শুকতারা জুলাই ২০২৪ পিডিএফ Suktara July 2024 pdf link

শুকতারা জুলাই ২০২৪ পিডিএফ Suktara July 2024 pdf link
শুকতারা জুলাই ২০২৪ পিডিএফ Suktara July 2024 pdf link

শুকতারা জুলাই ২০২৪ পিডিএফ Suktara July 2024 pdf পড়তে পারবেন banglabookspdf থেকে। শুকতারা কিশোর ম্যাগাজিনটি সকল শ্রেণির মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি ম্যাগাজিন। শুকতারা পত্রিকা pdf সকলের আগ্রহের মূলে থাকার কারণে Suktara July 2024 pdf ডাউনলোড লিংক দেওয়া হলো। শুকতারা ম্যাগাজিন সকলের কাছেই প্রিয় হওয়ায় ম্যাগাজিনটির প্রকাশনী বিশেষ বিশেষ সংখ্যা প্রায় সময়ই প্রকাশ করে।

শুকতারা জুলাই ২০২৪ পিডিএফ Suktara July 2024 pdf link
শুকতারা জুলাই ২০২৪ পিডিএফ Suktara July 2024 pdf link

Suktara July 2024 pdf এ যেকল বিষয় থাকছেঃ

ফিরে দেখা বিদ্যুৎ-বজ্র রহস্য – অদ্রীশ বর্ধন
গল্প
সিগন্যাল ডিটেকশান এজেন্সি কেস-ওয়ান – দেবজ্যোতি ভট্টাচার্য
মাকড়সার জাল – চঞ্চলকুমার ঘোষ
কেস নাম্বার উনিশ – কৌশিক সেনগুপ্ত
চন্দ্রদার ষষ্ঠ অভিযান – রূপক চট্টরাজ
ধারাবাহিক
মেঘের বাড়ি – শাশ্বতী নন্দী
পুরস্কৃত গল্প
হে আলোর পথযাত্রী (প্রথম) – বিবেকানন্দ নস্কর, সবিতার স্বপ্নপূরণ (দ্বিতীয়) – অরুণাভ বোস চৌধুরী, বিচিত্র সংবাদ (তৃতীয়) – প্রদীপ কুমার পাল
ফিচার
বিদ্যুত এক বাঙালি প্রত্নতত্ত্ববিদ
মানস ভাণ্ডারী ক্রীড়াঙ্গন
খেলা
সুমিত গঙ্গোপাধ্যায়
উঠছে যারা – বিদেশ বসু
কবিতা ও ছড়া
বেড়ালের ছুট – ঋদ্ধি রিত

কল্পনা
শরণ্যা চৌধুরী
সারা দুপুর টাপুর-টুপুর
সমীর ঘোষ
বটুকমামা
বিকাশ পণ্ডিত
যা ছিল, তেমনিই আছে
সৌমেন দাস
ছবির ভাষা
স্বপনকুমার বিজলী
বিভাগীয় লেখা
ম্যানেজিং ডিরেক্টরের কলমে
মজার পাতা
বিজ্ঞানের খবর
অর্পণ পাল তোমাদের পাতা
কুইজ কুইজ
মৌসম মজুমদার দাদুমণির চিঠি ছবিতে গল্প বাঁটুল দি গ্রেট
নারায়ণ দেবনাথ
ভ্যাবলাই হিরো
তমাল ভট্টাচার্য
মোল্লা নাসিরুদ্দিন
সুবল সরকার
হাঁদা ভোঁদা
নারায়ণ দেবনাথ ঘোষণা
দেবাশ্রিতা চক্রবর্তী
স্মৃতি-সাহিত্য প্রতিযোগিতা

শুকতারা জুলাই ২০২৪ নিয়ে কথাঃ

এখন তো ঘোরতর বর্ষা। বৃষ্টি হচ্ছে প্রায়ই। গরমের হাঁসফাস কষ্ট নেই। এবারের গ্রীষ্মের তীব্রতায় সারা দেশেই কমবেশি কষ্ট হয়েছে প্রায় সকলেরই। এখন সেই সমস্যা নেই। বেশ স্বস্তি, তাই না। বৃষ্টি সারা পৃথিবীতে সর্বত্রই খুব প্রয়োজনীয়। মানব সভ্যতার টিকে থাকা নির্ভর করে জলের সুলভতায়। জলই জীবন। জল ছাড়া কোনো প্রাণ বাঁচে না, কোনো শস্য উৎপন্ন হয় না। গাছপালাহীন পৃথিবী অক্সিজেনশূন্য হয়ে যায়। কিন্তু অতিবৃষ্টি আবার ভয়ংকর। এখানে-সেখানে বন্যা ঘটিয়ে সবকিছু তছনছ করে দেয়। নষ্ট হয় শস্যখেত, ঘটে প্রাণহানি। এই বর্ষায় তোমরা সবাই খুব সাবধানে থাকবে। বৃষ্টিতে ভিজবে না। বাইরে বের হলে অবশ্যই ছাতা রাখবে সঙ্গে। এসময় নানা রকম অসুখ-বিসুখ হয়, সতর্ক থাকা জরুরি।

শুকতারার ১০১ কল্পবিজ্ঞান ও রহস্য গল্প পিডিএফ Shuktarar 101 Kalpobigyan O Rahasya Galpo pdf

বর্ষার সময় প্রকৃতির রূপ অন্যরকম হয়ে ওঠে। বৃষ্টিজলে স্নান করে গাছপালাগুলি সবুজ ও সতেজ হয়। চাষিদের মনেও আনন্দ। মাঠঘাট, পুকুর, নদী-নালাগুলি জলে ভরে যায়। কৃষক মহানন্দে মেতে ওঠে কৃষিকাজে। এ মাসের প্রথম সপ্তাহেই তো রথ-উৎসব অনুষ্ঠিত হল। তোমরাও নিশ্চয় খুব আনন্দে মেতে উঠেছিলে রথযাত্রার উৎসবে। ওড়িশার পুরীতে এই উৎসবটি বিশ্ববিখ্যাত আমাদের রাজ্যে মাহেশের রথও খুব বিখ্যাত এবং অনেক প্রাচীন। রথ উপলক্ষে নানান জায়গায় মেলা হয়। মেলার মজা তো ছোটোবড় সবারই খুব ভালো লাগে। রথযাত্রার দিন পাড়ায় পাড়ায় ছোটো ছোটো রথ বের হয়। সুন্দরভাবে সাজানো সেইসব রথের দড়ি টেনে রাস্তা দিয়ে শোভাযাত্রায় তোমরাও তো যোগ দাও, খুব আনন্দের ব্যাপার, তাই না!

নীহাররঞ্জন গুপ্ত সকল বইয়ের pdf ডাউনলোড লিংক একত্রে Nihar Ranjan Gupta pdf

পুরীতে এদিন সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ হাজির হন। মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার বিগ্রহ বের করে এনে তিনটি রথে চাপিয়ে শুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। তিনজনের তিনটি রথই বিশাল বড়ো। জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রার দর্পদলন। রথযাত্রার এই উৎসব আমাদের দেশের অন্যান্য কয়েকটি রাজ্যেও অনুষ্ঠিত হয়। ইসকন-এর সৌজন্যে পৃথিবীর বিভিন্ন দেশের নানান জায়গাতেও রথযাত্রা ছড়িয়ে পড়েছে।

এ মাসের শুকতারা তোমাদের জন্য বিশেষভাবে পরিকল্পিত। গোয়েন্দা গল্প তো ছোটোবড় সবারই খুব প্রিয়। তাই নানান স্বাদের কয়েকটি গোয়েন্দা গল্প দেওয়া হল। নিশ্চয়ই তোমাদের সবার ভালো লাগবে। আর অন্যান্য রচনা, কমিকস্ এবং নিয়মিত বিভাগগুলি তো আছেই। মতামত জানাবে অবশ্যই। সবাই ভালো থাকো। Suktara July 2024 pdf পড়ুন।

Suktara July 2024 pdf নিয়ে দাদুমণির চিঠি

গত মাসের শুকতারা হাতে পেয়ে তোমরা নিশ্চয়ই খুব খুশি হয়েছ? এবার থেকে বাঁটুল, হাঁদা ভোঁদা আবার নিয়মিত শুকতারার পাতায় তোমরা পড়তে পাবে। তোমাদের দীর্ঘদিনের আবদার ও অনুরোধের মূল্য দিতে পেরে আমরা যারপরনাই খুশি হয়েছি। তোমরা জানো কি বাঁটুল, হাঁদা ভোঁদা, বাহাদুর বেড়াল, গোয়েন্দা কৌশিক প্রভৃতি কমিকসগুলোর জন্ম শুকতারার হাত ধরেই। নারায়ণবাবু (শ্রী নারায়ণ দেবনাথ) প্রথম যখন দেব সাহিত্য কুটীরে এসেছিলেন, তিনি তখন মূলত শুকতারার ইলাস্ট্রেশন করতেন। এরপর দেব সাহিত্য কুটীরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সেই সময় শুকতারা দেখতেন শ্রী ক্ষীরোদ চন্দ্র মজুমদার।

বেলা ফুরাবার আগে – আরিফ আজাদ Bela Furabar Age pdf – Arif Azad

তিনিই প্রথম নারায়ণবাবুকে দিয়ে ছোটদের জন্য শুকতারার পাতায় কমিকস্ শুরু করলেন। নাম দিলেন “হাঁদা ভোঁদা’। খুব কম সময়ের মধ্যেই তা দারুণ জনপ্রিয়তা অর্জন করে। আমি যে সময়ের কথা লিখছি তা প্রায় ষাটের দশকের গোড়ার কথা। ১৯৬২ সালে শুকতারার পাতায় প্রথম ‘হাঁদা ভোঁদা’ প্রকাশিত হয়েছিল। কয়েক বছরের মধ্যে শুকতারার পাতায় তৈরি হল নতুন কমিকস্। নাম দেওয়া হল- ‘বাঁটুল দি গ্রেট’। তা প্রায় ১৯৬৫ সালের কথা। কয়েক বছর পর বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের পটভূমিকায় আঁকা বাঁটুল-এর কমিকস্ দারুণ জনপ্রিয়তা পায়।

তৎকালীন শুকতারার সম্পাদক ক্ষীরোদবাবুই নারায়ণবাবুকে বলেছিলেন- ” এই যুদ্ধটাকে কাজে লাগান না।” নারায়ণবাবু নিজে এই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন—“প্লেনকে নামিয়ে আনা, প্যাটন ট্যাঙ্ক নিয়ে তাড়া করা, কামানের গোলা লুফে নিয়ে তাকে তার দিকে ছুড়ে দেওয়া–এইরকম অবাস্তব ঘটনাগুলি দিয়ে শুরু করলাম আর সেইগুলো লোকের খুব ভালো লেগে গেল। আর ওই যে শুরু হল, তাই চলতে লাগল। বাঁটুল গ্রেট হয়ে গেল।” এইভাবেই নারায়ণবাবু একের পর এক কমিকস্ এঁকে গেছেন শুকতারায় ছোটদের জন্য।

এই দ্যাখো পুরনো দিনের গল্প করতে গিয়ে খেয়ালই ছিল না। চটপট তোমাদের চিঠির উত্তরগুলো দিয়ে দিই চলো। তার আগে বলো রথ নিয়ে বেরিয়েছিলে বন্ধুদের সঙ্গে? ছোটোবেলায় বাবার আঙুল ধরে আমি তো মাহেশের রথযাত্রায় গিয়েছি বহুবার। শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা উৎসবের কথা তোমরা জানো তো? মাহেশের রথযাত্রা হল ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। এই উৎসব ১৩৯৬ খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। রথযাত্রার সময় মাহেশের স্নানপিড়ি ময়দানে একমাস ধরে মেলা চলে। শ্রীরামপুরের মাহেশ জগন্নাথদেবের মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির (মাসির বাড়ি) অবধি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ৫০ ফুট উচ্চতাসম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয়। উল্টোরথের দিন আবার সেই রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয়।

Ashare Bhooter Golpo pdf আষাঢ়ে ভূতের গল্প pdf

যাইহোক, রথের দিন মেলায় গিয়ে পাঁপড়ভাজা আর তেলেভাজা না খেলে মনেই হয় না রথের মেলায় এসেছি।
নাহ, আর বকবক করব না। এবার বরং তোমাদের চিঠির উত্তর দিয়ে ফেলি ঝটপট দেবরূপ ঠাকুর (তৃতীয় শ্রেণি, ন্যাশানাল মডেল হাই স্কুল, বিরাটি, ভাতকল, কলকাতা ৭০০ ০৪৯) Suktara July 2024 pdf link নিন।

উত্তর : প্রিয় দাদুভাই, আমিও বেশ  ভালো আছি। তবে মাঝেমধ্যে দাঁতের ব্যথায় ভুগছি। বুড়ো হাড়ে আর বল কোথা থেকে পাই বলো? আষাঢ় ভূতের সংখ্যা খুব ভালো লেগেছে জেনে খুশি হলুম। আর কমিকস্ সংখ্যা যখন আমার প্রিয় দাদুভাইদের পরবর্তী আবদার, তখন তো একটু ভেবেচিন্তে দেখতেই হচ্ছে। খুব ভালো থেকো দেবরূপ। আরও বেশি করে বই পড়ো। আদর নিও। দেবাঙ্ক বটব্যাল (তৃতীয় শ্রেণি, সাউথ এন্ড ইন্সটিটিউট, দক্ষিণ বারাসাত, দক্ষিণ ২৪ পরগনা)

দেবারতি মুখোপাধ্যায় pdf লিংক Debarati mukhopadhyay pdf free

উত্তরঃ প্রিয় পাদুভাই, তোমার চিঠি পড়ে খুব আরাম পেয়েছি। শুকতারার পুরনো সংখ্যাগুলি খুঁজে আমাদের দাদুভাইরাও যে যত্ন নিয়ে সেগুলি পড়তে চাইছে—এইটেই আমায় পরম শান্তি দিচ্ছে মনে। তুমি ঠিকই বলেছ – আগে আমাদের শুকতারায় যে মজার পাতা ছাপা হত, সেখানে চারটি করে নতুন ধাঁধা থাকত। এর আগেও ওই বিভাগটি পুনরায় চালু করার জন্য বহু ফোন পেয়েছি দপ্তরে। বেশ, তাহলে তোমার কথাই রইল। যত তাড়াতাড়ি সম্ভব এই বিভাগটি আমরা চালু করার চেষ্টা করব, কথা দিলুম দাদুভাই। ভালো থেকো। আমার আদর নিও।
আজ এ পর্যন্তই। গত মাসের ‘ভূত’ সংখ্যাটি তোমাদের কেমন লেগেছে জানিও।


শুকতারা জুলাই ২০২৪ পিডিএফ অনলাইনে পড়ুন এখান খেকে অথবা  Suktara July 2024 pdf download link ডাউনলোড করুন।

Be the first to comment

Leave a Reply