লস্ট মডেস্টি লেখা আসিফ আদনানের সম্পাদনায় মুক্ত বাতাসের খোঁজে বই pdf download করে পড়ুন Mukto Batasher Khoje pdf এবং প*র্নোগ্রাফির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা মূলক বই Mukto Batasher Khoje pdf ও মুক্ত বাতাসের খোঁজে রিভিউ সম্পর্কে জানুন। মুক্ত বাতাসের খোঁজে app ও পড়া যাচ্ছে। মুক্ত বাতাসের খোঁজে লেখক লস্ট মডেস্টি মুক্ত বাতাসের খোঁজে price রেখেছেন একেবারে বিনামূল্যে। মুক্ত বাতাসের খোঁজে গল্পের লিংক থেকে Mukto Batasher Khoje bangla books pdf পড়ুন।
Mukto Batasher Khoje pdf সূচীপত্র
Mukto Batasher Khoje pdf সম্পাদকের কথা
অভিমত
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
অনিবার্য যত ক্ষয়
মাদকের রাজ্যে
চোরাবালি
হস্তমৈথুন: বিজ্ঞানের আতশ কাচের নিচে
১০৮ টি নীলপদ্ম
মৃত্যু? দুই সেকেন্ড দূরে!
নীল রঙের অন্ধকার
অদ্ভুত আঁধার এক!
পর্দার ওপাশে
অঙ্গার
মিথ্যের শেকল যত
বৃত্তের বাইরে
লিটমাস টেস্ট : যেভাবে বুঝবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত
বাড়িয়ে দাও তোমার হাত…..
ব্রেক দা সার্কেল
ফাঁদ
তবু হেমন্ত এলে অবসর পাওয়া যাবে…
দু’আ তো করেছিলাম
ও যখন পর্ন-আসক্ত
আমাদের সন্তান পর্ন দেখে!
বিষে বিষক্ষয়
আমি তারায় তারায় রটিয়ে দেবো
রূপকথা নয়!
ভাই আমার…
মুক্ত বাতাসের খোঁজে….
Mukto Batasher Khoje pdf ভূমিকা
আলহামদুলিল্লাহ। “মুক্ত বাতাসের খোঁজে” এর দ্বিতীয় সংস্করণ বের হচ্ছে। অল্প সময়ে বইটি গ্রহণযোগ্যতা পেয়েছে। বইটির প্রথম সংস্করণের ব্যাপারে পাঠকদের যে আগ্রহ ও চাহিদা দেখা গেছে, তা আমাদের ধারণাতীত ছিল। তবে এসবই শত সহস্র মাইল যাত্রার প্রথম কয়েক কদম কেবল। ঐক্যবদ্ধ সামাজিক প্রচেষ্টা ছাড়া পর্নোগ্রাফি নামক নীরব মহামারির মোকাবেলা প্রায় অসম্ভব। তাই আমরা আশা করি “মুক্ত বাতাসের খোঁজে” – এর বার্তাটি সাধ্যমত পরিচিতদের মাঝে ছড়িয়ে দিতে পাঠক সাধ্যমত চেষ্টা করবেন, আর নিঃসন্দেহে সাফল্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই।
প্রথম সংস্করণের বেশ কিছু বানান ও মুদ্রণজনিত ভুল এ সংস্করণে সংশোধন করা হয়েছে। যোগ করা হয়েছে কিছু রেফারেন্স। এছাড়া পাঠক ও শুভানুধ্যায়ীদের পরামর্শ অনুযায়ী পৃষ্ঠাসজ্জা ও বিন্যাসগত কিছু পরিবর্তন করা হয়েছে। এব্যাপারে যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন আল্লাহ তাঁদের উত্তম প্রতিদান দান করুন। নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী ও সাইয়্যিদ মুহাম্মাদ এর ওপর, তাঁর পরিবারের ওপর, তাঁর সাহাবিগণের ওপর। Mukto Batasher Khoje pdf
আসিফ আদনান
রজব ১৪৩৯, মার্চ ২০১৮
তারা ঝিকিমিকি জ্বলে – মুফতী মুহাম্মাদ তাকী উসমানী Tara Jhikimiki Jole pdf by Muhammad Ali Jawher
Mukto Batasher Khoje pdf অভিমত
আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহী ওয়া সাহবিহী আজমাঈন। এক জঙ্গনামা। লড়াইটা এক অক্টোপাসের সাথে। নীলরঙা অক্টোপাস। ব্যক্তিসত্তা, সমাজমানসকে প্রতিমুহূর্তে আগের চেয়ে আরও জোরে পেঁচিয়ে নিচ্ছে আট পায়ে। সমস্যা হলো অক্টোপাসটি একটি ট্যাবু (taboo)। তার নাম নেয়া যায় না, আলোচনা করা যায় না, তার ক্ষতি চিৎকার করে জানিয়ে দেওয়া যায় না সবাইকে। এই সুযোগে সে আরও প্যাঁচ কষে চলেছে। মড়মড় করে ভাঙছে পরিবার, ভাঙছে সমাজ, ভাঙছে আইন, মূল্যবোধ-সুকুমারবৃত্তি, ভাঙছে জীবন—এক একটা স্বপ্ন খানখান হয়ে ভেঙে যাচ্ছে। যেগুলো ভাঙেনি ঝুরঝুরে হয়ে দাঁড়িয়ে আছে একটু ঝাঁপটার অপেক্ষায়।
প*র্ন, প*র্নোগ্রাফি, ব্লু ফিল্ম। একটা অসুখ। প্রতিটা গোঁফের রেখা গজানো কিশোর মুখের দিকে তাকান, প্রতিটা উদ্দাম কলেজপড়ুয়া স্বপ্নবাজ তরুণ, ভার্সিটির চোখ নামিয়ে চলা প্র্যাক্টিসিং ছাত্র, গালফোলা দুই বেণিওয়ালা বাচ্চা মেয়ে, জ্যামে ঝুলে থাকা প্রতিটি কর্মজীবীর ঘর্মাক্ত মুখের দিকে তাকান। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। এক কঠিন দুরারোগ্য অসুখে ভুগছে প্রতিটি মানবসন্তান। অথবা যেকোনো সময় মহামারির গ্রাস হবার অপেক্ষায়। আপনার কেবল দাঁড়াতে শেখা মেয়েটার দিকে একটু তাকান। সদ্যভূমিষ্ঠ ছেলেটার দিকে তাকান। কী এক মড়কওয়ালা শ্মশান রেখে যাচ্ছেন তার জন্য!
এখন ঠিক এই মুহূর্তটিতে আপনার জন্য সবচেয়ে জরুরি এই বইটি পড়া, অক্সিজেনের চেয়েও। বিশ্বাস করুন—হ্যাঁ, আপনার শ্বাসের চেয়েও। আপনাকে বুঝতে হবে, আপনাকে জাগতে হবে; না হলে অনেক দেরি হয়ে যাবে। অনেক দেরি। আপনাকে স্মরণ করতে হবে, “আপনি একজন যোদ্ধা”। প্রবাহতাড়িত একটি “গড্ডল” না আপনি। একটু মনে করার চেষ্টা করুন, আপনি যুদ্ধ করার জন্যই জন্ম নিয়েছেন। আর এ যুদ্ধে আপনি জিতবেন, আপনাকে জিততে হবে। এ জয় ছাড়া আপনার হাতে আর কোনো অপশন নেই। দমবন্ধ এই পৃথিবীতে আপনার খুঁজে নিতে হবে মুক্ত বাতাস। যেখানে চোখবুজে লম্বা শ্বাস টেনে নিলে নির্মল শীতল বাতাস পূর্ণ করবে আপনার প্রতিটি অ্যালভিওলাস। পরবর্তী প্রজন্মের অভিশাপের আর্তনাদ থেকে বাঁচতে আপনাকে নিশ্চিত করতে হবে তাদের অধিকার— একঝলক মুক্ত বাতাস।
বইটির লেখক, কলাকুশলীদের প্রাণভরা দু’আ। আল্লাহ তাদের এই খিদমতের বরকতে আমাদের বুঝ দান করুন। আমি চিকিৎসাবিদ্যাগত বিষয়গুলো দেখেছি আল্লাহর ইচ্ছায়, প্রয়োজনমতো পরিবর্তন-পরিমার্জনের পরামর্শ দিয়েছি। পর্নোগ্রাফির শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত প্রলয়, এই ইন্ডাস্ট্রির নেপথ্যের কান্নার নৈঃশব্দ্য, মুক্ত বাতাসের যুদ্ধের প্রয়োজনীয় প্রশিক্ষণ – এ আয়োজনে আমি অভিভূত। বইটি আমাদের সত্তার মানবীয় অংশটাকে জাগাক, অনুশোচনায় “অগ্নিদগ্ধ” করুক, চোখের পানি হৃদয় পোড়াতে পোড়াতে নামুক। সে পোড়া ছাই থেকে ফিনিক্স পাখির মতো জন্ম নিক এক “যোদ্ধা”, এক “আপনি”, এক “আমি”।
Mukto Batasher Khoje pdf download link
Leave a Reply
You must be logged in to post a comment.