কুটু মিয়া pdf – হুমায়ূন আহমেদ Kutu Mia pdf – Humayun Ahmed

কুটু মিয়া pdf - হুমায়ূন আহমেদ Kutu Mia pdf - Humayun Ahmed
কুটু মিয়া pdf - হুমায়ূন আহমেদ Kutu Mia pdf - Humayun Ahmed

হুমায়ূন আহমেদের Kutu Mia pdf কুটু মিয়া pdf ডাউনলোড করুন ও Kutu Mia pdf পড়ুন।

কুটু মিয়া pdf - হুমায়ূন আহমেদ Kutu Mia pdf - Humayun Ahmed
কুটু মিয়া pdf – হুমায়ূন আহমেদ Kutu Mia pdf – Humayun Ahmed

Kutu Mia pdf কুটু মিয়া pdf রিভিউঃ

হুমায়ূন আহমেদ এর লেখা কুটু মিঁয়ার অনেক নাম শুনেছিলাম। এবার পড়ে ফেললাম সময় করে। গল্পের পরিসর সীমিত, কুশীলবদের সংখ্যা হাতেগোনা। আলাউদ্দিন সাহেব প্রকাশকের চাহিদা অনুযায়ী বই লেখেন, সেসব বই ছাপা হয় অন্যকারো নাম দিয়ে। রোজগার সামান্যই, কিন্তু একা মানুষের চলে যায় কোনোরকমে। তার বাড়িতে কাজ করতে আসে এক মাঝবয়সী লোক। চেহারা দেখে ঘেন্না লাগে, গায়ে উৎকট গন্ধ। কিন্তু সে নাকি রান্না জানে বিভিন্নরকম, তার আগের মনিব এক পাইলট তার কাজে এতই প্রসন্ন ছিলেন যে সার্টিফিকেট ও লিখে দিয়েছেন। লোকটির চাহিদাও যৎসামান্য।

হিমু সমগ্র ১ pdf – হুমায়ূন আহমেদ Himu somoggro 1 pdf – Humayun Ahmed

নানারকম চিন্তাভাবনা করে আলাউদ্দিন বহাল করেন কুটু মিঁয়াকে, একটু বেচাল দেখলেই তাড়িয়ে দেবেন বলে ভয় ও দেখান। এই পর্যন্ত পড়ে যখন মনে হবে এটা অনেকটা ‘গল্প হলেও সত্যি’ সিনেমার মত, গল্প বাঁক নেবে অতল অন্ধকারের দিকে। কুটু মিঁয়া হয়ে উঠবে আলাউদ্দিন সাহেবের ছায়াসঙ্গী। কুটুর সেবার এমনি টান, সুন্দরী হামিদা বানুর সাথে বিয়ের পর হামিদা যখন বলেন যে কুটুকে আর কাজে রাখা যাবেনা, আলাউদ্দিন সাহেবের মন দুঃশ্চিন্তায় ভরে ওঠে। নব বিবাহিতা স্ত্রী রাগ করে মামার বাড়ি চলে গেলেও তিনি কুটুকে নিয়ে বউ এর বাড়িতেই দিনের পর দিন থাকতে লাগেন লজ্জাশরমের পরোয়া না করে। শেষমেশ কি হয় সেটা বলে যারা পড়তে চলেছেন তাদের বিরাগভাজন হতে চাইনা। খালি এটুকু বলব যে যাদের অন্ধকারময় লেখা ভালো লাগে, তারা যেন অবশ্যই এই বইটা একবার পড়েন।

আমার প্রিয় ভৌতিক গল্প pdf – হুমায়ূন আহমেদ Amar Priyo Voutik Galpo pdf – Humayun Ahmed

কিছুদিন আগেই শেষ করলাম এই বইটি। বইটির বিষয় হল- কুটু মিয়া নামক এক ব্যক্তি এক দরিদ্র শিক্ষকের বাড়ি গিয়ে উপস্থিত হয় ঘরের সমস্ত কাজ করার জন্য। এই কুটু মিয়াকে দেখতে খুবই অদ্ভুত। এবং তার থেকেও বেশি অদ্ভুত তার আচরন। এবং রান্না এত সুন্দর করে করে যে একবার ঐ খাবার খেলে সেই খাবার এর নেশা ধরে যায়,বাইরের কোনও খাবার আর ভালো লাগে না। আর এই কুটু মিয়া এর আগে যাদের বাড়িতে কাজ করেছিল তারা প্রত্যেকেই মারা যান অদ্ভুত ভাবে। কে এই কুটু মিয়া? সে কোথা থেকে এসেছে? তার উদ্দেশ্যেই বা কী? এই সব প্রশ্নের উত্তর আছে বইটিতে।

তবে কিছু কিছু বর্ণনা পড়তে অস্বস্তিকর মনে হতে পারে।ব্যক্তিগত ভাবে আমার খুব ভালো লাগেনি। তবে এক বার পড়ার জন্য ঠিক আছে।

Kutu Mia pdf সূচিপত্র

১. আমার নাম কুটু মিয়া
২. হাজী একরামুল্লাহ অবাক
৩. ঘরের বাতি নেভানো
৪. চোখ পিটপিট করতে লাগলেন
৫. হামিদার গলায় কৌতূহল, বিস্ময় এবং কিছুটা ঘেন্না ..
৬. ভনিতা করছ কেন
৭. কে দেখা করতে এসেছে
৮. ঘরটা সুন্দর

৯. কতক্ষণ পানিতে আছি
১০. দরজা জানালা সব বন্ধ

Kutu Mia pdf লেখকঃ

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সনের ১৩ নভেম্বর ময়মনসিংহের নেত্রকোনার মোহনগঞ্জ গ্রামে জন্মগ্রহণ এবং ১৯ জুলাই ২০১২ সনে ৬৩ বছর বয়সে নিউয়র্কের বেলভূ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর নিজ হাতে সৃষ্ট ঢাকার অদূরে নুহাশ পল্লীতে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে এম.এস.সি. ও মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয় থেকে পলিমার কেমিস্ট্রিতে পিএইডি ডিগ্রী অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যাপনা করেন।

বাংলাদেশের সাহিত্যাঙ্গনে হুমায়ূন আহমেদ একটি বিশিষ্ট নাম। গল্প, উপন্যাস, নাটক, টিভি নাটক, কল্পবিজ্ঞান… হুমায়ূন আহমেদ যেখানেই হাত দিয়েছেন তা হয়ে উঠেছে পাঠক ও দর্শক নামক জনগোষ্ঠীকে আলোড়িত ও বিমোহিত করার সোনার কাঠি। তাইতো সব কিছুতে পেয়েছেন অসম্ভব জনপ্রিয়তা। এই জনপ্রিয়তা বিশাল পাঠক তৈরীতে তথা এদেশের প্রকাশনার বিকাশে তিনি অনেক অবদান রেখে গেছেন নিঃসন্দেহে। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, হাসিকান্না, আনন্দ-উচ্ছ্বাস, চাওয়া-পাওয়া বেশ নিপুণভাবে তার অসংখ্য লেখায় ধরা পড়েছে। ভার প্রতিটি বইয়ের কাহিনী বিন্যাসে পরিমিতি বোধ ও বর্ণনায় সাবলীলতা সহ যে প্রসাদগুণ সহজেই লক্ষণীয় তাতে পাঠক মাত্রকেই মুগ্ধ করে রাখে।

হিমু সমগ্র ২ pdf হুমায়ূন আহমেদ Himu somoggro 2 pdf – Humayun Ahmed

শিশু-কিশোর সাহিত্য রচনায় তার রয়েছে যথেষ্ট পারঙ্গমতা। অন্যদিকে তার কল্পবিজ্ঞান (Science Fiction) লেখাগুলোতে রয়েছে তারই নিজস্বভঙ্গী ও মনোমুগ্ধকর রচনাশৈলী। তাই এদেশে তিনি অদ্বিতীয়। তিনি চলচ্চিত্র পরিচালনায় নিজেকে সম্পৃক্ত করেছিলেন, তাঁর নিজের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’র চলচ্চিত্রায়নের মাধ্যমে।

একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার, লেখক শিবির পুরস্কার শিশু একাডেমী পুরস্কার, মাইকেল মধুসূদন পদক, ওসমানী পদক অলক্ত সাহিত্য পদক, বাচসাস পুরস্কার, হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, কুমিল্লা ফাউন্ডেশান পদক, দেওয়ান গোলাম মোর্তাজা স্মৃতি পদক, লায়লা সামাদ সাহিত্য পুরস্কার, শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক ‘৯৪ ইত্যাদিতে সম্মানিত। তিনি আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘অনারারী ফেলো ইন রাইটিং’ সম্মানেও সম্মানিত।

Kutu Mia pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply