দ্য ওঅর চিফ pdf – এডগার রাইস বারোজ The Oar Chief pdf Bangla – Edgar Rice Burroughs

দ্য ওঅর চিফ pdf - এডগার রাইস বারোজ The Oar Chief pdf Bangla - Edgar Rice Burroughs
দ্য ওঅর চিফ pdf - এডগার রাইস বারোজ The Oar Chief pdf Bangla - Edgar Rice Burroughs

এডগার রাইস বারোজ এর রহস্য, গোয়েন্দা, ভৌতিক, মিথ, থ্রিলার, ও অ্যাডভেঞ্চার উপন্যাস The Oar Chief pdf Bangla ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন সাইফুল আরেফিন অপু। দ্য ওঅর চিফ pdf টি দারুন ঝকঝকে হওয়ায় নিমিষেই পড়ে ফেলতে পাবেন।

দ্য ওঅর চিফ pdf - এডগার রাইস বারোজ The Oar Chief pdf Bangla - Edgar Rice Burroughs
দ্য ওঅর চিফ pdf – এডগার রাইস বারোজ The Oar Chief pdf Bangla – Edgar Rice Burroughs

The Oar Chief pdf কাহিনীঃ

মুখে হায়েনার হাসি, ওয়াগন থেকে বেরিয়ে এল জুই দ্য বুচার । হাতে উল্টো হয়ে ঝুলছে ঘৃণ্য এক শ্বেতাঙ্গ শিশু। একে বাঁচিয়ে রাখার বিন্দুমাত্র ইচ্ছেও নেই তার। ওয়াগনের চাকায় আছড়ে ওকে হত্যা করবে, ঠিক সেমুহুর্তে ওকে বাধা দিল অ্যাপাচি চিফ জেরোনিমো। সেদিনের পর থেকে জেরোনিমোর আশ্রয়ে বড় হতে থাকল শিশুটি। কৈশোরেই অর্জন করল শোজ ডিজিজি উপাধি, হয়ে উঠল বিরাট এক অ্যাপাচি যোদ্ধা। তারুণ্যে এসে প্রেমের দেখা পেয়ে বিগলিত হলো ওর পাথর-হৃদয় অ্যাপাচি মন। শেষপর্যন্ত কী পরিণতি হলো তাদের?

দ্য ওঅর চিফ pdf রিভিউঃ

ম্যাক্সিকান ও অমেরিকান সাদাদের সাথে অপাচিদের দুর্দান্ত লড়াইকে কেন্দ্র করে রচিত দ্য ওঅর চিফ অসাধারণ এক মিথ, থ্রিলার, ও অ্যাডভেঞ্চার উপন্যাস। The Oar Chief pdf এ একই সাথে পাবেন থ্রিলার, রোমাঞ্চ ও প্রকৃতির অসাধারণ বর্ণনা। অ্যাপাচি চিফ জেরোনিমো এক শ্বেতাঙ্গ শিশুর বাবা মাকে হত্যা করলেও শিশূটিকে নিজের ছেলের মতো পালন করেন। সেই শিশু এক সময় হয়ে ওঠেন শোজ ডিজিজি। পরর্তীতে তিনি হন অ্যাপাচিদের মহা শক্তিধর যোদ্ধা। ম্যাক্সিকান শেতাংঙ্গদের লন্ডভন্ড করে দেন তিনি। ক্ষণে ক্ষণে অ্যাপাচি আর সাদাদের সাথে চলে যুদ্ধ। সেই যুদ্ধে কখনো সাদা আবার কখনো অ্যাপাচিরা জিতে।

শিবরাম চক্রবর্তী pdf ডাউনলোড Shibram Chakraborty pdf download

সময়ের আবর্তে বালকের মতো আচরণকারী ইশ কেয় নেয় হয়ে ওঠেন অস্পরা বালিকা। শোজ ডিজিজি প্রেমে পড়েন ইশ কেয় নেয় এর। ইশ কেয় নেয়ও শোজ ডিজিজি প্রেমে মাতোয়ারা হন। কথা দেন ইশ কেয় নেয় এর তাবুর সামনে ঘোড়া বাঁধবেন। অ্যাপাচিরা এভাবেই বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু এর মধ্যেই আরে সর্দার জুহ রটিয়ে দেয় শোজ ডিজিজি মারা গেছে। এখন কি করবে ইশ কেয় নেয় । জুহ ইশ কেয় নেয় এর বাবাকে ২০ টি ঘোড়া ও ৫ টি খচ্চর পণ দিয়ে বিয়ে করতে চায়।

এভাবেই প্রেম বিরহ আর সংঘাতের মধ্য দিয়ে কাহিনী এগিয়ে চলে। সাথে থাকে ম্যাক্সিকো ও অমেকিার প্রাকৃতি নিপুন র্বণনা। কি হবে শেষ পরিণতি জানতে পড়ুন এডগার রাইস বারোজ এর লেখা ও ইফুল আরেফিন অপু অণূদিত The Oar Chief pdf উপন্যাসটি।

The Oar Chief pdf নমুনাঃ

সৈন্যদলটিকে একটা গিরিখাতে ঢুকতে দেখেই সেখানে এক সহকারী ওঅর চিফের নেতৃত্বে মোট চারজন যোদ্ধার ছোট্ট একটা দল নিয়োজিত করল জেরোনিমো হুকুম করল, ‘সৈন্যদের এখানে দেরি করিয়ে দাও।’
তারপর আরও মাইলখানেক পেছনে সরে জেরোনিমোর নেতৃত্বে ঘাঁটি গাড়ল অ্যাপাচিদের মূল দল। জেরোনিমো জানে ছোট এই প্রতিরোধকারী দলটাকে পেরিয়ে পিণ্ডে লিকোয়িরা একসময় এই পর্যন্ত চলে আসবেই। তখন তাদের প্রতিহত করতে কাজ শুরু করবে মূল দল।
অগ্রবর্তী দলের বিরক্ত হয়ে ওঠা এক অফিসার বলল, ‘ধুর, অযথাই ঘুরে মরছি। আমাদের নিজেদের ইণ্ডিয়ান স্কাউট ছাড়া এই তল্লাটে আর কোন ইণ্ডিয়ান আছে বলে আমার বিশ্বাস হচ্ছে
না।

অভিজ্ঞান রায়চৌধুরী সকল পিডিএফ লিংক Abhijnan Raychowdhury pdf download link

কথাটা শুনে এগিয়ে এল এক অভিজ্ঞ সার্জেন্ট। বলল, ‘এতটা নিশ্চিত হবেন না, স্যর। কোথায় ওরা লুকিয়ে থাকে তা বোঝার কোন উপায় নেই।’
ঠিক তখনই পাহাড়ি পাসে তীক্ষ্ণ আওয়াজে ফুটল রাইফেলের গুলি।
হেসে ফেলল সেই অফিসারটি। পাশেই একটা ফাটল দেখে দলকে ঝটপট ঘোড়া থেকে নেমে সেই ফাটলে ঢুকে পড়ার হুকুম করল সে। যথেষ্ট দক্ষতা ও দ্রুততার সঙ্গে পালিত হলো তার হুকুম। স্কাউটিং করার জন্যে দল ছেড়ে কিছুটা সামনে এগিয়ে গিয়েছিল তিনজন সৈন্য। গুলির আওয়াজে তীরের মত ছুটে পিছিয়ে এল ওরা।
পেছনে মূল বাহিনীও গুলির অস্ফুট আওয়াজ শুনতে পেয়েছে। প্যাক ট্রেইন নিয়ে ধুলোর মেঘ উড়িয়ে যথাসম্ভব দ্রুত ছুটতে শুরু করল ওরা।
ওদিকে ফাটলে অবস্থান নিয়ে গুলি করতে শুরু করেছে সৈন্যরা।

পাহাড়ের ওপর থেকে উঁকি দিয়ে সৈন্যদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছিল অ্যাপাচিরা। গুলির তোড়ে মাথা নামিয়ে নিল ওরা। গুলির প্রথম ঝাপটা কমার পর দেখতে পেল, বোল্ডার আর ঝোপঝাড়ের আড়াল নিয়ে পঞ্চাশ গজ মত এগিয়ে এসেছে সৈনিকরা। এবার গুলি শুরু করল অ্যাপাচিরা। এবং প্রতিটা গুলির পরেই খুব দ্রুত অবস্থান বদল করতে থাকল ওরা। ফলে ইণ্ডিয়ানদের ঘেরের ভেতর পড়ে গেছে বলে বিভ্রম হলো সৈনিকদের। যেখানেই কার্তুজের ধোয়া দেখল সেদিকেই গুলির বন্যা বইয়ে দিল ওরা। কিন্তু ওসব কারও গায়ে বিধল না।
কেটে গেল বেশ কিছুক্ষণ ।


এডগার রাইস বারোজ এর লেখা ও সাইফুল আরেফিন অপুর অনুবাদ দ্য ওঅর চিফ pdf পড়ুন এখান থেকে এবং দ্য ওঅর চিফ pdf পড়ুন এখান থেকে।

Be the first to comment

Leave a Reply