শোণিত উপাখ্যান বর্তমান pdf – সৈয়দ অনির্বাণ Shonit Upakhyan Bartaman pdf – Syed Aunirbaan

শোণিত উপাখ্যান বর্তমান pdf – সৈয়দ অনির্বাণ Shonit Upakhyan Bartaman pdf – Syed Aunirbaan
শোণিত উপাখ্যান বর্তমান pdf – সৈয়দ অনির্বাণ Shonit Upakhyan Bartaman pdf – Syed Aunirbaan

শোণিত উপাখ্যান সিরিজের Shonit Upakhyan Bartaman pdf শোণিত উপাখ্যান বর্তমান pdf এর ব্যাপক জনপ্রিসৈয়দয়তার পর শোণিত উপাখ্যান অতীত pdf ও জনপ্রিয়তা অর্জন করে। এর পরই লেখকের শোণিত উপাখ্যান অতঃপর pdf প্রকাশিত হয়। লেখকের Shonit Upakhyan Atopor pdf পাঠক সমাজে দারুনভাবে গৃহীত হয়েছে।

শোণিত উপাখ্যান বর্তমান pdf – সৈয়দ অনির্বাণ Shonit Upakhyan Bartaman pdf – Syed Aunirbaan
শোণিত উপাখ্যান বর্তমান pdf – সৈয়দ অনির্বাণ Shonit Upakhyan Bartaman pdf – Syed Aunirbaan

Shonit Upakhyan Bartaman pdf শোণিত উপাখ্যান বর্তমান pdf ভূমিকাঃ

প্রথমেই বলে রাখা ভাল যে এই গল্পের মাঝে বাস্তবতা খুঁজতে যাওয়া বাতুলতা। এটি একটি ফ্যান্টাসি কাহিনী। এখানে ব্যবহৃত সকল চরিত্র এবং ঘটনা কাল্পনিক। যেসব ঐতিহাসিক রেফারেন্স টানা হয়েছে তার কিয়দংশ সত্যি হলেও বেশির ভাগই কল্পনা প্রসূত। পাঠকের প্রতি আমার অনুরোধ, এই বইয়ের ঘটনাবলিকে ফ্যান্টাসি হিসেবেই দেখবেন, ইতিহাসের যে পরিবর্তিত রূপ এখানে লেখা হয়েছে তা কাউকে হেও প্রতিপন্ন করার লক্ষ্যে নয়, বরং সম্পূর্ণ ভাবে কাহিনী তৈরির স্বার্থে – বিনোদনের জন্য। তবে যেসব জায়গায় ফ্যান্টাসি আসেনি সেখানে আমি চেষ্টা করেছি তথ্যের নির্ভুল ব্যবহার নিশ্চিত করতে। তবু যদি কোন ভুল পান, ধরিয়ে দিলে খুশি হবো।

প্রত্যাবর্তন pdf – আরিফ আজাদ Protabortan pdf – Arif Azad

“আরবান ফ্যান্টাসি” বেশ নতুন একটি ঘরনা। বর্তমানে আন্তর্জাতিক সাহিত্যে বেশ সাড়া জাগাচ্ছে এই ঘরনার বই পুস্তক। আমার কাছে বেশ লাগে আরবান ফ্যান্টাসি। তাই ভেবেছিলাম বাংলায় লেখার চেষ্টা নেব। কিন্তু শুরু করার পর বুঝতে পারলাম কত কঠিন একটা কাজে হাত দিয়েছি। যেহেতু বাংলায় আগে এই ঘরনার সাহিত্য চর্চা হয়নি (আমার জানামতে) তাই হার্ডকোর থাকা সম্ভব হলো না। অনেক পট পরিবর্তন করে অবশেষে একটা কাঠামো দাঁড়া করালাম যেটা হয়ত বা গ্রহণযোগ্য হবে। শুরুতে ছিল শুধুই আরবান ফ্যান্টাসি কিন্তু পরে তার সাথে যোগ হলো ঐতিহাসিক ফ্যান্টাসি। এবং স্বাভাবিক ভাবেই থ্রিল ও হরর। এই খণ্ডে অবশ্য ঐতিহাসিক তেমন কিছু নেই। কিন্তু পুরো কাহিনীটা উপরোক্ত চার ঘরানায় পড়বে।

আনন্দলোক ২৭ জুলাই ২০২৩ পিডিএফ Anandalok 27 July 2023 pdf

‘শোণিত উপাখ্যান – বর্তমান”। নামটা একটু গুরুগম্ভীর হয়ে গেল কি? যাই হোক – এই উপন্যাসে যে কাহিনী বর্ণনা করা হয়েছে তার পটভূমি বর্তমান কাল, তাই এমন নাম। পরবর্তী খণ্ডে অতীতের কাহিনী উঠে আসবে।
বইটা লিখে আমি যথেষ্ট আনন্দ পেয়েছি, পাঠক পড়ে যদি তার ভগ্নাংশও পান তাহলেই আমার পরিশ্রম সার্থক ধরে নেব।

শোণিত উপাখ্যান বর্তমান Shonit Upakhyan Bartaman pdf review

ইতিহাস কথা বলে – বিজয়ীদের কথা। ইতিহাস সাক্ষ্য দেয় – অতীত গৌরবের সাক্ষ্য। কিন্তু কালের গর্ভে হারিয়ে যাওয়া ঘটনাবলির কতটুকু তাতে অটুট থাকে? অসামাজিক কিন্তু তুখোড় পুলিশ অফিসার কায়েস হায়দারের কাঁধে চাপল অদ্ভুত এক কেস সমাধানের ভার। পরিস্থিতি এমনই দাঁড়াল যেখানে যুক্তি কাজ করে না। রহস্য মানব অবলালের কাছে সাহায্য চাইল কায়েস। দু’জনে মিলে নেমে পড়ল তদন্তে। কিন্তু কেঁচো খুড়তে গিয়ে এ যে সাপের বাসা!

একের পর এক অতিপ্রাকৃতিক প্রতিপক্ষের মুখোমুখি হলো কায়েস আর অবলাল। আধুনিক ঢাকা শহরে এ কী নাটক জমে উঠেছে! শুধু পিশাচ, স্কন্ধকাটা, চুড়েল আর শক্তিশেলধারী যাদুকরই নয়, এর পেছনে রয়েছে আরও গুঢ় কোন রহস্য। জড়িয়ে পড়ল আরও অনেকে–সুদর্শনা মীরানা মোরেস, যে কি না প্রতি রাতে একই স্বপ্ন দেখে। শখের অকালটিস্ট নাজিম আর ক্যাপ্টেন অ্যান্ড্রিয়াস–-কারা এরা?

ধীরে ধীরে উন্মোচিত হলো ভয়াবহ এক চক্রান্তের জাল। সামনে রয়েছে শৈলেন ভট্টাচার্যের ভয়ঙ্কর দলবল, কিন্তু নেপথ্যে কলকাঠি নাড়ছে অসীম শক্তিধর কেউ, কী তার পরিচয়? দেড় হাজার বছর আগে ঘটে যাওয়া এক প্রলয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি চায় সে। নিষ্ফল বসে প্রহর গোণা ছাড়া কি কিছুই করার নেই? নাকি কেউ বাড়িয়ে দেবে অযাচিত সাহায্যের হাত? সব প্রশ্নের উত্তর রয়েছে রক্তের মাঝে। শোণিতের উপাখ্যানে Shonit Upakhyan Bartaman pdf  এ।
………………………………..

প্রথমেই বলে যাক, আরবান ফ্যান্টাসি কী? যে কল্পকাহিনির পটভূমি ও অধিকাংশ চরিত্র নাগরিক, কিন্তু যার ঘটনাক্রমে আধুনিক প্রযুক্তির বদলে জাদু বা বিভিন্ন কিংবদন্তির উপজীব্য অলৌকিক শক্তিই মূল নিয়ামক— তাকে আমরা আর্বান ফ্যান্টাসি বলতে পারি। (ঋজু গাঙ্গুলি) Shonit Upakhyan Bartaman pdf পড়ুন।

এই গল্প আরবান ফ্যান্টাসির প্রকৃত উদাহরণ।
গল্পের একটি মূল চরিত্র কায়েস, পুলিশ অফিসার, বাস্তববাদী, রাফ এন্ড টাফ, ক্ষিপ্রগতি আর পিস্তলবাজিতে যার জুড়ি মেলা ভার (অন্তত সে তাই মনে করতো যতক্ষণ না পর্যন্ত গল্পের আরেকটি মূল চরিত্র অবলালের সাথে তার দেখা হয়)। অবলাল কায়েস থেকেও ক্ষিপ্রগতি আর অস্ত্র চালানোয় দক্ষতর, আর সবথেকে বড় পরিচয় হলো, সে প্যারানরমাল এক্সপার্ট।

পরস্পর বিপরীতমুখি মনোভাবের দুজন একত্র হয়ে যায় যখন একটা খুনের তদন্তের জন্য কায়েস যোগাযোগ করে অবলালের সাথে। আর তখনই যেন কেঁচো খুঁড়তে বের হলে এলো এনকোন্ডা। তাদের বিরুদ্ধে রয়েছে এক হেভিওয়েট ভিলেন, কী তার মাস্টারপ্ল্যান, সেটা সম্পর্কে অবলালের মতন বিশেষজ্ঞও কোনো ধারণা করতে পারছে না, তার থেকেও ভয়ঙ্কর কথা, এই ভিলেনও মূল খলনায়ক নয়,কত নির্দেশে সব করছে।

গল্পের প্রয়োজনে হাজির হয়েছে সুদর্শনা মীরানা মোরেস, অকাল্টিস্ট নাজিম, ক্যাপ্টেন আন্ড্রিয়াস, শবসাধক তরন্দীদেব।। তবে এদের আরেকটু স্পেস দিলে মনে হয় ভালো হতো। আশা করা যায় পরবর্তী কোনো খণ্ডে হয়তো এদের ব্যাপারে আরো বিশদ জানা যাবে। গল্পের গতি ভালো। আমাদের দেশজ হররের সাথে পাশ্চাত্য হররের খুব ভালো ব্লেন্ডিং হয়েছে। আমাদের দেশীয় যে হরর এলিমেন্টগুলো শুধু ছোটদের গল্পে সীমাবদ্ধ, তারাও যে আসলে কতটা ভয়ঙ্কর, তার একটা দৃষ্টান্ত এখানে পাওয়া যায়।

আর যেহেতু সিরিজ, প্রথম বইয়ের শেষে ভালোই ক্লিফ হ্যাঙ্গার রেখেছেন লেখক। অধীর আগ্রহে দ্বিতীয় খণ্ডের অপেক্ষা করছি। Shonit Upakhyan Bartaman pdf পড়ুন।

Shonit Upakhyan Bartaman pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply