরের অপেক্ষায় গোলকধাধায় ঘুরতে থাকে। চমৎকার লেখিকার ভাষা দক্ষতা ও ঘটনা বুনন। লেখার প্রবাহ এবং একাধিক প্রশ্নের অনুসন্ধানে একটি জমজমাট থ্রিলার উপন্যাস সর্বনাশিনী।

Sarbanashini pdf download link

Download / Read Online

Be the first to comment

Leave a Reply