Sondhe Namar Por pdf সন্ধ্যে নামার পর pdf মুখবন্ধঃ
‘নতুন প্রকাশনা খুলে সেই ভূতের গল্পই করলেন?’ ‘হ্যাঁ। মনে হল এই লেখাগুলো একটু আলাদা। তাই ।’ ‘দূর মশাই। ভূতের গল্প আর কত আলাদা হবে? সেই হয় রক্তচোষা, নয় নেকড়েমানুষ, আর নাহলে ওই কী যেন বলে জম্বি। একজন আরেকজনকে কামড়াচ্ছে, সে আবার আরেকজনকে। এছাড়া তো আর কিছু পাই না বাংলায়।’
‘এবার পাবেন মনে হয়।’
‘কীরকম? কীরকম? একটু বলুন না?”
‘ভ্যাম্পায়ার নয়, ওয়ারউলফ নয়, বিদেশি জম্বিও নয়। ‘বনবিবি’ শোনাতে চাইছে সেইসব গল্প যা আপনার, আমার খুব চেনা। রাত্তিরবেলা কখনো ঘেমে নেয়ে ঘুম ভেঙে উঠে মনে হয়নি ঘরের কোণে কে দাঁড়িয়ে আছে? নিশুতি রাতে কক্ষনো শুনতে পাননি ছাদে খসখসে পায়ের শব্দ? নিঝুম গলির আলো আঁধারি দিয়ে হেঁটে আসার সময় কখনো মনে হয়নি, পেছনে কেউ আসছে? বাঁশঝাড়ের মড়মড়ানির সাথে কখনো ভেসে আসেনি ইনিয়ে বিনিয়ে কান্নার শব্দ? পুকুরে ডুব দিয়ে ওঠার সময় পায়ে ঠেকেনি স্যাঁতসেঁতে হাতের স্পর্শ? জানি, হয়েছে। অনেকের সঙ্গেই হয়েছে। গ্রামবাংলার সোঁদা গন্ধ, আর ল্যাম্পপোস্টের ঝাপসা আলোর কুয়াশা পেরোলেই রয়েছে এক রহস্যময় জগত। সেই জগতেরই খবর নিয়ে এসেছে এই বই। বিশ্বাস-অবিশ্বাসের গণ্ডী ছাড়িয়ে, আপনি তলিয়ে যাবেন ভয়াল অন্ধকারে। যেখানে শেষ কথা বলে মৃত্যু। যার থেকে কিছুতেই পালানো সম্ভব নয়। আরো বলব?’
‘না না মশাই। থাক। এতেই কেমন একটা হচ্ছে। কী নাম রেখেছেন বইটার?’ ‘সন্ধে নামার পর।’
Sondhe Namar Por pdf সন্ধ্যে নামার পর pdf রিভিউঃ
নির্বাণ রায় এর Sondhe Namar Por pdf সন্ধে নামার পর pdf ভয় আর আবহে ভরপুর একটা গল্প সংকলন। বইয়ের সেরা গল্প মঙ্গল। উপন্যাসিকা একটাই আছে তৃষ্ণা। সেটাও অসাধারণ। ৭টি ছোটো গল্প, ৪টি বড় গল্প ও একটি উপন্যাস এর সমাহারে বনবিবি পাবলিকেশন থেকে প্রকাশিত Sondhe Namar Por pdf বইটি পড়ার পর মনে হলো একটু লিখি। গল্প গুলি চিরকালীন বাংলার মাটির সোঁদা গন্ধ আর গা ছম ছম অনুভূতি।যদিও জম্বি,নেকড়ে মানুষ আমাদের গল্পের base নয় বলে ভূমিকায় উল্লেখ করলেও নেক্রফেলিয়া গল্পে উনি সেই চিরাচরিত পথেই হেঁটে ছেন ।তবে গল্পের কথনের সরলীকরণ ভালোই লাগে।তবে বাঁধুনি আরো একটু মজবুত হলে ভালো লাগতো।তবে নিজের খুঁজে বেড়ানো অভিজ্ঞতা ভালোই কল্পনার মিশেলে উপস্থাপন করেছেন।পড়তে পারেন।
অ্যাসটেরিক্সঃ ওবেলিক্স কিভাবে জাদুপানীয়র পাত্রে পড়ে গেছিল pdf – আর. গোসিনি, এ. ইউদেরজো
Sondhe Namar Por pdf সন্ধ্যে নামার পর pdf লেখকের কথাঃ
বেশ কিছুমাস ধরে হাওড়ার গ্রামগঞ্জ মফস্বল ঘুরে, সমাজের বিভিন্ন স্তরের, জীবিকার ও মানসিকতার মানুষদের সঙ্গে গল্প করে, তাঁদের জীবনের বিভিন্ন অলৌকিক অভিজ্ঞতা সংগ্রহ করেছিলাম। পরিবেশ ও চরিত্রের প্রয়োজনে এর অনেকটাই আমার কল্পনাপ্রসূত, তবে মূল ঘটনাগুলি অপরিবর্তিত।
নির্বাণ রায়
Sondhe Namar Por pdf সূচী
গল্প
বড় গল্প
ঘোর
বীভৎস
ডাক
দরজা
ঘুড়ি
অন্ধকার নেক্রোফিলিয়া
বিনু আর ওরা মানত
মুরগিচোর
মঙ্গল
সম্পূর্ণ উপন্যাস
তৃষ্ণা
সন্ধ্যে নামার পর pdf নমুনাঃ
নীলচে আকাশে এক টুকরো কালচে ধূসর মেঘ, স্থির। কাঁচা মাছের ভিজে স্পর্শে ছ্যাঁক্ করে ছাঁকা তেল। গাছের মাথাগুলো কালো কালো। উঠোন জুড়ে অন্ধকার নামছে।
“ঝুলিয়ে দিয়েছিল ছেলেটাকে। পিটিয়ে মেরে জাম গাছ থেকে ঝুলিয়ে দিয়েছিল।”
ঘসর ঘসর করে নারকেল কুড়ছে বুবুনের মেসো। খ্যানখ্যানে রেডিওতে ‘পেয়ার দিওয়ানা হোতা হ্যায় মস্তানা হোতা হ্যায়।’
“মেরে টাঙিয়ে দিয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা। বউয়ের অন্য একটা প্রেম ছিল। অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল।”
আলো আঁধারিতে কে একটা টিউবওয়েল টিপছে— ঘটর ঘট্- ঘটর ঘট্। শ্যাওলা উঠোনের ওই প্রান্তে বুবুন সাইকেল রেখে ইশারা করল। পেটের কাছের গেঞ্জিটা উঁচু হয়ে আছে।
রান্নাপুজোর ভোজ খেতে এসেছি বুবুনের মাসির বাড়ি। ট্রেনের পর দুটো ট্রেকার পাল্টে, নৌকোতে একটা টলটলে খাল পার করে। অজ পাড়া গাঁই বা বলি কী করে? ঘন বাঁশবনে, ধানের খেতে শ্যাওড়াগাছের জঙ্গুলে অন্ধকারেও ফোনে ইন্টারনেট চলছে।
“হবে না? টাওয়ার বসেছে ওইখেনে। ইটভাটার মাঠে। হাইরোডের ধারে।” কান চুলকোয় বুবুনের মাসির ছেলে – স্বপন। কড়কড়ে ইলিশ ভাজা তেল ছেঁকে তুলে গামলায় রাখে মেসো। কলতলায় একটা ছাইরঙা বেড়াল ঝিমুচ্ছে।
“ভালো মন্দ বোঝানোর কেউ ছিল না তো। মা লোকের বাড়ি কাজ করত, আর একটা ভাই ছিল ছোট্ট। উনিশ বছরের ছেলে। পোঁদ পাকামি করে বিয়ে করে ফেলেছে।”
কলাপাতায় ঝটপট কী একটা মুড়ে ফেলল স্বপন। এলোমেলো হাওয়ায় দড়িতে টাঙানো গামছা ওড়ে লাল-নীল, খোপখোপ, পতপতিয়ে। এক টুকরো মাছভাজা ভেঙে আমার হাতে দেয় মেসো।
Sondhe Namar Por pdf সন্ধ্যে নামার পর pdf ডাউনলোড লিংক
Download / Read Online
Leave a Reply
You must be logged in to post a comment.