কিরীটী অমনিবাস ৭ pdf – নীহাররঞ্জন গুপ্ত Kiriti Omnibus 7 pdf Nihar Ranjan Gupta

কিরীটী অমনিবাস ৭ pdf - নীহাররঞ্জন গুপ্ত Kiriti Omnibus 7 pdf Nihar Ranjan Gupta

নীহাররঞ্জন গুপ্ত রচনাবলী pdf এর মধ্যে কিরীটি অমনিবাস অন্যতম। নীহাররঞ্জন গুপ্ত কিরীটি অমনিবাস pdf download করার প্রবণতা অনেক বেশি। Kiriti Omnibus 7 pdf কিরীটী অমনিবাস ৭ pdf ডাউনলোড করুন। Kiriti Omnibus 7 pdf সাহিত্যপ্রেমীদের কাছে জনপ্রিয় একটি সিরিজ।

কিরীটী অমনিবাস ৭ pdf - নীহাররঞ্জন গুপ্ত Kiriti Omnibus 7 pdf Nihar Ranjan Gupta

Kiriti Omnibus 7 pdf সূচীপত্রঃ

ভূমিকা
কৃষ্ণা কাবেরী রতিবিলাপ
মদনভষ্ম

মুখোশ pdf – নীহাররঞ্জন গুপ্ত Mukhosh pdf – Niharronjon Gupta

Kiriti Omnibus 7 pdf ভূমিকা

সৌভাগ্যবশতঃ বর্তমানে আমাদের সাহিত্যের আসরে এমন সব কৃতী, শক্তিধর, খ্যাতিমান লেখক রয়েছেন, যাঁদের সংখ্যা দু’হাতে গুনে শেষ করা যায় না। অসংখ্য কবি, গল্পলেখক, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিকের ভিড় সেখানে।
অথচ ক্রাইম বা রহস্যরোমাঞ্চ গোয়েন্দাকাহিনীর যে একটা ভয়াবহ, জটিল, বিচিত্র জগৎ—সেখানে একচ্ছত্র সম্রাটের মত দীর্ঘদিন ধরে যিনি যশের মুকুট পরে সিংহাসনে অধিষ্ঠিত তিনি ডাক্তার নীহাররঞ্জন গুপ্ত, কিরীটীর স্রষ্টা, সার্থক ডিটেকটিভ কাহিনীর লেখক। বাংলা সাহিত্যের পাঠকসমাজে বর্তমানে তাঁর মত একজন জনপ্রিয় ও সুপরিচিত লেখক আর দ্বিতীয় আছেন কিনা সন্দেহ।

“একশ্চন্দ্র তমোহস্তি”। এই উক্তিটি বোধহয় একমাত্র নীহাররঞ্জনের ক্ষেত্রেই প্রযোজ্য। বাস্তবিক পক্ষে পাঠকসমাজের একেবারে নীচের তলা থেকে ওপর পর্যন্ত এইভাবে একাধিপত্য বিস্তার করা আর কারও পক্ষে সম্ভব বলে মনে হয় না। অল্পবয়স্ক তরুণ কিশোররা স্কুলের পড়া ভুলে যায় যেমন কিরীটীর গল্প হাতে পেলে, তেমনি তাদের বাবা-দাদা খুড়ো- জ্যাঠারাও অফিস যাবার সময় ট্রামে, বাসে কি ট্রেনের মধ্যে ভিড়ে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একখানা নীহাররঞ্জনের বই হাতে নিয়ে পথশ্রমের সব ক্লান্তি ভুলে যায়। আবার তাদেরই ঠাকুরমা ও ঠাকুরদা হয়তো রামায়ণ মহাভারত সরিয়ে রেখে চোখে পুরু চশমাটা এঁটে কিরীটীর বই হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কোথা দিয়ে কেটে যায় বুঝতে পারেন না।

ডিটেকটিভ গল্প আরও অনেকেই লিখেছেন, যেমন পাঁচকড়ি দে, দীনেন্দ্রকুমার রায়, শশধর দত্ত, হেমেন্দ্রকুমার রায় ও শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রভৃতি। সত্যি কথা বলতে কি, গোয়েন্দা কাহিনীর পাঠক অন্য সব দেশের মত এখানেও ছিল, আছে এবং থাকবে চিরদিন।
হেমেন্দ্রকুমার রায় ও শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মূলতঃ সাহিত্যিক, বিশুদ্ধ গল্প-উপন্যাস রচনায় সিদ্ধহস্ত ছিলেন। তাই তাঁদের সৃষ্টি গোয়েন্দাকাহিনী পাঠক সমাজে একটা নতুনের স্বাদ এনে দিলেও, ঠিক নীহাররঞ্জনের মত এতোখানি প্রভাব বিস্তার করতে তাঁরা কেউ পারেন নি। Kiriti Omnibus 7 pdf

তার প্রধান কারণ নীহাররঞ্জন গোয়েন্দাকাহিনীর মৌলিক লেখক — “ক্রাইম” গল্পেই তাঁর হাতেখড়ি। হেমেন্দ্রকুমার বা শরদিন্দুর মত প্রথমে গল্প উপন্যাস লেখক হিসাবে খ্যাতি অর্জন করে পরে এদিকে আসেন নি। গোড়া থেকেই তিনি গোয়েন্দাকাহিনী রচনার পথে গিয়েছেন, যদিও পরে তিনি ভাল উপন্যাস কিছু লিখে খ্যাতিলাভ করেছেন। “অস্তি ভাগীরথী তীরে”, “তালপাতার পুঁথি”, “কোমল গান্ধার”, “হাসপাতাল”, “অশান্ত ঘূর্ণি” প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য, কিন্তু তবু স্বধর্ম ত্যাগ করেন নি। Kiriti Omnibus 7 pdf

যদিচ বিশুদ্ধ গল্প-উপন্যাস-পাঠকের তুলনায় ডিটেকটিভ বা রহস্য-রোমাঞ্চ কাহিনীর পাঠকের সংখ্যা অন্যান্য সব দেশের মত আমাদের এখানেও বেশী, তবু একথা স্বীকার করতে হবে যে আজ এই পাঠক সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ নীহাররঞ্জনের গল্পের আকর্ষণ। হ্যাঁ, তিনি জানেন কি করে গল্প বুনতে হয়। উৎকণ্ঠা কৌতূহল তাঁর গল্পে গোড়া থেকে শেষ পর্যন্ত পাঠকের মনকে স্থির থাকতে দেয় না। রুদ্ধনিঃশ্বাসে পাতার পর পাতা উল্টে একেবারে রহস্যের সমাধান বা চরম উদ্ঘাটন যতক্ষণ না হয়—ছাড়তে পারে না। Kiriti Omnibus 7 pdf

নীহারবাবুর কাহিনীর প্রধান আকর্ষণ: মানবমনের জটিল রহস্য তিনি স্বল্প কথায় যুক্তির সঙ্গে এমনভাবে পাঠকের চোখের সামনে উদ্ঘাটিত করে দেন যে প্রথমটা চমক লাগলেও পরে পাঠকের মন যেন সে বুদ্ধির খেলায় হার মানে।
‘জোড়া খুন’ নামে প্রথম যে রহস্যকাহিনী তিনি লিখেছিলেন তার মূলে ছিল নিছক সত্য। তাঁর গ্রামের এক জমিদার বাড়ির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সেটি লিখেছিলেন। তার আগে তিনি খানকতক পাঁচকড়ি দের রহস্য উপন্যাস পড়েছিলেন। তিনি নিজে একথা লিখেছেন, ইতিপূর্বে ‘রহস্য ক্রাইম জগতের সঙ্গে কিছুটা পরিচয় ঘটেছিল। কেবল পরিচয়ই নয়, মনের মধ্যে কিছুটা রোমাঞ্চও সৃষ্টি করেছিল। ডিটেকটিভ বা গোয়েন্দা চরিত্রটির মধ্যে রীতিমত যেন একটা আকর্ষণ অনুভব করতাম। একজন ডিটেকটিভ হলে কি করতো সে— ভাবতে ভাবতে নিজেকেই সেই চরিত্রের সঙ্গে মিলিয়ে দিয়ে অনুসন্ধানে ব্যাপৃত হলাম।’

নীহাররঞ্জন একজন খ্যাতনামা চিকিৎসক। মানুষের দেহের ব্যাধি ঔষধের দ্বারা ভাল করেন না, মনের ব্যাধিরও সন্ধান রাখেন। দীর্ঘদিন চিকিৎসা ক্ষেত্রে থাকার ফলে শত শত রোগীর সঙ্গে তাঁর যে প্রত্যক্ষ যোগাযোগ ঘটে, তাঁর সাহিত্যিক জীবনের এই সাফল্যের পথে সেটা একটা মস্ত বড় মূলধন। Kiriti Omnibus 7 pdf

নীহাররঞ্জন একজন খ্যাতনামা ডার্মাটলজিস্ট, চর্মরোগ-বিশেষজ্ঞ। মানুষের এই সুন্দর দেহকে বিকৃত করে দেয় যে সব কুৎসিত ব্যাধি, দুষ্টক্ষত, বিষরণ, কুষ্ঠ প্রভৃতি তাদের উৎস কোথায়, মানুষের শরীরের আড়ালে দেহের অভ্যন্তরে মনের গভীর অতলে, অন্ধকার সুড়ঙ্গ পথে, হিংস্র সরীসৃপের মত যেসব বিষাক্ত রোগের জীবাণুগুলো লুকিয়ে থাকে সাধারণ মানুষ যাদের চোখে দেখতে পায় না, অথচ বিচক্ষণ চিকিৎসক নীহাররঞ্জনের দৃষ্টি এড়াতে না পেরে ধরা পড়ে যায় তাঁর কাছে। তেমনি লেখক নীহাররঞ্জনের অভ্যন্তরে যে কিরীটী রায় গোয়েন্দা তার চোখে ধুলো দিয়ে, সমাজের শত্রু সেই সব চোর-ডাকাত, খুনী, বদমাইশ স্মাগলার, চোরাকারবারীরা কোথাও পালিয়ে নিস্তার পায় না। তাই গোয়েন্দা কিরীটীর তীক্ষ্ণ দৃষ্টি ও বিশ্লেষণী শক্তির কাছে এমন কি জাঁদরেল পুলিসের কর্তারাও হার খেয়ে যান।

নীহাররঞ্জনের রহস্যকাহিনীর অসাধারণ সাফল্যের প্রধানতম কারণ এই যে তিনি নিজে চিকিৎসক, মানবমনের দুর্ব্বেয় রহস্যের কারণ ও তার প্রতিকার সবই তাঁর জানা। সাধারণ লেখকের যেখানে প্রবেশ নিষিদ্ধ সেখানে তিনি অনায়াসে বিচরণ করতে পারেন। নির্ভুল মনস্তত্ত্বের সঙ্গে কাহিনীকে বিশ্বাসযোগ্য পথে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে দক্ষতা, কল্পনার সঙ্গে বাস্তবকে মিলিয়ে পাঠকের মনকে জয় করার যে দুর্লভ ক্ষমতা নীহাররঞ্জন তার পূর্ণ অধিকারী। Kiriti Omnibus 7 pdf

আমাদের বাঙ্গালীর জীবন যেমন বৈচিত্র্যহীন তেমনি সংকীর্ণ গণ্ডীর মধ্যে সীমাবদ্ধ। সেখানে রহস্য-রোমাঞ্চের চমকপ্রদ ঘটনার সাক্ষাৎ কদাচিৎ মেলে কিন্তু নীহারবাবুর জীবনে কোনদিন রোমাঞ্চক ঘটনার অভাব হয় নি। দুই শতাধিক গ্রন্থ তিনি রচনা করেছেন এবং এখনো তাঁর লেখনী অক্লান্তবর্ষী। প্রতি মাসেই একখানা দু’খানা করে নতুন নতুন কাহিনী প্রকাশিত হচ্ছে, এবং সব চেয়ে বিস্ময়ের কথা পাঠকদের কাছে এখনো তাঁর লেখনীর চমক এতটুকু নষ্ট হয় নি। নিত্য নতুন কাহিনীর আস্বাদ গ্রহণ করে তারা এই নীহাররঞ্জনের গ্রন্থে। বৈজ্ঞানিক উন্নতি ও দ্রুত পরিবর্তনের ফলে আমাদের সমাজে ও জীবনে পাশ্চাত্যের প্রভাব এমনভাবে এসে পড়েছে যে ওদেশের মতো এখানেও অপরাধ প্রবণতা দিনে দিনে বেড়েই চলেছে।

তাই আমাদের সমাজ জীবনে যে সব অপরাধ অজ্ঞাত ছিল, আজকে হঠাৎ যদি তেমন কোন কিছুর সাক্ষাৎ পাই, মনে হয় বুঝি অবাস্তব, অতিরঞ্জিত। কিন্তু নীহাররঞ্জন তাঁর সুনিপুণ লেখনীর সাহায্যে বিচক্ষণ বৈজ্ঞানিক মত যুক্তিতর্কসহ বিশ্লেষণ দ্বারা সে রহস্য এমনভাবে প্রকাশ করে দেন যে তখন সমস্ত মনটা মেনে নিতে বাধ্য হয় তাকে বাস্তব বলে।
রহস্য কাহিনীর জটিল গ্রন্থগুলি রচনা করে, আবার একটি একটি করে সেই গাঁট খুলে এক করে বেঁধে দিতে নীহাররঞ্জনের জুড়ি ওস্তাদ আর নেই।
নীহাররঞ্জনের কাহিনী তাই কখনো পাঠকের একঘেয়ে মনে হয় না, তাঁর দিগন্তবিস্তৃত সাফল্যের ও জনপ্রিয়তার কারণ এইখানে।

একদিকে তিনি ডাক্তার, হাজার হাজার মানুষের মনের সঙ্গে তাঁর প্রত্যক্ষ সংযোগ, অন্যদিকে তিনি সাহিত্যিক লেখক, ভাষা ও কল্পনার যাদুকর। এই দুই প্রতিভার অত্যাশ্চর্য সম্মিলন নীহাররঞ্জনকে তাঁর জগতে আজও অপ্রতিদ্বন্দ্বী করে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। Kiriti Omnibus 7 pdf
আলোচ্য সংকলনে যে তিনটি কাহিনীর কথা বলা হয়েছে তাদের নাম কৃষ্ণা কাবেরী, রতিবিলাপ ও মদনভষ্ম। এই তিনটি কাহিনীই উল্লিখিত প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত।
সুমথনাথ ঘোষ

Kiriti Omnibus 7 pdf download link

Read Online / Download

Be the first to comment

Leave a Reply