শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ pdf উঁহু pdf পড়ুন কিংবা ডাউনলোড করুন banglabookspdf.com থেকে। Free Uhu pdf download or read online Uhu bangla book from banglabookspdf.com. Uhu pdf is a nice rahassay and comedy book pdf. প্রাণপন হাসতে ও রোমাঞ্চ উপভোগ করতে উঁহু pdf পড়তে ভূলবেন না।
Uhu pdf কাহিনিঃ
কার্তিক মাসের এই সকালবেলাটায় ঝলমলে রোদ আর মিঠে হাওয়ায় পায়েসপুরের চারদিকেই একটা প্রসন্ন ভাব। সদানন্দ গান। গেয়ে ভিক্ষে করতে বেরিয়েছে। তার গলায় সুর নেই বটে, কিন্তু চেষ্টা আছে। কেপুবাবু তাঁর খোলা বারান্দায় মোড়া পেতে বসে একটা খবরের কাগজ পড়ছেন, যদিও কাগজখানা সাত দিনের পুরনো। আসলে তিনি পড়ছেন না, ওইভাবে রোজই তিনি চারদিকে নজর রাখেন। রাধাগোবিন্দবাবু তাঁর বাইরের ঘরে জানালার কাছে টেবিলের ধারে চেয়ার পেতে বসে আত্মমগ্ন হয়ে তার আত্মজীবনী লিখছেন। প্রথমে বইয়ের নাম দিয়েছিলেন এক বীরের আত্মকথা। তারপর সতেরোবার নাম বদল করে ইদানীং নাম দিয়েছেন দারোগার দীর্ঘশ্বাস’। এই নামও হয়তো বদলে যাবে। তবে এই বইয়ে নানা দুর্ধর্ষ অভিযান এবং রোমহর্ষক লড়াইয়ের কথা আছে বলে শোনা যায়।
অদ্ভুতুড়ে সিরিজ pdf ডাউনলোড লিংক Advuture Series pdf Download Link
বই বেরোলে বনমালীর মোচার চপের মতোই দেখ-না-দেখ বিকিয়ে যাবে বলে তার ধারণা। আজ সকালে হারানবাবু তার চশমা খুঁজে পাচ্ছেন না। গতকাল তার নস্যির ডিবে হারিয়েছিল। পরশু হারিয়েছিল তার হাওয়াই চটির একটা পার্টি। তার আগের দিন গায়েব হয়েছিল তার হাতঘড়ি। হারানবাবুর নাম মোটেই হারান নয়। তার নাম হারাধন খাড়া। কিন্তু প্রায়ই জিনিস হারিয়ে ফেলেন বলে লোকে তার নাম। রেখেছে হারান।……
Uhu pdf নমুনাঃ
লম্বু নানু যে খুব ওস্তাদ ফুটবল খেলোয়াড় তা নয়। সে ল্যাকপ্যাক করে লম্বা-লম্বা পায়ে ছোটে বটে, কিন্তু ড্রিল করতে গিয়ে বারবার আছাড় খায় আর হি হি করে হাসে। বলে শট করতে গিয়ে উলটে পড়েও যায়। বেজায় লম্বা বলে তার হেড করা বল সব সময়েই বারের উপর দিয়ে চলে যায়। এসব নানা গোলমাল থাকলেও সে কিন্তু কাজের কাজটা ঠিকই করে দেয়। যখনই দ হারতে বসে তখনই ঠিক লম্ব দানু একটা-দু’টো গোল দিয়ে দলকে জেতাবেই কী জেতাবে। আর এই জন্যই রায়পাড়ার শীতলা ক্লাবের সেক্রেটারি কাম কোচ কালীপদ ঘোষ ঠিক করেছেন, দানুকে হবিবপুর গ্রামের ইলেভেন টাইগার্সদের সঙ্গে হাড্ডাহাড্ডি ম্যাচটায় খেলাবেন। তবে এই নিয়ে একটু বিতর্কও দেখা দিয়েছে। কারণটা হল, দানু শীতলা ক্লাবের মেম্বার তো নয়ই, এমনকী, রায়পাড়ার বাসিন্দাও নয়।
তার চেয়েও বড় কথা, সে পায়েসপুরেও নবাগত। তার বাড়ি প্রতাপগড়ে। বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন বলে পায়েসপুরে এসে জুটেছে। সুতরাং হবিবপুরের ইলেভেন টাইগার্স যদি বুঝতে পারে যে, শীতলা ক্লাব একজন বহিরাগতকে খেলাচ্ছে, তা হলে ম্যাচ বাতিল হয়ে হবিবপুর ওয়াক ওভার পেয়ে যেতে পারে। সুতরাং নানুকে খেলানো উচিত হবে কি না সেই নিয়ে ক্লাব কর্তৃপক্ষ এখনও পাকা সিদ্ধান্ত নিতে পারেনি।
শীতলা ক্লাবের ফুটবল ক্যাপ্টেন প্রাণারাম অবশ্য দানুকে খেলানোর পক্ষে। কারণ, দানু বলতে গেলে তারই আবিষ্কার, মাস দুই আগে একদিন সন্ধেবেলা তার পড়ার ঘরের জানালা দিয়ে একটা ঝাঁকড়া চুলওয়ালা ঢ্যাঙা ছেলেকে উকি দিতে দেখে সে ভারী চমকে গিয়েছিল। প্রাণারাম চেঁচিয়ে উঠেছিল, “কে! কে রে তুই ?”
ছেলেটি বড়-বড় দাঁত বের করে হেসে বলল, “কিছু কাজটাজ করে দিতে হবে?”
“কাজ কীসের কাজ!”
“যে-কোনও কাজ।”
“কাজ করতে চাস কেন?”
অদ্ভুতুড়ে সিরিজ উঁহু রিভিউঃ
অদ্ভুতুড়ে সিরিজের ২২তম উপন্যাস উঁহু pdf এ হারাধন খাড়া নিয়মিত জিনিসপত্র হারিয়ে ফেলেন বলে সবাই তাকে হারান বাবু বলে ডাকেন। এই হারান বাবুর নানা কাজকর্ম নিয়েই Uhu pdf উপন্যাসটি। রাধাগোবিন্দবাবু আবার আত্মজীবনে লিখতে ব্যস্ত। নিজের আত্মজীবনীর নাম বারবার পরিবর্তন করেও মনঃপূত হচ্ছে না। শেষ আবদি দারোগার দীর্ঘশ্বাস নাম দিলেও তা ঠিক থাকবে কিনা কারোর জানা নেই। কোন একদিন হয়ত এই নামও পরিবর্তন হয়ে যাবে। এভাবেই নানা হাস্যরস আর রহস্যে এগিয়ে যায় অদ্ভুতুড়ে সিরিজের ২২তম উপন্যাস উঁহু। পাঠক প্রতি পাতায় পাতায় রহস্য আর হাসির খোরাক পাবেন বলেই আশা করি।
বাংলা সাহিত্যের ইতিহাস ১ম খণ্ড pdf – আনিসুজ্জামান Bangla Sahityer Itihas 1 pdf – Anisujjaman
উঁহু উপন্যাসটির সাইজ খুব একটা বড় নয়, তাই এক বসাতেই উঁহু উপন্যাসটি পড়ে শেষ করতে পারবেন। এই সিরিজটি লেখক হয়ত ইচ্ছে করেই স্বল্প পরিসরে লিখেছেন যাতে অস্থির পাঠক দ্রুত পড়ে ফেলতে পারেন। উপন্যাসটিকে 4.5/5 রেটিং দিলে নিশ্চয়ই মন্দ হবে না।
অদ্ভুতুড়ে সিরিজের উপন্যাস উঁহু pdf পড়ুন এখান থেকে ও ডাউনলোড করুন এখান থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.