উদ্ধারণপুরের ঘাট pdf – অবধূত Uddharanpurer Ghat pdf – Abadhut

উদ্ধারণপুরের ঘাট pdf - অবধূত Uddharanpurer Ghat pdf - Abadhut
উদ্ধারণপুরের ঘাট pdf - অবধূত Uddharanpurer Ghat pdf - Abadhut

বিশিষ্ট ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্রসাধক কালিকানন্দ অবদূত এর Uddharanpurer Ghat pdf উদ্ধারণপুরের ঘাট pdf ডাউনলোড করুন এবং Uddharanpurer Ghat pdf উদ্ধারণপুরের ঘাট pdf পড়ুন।

উদ্ধারণপুরের ঘাট pdf - অবধূত Uddharanpurer Ghat pdf - Abadhut
উদ্ধারণপুরের ঘাট pdf – অবধূত Uddharanpurer Ghat pdf – Abadhut

Uddharanpurer Ghat pdf উদ্ধারণপুরের ঘাট pdf ভূমিকা

বৎসর দেড়েক পূর্বে ‘মরুতীর্থ হিংলাজ’ পড়িয়া বাংলা-সাহিত্যক্ষেত্রে সম্পূর্ণ নবাগত ‘অবদূতে’র পাকাপোক্ত হাতের এবং অনাসক্ত ও নির্লিপ্ত মনের পরিচয় পাইয়া বিস্মিত হইয়াছিলাম। যে ডিটাচমেন্ট সাহিত্যে উচ্চতম শিল্প-এপিক ও ড্রামা — সৃষ্টির সহায়ক, অনুভব করিলাম লেখকের তাহা আছে। লেখকের সম্বন্ধে অনুসন্ধিৎসু হইয়া যাহা জানিলাম তাহাতে গোড়াতেই দমিয়া গেলাম— তিনি আমারই মত প্রৌঢ়ত্বের সীমা অতিক্রম করিতে চলিয়াছেন। এ বয়সে সাহিত্য-শিল্প-সৃষ্টির উপযোগী নব নব উন্মেষশালিনী প্রতিভা থাকার কথা নয়। কিন্তু লেখকের সঙ্গে ব্যক্তিগত পরিচয় আমাকে অচিরাৎ আশ্বস্ত করিল। তাঁহার বহুবিচিত্র জীবন হইতে তিনি এতকাল অভিজ্ঞতার যে রস ও রসদ সংগ্রহ করিয়াছেন তাহা তাঁহার চিত্তকে কুলিশ কঠিন করে নাই। তিনি আষাঢ়ের নবীন মেঘের মত বর্ষণোন্মুখ হইয়া আছেন। অতএব মাভৈঃ!

সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবু সমগ্র পিডিএফ Kakababu Samogro pdf All by Sunil Gangopadhyay

হিংলাজের স্বামীজী মহারাজের চরিত্র আমাকে মুগ্ধ ও অভিভূত করিয়াছিল। আমার মন বলিয়াছিল, উনি রাতারাতিই এমন স্বয়স্থ হইয়া উঠেন নাই । ইহারও প্রস্তুতির কাল ও ক্ষেত্র আছে। কয়েক মাস পরে প্রকাশিত ‘অবধূতে’র ‘বশীকরণে’ খুঁজিলাম। তিনখানা লঞ্চড় জাঙ্গিয়া যে ফক্কড় দিনান্তে দুইখানা টিক্কর বানাইয়া খাইয়া বিনা ঝড় মাঠে ঘাটে গাছতলায় ধূলিধূসরিত হইয়া সাধনপথে অগ্রসর হয় এবং পথ চলিতে চলিতে দুই হাতে দুনিয়াকে থাপ্পড় মারে তাহার বৈশ্বানরদগ্ধ অথচ অশ্রুসগুল কাহিনীর মধ্যে স্বামীজীমহারাজের প্রাথমিক আভাস পাইলেও তাহাকে ঠিক ধরা ছোয়ার মধ্যে পাইতেছিলাম না। একটু অস্বস্তি বোধ করিতেছিলাম।

এমন সময় হঠাৎ উদ্ধারণপুরের ঘাটের’ পাণ্ডুলিপি হাতে পাইলাম। এক নিঃশ্বাসে পড়িয়াই সন্দেহের নিরসন হইল। সকল মানুষের যাত্রা চরম পরিণতি- কালো কয়লা এবং সাদা হাড়- অনির্বাণ চিতাবহ্নিতে যেখানে অহরহ নেই পরিণামের ভিয়ান চলিতেছে, সেই উদ্ধারণপুরের ঘাটে শবপরিত্যক্ত বিচিত্র শখ্যার গদির উপর আসীন হইয়া তরল আগুন গিলিতে গিলিতে তান্ত্রিক সাধনায় সিদ্ধিলাভ করিয়া সাঁই বাবা না বনিলে যে ‘মরুতীর্থ হিংলাজের স্বামীজা মহারাজ হওয়া যায় না তাহা স্পষ্ট বুঝিতে পারিলাম। এবং অপরিসীম আনন্দ লাভ করিলাম। এই আনন্দ সকল পাঠক পাইবেন সেই আশাতে এই “ভূমিকা” লেখার দায়িত্ব স্বেচ্ছায় স্বীকার করিলাম। ইতি—
শ্রীসজনীকান্ত দাস

Uddharanpurer Ghat pdf উদ্ধারণপুরের ঘাট pdf নমুনাঃ

উচ্চারণপুরের দিন।
সুপ্তিমগ্না প্রকৃতির ধমনীতে নতুন জীবনের জোয়ার তুলে যে জ্যোতির্ময় উদিত হন ধরণীর বুকে, তিনি উদ্ধারণপুরের ঘাটকে সভয়ে এড়িয়ে চলেন। উদ্ধারণপুরের দিন আসে ওস্তাদ জাদুকরের বেশ ধরে। ভেল্কিবাজির সাজ- সরঞ্জাম বাঁধা প্রকাও পুঁটলিটা পিঠে ফেলে আঁধার কালো মানিকার অন্তরাল থেকে নিঃসাড়ে পা টিপে টিপে আবির্ভূত হয় উদ্ধারণপুরের দিন। ধীরে ধীরে যবনিকাখানি চোখের ওপর মিলিয়ে যায়। আলোর বন্যায় ভেসে যায় রঙ্গমঞ্চ। হেসে ওঠে উদ্ধারণপুরের ঘাট। পোড়া কাঠ, ছেঁড়া মাদুর, চট কাঁথা, বাশ চাটাই, হাড়গোড়, ভাঙ্গা কলসী সবাই সচকিত হয়ে ওঠে। হাড়গিলাদের ঘুম ভাঙ্গে। শকুনিরা ডানা ঝাপটে সাড়া দেয়।

পিপীলিকার ডানা pdf – সিদ্দিক আহমেদ Pipilikar Dana pdf – Siddiq Ahamed

আকাশের দিকে মুখ তুলে শেয়ালেরা শেষবারের মত বলে ওঠে— হুক্কা হুয়া হুয়া হুয়া হুয়া হুয়া। অর্থাৎ কি না, হে নিশা, আবার ফিরে এস তুমি। দিনের আলোয় আমরা বড় চক্ষু- লজ্জায় পড়ে যাই কাচা মড়া নিয়ে টানাটানি করতে। তার ওপর ওই ওরা জেগে উঠে পাখা ঝাপটাচ্ছে, এখনি ভাগ বসাতে আসবে আমাদের ভোজে। ততক্ষণে উদ্ধারণপুরের দিন তার জাদুর পুঁটলি খুলে ফেলেছে।

শুরু হয়ে পুঁটলিটা থেকে কি যে বেরুবে আর কি খেলার পর খেলা চলতেই থাকে। ঘুলিয়ে যায়। যা জলজল করছে গেছে মায়াবী জাদুকরের জাদুর খেল। যে না বেরুবে তা আন্দাজ করে কার সাধ্য? কথা আর কথা, কথার ইন্দ্রজালে সব কিছু চোখের সামনে এক ফুঁ দিয়ে দেয় তা উড়িয়ে। কোথাও যার চিহ্ন মাত্র নেই—— তুড়ি দিয়ে তা আমদানি করে তুলে ধরে নাকের ডগায়। সবই অদ্ভুত — সবই তাজ্জব কাণ্ড। আগের খেলাটির সঙ্গে পরেরটির কোনও ধানে কোনও মিল নেই।

উচ্চারণপুরের শ্মশান। পাকা ওস্তাদ জাদুকরের বেশে প্রতিটি দিন যেখানে আসে কালো যবনিকার অন্তরাল থেকে। চালিয়ে যায় তার ভোজবাজি যতক্ষণ না যবনিকাখানি আবার ধীরে ধীরে নামতে থাকে রঙ্গমঞ্চের ওপর তখন সব ফাকা হয়ে যায়।

বিশিষ্ট ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্রসাধক কালিকানন্দ অবদূত এর Uddharanpurer Ghat pdf উদ্ধারণপুরের ঘাট pdf ডাউনলোড করুন এখান থেকে এবং Uddharanpurer Ghat pdf উদ্ধারণপুরের ঘাট pdf এখান থেকে পড়ুন

Be the first to comment

Leave a Reply