
স্বপ্নময় চক্রবর্তীর শ্রেষ্ঠ গল্প pdf ডাউনলোড করুন ও স্বপ্নময় চক্রবর্তীর শ্রেষ্ঠ গল্প পিডিএফ Sheshthra Golpa pdf পড়ুন। স্বপ্নময় চক্রবর্তীর শ্রেষ্ঠ গল্প পিডিএফ এ ২৫ টির মতো Sheshthra Golpa pdf রয়েছে।

শ্রেষ্ঠ গল্প পিডিএফ Sheshthra Golpa pdf অভিব্যাক্তিঃ
ছোটগল্পের ক্ষেত্রে স্বপ্নময় চক্রবর্তীর নাম সম্ভ্রমের সঙ্গে উচ্চারিত হয়। বাংলা ছোটগল্পকে তিনি সমৃদ্ধ করেছেন। নানা আঙ্গিকের নানা বিষয়ের বিচিত্র গল্পে। তাঁর গদ্যশৈলীও নতুন ধারার। প্রথম গল্প সংকলন ‘ভূমিসুত্র ‘ ১৯৮২ সালে প্রকাশিত ও সমাদৃত। তারপর আর পিছনে ফিরতে হয়নি স্বপ্নময়কে। ছোটগল্পের জন্য নানা ধরনের পুরস্কার পেয়েছেন তিনি। অনুদিত হয়েছে বিভিন্ন ভাষায়। না, সিরিয়াল হয়নি। জন্ম ১৯৫২। কলকাতা। রসায়নের ছাত্র। পেইন্ট-ভার্নিশ টেকনোলজির পাঠ অসমাপ্ত রেখে কর্মক্ষেত্রে প্রবেশ। দেশলাইয়ের সেল্সম্যান, মেডিকেল রিপ্রেজেনটেটিভ, ল্যান্ড রিফর্ম অফিসার, আবহাওয়া দপ্তরের রাডার চালনা, দূরদর্শনের ফ্লোর ম্যানেজারি, আকাশ- বাণীর অনুষ্ঠান প্রযোজনা ইত্যাদি অভিজ্ঞতা বিভিন্ন ধরনের লেখার রসদ জুগিয়েছে। বাংলা কথাসাহিত্যের নব্যধারার এই লেখকের গল্পগুলি পাঠককে অনন্য অভিজ্ঞতায় সমৃদ্ধ করবে।
শ্রেষ্ঠ গল্প পিডিএফ Sheshthra Golpa pdf সুচিপত্র
সর্ষে ছোলা ময়দা আটা ৯
ভালো করে পড়গা ইস্কুলে ১৭
রত্নাকরের পাপের ভাগ ২৫
অষ্ট চরণ ষোল হাঁটু ৩৩
রক্ত ৪২
কাননে কুসুম কলি ৫৩
বিদ্যাসাগর বিদ্যাসাগর ৫৯
আরওয়ালের হাত ৬৬
শনি ৭৫
পতাকার কাপড় ৮৪
লাপিস লাজুলি ৯১
বেহেশত্তের কুঞ্জি ৯৯
বিমলাসুন্দরীর উপখ্যান ১০৮
ঝড়ে কাক মরে ১১৯
ক্যারাকাস ১২৫
হনুমান ১৩১
এ জীবন লইয়া কী করিব ১৪০
অ্যালুমনিয়ামের ডানা ১৪৭
লজ্জামুঠি ১৫৩
ইতিহাস কথা ১৬৩
হলো ১৭২
গিরিবালার গল্প ১৮২
দেশের কথা ১৯১
বাতিল রেকর্ড ২০৫
আত্মজীবনীমূলক রচনা ২১৪
অ ২২৩
হাতি ও পিঁপড়ের গল্প ২৩২
দুধওয়ালা ২৩৯
ফুল ছোঁয়ানো ২৪৫
ইচ্ছেকুসুম ২৫৮
শ্রেষ্ঠ গল্প পিডিএফ Sheshthra Golpa pdf সম্পর্কে লেখকের দু’একটি কথা
ভালবাসি বলেই জীবনকে বকাঝকা করি। অনুরাগ থাকে বলেই অভিমানও থাকে। জীবনের কাঁধে হাত রেখে পথচলার চটির আগায় লেগে থাকা দুব্বোঘাস বা পেরেকের খোঁচা সমন্বিত ভ্রমণ-কথাকেই কি গল্প বলে থাকি আমরা? গল্প কোনো ঘটনার ধারাবিবরণীও নয়। ঘটনাটি হ’ল সেই ধুলোর কণিকাটি, যাকে কেন্দ্র করেই বাষ্প ঘনীভূত হয়, বৃষ্টি-ফোঁটা তৈরি হয়। কিংবা বাস্তবের ঘটনাটি হ’ল সেই শুককীট, গুটিপোকার মতন থাকে। ভালবাসা ওকে প্রজাপতি করে। অথবা ছোট্ট কুঁড়িটি, যা গল্পে ইচ্ছে-কুসুম হয়ে ফুটে ওঠে। আমার গল্প মানে সেই ইচ্ছে-কুসুম ফোটানো। তা থেকে কিছু গল্প নিয়েই এই সংকলন।
এই সংকলনের একটা ভূমিকা দরকার ছিল। কোনো সমালোচক বা সাহিত্যিককে সংকোচবশত বলতে পারিনি, একটা ভূমিকা লিখে দিন। ফলে নিজেকেই কয়েকটা কথা বলতে হচ্ছে। গত ২৫ বছর ধরে লিখছি বলা যায়। দুশোর কাছাকাছি গল্প ছাপা হয়ে গেছে। এই সংকলনে তিরিশটা গল্প ধরানো গেল। বেশ কয়েকটি চান্স না পাওয়া গল্পের যেন অভিযোগ শুনতে পাচ্ছি। ওদের মাথায় হাত বুলিয়ে বলি, যে কোনো নির্বাচনেই তো গণ্ডগোল হয়, একটু মেনে নাও, আবার সুযোগ পেলে দেখা যাবে।
ঝাঁকে ঝাঁকে ছড়া pdf – প্রেমেন্দ্র মিত্র Jhake Jhake Chora pdf – Premendra Mitra
এই সংকলনের অধিকাংশ গল্প বিভিন্ন গল্প সংকলনে আগে ছাপা হলেও কোনো সংকলনে অন্তর্ভুক্ত না হওয়া পাঁচটি গল্পও আছে। কবে ও কোথায় প্রথম ছাপা হয়েছিল উল্লেখ করেছি। বোঝাই যাচ্ছে, লিটল ম্যাগাজিনেই নীড় পেয়েছিলাম আমি। হয়তো চেয়েও ছিলাম তাই।
আমার শৈশব কেটেছে উত্তর কলকাতায়, যৌবনে গ্রামকে দেখেছি খুব কাছ থেকে। কয়েকটি গল্পে রয়েছে কাছ থেকে দেখা গ্রামজীবন। একটা সময়ে আমার মনে হয়েছে প্রযুক্তি-মস্তানি মানুষকে যন্ত্রদাস বানাচ্ছে। যে প্রক্রিয়া মানুষকে ভূমিদাস করে, সেই প্রক্রিয়ারই প্রলম্বিত ছক মানুষকে যন্ত্রদাস বানায়। এই অনুভবেরই গল্প হ’ল ‘লজ্জা মুঠি’, ‘ঝড়ে কাক মরে’, ‘ক্যারাক্কাস’, ‘হনুমান’, ‘এ জীবন লৈয়া কী করিব’ ও ‘অ্যালুমিনিয়ামের ডানা’। ‘হলো’ ও ‘গিরিবালার গল্পে রয়েছে স্বাধীনতা সংগ্রামের কিছু কথা, আর্সেনিকের সমস্যা নিয়ে গল্প ‘ফুল ছোঁয়ানো’, ‘শনি’ গল্পে আছে তেজষ্ক্রিয়তার সমস্যা। ‘বাতিল রেকর্ড’-এ রয়েছে আকাশবাণীর কথা। ‘অ’ এবং ‘হাতি ও পিঁপড়ের গল্প’ দুটিকে অনেকে বলেছেন প্রেমের গল্প।
গল্পসমগ্র pdf – গাবরিয়েল গার্সিয়া মার্কেস Golpa Samagra pdf – Gabriel Garcia Marquez
গল্প গড়া নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করি আমি। আর যা বিশ্বাস করি না, তা লিখি না। বাংলা ছোটগল্পের স্রোতধারা এখন ঊর্মিমুখর। সেখানে সামান্য জলসিঞ্চন আমার এই গল্পগুলি।
শ্রেষ্ঠ গল্প পিডিএফ Sheshthra Golpa pdf download link
Download / Read Online
Leave a Reply
You must be logged in to post a comment.