ঠাকুরবাড়ির অন্দরমহল pdf – চিত্রা দেব Thakurbarir Andarmahal pdf – Chitra Deb

ঠাকুরবাড়ির অন্দরমহল pdf - চিত্রা দেব Thakurbarir Andarmahal pdf - Chitra Deb
ঠাকুরবাড়ির অন্দরমহল pdf - চিত্রা দেব Thakurbarir Andarmahal pdf - Chitra Deb

চিত্রা দেব এর Thakurbarir Andarmahal pdf ঠাকুরবাড়ির অন্দরমহল pdf ডাউনলোড করুন ও Thakurbarir Andarmahal pdf পড়ুন।

ঠাকুরবাড়ির অন্দরমহল pdf - চিত্রা দেব Thakurbarir Andarmahal pdf - Chitra Deb
ঠাকুরবাড়ির অন্দরমহল pdf – চিত্রা দেব Thakurbarir Andarmahal pdf – Chitra Deb

Thakurbarir Andarmahal pdf ঠাকুরবাড়ির অন্দরমহল pdf ভূমিকাঃ

ঠাকুরবাড়ির মহিলাদের নিয়ে এখনও অনেক কৌতূহল আমাদের মনে জমে আছে। বাংলার নারীজাগরণের কথা ভালভাবে জানতে গিয়ে দেখলাম, অধিকাংশ- ক্ষেত্রেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মহিলারা প্রধান ভূমিকা গ্রহণ করেছেন। একক – সম্মিলিত উভয়ভাবেই তাঁরা এসেছেন অন্ধকার ঘরে হঠাৎ প্রদীপ জেলে দেবার মতো। পুরনো কাগজপত্র নেড়েচেড়ে দেখা যাচ্ছে, ঠাকুরবাড়ির মেয়েদের সম্বন্ধে এখনও অনেক কিছুই আমরা জানি না, অথচ ছড়ানো-ছিটানো হলেও তথ্যের অভাব নেই। তাই এখানে বাংলার সংস্কৃতি জগতে তাদের যথার্থ ভূমিকা নির্ণয় করার একটা প্রাথমিক চেষ্টা করা হল।

কবি pdf – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় Kobi pdf – Tarashankar Bandyopadhyay

আলোচ্য বিষয়টি গুরুগম্ভীর ও যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও আমরা কিছুটা সরস করে বলার চেষ্টা করেছি, যাতে সব ধরনের পাঠকই তা উপভোগ করতে পারেন। লেখাটি প্রথমে সংক্ষিপ্ত আকারে বার্ষিক সংখ্যা ‘আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। তখন অনেকের আগ্রহ ও অভিনন্দনে উৎসাহিত হয়ে বিষয়টিকে আরো পূর্ণাঙ্গা করার ইচ্ছা জাগে। বর্তমান গ্রন্থ তারই ফসল। এই গ্রন্থ পরিকল্পনার কথা সর্ব প্রথম শ্রীরমাপদ চৌধুরীকে জানালে তিনি আমাকে উৎসাহিত করে ঝাপক অনুসন্ধানের নির্দেশ দান করেন। তাঁর আগ্রহ, সরি সাহায্য ও প্রয়োজনীয় উপদেশ না পেলে কোনদিনই এ গ্রন্থ লেখা সম্ভব হত না।

এবার ভিন্ন কিছু হোক pdf – আরিফ আজাদ Ebar Bhinno Kichu Hok pdf – Arif Azad

কাজে নেমে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছি, যাঁদের নিয়ে লিখছি তাঁদের এবং তাঁদের আত্মীয়-স্বজনের কাছ থেকে। গ্রন্থের শেষে তাঁদের নাম উল্লেখ করেছি বলে এখানে আর পুনরবৃত্তি করা হল না। তাঁদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তাঁরা এত অকৃপণভাবে সাহায্য না করলে বাংলার নারীজাগরণের এই ইতিহাস অলিখিত থেকে যেত। বিশ্বভারতীর রবীন্দ্রসদনে অবস্থিত প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহার করবার অনুমতি দান করেছেন উপাচার্য রেজিৎ সিংহ মহাশয়।

লাস্ট ফর ডেথ – জেমস হ্যাডলি চেজ Last for Death bangla by James Hadley Chase

গ্রন্থশেষে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটি বংশলতিকা দেওয়া হয়েছে। এই দীর্ঘ ও বিস্তৃত বংশলতিকা নির্মাণে সক্রিয় সাহায্য করেছেন ঠাকুরবাড়ির সকলেই। বিশেষভাবে সাহায্য পেয়েছি শ্রীকল্যাণাক্ষ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। বংশলতিকা বিন্যাসে ধৈর্যের পরিচয় দিয়েছেন গ্রীসঞ্জয় দে, এদের সকলকে ধন্যবাদ জানাই। যথাসম্ভব চেষ্টা সত্ত্বেও সমস্ত নাম সংগ্রহ করতে না পারায় বর্তমান সংস্করণে কিছু কিছু, অসম্পূর্ণতা রয়ে গেল। আশা রাখি, পরবর্তীকালে সেই ত্রুটি সংশোধন করে নেওয়া সম্ভব হবে।
চিতা দেখ

Thakurbarir Andarmahal pdf লেখক পরিচিতিঃ

চিত্রা দেবের জন্ম ২৪ নভেম্বর ১৯৪৩, পূর্ণিয়ায়। শিক্ষা: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম. এ ও পি-এইচ. ডি। গবেষণার বিষয় ছিল মল্লরাজ সভাকবি শঙ্কর কবিচন্দ্রের মহাভারত। বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে নারীর ভূমিকা অনুসন্ধান লেখিকার প্রিয় বিষয়। ‘অন্তঃপুরের আত্মকথা’, ‘মহিলা ডাক্তার: ভিনগ্রহের বাসিন্দা’ সেই অন্বেষার ফসল। কিশোরপাঠ্য গ্রন্থ ‘বুদ্ধদেব কেমন দেখতে ছিলেন’, ‘সিদ্ধিদাতার অন্তর্ধান’, ‘অদ্ভুত যত হাতির গল্প’ ইত্যাদিতে তাঁর দক্ষতার পরিচয় পাওয়া যায়। এ ছাড়া লিখেছেন ঐতিহাসিক ব্যক্তিদের অবিস্মরণীয় প্রণয়কাহিনী অবলম্বনে গল্পগ্রন্থ ‘রাজকীয় প্রেমকথা’। তাঁর সম্পাদিত গ্রন্থ সরলাবালা সরকার রচনাসমগ্র, কবিচন্দ্রের মহাভারত, বিষ্ণুপুরী রামায়ণ ইত্যাদি বিখ্যাত। অনূদিত গ্রন্থের মধ্যে প্রেমচন্দের গোদান, নির্মলা ইত্যাদি উল্লেখযোগ্য। লেখিকার অন্যতম প্রধান শখ দেশ-বিদেশে ভ্রমণ।

Thakurbarir Andarmahal pdf ফ্ল্যাপে লিখা কথা

পশ্চিম দিগন্তের একটুখানি আলো এসে পড়ল পুবের আকাশে। সেই নবজাগরণ ।তার আকস্মিক সম্পাতে যখন অনেকে দিগভ্রান্ত, কেউ পথচ্যুত কিংবা বিদ্রোহী, তখন প্রথম ঊষার সবটুকু উষ্ণতা গ্রহণ করে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেন সারা দেশের ঘুম ভাঙাবার ভার নিয়েছিল। নবজাগরণের সেই পর্বে নারীজাগৃতির যে আয়োজন শুরু হয়েছিল, এই বাড়ির মহিলারা সেই কাজে অধিকাংশ ক্ষেত্রেই প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। সামাজিক বিধিনিষেধ আর ঘেরাটোপের রহস্য ছিন্ন করে তাঁরা ঘরের সহসা ঘরের বাইরে বেরিয়ে এসেছিলেন। অন্ধকার ঘরে সহসা প্রদীপ জ্বলে ওঠার মতো তাঁদের সেই আত্মপ্রকাশ আজও অবিশ্বাস্য।

ধনুর্ধর pdf – সিদ্দিক আহমেদ Dhonurdhor pdf – Siddique Ahmed

স্মৃতি-বিস্মৃতির অন্তরালে লুকিয়ে থাকা ঠাকুরবাড়ির সেইসব অঙ্গনাদের গৌরবময় ভূমিকা কখনওই হারিয়ে যাওয়ার নয়। চিত্রা সেব এই গ্রন্থে ঠাকুরবাড়ির ভিতরমহলে আলো ফেলে উদ্ভাসিত করেছেন সেদিনের চমকপ্রদ ইতিহাস। ইতিমধ্যে বিপুল জনপ্রিয় এই গ্রন্থ এবার আরও পরিবর্ধিত কলেবরে, আরও চিত্র সমাহারে। ঠাকুরবাড়ির অন্তঃপুরের এমন অন্তর্মুখী কথা এর আগে আর লেখা হয়নি।

Thakurbarir Andarmahal pdf download link

Download / Read Online

Be the first to comment

Leave a Reply