শ্রীকান্ত pdf – শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় Srikanta pdf by Sarat Chandra Chattopadhyay

শ্রীকান্ত pdf - শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় Srikanta pdf by Sarat Chandra Chattopadhyay

শ্রীকান্ত উপন্যাসের বিষয়বস্তু আলোচনা করলে দেখা যায় যে বাংলা সাহিত্যে শ্রীকান্ত Srikanta pdf অনন্য সাধারণ আত্মকাহিনী। শ্রীকান্ত উপন্যাস pdf download করে পড়ে জেনে নিন শ্রীকান্ত উপন্যাসের নারী চরিত্র শ্রীকান্ত উপন্যাসের বিষয়বস্তু  বা শ্রীকান্ত উপন্যাসের রাজলক্ষী চরিত্র কিংবা শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ চরিত্র কেমন পাঠক মনকে আপ্রুত করে।  শ্রীকান্ত উপন্যাস প্রথম পর্ব সারসংক্ষেপ বা  শ্রীকান্ত উপন্যাস প্রথম পর্ব প্রশ্ন উত্তর ও শ্রীকান্ত উপন্যাস দ্বিতীয় পর্ব সারসংক্ষেপ সবই পাবেন এখানে। Srikanta pdf কে বলা যায় এযাবৎকালের সরা আত্মজীবনী।

শ্রীকান্ত pdf - শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় Srikanta pdf by Sarat Chandra Chattopadhyay

শ্রীকান্ত Srikanta pdf নমুনাঃ

আমার এই ‘ভবঘুরে জীবনের অপরাহু বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে! Srikanta pdf

ছেলেবেলা হইতে এমনি করিয়াই ত বুড়া হইলাম। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটা একটানা ‘ছি-ছি’ শুনিয়া শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ‘ছি-ছি-ছি’ ছাড়া আর কিছুই ভাবিতে পারি নাই। কিন্তু কি করিয়া যে জীবনের প্রভাতেই এই সুদীর্ঘ “ছি-ছি’র ভূমিকা চিহ্নিত হইয়া গিয়াছিল, বহুকালান্তরে আজ সেই সব স্মৃত ও বিস্মৃত কাহিনীর মালা গাঁথিতে বসিয়া যেন হঠাৎ সন্দেহ হইতেছে, এই ‘ছি-ছি’টা যত বড় করিয়া সবাই দেখাইয়াছে, হয়ত ঠিক তত বড়ই ছিল না। মনে হইতেছে, হয়ত ভগবান যাহাকে তাঁহার বিচিত্র-সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন, তাহাকে ভাল ছেলে হইয়া একজামিন পাশ করিবার সুবিধাও দেন নাই; গাড়ি-পাল্কী চড়িয়া বহু লোক-লস্কর সমভিব্যাহারে ভ্রমণ করিয়া তাহাকে ‘কাহিনী’ নাম দিয়া ছাপাইবার অভিরুচিও দেন না! বুদ্ধি হয়ত তাহাকে কিছু দেন, কিন্তু বিষয়ী-লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না।

তাই প্রবৃত্তি তাহাদের এমনি অসঙ্গত, খাপছাড়া—এবং দেখিবার বস্তু ও তৃষ্ণাটা স্বভাবতঃই এতই বেয়াড়া হইয়া উঠে যে, তাহার বর্ণনা করিতে গেলে সুধী ব্যক্তিরা বোধ করি হাসিয়াই খুন হইবেন। তারপরে সেই মন্দ ছেলেটি যে কেমন করিয়া অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হইয়া, ধাক্কা খাইয়া, ঠোক্কর খাইয়া অজ্ঞাতসারে অবশেষে একদিন অপযশের ঝুলি কাঁধে ফেলিয়া কোথায় সরিয়া পড়ে—সুদীর্ঘ দিন আর তাহার কোন উদ্দেশই পাওয়া যায় না। Srikanta pdf

অতএব এ সকলও থাক। যাহা বলিতে বসিয়াছি, তাহাই বলি। কিন্তু বলিলেই ত আর বলা হয় না। ভ্রমণ করা এক, তাহা প্রকাশ করা আর। যাহার পা-দুটা আছে, সেই ভ্রমণ করিতে পারে; কিন্তু হাত-দুটা থাকিলেই ত আর লেখা যায় না। সে যে ভারি শক্ত। তা ছাড়া মস্ত মুস্কিল হইয়াছে আমার এই যে, ভগবান আমার মধ্যে কল্পনা কবিত্বের বাম্পটুকুও দেন নাই। এই দুটো পোড়া চোখ দিয়া আমি যা কিছু দেখি ঠিক তাহাই দেখি। গাছকে ঠিক গাছই দেখি— পাহাড়-পর্বতকে পাহাড়-পর্বতই দেখি। জলের দিকে চাহিয়া জলকে জল ছাড়া আর কিছুই মনে হয় না। আকাশে মেঘের পানে চোখ তুলিয়া রাখিয়া, ঘাড়ে ব্যথা করিয়া ফেলিয়াছি, কিন্তু যে মেঘ সেই মেঘ! কাহারো নিবিড় এলোকেশের রাশি চুলোয় যাক- একগাছি চুলের সন্ধানও কোনদিন তাহার মধ্যে খুঁজিয়া পাই নাই।

অ্যাসটেরিক্সঃ ওবেলিক্স কিভাবে জাদুপানীয়র পাত্রে পড়ে গেছিল pdf – আর. গোসিনি, এ. ইউদেরজো

চাঁদের পানে চাহিয়া চাহিয়া চোখ ঠিকরাইয়া গিয়াছে; কিন্তু কাহারো মুখ ত কখনো নজরে পড়ে নাই। এমন করিয়া ভগবান যাহাকে বিড়ম্বিত করিয়াছেন, তাহার দ্বারা কবিত্ব সৃষ্টি করা ত চলে না। চলে শুধু সত্য কথা সোজা করিয়া বলা। অতএব আমি তাহাই করিব। কিন্তু, কি করিয়া ‘ভবঘুরে’ হইয়া পড়িলাম, সে কথা বলিতে গেলে, প্রভাত-জীবনে এ নেশায় কে মাতাইয়া দিয়াছিল, তাহার একটু পরিচয় দেওয়া আবশ্যক। তাহার নাম ইন্দ্রনাথ। আমাদের প্রথম আলাপ একটা ‘ফুটবল ম্যাচে’। আজ সে বাঁচিয়া আছে কি না জানি না। কারণ বহুবৎসর পূর্বে একদিন অতি প্রত্যুষে ঘরবাড়ি, বিষয়-আশয়, আত্মীয়-স্বজন সমস্ত পরিত্যাগ করিয়া সেই যে একবস্ত্রে সে সংসার ত্যাগ করিয়া চলিয়া গেল, আর কখনও ফিরিয়া আসিল না। উঃ— সে দিনটা কি মনেই পড়ে! Srikanta pdf

ইস্কুলের মাঠে বাঙ্গালী ও মসুলমান ছাত্রদের ফুটবল ম্যাচ্’। সন্ধ্যা হয় হয়। মগ্ন হইয়া দেখিতেছি। আনন্দের সীমা নাই। হঠাৎ—ওরে বাবা—এ কি রে। চটাপট্ শব্দ এবং মারো শালাকে, ধরো শালাকে ! কি একরকম যেন বিহ্বল হইয়া গেলাম। মিনিট দুই-তিন। ইতিমধ্যে কে যে কোথায় অন্তর্ধান হইয়া গেল, ঠাহর পাইলাম না। ঠাহর পাইলাম ভাল করিয়া তখন, যখন পিঠের উপর একটা আস্ত ছাতির বাঁট পটাশ্ করিয়া ভাঙ্গিল এবং আরো গোটা দুই-তিন মাথার উপর, পিঠের উপর উদ্যত দেখিলাম। পাঁচ-সাতজন মুসলমান- ছোকরা তখন আমার চারিদিকে ব্যূহ রচনা করিয়াছে—পালাইবার এতটুকু পথ নাই।

শ্রীকান্ত ডাউনলোড লিংক Srikanta pdf Download link

Download / Read Online

Tag

শ্রীকান্ত উপন্যাসের বিষয়বস্তু
শ্রীকান্ত উপন্যাস প্রথম পর্ব pdf download
শ্রীকান্ত উপন্যাসের কাহিনী
শ্রীকান্ত উপন্যাস প্রথম পর্ব সারসংক্ষেপ
শ্রীকান্ত উপন্যাস প্রথম পর্ব প্রশ্ন উত্তর
শ্রীকান্ত উপন্যাস দ্বিতীয় পর্ব pdf
শ্রীকান্ত উপন্যাস চতুর্থ পর্ব pdf
শ্রীকান্ত ডাউনলোড লিংক

Be the first to comment

Leave a Reply