২৫টি দম ফাটানো হাসি pdf – সঞ্জীব চট্টোপাধ্যায় 25ti Sera Hasi pdf | Sanjib Chattapadhyay

২৫টি দম ফাটানো হাসি pdf - সঞ্জীব চট্টোপাধ্যায় 25ti Sera Hasi pdf | Sanjib Chattapadhyay
২৫টি দম ফাটানো হাসি pdf - সঞ্জীব চট্টোপাধ্যায় 25ti Sera Hasi pdf | Sanjib Chattapadhyay

সঞ্জীব চট্টোপাধ্যায়ের দম ফাটানো হাসির গল্প সংকলন 25ti Sera Hasi pdf ২৫টি দম ফাটানো হাসি pdf পড়ুন ও ডাউনলোড করুন। 25ti Sera Hasi pdf রম্য গল্পের ধারনাই পাল্টে দিবে।

২৫টি দম ফাটানো হাসি pdf - সঞ্জীব চট্টোপাধ্যায় 25ti Sera Hasi pdf | Sanjib Chattapadhyay
২৫টি দম ফাটানো হাসি pdf – সঞ্জীব চট্টোপাধ্যায় 25ti Sera Hasi pdf | Sanjib Chattapadhyay

25ti Sera Hasi pdf ২৫টি দম ফাটানো হাসি pdf ফ্লপে লেখাঃ

ছদ্মবেশী! হাসি মানে তো শুধুই পেটে কাতুকুতু খেয়ে হেসে কুটোপাটি নয়, হাসির অনেকরকম পোশাক হতে পারে। শিশু-কিশোরদের জন‌্য লেখা সঞ্জীব চট্টোপাধ‌্যায়ের এই পঁচিশটি হাসির গল্পে আমরা দেখব সেই নানান ধরনের পোশাক পরা অদ্ভুত চরিত্রদের, যাদের কাণ্ডকারখানায় হাসি চেপে রাখা দায়। বেশিরভাগ সময়েই তারা আমাদের পরিচিত মানুষদের ছদ্মবেশে আসে। পড়লে মনে হতেই পারে এ যেন ফেলে আসা কোনো সময়ের গল্প। মিথ‌্যে নয় তা।

শুকতারার ১০১ ভূতের গল্প pdf প্রথম খন্ড – দেব সাহিত্য কুটীর Shuktarar 101 Bhuter Golpo pdf 1st Part

ফেলে আসা সময়ের হারিয়ে ফেলা মানবিক সম্পর্কগুলোর মধ‌্যেই তো গল্পের চারা ধীরে ধীরে বেড়ে ওঠে। বড়ো মামা, মেজো মামা, পিসি, কাকিমা – ওঁরাই তো আনমনে, ভুল করেই হয়তো-বা সঞ্জীবের গল্পের চরিত্র হয়ে ওঠেন। আমরা পড়ি ওঁদের কথা, পড়ে হসি আবার পড়তে পড়তেই কখন যে মনটা উদাস হয়ে যায় খেয়ালও রাখি না। চারপাশে কোথাও আর সেই যৌথ পরিবারের গমগমে পরিবেশ, রাশভারী বড়োরা আর তাঁদের প্রাণখোলা হাসি নেই! ভ‌্যানিশ।

25ti Sera Hasi pdf ২৫টি দম ফাটানো হাসি pdf সূচিপত্রঃ

হর্ষবর্ধনের সূর্য-দর্শন
ইলেশেঘাই
কাশি
মহারাজা সিং-এর গল্প
জাগ্রত অসুরের গল্প
হেস্তনেস্ত
রাজার হেঁচকি
নতুন নাটকও ভন্ডুল
হাঁচিবাবু
তারানাথ তপাদারের গল্প
হবগবলিন
ভুলোবাবুর হুলো বেড়াল
মোহন দারোগার গবেষণাগার
বিপিনবিহারীর বিপদ
লঙ্কার আচার
গাবার ব্যাপারস্যাপার
রাজকুমারীর হাসি
নির্ঝঞ্ঝাটপুরে ঝঞ্ঝাটে টিয়ে
নিতাইচরণ তন্দ্রাহরণ
কালীগঞ্জের প্যাকাটি
ক্লাস সেভেনের কালীপদ
পটলার শিকারি মামা
ভেক মহারাজ
ঝাঙুরলতা
যতীনবাবুর বাগান

25ti Sera Hasi pdf ২৫টি দম ফাটানো হাসি pdf রিভিউঃ

হাসি মানুষের মনকে যেমন প্রফুল্ল রাখে তেমনি মানসিক স্বাস্থ্য রক্ষায়ও হাসি ঔষধি গুণ হিসেবে কাজ করে। তাইতো আমরা সবাই হাসতে চাই, চাই অন্য কেউ হাসাতে। সেজন্যই কবি বলেছেন –

হাসতে নাকি জানেনা কেউ
কে বলেছে ভাই
এই দেখ না কত হাসির খবর বলে যাই।

এরকমই হাসি মজা আর মহা হাস্য জগতের রস নিয়ে রচিত পঁচিশটি গল্প সংকলন করা হয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের এই বইটিতে। প্রতিটি গল্পের প্লট স্বাদ উপাদান চরিত্র আলাদা আলাদা হওয়ায় বইটিতে পাবেন আসল হাস্যরসের মজা। দম ফাটানো আর পেট কাঁপানো হাসির এই বইটি আপনাদের মনে ব্যাপক আশেপাশের সৃষ্টি করবে। এই হাসি শুধু হাসিরই খোরাক নয় একই সাথে পারিবারিক বন্ধন আত্মীয়তার সম্পর্ক এসব বিষয়ক তুলে আনা হয়েছে বইটিতে। প্রতিটি গল্পের পড়াতে পড়াতে লুকিয়ে রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে নরম হাস্যরসে বড়া কর্মকান্ড যা আমরা প্রতিনিয়তই মোকাবেলা করি।

25ti Sera Hasi pdf ২৫টি দম ফাটানো হাসি pdf নমুনাঃ

আমি যখন ছোটো ছিলুম তখন আমার খুব কাশি হত। হলেই হল। শুকনো কাশি, সে বড়ো ভয়ংকর। তার কোনো কমা, ফুলস্টপ থাকে না। খ্যাঁকোর খ্যাঁকোর চলছে তো চলছেই। যে কাশে তার তো কষ্ট হয়-ই, যাঁরা শোনেন, তাঁদের কষ্ট আরো বেশি। কাশি তো আর গান নয়, যে সবাই শুনে মোহিত হয়ে যাবেন। কোনো কারণে থামলে বলবেন, – থামলে কেন, থামলে কেন, চলুক চলুক, বেশ হচ্ছে।
কাশির ধর্মই হল সূর্য ডোবার পরই বাড়বে। অন্ধকারে যেমন প্যাঁচা বেরোয়, বাদুড় বেরোয়, সাপ, কীটপতঙ্গ বেরিয়ে আসে গর্ত ছেড়ে পিল পিল করে, কাশিও তেমনি মনের আনন্দে গলার গর্ত ছেড়ে বেরোতে থাকে। যত রাত বাড়ে তত কাশি বাড়ে।

আমার বাবা বলতেন, – ভাগ্য ভালো হলে এই রকমই হয়, বিনা আয়াসে কাশীবাস। মাঝে মাঝে গবেষণা করতেন, – আচ্ছা কীভাবে তুমি এটা করো? কায়দাটা কী? পড়ার ভয়ে নকল কাশি বলেও তো মনে হয় না। শতকরা একশো ভাগ খাঁটি কাশি। মুখ আড়াই ইঞ্চি ফাঁক, চোখ ঠেলে বেরিয়ে আসছে, একেবারে খোলতাই কাশি। আচ্ছা, তোমার একটু বিশ্রাম নিতে ইচ্ছে করে না! সিনেমার হাফটাইম আছে, ফুটবল খেলার হাফটাইম আছে, বড়ো বড়ো যুদ্ধেও কয়েক ঘন্টার যুদ্ধবিরতি হয়। তোমার কি একটুও ইন্টারভ্যাল নিতে ইচ্ছে করে না।

বিশ্বের শ্রেষ্ঠ রহস্য উপন্যাস ও গল্প পিডিএফ (সকল খন্ড) Bishwer Shreshtha Upanyas O Chhoto Galpo Pdf All part

এর আমি কী উত্তর দেব? কাশি একেবারে একটা স্বাধীন জিনিস। গলার গর্তে বসবাস করে। যেই রাত নামে খোল-কত্তাল নিয়ে বেরিয়ে পড়ে।
বাবাকে উত্তর দিলেন জ্যাঠামশাই, – তোমার মতো বুদ্ধিমান, বিবেচক এক মানুষ, এমন একটা ছেলেমানুষি প্রশ্ন করতে পারলে?

—হ্যাঁ পারলুম। কাশিটা হল শুকনো কাশি। আসছে পেট থেকে। গঙ্গার উৎস যেমন গোমুখী, শুকনো কাশির উৎস হল পেট। পেট থেকে কাশি বেরিয়ে আসছে কীভাবে? গরমে। উপমা ছাড়া তুমি বুঝবে না। আমাদের চৌকিতে ছারপোকা হলে কী করি? গরম জল ঢালি।

জ্যাঠামশাই বললেন, – প্রশ্ন আছে। পেট কি চৌকি? কাশি কি ছারপোকা? অসম উপমা হল। তুমি উপমা পালটাও। প্রাণীর সঙ্গে অপ্রাণী, অপ্রাণীর সঙ্গে প্রাণীর উপমা চলে না।

-কেন চলে না? আমরা বলি না, খেয়ে-দেয়ে সে তাকিয়ার মতো পড়ে আছে। আমরা বলি না, শোকে পাথর হয়ে গেছে। আমরা পড়িনি, পলাশির যুদ্ধে মিরজাফর দাঁড়িয়ে রইলেন কাষ্ঠপুত্তলিকাবৎ, রোগা, শীর্ণ মানুষকে আমরা বলি বৃষকাষ্ঠ। তোমার স্বভাবটাই হল, কারণে- অকারণে প্রতিবাদ।
জ্যাঠামশাই হারবার মানুষ নন। তিনি বললেন,

-ও সব উপমাগুলো দীর্ঘদিন চলে আসছে। তুমি হঠাৎ একটা নতুন উপমা যথেষ্ট প্রচার ছাড়াই চালাতে চাইছ। সুধীজন নেবে কেন। তুমি যদি গায়ের জোরে বলতে চাও, শসার ইংরেজি শাসকুইটো।
-সে আবার কী? আমি তা বলব কেন?

25ti Sera Hasi pdf ২৫টি দম ফাটানো হাসি pdf download link

Download / Read Online

Be the first to comment

Leave a Reply