জগ​ৎ শেঠের রত্নকুঠী pdf – হেমেন্দ্রকুমার রায় Jagat Sether Ratnakuthi pdf – Hemendra Kumar Ray

জগ​ৎ শেঠের রত্নকুঠী pdf - হেমেন্দ্রকুমার রায় Jagat Sether Ratnakuthi pdf - Hemendra Kumar Ray
জগ​ৎ শেঠের রত্নকুঠী pdf - হেমেন্দ্রকুমার রায় Jagat Sether Ratnakuthi pdf - Hemendra Kumar Ray

হেমেন্দ্রকুমার রায় এর দুর্লভ বই Jagat Sether Ratnakuthi pdf জগ​ৎ শেঠের রত্নকুঠী pdf ডাউনলোড করুন এবং Jagat Sether Ratnakuthi pdf পড়ুন।

জগ​ৎ শেঠের রত্নকুঠী pdf - হেমেন্দ্রকুমার রায় Jagat Sether Ratnakuthi pdf - Hemendra Kumar Ray
জগ​ৎ শেঠের রত্নকুঠী pdf – হেমেন্দ্রকুমার রায় Jagat Sether Ratnakuthi pdf – Hemendra Kumar Ray

Jagat Sether Ratnakuthi pdf জগ​ৎ শেঠের রত্নকুঠী pdf নিবেদনঃ

আজকের ছেলেমেয়েদের কাছেও হেমেন্দ্রকুমার রায় নামটি মোটেই অপরিচিত নয়, তবে আমাদের কাছে এই নামটি মুগ্ধ কৈশোরের এক অবিস্মরণীয় স্মৃতি। হেমেন্দ্রকুমারের কিশোর গোয়েন্দা জয়ন্ত এবং মানিক আজকের ফেলুদা কিংবা ব্যোমকেশ বক্সির চেয়ে কোনো অংশে কম জনপ্রিয় ছিল না। জয়ন্ত-মানিকের বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ আর দারোগা সুন্দরবাবুর ভোজন-রসিকতায় এই গোয়েন্দা গল্পগুলি ছিল তখন আমাদের কাছে অত্যন্ত উপাদেয়। গল্পের মাঝে মাঝে সরস টিপ্পনি আর সুন্দরবাবুর হাস্যকর আচরণ তাদের আরো আকর্ষণীয় করে তুলত।

আমাদের এই বইয়ে সব গল্পই যে গোয়েন্দা গল্প বা জয়ন্ত-মানিকের গল্প, তা অবশ্য নয়। দুটি উপন্যাস আর দশটি গল্প মিলিয়ে মোট এক ডজন যে-রচনা এখানে দেওয়া হয়েছে, তার মধ্যে গোয়েন্দা গল্প ছাড়াও আছে গা-শিরশির করা ভূতের গল্প এবং গল্পের চেয়েও রোমাঞ্চকর সত্য ঘটনা। হেমেন্দ্রকুমার রায় বিভিন্ন ধরনের গল্পেই যে কত দক্ষ ছিলেন এবং সব রকমের গল্পেই যে মানুষকে আগাগোড়া টেনে ধরে রাখতে পারতেন, সেটা বোঝাবার জন্যই গল্পগুলি এইভাবে বাছা হয়েছে।

হেমেন্দ্র কুমার রায় এর পিডিএফ All Hemendra Kumar Roy PDF Download

আজকের ক্ষুদে পড়ুয়াদের কাছে গল্পের এই যাদুকরের পরিচয় নতুন করে তুলে ধরবার অবশ্য কোনো দরকার নেই, আমরা এর আগেই তাঁর লেখা বই প্রকাশ করেছি। সেই সব বইয়ের মতো এই বই পড়েও যে সব বয়সের পড়ুয়ারাই হেমেন্দ্রকুমার রায়ের ভক্ত হয়ে পড়বেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

Jagat Sether Ratnakuthi pdf নমুনাঃ

দোতলার বৈঠকখানা। আসনে আসীন দুই বন্ধু—ভাব যাদের গলায় গলায়। জয়ন্ত ও মানিকের কথা বলছি। চলছিল আলোচনা। সরকারি পুলিশের গোয়েন্দা- বিভাগের বিখ্যাত কর্মচারী সুন্দরবাবু সম্প্রতি ‘পেনশন’ নিয়েছেন, তাই নিয়েই আলোচনা।
মানিক মত প্রকাশ করলে, ‘জয়ন্ত, এইবার আমাদের গোয়েন্দাগিরির শখ বোধহয় শিকেয় উঠল।’
জয়ন্ত বললে, ‘কেন?’
– আমাদের বেশির ভাগ মামলা আসত সুন্দরবাবুর মারফতেই। তিনি নিলেন অবকাশ, এখন আমাদের সে শখ কে মেটাবে?’

কিরীটী অমনিবাস ৭ pdf – নীহাররঞ্জন গুপ্ত Kiriti Omnibus 7 pdf Nihar Ranjan Gupta

—“মেটাবে আমাদের খ্যাতি। তুমি কি ভেবেছ এতদিন ধরে আমরা কি কেবল ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়ালুম? মোটেই নয়, মোটেই নয়! শৌখিন হলেও দেশ আর দশের কাছে আমরা এখন অপরিচিত নই। পুলিশে সুন্দরবাবু না থাকলেও আমাদের অলস হয়ে বসে থাকতে হবে বলে মনে করি। না। ওই শোনো! সিঁড়িতে কোনো বৃহৎ মূর্তির পদশব্দ! বোধহয় নাম করতেই সশরীরে সুন্দরবাবুর আবির্ভাব আসন্ন!”

ঠিক তাই! বিপুল ভুঁড়ির ভার নিয়ে সিঁড়ি ভেঙে ঘরে ঢুকেই সুন্দরবাবু হাঁপাতে হাঁপাতে একখানা চেয়ারের উপর ধুপ করে বসে পড়লেন এবং এই অনুচিত অতিরিক্ত ভারের বিরুদ্ধে চেয়ারখানা সশব্দে প্রতিবাদ করে উঠল!
মানিক সহাস্যে বললে, ‘ভো সুন্দরবাবু! আপনার নাম করার সঙ্গে-সঙ্গেই আপনি নিজে আবির্ভূত হয়ে ইংরেজি প্রবাদটার সত্যতা প্রমাণিত করলেন!’ মানিকের রসনাকে সুন্দরবাবু বরাবরই ভয় করে আসছেন। সন্দিগ্ধস্বরে বললেন, ‘হুম! কী প্রবাদ?’

‘জানেন না? Talk of the devil and he will appear!’ অর্থাৎ দৈত্য-দানবের কথা ভুললেই তার উদয় হয়!’
তোমার নচ্ছার দুর্মুখ বন্ধুর কথা শুনলে তো? আমি aarone,
সুন্দরবাবু রেগে চোখ কটমট করে বললেন, ‘শুনলে তো তো?
মানিক বললে, ‘আহাহা, খামোকা খেপে যান কেন সুন্দরবাবু? ‘ডেভিল’ বলতে কেবল ভূত, অসুর, শয়তান বোঝায় না, পাজি, নরপিশাচ, বিশ্বাসঘাতককেও ডেভিল বলে।’

বিমল কুমার সমগ্র ১ pdf – হেমেন্দ্রকুমার রায় Bimal Kumar Samagra 1 pdf – Hemendra Kumar Ray

সুন্দরবাবু রুদ্ধরোষে দুই হস্ত মুষ্টিবদ্ধ করে বললেন, “তাই নাকি? তাহলে তোমার মতে আমি ওর মধ্যে কোনটি?’
মানিক সুন্দরবাবুর নাগালের বাইরে সরে বসে বললে, আবার নতুন কৌঁসুলি বা ব্যারিস্টারকেও ডেভিল নামে ডাকা হয়। এক রকম খাবারেরও নাম ডেভিল, তাও তো আপনার জানা আছে?’
সুন্দরবাবু বললেন, ‘তোমাকে আর শেখাতে হবে না, ডেভিল আমি অনেক খেয়েছি, মাংসের পুর দেওয়া ডিমের কথা কে না জানে!’

মানিক বললে, ‘উঁহু, সে ডেভিল নয়, এ হচ্ছে আর এক রকম খাবার, বোধহয় আপনি কখনও খাননি— আমাদের মধু রাঁধতে জানে।’
বরাবরের মতো আজও নতুন খাবারের নামে সুন্দরবাবুর ঘনীভূত ক্রোধ দ্রবীভূত হবার উপক্রম করলে। কারণ জয়ন্তদের খানসামা মধু যা রাঁধতে পারে, তিনিও যে তা ভোজন করতে পারেন, সে কথাটা ভোজনবিলাসী সুন্দরবাবুর অজানা ছিল না। বেশ একটু নরম হয়ে তিনি বললেন, ‘খাবারটা কী শুনি?’
—’খুব মশলা দেওয়া ভাজা মাংস বলতেও ডেভিল বোঝায়। খাসা খাবার। আস্বাদ নেবার ইচ্ছা আছে নাকি? মধুকে ডাকব?’

এরপর আর ক্রোধ প্রকাশ করা মনুষ্যোচিত নয়। সুন্দরবাবু বিগলিত কণ্ঠে বললেন, ‘আহা, তা মন্দ কী?’
মানিক কত সহজে সুন্দরবাবুকে চটাতে ও পটাতে পারে তাই দেখে জয়ন্ত মৃদু মৃদু হাসতে লাগল।
এমন সময়ে মধুর প্রবেশ।
সুন্দরবাবু আহ্লাদিত কণ্ঠে বলে উঠলেন— ‘এই যে মধু! ঠিক সময়েই এসেছ হে—স্বাগত, স্বাগত!’
এমন অভাবিত অভ্যর্থনার কারণ বুঝতে না পেরে মধু জিজ্ঞাসু চোখে জয়ন্তের দিকে তাকালে।
জয়ন্ত বললে, মধু, তোমাকে দেখে সুন্দরবাবু বলছেন— স্বাগত, অর্থাৎ আগমন শুভ হোক। কেন, তা শুনতে চাও?’
রাখি, একটি মধু বললে, ‘তা শুনব না কেন? কিন্তু তার আগে ছোকরাবাবু আপনার সঙ্গে জরুরি দরকারে দেখা করতে এসেছেন। — ছোকরাবাবু? জরুরি দরকারে? কোথায়?’

Jagat Sether Ratnakuthi pdf ডাউনলোড লিংক
Download / Read Online

Be the first to comment

Leave a Reply