অধ্যাপক জগদীশ ভট্টাচার্য সম্পাদিত অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর Shreshtha Galpo pdf শ্রেষ্ঠ গল্প pdf বইটি সম্পুর্ণ ফ্রীতে ডাউনলোড এবং অচিন্ত্যকুমারের শ্রেষ্ঠ গল্প Shreshtha Galpo pdf পড়ুন।
শ্রেষ্ঠ গল্প pdf Shreshtha Galpo pdf ভূমিকাঃ
অচিন্ত্যকুমার সেনগুপ্ত বাংলা সাহিত্যে ‘কল্লোলে’র দান। আর ‘কল্লোলে’ই সাহিত্যে আধুনিকতার যাত্রারম্ভ। শুধু যাত্রারম্ভই নয়, সাহিত্যসৃষ্টির সে এক মহালগ্ন! বস্তুত, বঙ্গীয় চতুর্দশ শতাব্দীর তৃতীয় দশক আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। রবীন্দ্রনাথের নোেবল পুরস্কারপ্রাপ্তির পর এই দশটি বৎসরের মধ্যে সাহিত্য ঐশ্বর্যে ও প্রাচুর্যে যেন দশগুণ হয়ে উঠল। কবি স্বয়ং তো পুনর্যৌবন লাভ করলেনই, উপরন্তু তাঁর পাশে এসে দাঁড়ালেন শরৎচন্দ্র । চার-পাঁচ বৎসরের মধ্যেই তাঁর নব-নব দানে কথাসাহিত্য নতুন ভাস্বরতায় উদ্ভাসিত হয়ে উঠল। ওদিকে ‘সবুজপত্রে’র পৃষ্ঠায় বীরবলীয় বুদ্ধিবাদ মোহমুক্তির মন্ত্র উচ্চারণ করছে। জীবনের রঙ্গমঞ্চেও চলছে দ্রুত পটপরিবর্তন।
সাগরপারের মহাকুরুক্ষেত্রের তাণ্ডব শান্ত হতে-না- হতেই ভারতের বুকে আসমুদ্রহিমাচল জুড়ে অচলায়তনের ভিত্তি নড়ে উঠেছে। আশা ও নৈরাশ্যে, সাফল্যে ও ব্যর্থতায় প্রতিটি মুহূর্ত প্রাণচঞ্চল। একদিকে দুঃখে দারিদ্রো লাঞ্ছনায় অপমানে জীবন পর্যুদস্ত, অন্যদিকে সর্বদুঃখ বিজয়ের অপরাজেয় প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি নিয়ে নবজীবনের অভিসার। ভাঙন-গড়নের বিপুল উত্তেজনায় অশান্ত দিনগুলি। রবীন্দ্রনাথ বিশ্বমানবের সঙ্গে বাঙালীর আত্মীয়তা গড়ে দিলেন। মহাযুদ্ধ আমাদের যুক্ত করল বিশ্বজীবনের সঙ্গে। এই মহাজীবনের মোহনায় দাঁড়িয়ে তৃতীয় দশকের শেষবৈশাখে ‘কল্লোলে’র কলধ্বনি শোনা গেল বাংলা সাহিত্যের আঙিনায়। শুধু কলধ্বনিই নয়, ‘উদ্ধত যৌবনের ফেনিল উদ্দামতা, সমস্ত বাদাবন্ধনের বিরুদ্ধে নির্বারিত বিদ্রোহ, স্থবির সমাজের পচা ভিত্তিকে উৎখাত করার আলোড়ন’ এল সাহিত্যে।
তারা ঝিকিমিকি জ্বলে – মুফতী মুহাম্মাদ তাকী উসমানী Tara Jhikimiki Jole pdf by Muhammad Ali Jawher
বেপরোয়া বিপ্লবী যৌবন নবজীবনের সন্ধানে নতুন পথে যাত্রা শুরু করল। দুঃসাহসী পথিকৃতের দল স্পর্ধাভরে বললেন, –
‘না-মানা যুগের মোরা মানুষ,
বেসাতি মোদের কালি-কলুষ,
চোখে জ্বলিতেছে তাজা জলুস—
কিছু-না-পাওয়ার নেশা। ‘
স্বভাবতই এই ‘কালি-কলুষে’র বেসাতি অভিনন্দনের মাল্যচন্দন বহন করে আনল না। দুর্নীতিপরায়ণতার তীব্র অভিযোগ উঠল এর বিরুদ্ধে। এমন কি, কবিগুরু রবীন্দ্রনাথ পর্যন্ত ‘সাহিত্যে নবত্ব’ প্রবন্ধে এ যুগের অপটু রচনার বিরুদ্ধে দুটি অভিযোগ উত্থাপন করলেন। ওর মধ্যে একটা হচ্ছে ‘দারিদ্র্যের আস্ফালন’, আরেকটা ‘লালসার অসংযম’। এ অভিযোগ নিতান্তই অমূলক ছিল, এ কথা বললে সত্যেরই অপলাপ হবে। যে জলস্রোত দুকূলপ্লাবী উচ্ছ্বাসে কল্লোলিত হয়ে ওঠে তার মধ্যে পঙ্কিল আবিলত। থাকাই স্বাভাবিক। কিন্তু প্রাথমিক উচ্ছ্বাস কেটে যাবার পর তা যে-পলিমাটির আস্তরণ বিছিয়ে দেয় তাই যে নতুন ফসল-সৃষ্টির উর্বরতম ক্ষেত্র হয়ে ওঠে। ‘কল্লোল’- যুগের সব রচনাই অপটু হাতের ছিল না।
Arshir Akash pdf | Sukanta Gangopadhyay আরশির আকাশ best pdf সুকান্ত গঙ্গোপাধ্যায়
এঁদের মধ্যে শক্তিধরও অনেকেই ছিলেন। তা ছাড়া এঁরা শুধু প্রলয়ের উল্লাসেই উন্মত্ত ছিলেন না, প্রতিসৃষ্টির প্রাণদ স্বপ্নও এঁদের মনকে অধিকার করে ছিল। ভাঙনের গানই শুধু এঁরা গান নি, নতুন আদর্শবাদের সন্ধান ও এঁরা করেছেন। বেদরদী বিমুখতা দিয়ে নয়, সশ্রদ্ধ সহানুভূতি দিয়ে এযুগের শিল্পিমনকে বুঝতে হলে অচিন্ত্যকুমারের ভাষাতেই বলতে হয় :—“কল্লোল যুগে এ দুটোই প্রধান হুর ছিল : এক, প্রবল বিরুদ্ধবাদ; দুই, বিহ্বল ভাববিলাস। একদিকে অনিয়মাধীন উদ্দামতা, অন্যদিকে সর্বব্যাপী নিরর্থকতার কাব্য। অচিন্ত্যকুমারের শ্রেষ্ঠ গল্প Shreshtha Galpo pdf পড়ুন।
একদিকে সংগ্রামের মহিমা, অন্যদিকে ব্যর্থতার মাধুরী। আদর্শবাদী যুবক প্রতিকূল জীবনের প্রতিঘাতে নির্ধারিত হচ্ছে—এই যন্ত্রণাটা সে যুগের যন্ত্রণা। শুধু বন্ধ দরজায় মাথা খুঁড়ছে, কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছে না, কিংবা যে জায়গা পাচ্ছে তা তার আত্মার আনুপাতিক নয়—এই অসন্তোষে এই অপূর্ণতায় সে ছিন্নভিন্ন। বাইরে যেখানে বা বাধা নেই, সেখানে ৰাধা তার মনে, তার স্বপ্নের সঙ্গে বাস্তবের অবনিবনায়। তাই একদিকে যেমন তার বিপ্লবের অস্থিরতা অন্যদিকে তেমনি বিফলতার অবসাদ। * আর বিফলতাই যে সাফল্যের শুভ, ‘কল্লোলে’র উত্তরকালেই আছে তার পূর্ণ স্বীকৃতি।
আর শুধু দৃষ্টিভঙ্গিতেই নয়, সৃষ্টিকর্মেও অচিন্ত্যকুমার অনন্যপরতন্ত্র । তাঁর শিল্পসাধনার আদিতেই কল্লোল-যুগের বিদ্রোহ দেখা দিয়েছিল ‘শুধু ভাবের দেউলে নয়; ভাষারও নাটমন্দিরে।’ সে বিদ্রোহ ‘শুধু বিষয়ের ক্ষেত্রেই ছিল না, ছিল বর্ণনার ক্ষেত্রে। ভঙ্গি ও আঙ্গিকের চেহারায়। রীতি ও পদ্ধতির প্রকৃতিতে। ভাষাকে গতি ও ভাবকে দ্যুতি দেবার জন্যে ছিল শব্দসৃজনের পরীক্ষা-নিরীক্ষা। রচনাশৈলীর বিচিত্রতা। এমন কি, বানানের সংস্করণ।’ আর এ বিদ্রোহে অচিন্ত্যকুমার ছিলেন একেবারে পুরোভাগে। তাঁর ‘বেদে’ শুধু বিষয়- বস্তুতেই নয়, ভঙ্গি ও আঙ্গিকেও ছিল একেবারে অভিনব।
নিত্যবর্তমান কালের প্রয়োগে রচনাশৈলীকে বেগবান করে তোলার কাজে ‘বেদে’ সে যুগের পথপ্রদর্শক। বাংলা গদ্যকে অলংকৃত করার শিল্পকর্মেও তাঁর কবিত্বশক্তি নিত্যজাগ্রৎ ছিল। অবশ্য তাঁর প্রথম যুগের রচনার অলংকরণ-বাহুল্য সর্বদাই প্রশংসাই ছিল না, মধ্যে মধ্যে এদিক দিয়ে তাঁর অতিসচেতনতা চক্ষু-কর্ণের পীড়াদায়কও ছিল। কিন্তু সাম্প্রতিক রচনায় অচিন্ত্যকুমার বাংলা গদ্যের এমন একটি সহজ ও সরল রূপ আবিষ্কার করেছেন যে তা বাংলার নিরক্ষর চাষীর মুখেও স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হয়ে উঠেছে। পল্লীবাসীর কণ্ঠে ভাষা দিতে গিয়ে আঞ্চলিকতা বা তৎস্থানিকতা সৃষ্টির প্রয়োজনে গ্রাম্য উপভাষা প্রয়োগ শিল্পীরা প্রায় অপরিহার্য বলেই মনে করেন।
কিন্তু অচিন্ত্যকুমার ভাষার একটি সর্ব- সাধারণ রূপ আবিষ্কার করে তাকে জনসাধারণের কণ্ঠে বসিয়েছেন। হয়ত তাতে ভাগীরথী-তীরবর্তী বাগ ভঙ্গির বিশুদ্ধতা সর্বদা রক্ষিত হয়নি, কিন্তু তা যে বাংলা সাহিত্যকথার সম্পদ বৃদ্ধি করেছে সে বিষয়ে সন্দেহ নেই। অচিন্ত্যকুমারের শ্রেষ্ঠ গল্প Shreshtha Galpo pdf পড়ুন।
শ্রেষ্ঠ গল্প Shreshtha Galpo pdf সুচীপত্রঃ
দুইবার রাজা
অরণ্য
ধন্বন্তরি
রুদ্রের আবির্ভাব
অমর কবিতা
তিরক্ষী
ন যযৌ ন তস্থৌ
ছুরি
অকারণ
হরেন্দ্র
সাক্ষী
মাটি
কালনাগ
বাঁশবাজি
সাহেবের মা
বৃত্তশেষ
বস্ত্র
জনমত
দাঙ্গা
জমি
মুরবানু
Shreshtha Galpo pdf download link
Leave a Reply
You must be logged in to post a comment.