
দেবারতি মুখোপাধ্যায় এর Ishwor Jhokhon Bondi pdf ঈশ্বর যখন বন্দি pdf ডাউনলোড করুন ও Ishwor Jhokhon Bondi pdf পড়ুন।

Ishwor Jhokhon Bondi pdf ঈশ্বর যখন বন্দি pdf রিভিউঃ
আমার আজকাল বাংলা বই খুব কম পড়া হয়। বহুদিন পর একটা বাংলা বই পড়লাম। এখন বাংলা সাহিত্যের সিংহভাগ জুড়ে তন্ত্র, মন্ত্র , কালো জাদু , অপদেবতা আর বীভৎসতার রাজত্ব। সেসব এর মধ্যে ” ঈশ্বর যখন বন্দি ” এক ঝলক নির্মল হাওয়ার মতোই লাগলো। প্রথমেই বলি, লেখিকা মাইথলজি, সাইন্স ফিকশন এবং mystery এর অসাধারণ মেলবন্ধন ঘটিয়েছেন। বাংলা সাহিত্যে ভালো রকমের সাইন্স ফিকশন অল্পই দেখা যায় বলতে গেলে ( প্রফেসর শঙ্কু বাদে), তাও আবার তার সাথে বৌদ্ধ ধর্ম, ইতিহাস এবং মাইথলজি এর মিশেল গল্পকে আলাদা মাত্রা দিয়েছে। অ্যাডভেঞ্চার তো আছেই , ধাঁধা সমাধান আছে, রহস্য আছে। সব মিলিয়ে এক কমপ্লিট প্যাকেজ. আর গল্পের মধ্যে বোনাস হিসেবে পাওনা হলো রুদ্র এবং প্রিয়মের মিষ্টি সম্পর্ক আর এক বাবা ও তার মেয়ের পুনর্মিলন।
শুভঙ্করের ফাঁকি – দেবারতি মুখোপাধ্যায় Subhangkarer Fhaki by Debarati Mukhopadhyay
বিষয়বস্তু : ঈশ্বর যখন বন্দি : রুদ্রাণী (রুদ্র) ও প্রিয়ম, সদ্য বিবাহিত দম্পতি। অফিস-বাড়ি মিলিয়ে এই দুই তরুণ-তরুণীর নিস্তরঙ্গ জীবনে ঢেউ উঠলাে যখন রুদ্র কর্মসুবাদে এক জমিদার বাড়িতে গিয়ে আবিষ্কার করলাে রহস্যময় এক চিত্র – ধ্যানরত সন্ন্যাসী, সঙ্গে এক বিচিত্র দর্শন কুন্ডলী পাকানাে প্রাণী। ড্রাগন? রুদ্রর বাবা প্রখ্যাত আর্কিওলজিস্ট ডঃ সুরঞ্জন সিংহরায় নিখোঁজ হয়েছিলেন প্রায় আট বছর আগে। কোনাে সম্পর্ক কি আছে এই জমিদার বাড়ির সঙ্গে রুদ্রর বাবার অন্তর্ধানের? শুরু হলাে অদৃষ্টের সঙ্গে লুকোচুরি। কলকাতা, শহরতলি, সুদূর ভুটান মিলিয়ে ঘটে চলল একের পর এক রােমহর্ষক ঘটনা।
বাবাকে নতুন করে খুঁজতে গিয়ে রুদ্রর সামনে উন্মােচিত হতে লাগলাে অদ্ভুত সব সত্য। আভাস মিলিয়ে বজ্রযান বৌদ্ধধর্মের কিছু অজানা রহস্যের ওপারে লুকিয়ে থাকা এমন এক অবিশ্বাস্য সত্যের যা অশুভ লােকের হাতে পড়লে ধ্বংস হয়ে যেতে পারে সমগ্র মানবজাতি। সত্যিই কি বন্দি করা যায় ঈশ্বরকে? রুদ্র কি পারবে খুঁজে বের করতে তার বাবাকে? ইতিহাস, বিজ্ঞান ও পুরাণের মেলবন্ধনে এগােনাে রুদ্ধশ্বাস রােমাঞ্চে ভরপুর এই অতিপ্রাকৃত থ্রিলার উপন্যাস ‘ঈশ্বর যখন বন্দি’…
Ishwor Jhokhon Bondi pdf সম্পর্কে যেটা না বললেই নয়
কোনো সৃষ্টি, তা সে সাহিত্য হোক, সিনেমা বা ভাস্কর্য, শিল্পী একাই কি তা তৈরি করেন? ভুল। কোন সৃষ্টিই শুধুমাত্র শিল্পীর নিজের হাত দিয়ে পূর্ণতা পায় না। তাঁর সেই স্বপ্ন সফল হওয়ার পেছনে থাকেন অনেকে, যাঁদের উৎসাহ, অনুপ্রেরণা, ক্রমাগত সহায়তা ছাড়া সেই সৃষ্টি সফল হয় না। আমিও এর ব্যতিক্রম নই।
‘ঈশ্বর যখন বন্দি’ লেখার কাজ যখন দুরুদুরু বক্ষে শুরু করেছিলাম, মনে ছিল একরাশ উদ্বেগ। একে তো আমার প্রথম উপন্যাস, তার ওপর প্রায় দেড় হাজার বছর আগের এক রহস্যময় মানুষ, যাঁর সম্পর্কে বিশেষ একটা বিশ্বাসযোগ্য তথ্য ইতিহাসে পাওয়া যায় না, তাঁর জীবনের উপর ভিত্তি করে কাল্পনিক একটা মিথ, যা যুগ যুগ ধরে মানুষের কল্পনায় বেঁচে রয়েছে, সেই মিথের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা এই উপন্যাসের মূল উপজীব্য। সেই দিক থেকে বলতে গেলে এটা গতানুগতিক গোয়েন্দা উপন্যাস নয়, একটা সুপারন্যাচারাল থ্রিলার বলা যেতে পারে, যেখানে ইতিহাস-পুরাণ-বিজ্ঞানের মেলবন্ধনের সাথে সাথে একটা সমবয়সী স্বামী-স্ত্রী, তাঁদের ভালোবাসা, তাঁদের জীবনকে কেন্দ্র করে ঘটা আপাতদৃষ্টিতে অলৌকিক মনে হওয়া কিছু রোমাঞ্চকর সত্য এবং অশুভের বিনাশ করে শুভ শক্তির জয়ের কথা বলা হয়েছে।
নরক সংকেত pdf – দেবারতি মুখোপাধ্যায় Narak Sanket pdf – Debarati Mukhopadhyay
উপন্যাসটা লিখতে শুরু করার আগে থেকেই একটা ব্যাপার মাথায় ছিল, যেহেতু একটি বিশেষ ধর্মের খুব সংবেদনশীল একজন চরিত্র আমার এই উপন্যাসে বিশেষ ভূমিকা পালন করছেন, যতটা সম্ভব তাঁর সম্পর্কে জেনে লেখার চেষ্টা করেছি।
যাঁরা ছাড়া এই উপন্যাস লেখা তো দূর, আমার অক্ষর জ্ঞানটুকুও হতো না, প্রথমেই তাঁদের, অর্থাৎ আমার বাবা-মা শেখর মুখোপাধ্যায় এবং ক্ষমা মুখোপাধ্যায়কে প্রণাম জানাই আমাকে ছোট থেকেই সমস্ত কিছুতে সর্বক্ষণ প্রেরণা জোগানোর জন্য।
প্রতিপদে যাঁর নিরপেক্ষ মতামত, পরামর্শ ছাড়া এই কাজটা শেষই করতে পারতাম না, আমার সেই সবচেয়ে কাছের প্রিয় বন্ধু, আমার স্বামী সুরজিৎ-এর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, আমার সমস্ত খেয়াল, আমার হঠাৎ হওয়া ইচ্ছেগুলোকে উৎসাহ দেওয়ার জন্য।
উপন্যাসটির একদম প্রথম থেকে খারাপ-ভালো সবকিছুর সমালোচনা করে যে আরো ভালো করতে সাহায্য করেছে, আমার একসময়ের ইঞ্জিনিয়ারিং কলেজের সহপাঠী অরিত্রকে এই প্রোজেক্টে সত্যিকারের বন্ধু হিসেবে পেয়ে আমি গর্বিত।
‘বিভা পাবলিকেশন’ এবং প্রকাশক শ্রী কমল প্রামাণিককে অসংখ্য ধন্যবাদ নিজেদের ব্যবসায়িক লাভ-ক্ষতির কথা মাথায় না রেখে এই বাংলা বই বিক্রির মন্দাবাজারে সম্পূর্ণ নতুন একজন লেখিকার পাশে দাঁড়ানোর জন্য।
ধন্যবাদ আমার ফেসবুক পেজ ‘স্বপনচারিণী’-র পঞ্চাশ হাজারেরও বেশি পাঠক-পাঠিকাকে, যাঁরা আমাকে প্রতিনিয়ত প্রেরণা জুগিয়েছেন আমার লেখার বিষয়ে তাঁদের মূল্যবান মতামত জানিয়ে। বলাই বাহুল্য তাঁদের জোরেই আমি উপন্যাস লেখার সাহস পেয়েছি।
ঠাকুরবাড়ির আঙিনায় pdf – জসীম উদদীন Thakur Barir Anginay pdf – Jasim Uddin
এছাড়াও বিশেষ ধন্যবাদ আমার সমস্ত আত্মীয়স্বজন, পরিবার-পরিজন, আমার অফিসের সহকর্মীবৃন্দ সকলকে, যাঁদের দৈনন্দিন ভালোবাসা আমাকে প্রতিনিয়ত উৎসাহ জুগিয়েছে।
পরিশেষে বলি, এটি বইটির চতুর্থ সংস্করণ। প্রকাশের এক বছরের মধ্যে চতুর্থ সংস্করণ, সত্যিই খুব আনন্দের। যাঁরা উপন্যাসটি পড়ে তাঁদের ভালোলাগা অভিবাক করেছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সময় করে উঠতে পারেননি তাঁরা উপন্যাসটি পড়ে তাঁদের ভালো লাগা, খারাপ লাগা, বা যে কোনোরকম মতামত জানালে খুব আনন্দ পাবো।
Ishwor Jhokhon Bondi pdf download link
Leave a Reply
You must be logged in to post a comment.