হুমায়ুন আহমেদের Science Fiction Somogro 2 pdf সায়েন্স ফিকশনটি একদিকে pdf সায়েন্স ফিকশন যারা পছন্দ করেন তাদের কাছে যেমন জনপ্রিয় তেমনি হুমায়ূন আহমেদ pdf যারা পছন্দ করেন তাদের কাছেও সমান সমাদৃত। সায়েন্স ফিকশন সমগ্র ০১ pdf প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তার পর Science Fiction Somogro 2 pdf শেয়ার করা হলো। হুমায়ূন আহমেদ সাইন্স ফিকশন pdf হুমায়ুন আহমেদ এর জনপ্রিয় বই pdf গুলোর মধ্যে অন্যতম। হুমায়ূন আহমেদের বিখ্যাত বইয়ের নাম প্রসঙ্গ আসলেই Science Fiction Somogro 2 pdf এর কথা আসবে। হুমায়ূন আহমেদ সমগ্র থেকে Science Fiction Somogro 1 pdf যারা পড়া শেষ করেছেন তারা Science Fiction Somogro 2 pdf পড়ে ফেলুন। সায়েন্স ফিকশন সমগ্র হুমায়ূন আহমেদ সকলের কাছে সমাদৃত হবে।
Science Fiction Somogro 2 pdf সূচীপত্রঃ
ফিহা সমীকরণ
শূন্য
নি
তাহারা
পরেশের ‘হইলদা’ বড়ি
আয়না
নিউটনের ভুলসূত্র
যন্ত্ৰ
নিমধ্যমা
সায়েন্স ফিকশন সমগ্র লেখক পরিচিতিঃ
বাংলা কথাসাহিত্যাঙ্গনে একজন প্রবাদ পুরুষ। সববয়েসী পাঠকের নিকট তাঁর সমান জনপ্রিয়তা। এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নশাস্ত্রে অধ্যাপক। হঠাৎ অধ্যাপনা ছেড়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন : নির্মাণ করেন একাধিক দর্শকনন্দিত চলচ্চিত্র। সেই সাথে নির্মাণ করেন জনপ্রিয় টিভিনাটক। এ দেশের সর্বোচ্চ সম্মান একুশে পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। দেশে ও দেশের বাইরে তাঁকে নিয়ে সীমাহীন আগ্রহ। বাংলা সায়েন্স ফিকশন রচয়িতাদের মধ্যে তাঁর অবস্থান একটা কৌণিক দূরত্বে। বিজ্ঞান আর মানবিকতা- দুটোকে একই পাদপ্রদীপের আলোকে তিনি আলোকিত করেন যা তাঁর অন্যতম বৈশিষ্ট্য পাঠকের সাথে ভাগাভাগি করে নিতে চান বিজ্ঞানের রহস্যময়তা আর তাঁর বিজ্ঞানদর্শন।
সায়েন্স ফিকশন সমগ্র ০২ pdf বইটি সম্পর্কে প্রকাশক
যিনি একই সাথে তারাশঙ্করের ‘কবি’ আর আজিমভের ‘এন্ড অব ইটারনিটি’ পড়ে সমান আনন্দ পান তিনি নিজের মধ্যে কোনো গণ্ডগোল আছে বলে দাবি করলেও পাঠকের দরবারে তা সমন্বরে নাকচ হয়ে যায়; পাঠক ঐ গণ্ডগোলটা নেয়, কেননা তারা মনে করে ঐরকম গণ্ডগোলমার্কা একটা কিছু সবার মাঝেই আছে এবং থাকে; হুমায়ূনের মধ্যে থাকলে দোষ কী ? হুমায়ূন মেধাবী ছাত্র। তাঁর সময়ের মেধাবীদের বিজ্ঞান পড়ার ঝোঁক ছিল। তিনিও
পড়েছেন। বিজ্ঞান পড়লে আর্ট-কালচার করা যাবে না তা-তো নয়। বিজ্ঞান ও সাহিত্য— দুটোতেই তিনি যথেষ্ট এলেম রাখেন। জানেন জীবনের রসায়ন। লজিক এন্টিলজিক দুটোকেই পাশাপাশি সারণিতে সাজাতে পারেন স্বচ্ছন্দে। সাধারণ সাহিত্যের পাশাপাশি তাঁর বৈজ্ঞানিক কল্পকাহিনী বা সায়েন্স ফিকশনও পাঠকের কাছে সমানভাবে জনপ্রিয়।
হুমায়ুন আহমেদ pdf ৩০০+ বই Humayun Ahmed pdf 300 + books
তাঁর এ জাতীয় লেখায় আছে বিস্মিত রোমাঞ্চিত মুগ্ধ হওয়ার মতো নানান উপাদান উপকরণ। সায়েন্স ফিকশনগুলোতে তিনি তাঁর নতুন চিন্তা উপলব্ধি দৃষ্টিভঙ্গি শেয়ার করতে চান পাঠকের সাথে ; যদিও লেখালেখি করেন তিনি মূলত নিজের আনন্দের জন্যে; কিন্তু কে না চায় নিজের আনন্দ অন্যকেও সংক্রামিত করুক উদ্বেলিত করুক উচ্ছসিত করুক। হুমায়ূন আহমেদের সায়েন্স ফিকশন সমগ্র-এর দ্বিতীয় খণ্ড বেরুলো। প্রথম খণ্ডের মতো এই খণ্ডটিও পাঠকের দরবারে সাদরে গৃহীত হবে কেবল এই বিশ্বাসটুকু আমাদের থাকুক।
সায়েন্স ফিকশন সমগ্র ০২ রিভিউঃ
হুমায়ুন আহমেদ লেখায় সব সময় সমাজ ও মানুষের প্রতিকৃতি ফুটে ওঠে। সায়েন্স ফিকশন সমগ্র ০২ সংকলনেও তার ব্যতিক্রম হয়নি। হুমায়ুন আহমেদ সায়েন্স ফিকশনেও সমাজের নানা অসংগতি, কুসংস্কারকে সায়েন্স ফিকশন দিয়ে পাঠককে সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে গল্প বা উপন্যাসগুলোতে আসলে বিজ্ঞান কল্পকাহিনী যতটা না গুরুত্ব পেয়েছে তার চেয়ে বেশি সামাজিক ও ব্যক্তিগত দিকগুলোকে সবসময় ফোকাস করা হয়। হুমায়ুন আহমেদ সায়েন্স ফিকশনকে অনেকে পিউর সায়েন্স ফিকশন বলতে রাজি হন নি। আবার কেউ কেউ তার কল্পবিজ্ঞানকে ভূতের গল্প বলেও অভিহিত করেন। তবু তার প্রতিটি গল্পে রয়েছে পাঠকদের একটা অন্যরকম টান যা লেখকের লেখনি শৈলীর গভীরতাকে প্রকাশ করে।
হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজ pdf ডাউনলোড লিংক All Mishir Ali pdf by Humayun Ahmed
হুমায়ুন আহমেদের সায়েন্সফিকশনগুলো হার্ড সাইন্স ফিকশন নাকি সফট সাইন্স ফিকশন যা নিয়ে তর্ক থাকতেই পারে। তবে আসল কথা হলো পাঠক সেগুলোকে ভিাবে নিল তা। হার্ড সায়েন্স ফিকশন বিশ্ব সম্পর্কে বর্তমানে প্রমাণিত তথ্যের উপর ভিত্তি করে বাস্তবসম্মত বিজ্ঞানের সাথে বেশি সম্পর্কিত। আর সফট সাইন্স ফিকশনে কল্পনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। হুমায়ূন আহমেদ সাইন্স ফিকশনকে ৩ টি খন্ডে প্রকাশ করা হয়েছে। তাই দেরি না করে পড়ে ফেলুন সায়েন্স ফিকশন সমগ্র ০২ pdf সংকলনটি।
হুমায়ুন আহমেদের Science Fiction Somogro 2 pdf অনলাইনে পড়ুন এখান থেকে এবং সায়েন্স ফিকশন সমগ্র ০২ pdf ডাউনলোড করুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.