আরণ্যক – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় Aranyak pdf by Bibhutibhushan Bandyopadhyay

আরণ্যক - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় Aranyak pdf by Bibhutibhushan Bandyopadhyay

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক pdf ডাউনলোড করুন।  Aranyak pdf by Bibhutibhushan Bandyopadhyay

আরণ্যক - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় Aranyak pdf by Bibhutibhushan Bandyopadhyay

Aranyak pdf এর কাহিনী

মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নাই। অরণ্য আছে দূরদেশে, যেখানে পতিত পক্ব জম্বুফলের গন্ধে গোদাবরী-তীরের বাতাস ভারাক্রান্ত হইয়া উঠে। ‘আরণ্যক’ সেই কল্পনালোকের বিবরণ । ইহা ভ্রমণবৃত্তান্ত বা ডায়েরী নহে—উপন্যাস। অভিধানে লেখে ‘উপন্যাস’ মানে বানানো গল্প। অভিধানকার পণ্ডিতদের কথা আমরা মানিয়া লইতে বাধ্য। তবে ‘আরণ্যক’-এর পটভূমি সম্পূর্ণ কাল্পনিক নয় । কুশী নদীর পারে এরূপ দিগন্ত-বিস্তীর্ণ অরণ্য প্রাস্তর পূর্ব্বে ছিল, এখনও আছে। দক্ষিণ ভাগলপুর ও গয়া জেলার বন পাহাড় তো বিখ্যাত।

Aranyak pdf এর প্রস্তাবনা

সমস্ত দিন আপিসের হাড়ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের কাছ বেসিয়া বসিয়া ছিলাম। নিকটেই একটা বাদাম গাছ, চুপ করিয়া খানিকটা বসিয়া বাদাম-গাছের সামান ভর্তির পরিখার ঢেউখেলানো জমিটা দেখিয়া হঠাৎ মনে হইল কেন লব পিয়ার উত্তन শ্ৰীমানায় সরস্বতী কুণ্ডীর ধারে সন্ধ্যাবেলায় বসিয়া “রক্ষণেই পলাশী গেটের পথে মোটর- হর্ণের আওয়াজে সে অম ঘুচিল।
কপি – কথা হইলেও কালকার বলিয়া মনে হয়।

কলিকা হরের হৈ-চৈ কর্মকোলাহলের মধ্যে অহরহ ডুবিয়া থাকিয়া এখন যখন লৰ টুলিয়া বইহার কি আাজমাবাদের সে আরণ্যভূভাগ, সে জ্যোৎ সে তিমিরনয়ী গুব্ধ রাত্রি, ধূ ধূ বনঝাউ আর কাশবনের চয়, বিলীন শৈলশ্রেণী, গভীর রাত্রে বন্য নীলগাইয়ের দলের দ্রুত পদধ্বনি, খররৌজ-মধ্যাকে সরস্বতী কুণ্ডীর জলের ধারে পিপাসার্ত বন্ধ মহিষ, সে অপূর্ব্ব যুক্ত শিলাবৃত প্রাস্তরে রঙীন বনফুলের শোভা, ফুটন্ত রক্তপলাশের ঘন অরণ্যের কথা।

তখন মনে হয় বুঝি কোন অবসর-দিনের শেষে সন্ধ্যায় ঘুমের ঘোরে সৌন্দর্য্যাস্তরা জগতের স্বপ্ন দেখিয়াছিলাম, পৃথিবীতে তেমন দেশ কোথাও নাই। শুধু বনপ্রান্তর নয়, কত ধরণের মানুষ দেখিয়াছিলাম। কৃষ্ণা মুসন্মত বুঝার কথা মনে হয়। এখনো যেন হুংঠিয়া বইহারের বিশ্বাপ বঙ্গস্কুলের জঙ্গলে সে দরিদ্র মেয়েটি তার ছেলেমেয়েসের সঙ্গে লইরা সংগ্রহ করিয়া তাহার দৈনন্দিন সংসারযাত্রার ব্যবস্থার ব্যস্ত।
নিয়ত জো-স্বর। গভীর শীতের রাত্রে সে আমার পাতের আশায় আজমাবাদ কাছারির প্রাঙ্গণের এক কোণে, ইদারাট আছে।
মনে হয় ধাতুরিয়ার কথা… নাটুয়া বালক ধাতুরিয়া !…

দক্ষিণ দেশে ধরমপুর পরগণার ফসল মারা যাওয়াতে ধাতুরিয়া নাচিয়া গাহিয়া পেটের ভাত জুটাইতে আসিয়াছিল, লবটুলিয়া অঞ্চলের জনবিরল ব্য গ্রামগুলিতে··-চীনা ঘাসের দানা ভাঙ্গা আর আখের গুড় খাইতে পাইয়া কি খুশীর হাসি দেখিয়াছিলাম তার মুখে! কোঁকড়া কোকড়া চুল, ডাগর চোখ, একটু মেয়েলি ধরণের ভাবভঙ্গী, বছর তের চোদ্দ বয়সের সুশ্রী ছেলেটি ; সংসারে বাপ নাই, মা নাই, কেহ কোথাও নাই, তাই সেই অল্প বয়সেই তাহাকে নিজের চেষ্টা নিজেকেই দেখিতে হয়…সংসারের স্রোতে কোথায় তাসিয়া গেল আবার। মনে পড়ে সরল মহাজন ধাওতাল সাহকে । আমার খড়ের বাংলোর কোণটাতে বসিয়া সে বড় বড় সুপারি জাঁতি দিয়া কাটিতেছে। গভীর জঙ্গলের মধ্যে ছোট্ট কুঁড়েঘরের ধারে বসিয়া দরিদ্র ব্রাহ্মণ রাজু পাড়ে তিনটি মহিষ চরাইতেছে এবং আপন মনে গাহিতেছে—
দয়া হোই জী—

মহা লিখারূপের পাহাড়ের পাদদেশে বিশাল বনপ্রান্তরে বসন্ত নামিয়াছে, সব টুলিয়া বইহারের সর্ব্বত্র হলুদ রঙের গোলগোলি ফুলের মেলা, দ্বিপ্রহরে তাম্রাভ রৌদ্রদগ্ধ দিগস্ত বালির ঝড়ে ঝাপসা, রাত্রে দূরে মহালিথারূপের পাহাড়ে আগুনের মালা, শালবনে আগুন দিয়াছে। কত অতিদরিদ্র বালক বালিকা, নরনারী, কত দুর্দ্দাস্ত প্রকৃতির মহাজন, গায়ক, কাঠুরে, ভিখারীর বিচিত্র জীবনযাত্রার সঙ্গে পরিচয় হইয়াছিল । অন্ধকার প্রান্তরে খড়ের বাংলোয় বসিয়া বসিয়া বন্য শিকারীর মুখে অদ্ভুত গল্প শুনিতাম, মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মধ্যে গভীর রাত্রিতে ব্য মহিষ শিকার করিতে গিয়া ডালপালা-ঢাকা গর্ভের ধারে বিরাটকায় বন্ধ মহিষের দেবতাকে তারা দেখিয়াছিল ।

ইহাদের কথাই বলিব। জগতের যে পথে সভ্য মানুষের চলাচল কম, কত অদ্ভুত জীবনধারার স্রোত আপন মনে উপলবিকীর্ণ অজানা নদীখাত দিয়া ঝিরঝির করিয়া বহিয়া চলে সে পথে, তাহাদের সহিত পরিচয়ের স্মৃতি আজও তুলিতে পারি নাই ।
কিন্তু আমার এ স্মৃতি আনন্দের নয়, দুঃখের। এই স্বচ্ছন্দ প্রকৃতির লীলাভূমি আমার হাতেই বিনষ্ট হইয়াছিল, বনের দেবতারা সেজন্য আমায় কখনও ক্ষমা করিবেন না জানি। নিজের অপরাধের কথা নিজের মুখে বলিলে অপরাধের ভার শুনিয়াছি লঘু হইয়া যায়।
তাই এই কাহিনীর অবতারণা।

আরণ্যক Aranyak pdf রিভিউ

আরণ্যক উপন্যাসের বিষয়বস্তু বিচেনা করলে ও আরণ্যক উপন্যাসের পটভূমি পর্যালোচনা করলে আরণ্যক উপন্যাসের প্রকৃতি নির্ণয় বেশ সহজ বিষয় মনে হলেও তা ততটা সহজ নয়। তাই আরণ্যক উপন্যাসের প্রশ্ন উত্তর ও আরণ্যক উপন্যাসের সত্যচরণ চরিত্র বিশ্লেষণ করা জরুরি। সেজন্য আরণ্যক pdf ডাউনলোড লিংক দেওয়া হলো।

আরণ্যক pdf ডাউনলোড লিংক

Download / Read Online

Be the first to comment

Leave a Reply