হুমায়ুন আহমেদের Himu somoggro 2 pdf এ রয়েছে হিমু উপন্যাসের সবশেষ ৬টি উপন্যাস। হিমু সমগ্র ২ pdf ডাউনলোড করে নিন।
Himu somoggro 2 pdf প্রকাশকের কথা
হিমুসমগ্র-২ প্রকাশিত হল। এর আগে ১৫টি হিমু-বই নিয়ে আমরা প্রকাশ করেছিলাম হিমুসমগ্র, ২০০৬-এ। ১১৮৪ পৃষ্ঠার সেই বইয়ের ভূমিকায় হুমায়ূন আহমেদ লিখেছিলেন, ‘হিমুকে নিয়ে কতগুলি বই লিখেছি নিজেও জানিনা।’ আমরা এখন জানি হিমুকে নিয়ে লেখা হুমায়ূন আহমেদের প্রকাশিত বইয়ের সংখ্যা ২১। প্রথম সংকলনের পর আরও ৬টি বই। পরের এই ৬টি হিমু-বই নিয়েই বর্তমান হিমুসমগ্র ২। প্রকাশনালগ্নে যতটা আনন্দ ঠিক ততটাই বিষাদে আমরা আচ্ছন্ন। কারণ হুমায়ূন আহমেদ আর কখনও হিমু লিখবেন না।
Himu somoggro 2 pdf এর লেখক পরিচিতি
জন্ম : ১৩ই নভেম্বর ১৯৪৮, মোহনগঞ্জ। নেত্রকোনা।
বাবা : মুক্তিযুদ্ধে শহীদ ফয়জুর রহমান আহমেদ।
মা : আয়েশা আক্তার।
পড়াশোনা Phd, রসায়ন শাস্ত্র।
পেশা: শুরুতে অধ্যাপনা। বর্তমানে লেখালেখি । নেশা ছবি বানানো। সর্বশেষ ছবি ‘শ্যামল ছায়া’ অস্কারে প্রদর্শনীর জন্যে মনোনীত।
পুরস্কার ও সম্মান : সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদকে সম্মানিত।
Himu somoggro 2 pdf সূচিপত্র
হিমু রিমান্ডে pdf / ৯
হিমুর মধ্যদুপুর pdf
হিমুর নীল জোছনা pdf / ১৮৩
হিমুর আছে জল pdf / ২৫৯
হিমু এবং একটি রাশিয়ান পরী pdf / ৩৩৩
হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টু ভাই pdf / ৪১৫
দরজায় তালা লাগানো হচ্ছে। তালা লাগানোর অর্থ বেশ কিছু সময় আমাকে এই ঘরে থাকতে হবে। ঘরের দেয়ালে সস্তা ধরনের ঘড়ি আছে। ঘড়িতে নয়টা চল্লিশ বাজে। যখন প্রথম এই ঘরে আমাকে ঢোকানো হয়, তখনো নয়টা চল্লিশ বাজছিল। এই ঘড়ি বেচারার জীবন নয়টা চল্লিশে আটকে গেছে। Himu somoggro 2 pdf
টেবিলে লোকনাথ ডাইরেক্টরি পঞ্জিকা দেখতে পাচ্ছি। সময় কাটানোর জন্যে পঞ্জিকা পড়া যেতে পারে। গ্রহ-নক্ষত্রের অবস্থান। তিথি বিচার, লগ্ন বিচার। পঞ্জিকার নিচে ভালো রিডিং ম্যাটেরিয়াল পাওয়া গেল। টাইপ করা প্রতিবেদন। শিরোনাম ‘আয়না মজিদ’। কবীর সাহেব এই জিনিসই বারবার পড়ছিলেন। লাল কলম দিয়ে দাগ দিচ্ছিলেন। আয়না মজিদ পড়ে তার সম্পর্কে জানা কবীর সাহেবের জন্যে প্রয়োজন ছিল। আমার প্রয়োজন নেই। একটা ফাইল পাওয়া গেল। ফাইলে লেখা ৩৮৯৯, ভেতরে তিন- চারটা সাদা পাতা।
আয়না মজিদ-বিষয়ক লেখাটা ভাঁজ হাতে নিয়ে নিলাম। কেন জানি মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা হে না। বের হব কীভাবে তাও বুঝতে পারছি না। বাদলের দেখেছিলাম। ছবিতে ভয়ঙ্কর এক একবার একটা হলিউডের ছবি ঘরে বন্দি করে রাখাহয়েছে। তাকে কোর্টে নেয়া হবে না। দু’জন পুলিশ অফিসার এই ঘরেই তাকে গুলি করে মারবে। ক্রিমিন্যালটা হুডনির মতো বাঁধন খুলে ফেলল এবং ঘরের সিলিং ফ্যান ধরে ঝুলতে লাগল। দরজা খুলে দু’জন পুলিশ অফিসার ঢুকল। ক্রিমিন্যালটা (নাম হ্যারি ) সিলিং ফ্যান ধরে ঝুলতে ঝুলতে ফ্লাইং কিক লাগাল।
অফিসার দু’জন একই সঙ্গে কুপোকাত। হ্যারি বাবু আকাশে একটা ডিগবাজি খেয়ে মেঝেতে ল্যান্ড করলেন। দুই অফিসারের কোমর থেকে দুই পিস্তল নিয়ে নিলেন এবং মিষ্টি করে বললেন, It’s a beautiful day, গুলি করতে করতে প্রস্থান করলেন। বাদল আমার দিকে তাকিয়ে বলল, বাপকা ব্যাটা! কী বলেন হিমুদা?
আমি বললাম, বাপকা ব্যাটা বললে কম বলা হবে। একই সঙ্গে সে দাদাকা নাতি। Himu somoggro 2 pdf
আমার পক্ষে বাপকা ব্যাটা কিংবা দাদাকা নাতি হওয়া একেবারেই অসম্ভব। তবে হলিউডি ব্যাপারটার একটা বাংলাদেশি রূপ দেয়া যেতে পারে। প্রথমে যা করতে হবে তা হলো টেবিলের উপর একটা চেয়ার তুলতে হবে। আমাকে থাকতে হবে দরজার পেছনে। দরজা খুললে চলে যেতে হবে দরজার পেছনে। কবীর সাহেব দরজা খুলে টেবিলের উপর চেয়ার দেখে হতভম্ব হয়ে এগিয়ে যাবেন সেদিকে। এই ফাঁকে আমাকে শান্তভঙ্গিতে হামাগুড়ি দিয়ে বের হতে হবে। মানুষ এবং বানর শ্রেণী তাকায় Eye level-এ, বাকি সব জন্তু তাকায় মাটির দিকে। এই তথ্য আমি পেয়েছি বাদলের কাছ থেকে।
সে পেয়েছে National Geography চ্যানেল থেকে। বাদলের কাছেই জেনেছি বেচারা শুয়োর জীবনে কখনো আকাশ দেখে না। উপরের দিকে তাকানোর ক্ষমতাই তার নেই। শুয়োরকে এই কারণেই কেউ যদি চিৎ করে ফেলে সে হঠাৎ আকাশ দেখে বিস্ময় এবং ভয়ে অস্থির হয়ে যায়।
দুই ঘণ্টার উপর (আনুমানিক) ঝিম ধরে বসে আছি। আমার অবস্থা হয়েছে ঘড়ির মতো। সময় আটকে গেছে। পঞ্জিকা পড়ে অনেক কিছু জানছি, তবে এই জ্ঞান কোনো কাজে আসবে এরকম মনে হচ্ছে না। হিন্দু ললনাদের উমাচতুর্থী ব্রত পালন করা খুবই প্রয়োজন, এটা জানলাম । এই ব্রত পালন করতে হবে জ্যৈষ্ঠমাসের শুক্লা উমার জন্ম হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.