কষ্টিপাথর – ডা. শামসুল আরেফীন Koshtipathor pdf – Dr Shamsul Arafin

কষ্টিপাথর - ডা. শামসুল আরেফীন Koshtipathor pdf – Dr. Shamsul Arafin
কষ্টিপাথর - ডা. শামসুল আরেফীন Koshtipathor pdf – Dr. Shamsul Arafin

ডা. শামসুল আরেফীনের কষ্টিপাথর pdf বই Koshtipathor pdf ডাউনলোড করুন ও কষ্টিপাথর pdf বই Koshtipathor pdf পড়ুন। কষ্টিপাথর pdf বই Koshtipathor pdf ডা. শামসুল আরেফীন pdf বর্তমান সময়ের সেরা ইসলামিক বই।

কষ্টিপাথর - ডা. শামসুল আরেফীন Koshtipathor pdf – Dr. Shamsul Arafin
কষ্টিপাথর – ডা. শামসুল আরেফীন Koshtipathor pdf – Dr. Shamsul Arafin

কষ্টিপাথর pdf বই Koshtipathor pdf ভূমিকা

প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সকল দোষত্রুটি থেকে পবিত্র। আমাদের দুরবস্থার জন্য আমাদের কর্মই দায়ী। আমরাই গুনাহ এবং অবাধ্যতার পথ বেছে নিয়ে অনিবার্য আজাবের উপযুক্ত হয়েছি। তিনি বিধান করে দিয়েছেন, রাসূলের ইত্তেবা অনুসরণ-অনুকরণ করলে আমরা তাঁর ভালোবাসা এবং মর্যাদা লাভ করব। আর রাসূলকে ছেড়ে কুফ্ফার গোষ্ঠীর অনুকরণ করলে অপমানিত এবং লাঞ্ছিত হব। আমরা তো কুফফার গোষ্ঠীর সাথে কদমে কদম মিলিয়ে গুইসাপের গর্তেও যেতে প্রস্তুত।’ ‘বাই চয়েস’ আমরা বিধানে পড়ে গেছি, কাফিরদের অনুকরণকে বেছে নিয়ে লাঞ্ছনাকে বরণ করেছি। আমরাই জুলুম করেছি নিজেদের ওপর, দীনের ওপর, নবীজীর শিক্ষা ও সুন্নাতের ওপর, এজন্যই আজ চারদিকে অপমানের সুর। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালিমীন।

ওম pdf – স্মরণজিৎ চক্রবর্তী Om pdf by Smaranjit Chakraborty

আল্লাহ তাঁকে পাঠালেন সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে। মুসলিম-অমুসলিম সকলের জন্য রহমত হিসেবে। কাফির-মুশরিক-যিন্দীকরা তো তাঁর ওপর জুলুম করলোই, এমনকি আমরা মুমিনরাও কম করলাম না। তাঁর চরিত্র হনন করে পশ্চিমারা যে পরিমাণ বইপত্র রচনা করেছে, এত বেশি রচনা বোধহয় অন্য টপিকে নেই। আর আমরা সুন্নাত হনন করে আধুনিক সেজে যে পরিমাণ আত্মতৃপ্তি পেয়েছি, এতটা বোধহয় অন্য কিছুতে পাইনি। ওরা সীরাতের ওপর জুলুম করেছে, আর আমরা জুলুম করেছি সুন্নাতের ওপর। সুন্নাতকে আমরা এমনভাবে ছেড়েছি, আজ সুন্নাত দেখলে ‘প্রেমের বদলে ভয়’, ‘ভক্তির বদলে যুক্তি’ আর ‘গ্রহণের বদলে বর্জনের ফতোয়া’-এর কথা মনে আসে। আহ… সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।

এই বইটা লেখা শুরু করেছিলাম ‘ডাবল স্ট্যান্ডার্ড’-এরও আগে। আগের মতো এটাতেও সবার জন্যই খোরাক রয়েছে ইন শা আল্লাহ। জাস্ট একটু ভাবাতে চাই, মুসলিম-অমুসলিম, বিশ্বাসী-অবিশ্বাসী সবাইকে। কী ভাবলেন তা মুখ্য নয়, শুধু একটু ভাবাতে পারলেই চলে। যা ইচ্ছা ভাবেন। শুরুতেই সম্পাদকদ্বয়কে শত ব্যস্ততার মাঝেও সময় দেবার জন্য আল্লাহ জাল্লা শানহু তাঁর শান মোতাবেক তাদেরকে বদলা দিন। আরও অন্তর থেকে দুআ প্রিয় সহকর্মী ডা. শামীম রেজা-র জন্য, শুরু থেকেই যাঁর প্রত্যক্ষ নির্দেশনায় কাজ এগিয়েছে, একটু একটু করে লিখে যাচাই করে নিয়েছি আমার উপলব্ধির শুদ্ধাশুদ্ধি। বন্ধুপ্রতিম সহকর্মীর ‘২০০৮ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে ১ম হওয়া’ মগজটির উপর আমার আস্থা ছিল আমার নিজের চেয়ে বেশি।

বই লেখায় আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি iHadis অ্যাপটি থেকে। এর সুবাদে বিভিন্ন হাদিসের অনুবাদ এবং তথ্যসূত্র সংগ্রহ আমার জন্য সহজ হয়েছে, আপনাদেরও খুঁজে পেতে সহজ হবে। তবে অ্যাপটিতে শায়খ আলবানী রহ.’র তাহকীকের সাথে সাথে পূর্ববর্তী মুহাক্কিকগণের তাহকীকগুলো সংযুক্ত করে দেওয়া হলে এর উপকারিতা আরও ব্যাপক এবং বিস্তৃত হত। অ্যাপটির কলাকুশলীগণের জন্য আন্তরিক শুভকামনা এবং এগিয়ে যাবার দুআ রইল। আর একটি গ্রন্থের কৃতজ্ঞতা স্বীকার না করলে আমাদের ভূমিকা পূর্ণতা পাবে না।

কিতাবটি হলো খ্যাতনামা প্রকাশনী মাকতাবাতুল বায়ান প্রকাশিত এবং শ্রদ্ধেয় জিয়াউর রহমান মুন্সী অনূদিত “সীরাতুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ” গ্রন্থটিতে নবীজীবনের সহীহ সনদে প্রাপ্ত ঘটনাগুলো খুব সুন্দরভাবে সন্নিবেশিত হয়েছে। গ্রন্থটি আমার খুবই কাজে এসেছে। আল্লাহ এই গ্রন্থের লেখক, অনুবাদক ও প্রকাশককে কবুল করুন এবং দীনের খেদমতে বেশি থেকে বেশি নিবেদিত থাকার তাওফিক দান করুন। আমীন।

কষ্টিপাথর pdf বই Koshtipathor pdf বইটি শুরু করার আগে কিছু কথা না বললেই নয়।
অবিশ্বাসীরা যা ইচ্ছা বলতে পারে। তবে ‘সুন্নাতের বৈজ্ঞানিক ভিত্তি’ কথাটা কোনো বিশ্বাসীর মুখে মানায় না। কথাটা হবে ‘বিজ্ঞানের দৃষ্টিতে সুন্নাতের ব্যাখ্যা’ বা ‘মানবজ্ঞানের আলোকে সুন্নাতের ব্যাখ্যা’ বা ‘বিজ্ঞানের সুন্নাতভিত্তিক ব্যাখ্যা’। সুন্নাতের তুলনা চলে পরিণত বৃদ্ধের সঙ্গে, যার মনন পরিপূর্ণ, সিদ্ধান্ত সুপরিপক্ক, যুক্তি পূর্ণাঙ্গ (কেননা তা মূলত সুয়ং মহান প্রতিপালক আল্লাহ তাআলা থেকে উৎসারিত’, এতে সংযোজন-বিয়োজনের কোনো অবকাশ নেই)। আর বিজ্ঞান হলো শিশুর মতো, যার এখনও অনেক কিছু দেখা বাকি, যার মনন এখনও গঠন হচ্ছে, সিদ্ধান্ত পরিবর্তনশীল, প্রক্রিয়া চলমান, যুক্তি ইন্দ্রিয়ের সীমায় আবদ্ধ।

শিশুকে ভিত্তি করে বৃদ্ধের সিদ্ধান্ত পর্যালোচনা হাস্যকর। বরং বৃদ্ধের সিদ্ধান্তের কতটুকু শিশুর মস্তিষ্কে ধরে সেটা আলোচনার বিষয় হতে পারে। বিজ্ঞানকে দলিল মেনে পবিত্র সুন্নাতকে কাঠগড়ায় তোলা নিঃসন্দেহে ধৃষ্টতা। মানুষ এ পর্যন্ত তার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সর্বকল্যাণময় সুন্নাতের যেটুকু কল্যাণ উপলব্ধি করেছে তাই এ বইয়ের আলোচ্য বিষয়। ‘সুন্নাতগুলো বিজ্ঞানসম্মত কি না’–এ বিচার কম করা হয়নি। সুন্নাতের বিচার নয়, আজ বিজ্ঞানের বিচার করতে বসেছি আমরা; আর যারা সেক্যুলার বিজ্ঞানে ঈমান এনেছে, তাদেরও।

ডা. শামসুল আরেফীনের কষ্টিপাথর pdf বই Koshtipathor pdf ডাউনলোড করুন এখান থেকে ও কষ্টিপাথর pdf বই Koshtipathor pdf পড়ুন এখান থেকে

Be the first to comment

Leave a Reply