সোনার মেডেল pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Sonar Medel pdf – Shirshendu Mukhopadhyay pdf

সোনার মেডেল pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Sonar Medel pdf - Shirshendu Mukhopadhyay pdf
সোনার মেডেল pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Sonar Medel pdf - Shirshendu Mukhopadhyay pdf

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের চমকালো আরো একটি উপন্যাস Sonar Medel pdf পড়ুন ও ডাউনলোড করুন।Sonar Medel pdf হাস্যরস আর রোমান্সে ভরপুর একটি অদ্ভুতুড়ে সিরিজ pdf।

Sonar Medel pdf কাহিনীঃ

বাবু মিত্তির যুবক বয়সে তিনি ছিলেন একজন সেরা বক্সার। বক্সিংয়ে অনেক মেডেল জিতলেও অল্পের জন্য নাকি তিনি অলিম্পিকে সোনা জিততে পারেননি এমন কথাও শনা যায়। তার স্ত্রী কি হলো ত্যাগ করেছেন। তার ছেলেরও কোন সন্ধান নেই; ছেলে নাকি বাড়ি ছেড়ে পালিয়েছে। একেবারে সহজ সরল ও সাদামাটা জীবনকাল যে জীবনে নেই রঙের ছোঁয়া। কচ্ছপের গতিতে চলা এই লোকটি নাকি এক সময় ছিল কোবরার মতন গতিশীল। তাকে নিয়েই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভিতরে সিরিজের এই উপন্যাসটি।

সোনার মেডেল pdf - শীর্ষেন্দু মুখোপাধ্যায় Sonar Medel pdf - Shirshendu Mukhopadhyay pdf
সোনার মেডেল pdf – শীর্ষেন্দু মুখোপাধ্যায় Sonar Medel pdf – Shirshendu Mukhopadhyay pdf

অদ্ভুতুড়ে সিরিজের সোনার মেডেল রিভিউঃ

যৌবন বয়সে লাইট হেভিওয়েট বক্সিং এ অন্যতম যোদ্ধা ছিলেন বাবু মিত্তির। একবার অলিম্পিক বক্সিংয়ে নাকি তিনি চতুর্থ রাউন্ডে উঠে গিয়েছিলেন। কিন্তু তার প্রতিযোগিতা কে চিট করে হারিয়ে দিয়েছেন। খাবারে বিষক্রিয়ার মাধ্যমে থাক অসুস্থ বানানো হয়েছিল। তারপর প্রতিপক্ষ শিরোপা দিতে পরের রাউন্ডে চলে যায়। যদিও এখনো পর্যন্ত সেই পেটের পীড়ার আসল কারণ বের করা যায়নি। তারপর সেই প্রতিপক্ষের খেলোয়াড়ের হাত ধরেই তিনি জড়িয়ে পড়েন আপনার জগতের কালো অন্ধকারে। অপরাধ জগতে তিনি গলাতে থাকেন নানা অপরাধী কর্মকান্ড। সময়ের বিবর্তনে তিনি সেখানকার বড় অপরাধী। কিন্তু একদিন তিনি তার প্রতিপক্ষের খেলোয়ার রাউল যার হাত ধরে তিনি অপরাধ জগতে এসেছিলেন তাকে নিয়ে এক বিশাল অপারেশনে বের হন। সেই অপারেশনে রাউল নিহত হন। এরপর তিনি সেই অপরাধ জগত ছেড়ে চলে আসেন নিজের বাড়িতে, নিজের দেশে।

অদ্ভুতুড়ে সিরিজ pdf ডাউনলোড লিংক Advuture Series pdf Download Link

দেশে ফিরে এসেই তিনি সাদামাটা জীবন লালন করতে শুরু করেন। ইতোমধ্যে তিনি বিয়ে করে ফেলেন এবং তিনি একটি পুত্র সন্তান লাভ করেন। সময়ের মধ্যে তার স্ত্রী মারা যায় এবং তার পুত্র সন্তান ও বাড়ি থেকে পালিয়ে যায়। তিনি একাকী বাস করতে শুরু করেন। কিন্তু এর মধ্যে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি আগে যে সন্ত্রাসী দলের সাথে কাজ করেছেন তারা থাকে নানান রকম সংকেত পাঠাতে থাকেন। যেই সংকেত গুলোর মানে তারা মিত্তির বাবুর ওপর প্রতিশোধ নিতে চায়। বাবু মিত্তিরও নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হতে থাকেন।

এই সন্ত্রাসী দলের নাম ছিল ডেল্টা। কিন্তু অবাক করা বেশি হচ্ছে ডেল্টা গ্রুপ বাবু মিত্তিরকে কথা না করে তার আশেপাশে থাকা আত্মীয়-স্বজনদেরকে হত্যা করতে শুরু করে। এমনকি তার পাশে থাকা কুকুরটি পর্যন্ত রেহাই পায়নি; তাকেও হত্যা করা হয়েছে। সেই সময় তার বাড়ি থেকে আর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ছেলে রকি বাড়িতে ফিরে আসে।

শুকতারার-১০১ গোয়েন্দা ও রহস্য গল্প পিডিএফ Shuktara-r 101 Goenda O Rahsya Galpo pdf

বাবু মিত্তির মধ্যে উকিলের পরামর্শ নিলেন। নামকরা উকিল আবার তার বন্ধু। তার উকিল বন্ধু তাকে রক্ষা করার জন্য একজন তাগড়া যুবক পলাশকে তার বডি গার্ড হিসেবে নিয়োগ দিলেন। তবুও যেন বাবু মিত্তির দুশ্চিন্তা কিছুতেই কাটেনা। কারণ তিনি জানেন ডেল্টা গ্রুপ কতটা শক্তিশালী ও ভয়ংকর। দাঁড়াতে চাইলে যেকোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে।

বাবু মিত্তির মতো সাধারণ লোককে হত্যা করা তো তাদের কাছে কোন ব্যাপারই না। তিনি তো ডালটা গ্রুপ ছেড়ে দিয়ে এসেছেন। এমন কি ডেল্টা গ্রুপের সাথে তার কোন লেনদেন বা দেনা পাওনা পর্যন্ত নেই। তবু কেন তারা তার পেছনে লাগলো? বাবু মিত্তির চিন্তায় পড়ে যান ডেল্টা গ্রুপকে তার ছেলেকে হত্যা করবে? তিনি কি পারবেন তার ছেলে সহ আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে বাঁচাতে? নাকি ডেল্টার হাতে একে একে সবাইকে প্রাণ দিতে হবে? ডেল্টাকে প্রতিরোধ করার সাহস, শক্তি কিংবা বুদ্ধি কি আদৌ বাবু মিত্তির আছে? কেউ কি সাহায্য করার জন্য এগিয়ে আসবে?

মাসুদ রানা সিরিজের সকল বই পিডিএফ পার্ট ০১ (মাসুদরানা ১ – ১০০ পর্যন্ত) Masud Rana 1-100

এমন সব থ্রিলার ও রোমাঞ্চকর ঘটনার মধ্যে হঠাৎ করেই লেখক কালীপ্রসাদ নামক চরিত্রের আবর্তন ঘটান। তার সাথে ঘুরতে থাকে নানা ভৌতিক ও অলৌকিক ঘটনা। এইসব ঘটনা ও সোনার মেডেল উপন্যাসে বিশাল ভূমিকা পালন করে। উপন্যাসে আরও একটি রহস্যময় চরিত্র হচ্ছে বাঘ। টানটান উত্তেজনার মাঝে বাঘ আর কালিপ্রসাদের ভৌতিক চরিত্র হয়তো কাহিনী কে কিছুটা ম্যাড় মেরে করে দিতে পারে। তবে সব দিক বিবেচনা করে সোনার মেডেল একটি অনন্য সাধারণ অদ্ভুতুড়ে উপন্যাস। তাহলে আর দেরি না করে পরে ফেলুন Sonar Medel pdf উপন্যাসটি।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের সোনার মেডেল pdf উপন্যাসটি পড়ুন এখান থেকে অথবা Sonar Medel pdf ডাউনলোড করুন এখান থেকে।

Be the first to comment

Leave a Reply