অভিজ্ঞান রায়চৌধুরীর Sudhu Ekta Raat pdf শুধু একটা রাত pdf ডাউনলোড করুন। শুধু একটা রাত pdf এ ভয়, আতংক, ভূতুড়ে পরিবেশ কি নেই এতে। প্রতিটি মূহুর্তে ছড়িয়ে আছে থ্রিলার।
শুধু একটা রাত pdf Sudhu Ekta Raat pdf ভূমিকা
বহুদিন ধরেই ইচ্ছে ছিল শারদীয়ার বাইরে একটা উপন্যাস লিখব, যেটা সরাসরি বই হিসেবে প্রকাশিত হবে। আমার সব উপন্যাসই নামী পত্রপত্রিকার শারদীয়া সংখ্যায়, যার অর্থ বই হিসেবে প্রকাশিত হওয়ার আগেই সে উপন্যাস পড়ে ফেলে প্রায় লক্ষাধিক পাঠক।
সেজন্যে অনেকের ক্ষেত্রেই বইতে সেই উপন্যাস পড়ার প্রথম পাঠের শিহরণ থাকে না। কিন্তু নামী শারদীয়া পত্রপত্রিকার অনুরোধে লেখারই সময় হয়ে ওঠে না, সেখানে তার বাইরে আবার একটা লেখা! অবশেষে সে সুযোগ পেলাম।
সে ইচ্ছে থেকেই এ উপন্যাসিকা ‘শুধু একটা রাত’ লেখা শুরু, যা এর আগে কোনও শারদীয়া বা কোনও পত্রপত্রিকায় প্রকাশিত হয়নি। একেবারে সরাসরি বইয়ের দুই মলাটে। এই গল্পের মধ্যে অবশ্য একটা ভ্রমণ অভিজ্ঞতা মিশে আছে। Sudhu Ekta Raat pdf
মনে আছে ইংল্যান্ডের একটা জায়গায় বেড়াতে গিয়ে দূর থেকে দেখেছিলাম জঙ্গল পরিবৃত এক প্রত্যন্ত জায়গায় এক পুরনো দিনের বিশাল বাড়ি। কৌতূহল হয়েছিল কে থাকতে পারে এরকম এক বিচ্ছিন্ন জায়গায়? আমি লেখক হিসেবে এতো পাঠককে দিনরাত ভয় দেখিয়ে চলেছি, কিন্তু আমি নিজেও কি থাকতে পারতাম এরকম এক বাড়িতে, শুধু একটা রাত? Sudhu Ekta Raat pdf
তখনই ঠিক করি আমার সঙ্গে পাঠকদেরও নিয়ে যাব, এরকম কোনও ভূতুড়ে বাড়িতে। তাদের সঙ্গে রেখায়-লেখায় কাটাবো একটা বিশেষ রাত, খুব ভয়ের রাত। এমন এক রাত যেখানে পাঠক ভয়ও পাবে, আবার বই শেষ না করেও উঠতে পারবে না। এ গল্পের বীজ বোনা তখন থেকেই শুরু।
একই সঙ্গে এ বইতে আছে আছে আমার দুই জনপ্রিয় চরিত্র। অনিলিখা ও মিস্টার পাই, যাদের প্রত্যেকটা গল্প পড়ার জন্য উন্মুখ হয়ে থাকো তোমরা।
অনিলিখার লেখা শুরু ১৯৯৬ সাল থেকে। আজ বাংলা সাহিত্যে হয়তো এমন কোনও কিশোরপাঠক নেই যে অনিলিখার গল্পপাঠের অপেক্ষায় থাকে না। সেই অনিলিখার দুটো বড় গল্প আছে এখানে। সঙ্গে অন্য একটা গল্পে আছেন মিস্টার পাই। Sudhu Ekta Raat pdf
ধন্যবাদ জানাই দীপ প্রকাশনকে এ বই করার উদ্যোগ নেওয়ার জন্যে। ধন্যবাদ জানাই তোমাদের মতো পাঠকদের যাদের আগ্রহ উদ্দীপনা ছাড়া আমি এ বইটা লিখে উঠতে পারতাম না। পাঠ শুভ হোক। পাশে কে বসে আছে সেটা শুধু খেয়াল করো না। সেক্ষেত্রে ফল শুভ না হতেও পারে!
অভিজ্ঞান রায়চৌধুরী ২৮ অক্টোবর, ২০২০ কেনিলওয়ারথ, ইংল্যান্ড
লোকটা আগে আগে যাচ্ছিল – অভিজ্ঞান রায় চৌধুরী Lokta Age Age Jachchilo by Abhigyan Roy Choudhury
শুধু একটা রাত pdf Sudhu Ekta Raat pdf নমুনাঃ
বিশ্বজিৎদা সেদিন হঠাৎ ঝড় তুলল। ফুটবল – ক্রিকেট নয়, রাজনীতি নয়, খাওয়ার কথাও নয়। একেবারে চার্লস ডারউইন। কথা হচ্ছিল সাগ্নিকের জাহাজে করে আন্দামানে বেড়াতে যাওয়া নিয়ে। সেখান থেকে একেবারে চার্লস ডারউইনের বিগলে করে সমুদ্রযাত্রায়। হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন। এটাই বিশ্বজিৎদার স্বভাব। কিছু একটা বিষয় নিয়ে পড়াশোনা করলেই হল। কোনও – না – কোনওভাবে বিষয়টাকে তুলবেই।
বিশ্বজিৎদা বলতে শুরু করে, – ডারউইনের কেরিয়ারটা আমারই মতন। ছাত্রজীবন একেবারে সাদামাটা। বাবা–ই জোর করে কেমব্রিজে জিওলজি নিয়ে পড়াশোনা করতে পাঠিয়েছিলেন। কেমব্রিজ থেকে বাড়ি ফেরার পর উনি একটা চিঠি পান। ক্যাপ্টেন ফিজরয়ের কাছ থেকে। উনি বিশ্বভ্রমণে বেরোচ্ছেন। একজন প্রকৃতিবিদকে জায়গা দিতে পারেন। তবে সে— বাবদ উনি কোনওরকম টাকা দেবেন না। ডারউইনের হার্টের প্রবলেম ছিল। বাবারও আপত্তি ছিল। তা সত্ত্বেও ডারউইন ওই দীর্ঘসফরে বেরিয়ে যান… বল তো যাত্রা শুরুর সালটা কত ছিল?
আমাদের নিরুত্তর দেখে বিশ্বজিৎদা দ্বিগুণ উৎসাহে বলে ওঠে, – তোরা পড়ার বইয়ের বাইরে কোনও কিছুই তো জানলি না। শুনে রাখ, সালটা ছিল ১৮৩১।
আর দিনটা ছিল ২৭শে ডিসেম্বর। – খোলা দরজার সামনের চাতালে জুতো খুলতে খুলতে অনিলিখা বলে ওঠে। অনিলিখাকে দেখেই বিশ্বজিৎদার সমস্ত উৎসাহ উবে গেল। উবে যাওয়ারই কথা। অনিলিখার সামনে আর জ্ঞান জাহির করা চলে না। এমন কোনও বিষয় নেই যা অনিলিখার অজানা। অতীতেও আমরা এর অনেক প্রমাণ পেয়েছি। অনিলিখার কথাই আমাদের কাছে বেদবাক্য। এমনকি বিশ্বজিৎদাও অনিলিখাকে আজকাল বেশ খাতির করে চলে। Sudhu Ekta Raat pdf
তা অনিলিখা ফের বলে ওঠে, – ইংল্যান্ডের ড্যাভেনপোর্ট থেকে যাত্রা শুরু হয়। দু-দুবার যাত্রা শুরু করেও বাজে আবহাওয়া, ঝড় ইত্যাদির জন্য ফিরে আসতে হয়। কে তখন জানত, পৃথিবীর ইতিহাসে সবথেকে উল্লেখ্য – যাত্রা হতে চলেছে! এই অভিযানের উদ্দেশ্য ছিল চিলি, পেরু ও প্রশান্ত মহাসাগরের আরও কয়েকটা দ্বীপের তটভূমি সার্ভে করা। ১৭ই ফেব্রুয়ারি বিগল নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ- গোলার্ধে প্রবেশ করে। ১৮৩২ সালের ২৯শে ফেব্রুয়ারি ওরা ব্রাজিলের বাহিয়া পৌঁছয়। ৩রা এপ্রিল, ১৮32 রিও-ডি – জেনেরোতে। ২০শে অক্টোবর, ১৮৩৫ সালে বিগল গ্যালাপাগোস দ্বীপ থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে ফিরতে শুরু করে। তাহিতি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মরিশাস, কেপ অফ গুডহোপ, সেন্ট হেলেনা, অ্যাসিকন দ্বীপ ছুঁয়ে ফলমাউথ পৌঁছয় ১৮৩৬ সালের ২রা অক্টোবর।
Sudhu Ekta Raat pdf শুধু একটা রাত pdf download link
Leave a Reply
You must be logged in to post a comment.