রেল মানুষের তদন্তকথা ২ PDF – তুষার সরদার Railmanusher Tadantakotha 2 PDF – Tushar Sardar

রেল মানুষের তদন্তকথা ২ PDF - তুষার সরদার Railmanusher Tadantakotha 2 PDF - Tushar Sardar

তুষার সরদার এর Railmanusher Tadantakotha 1 PDF রেল মানুষের তদন্তকথা ১ PDF এর পর আপনাদের সাথে শেয়ার করা হলো Railmanusher Tadantakotha 2 PDF  রেল মানুষের তদন্তকথা ২ Railmanusher Tadantakotha 2 PDF ডাউনলোড করুন।

রেল মানুষের তদন্তকথা ২ PDF - তুষার সরদার Railmanusher Tadantakotha 2 PDF - Tushar Sardar

ভারতীয় রেল পৃথিবীর অন্যতম বড়ো কোম্পানি। ভারতীয় রেলের নিজস্ব নানারকম সমস্যার জন্য আছে নিজস্ব তদন্ত-বিভাগ। লেখক সেই বিভাগের একজন তদন্তকারী আধিকারিক হিসাবে নিজের চোখে দেখা নানা ঘটনার ভিতর থেকে আরও ১১টি গল্পের মতো কাহিনিকে এখানে মলাটবদ্ধ করলেন।

Railmanusher Tadantakotha 2 PDF নিবেদন

ভারতীয় রেলওয়েজে পদাধিকার সূত্রে অতি দীর্ঘ সময় ধরে অজস্র মানুষের একান্ত ঘনিষ্ঠ সম্পর্কে আমাকে আসতে হয়েছে। তদন্তের সুত্রে ঢুকে পড়তে হয়েছে তাদের নিতান্ত ব্যক্তিগত পরিসরে। চলে গেছি তাদের হৃদয়ের একান্ত কাছে। অজান্তেই ভালোবেসেছি সাধারণ মানুষকে। মানুষকে ভালোবাসার শিক্ষা পেয়েছি আমার মায়ের কাছ থেকে । হৃদয়ভরে তৃপ্তি পেয়েছি মানুষ ভালোবেসে। Railmanusher Tadantakotha 2 PDF

আমার তদন্তক্ষেত্র শুধু রেলকর্মচারীর অপরাধ, মিথ্যাচার ইত্যাদি নির্ণয়েই সীমাবদ্ধ থাকত না। সেসবের যথোপযুক্ত প্রতিকারও করতে হত। এ ব্যাপারে রেলওয়েজ সার্ভিস কনডাক্ট রুল মেনেই যা কিছু করার সবই করা যেত। শুধুমাত্র রেলকর্মচারী নয়, তাদের পরিজনরাও বিভিন্ন কারণে অনেক সময় তদন্তের আওতায় চলে আসত। সেই রেলকর্মচারীরা মৃত বা জীবিত উভয়ই হওয়া সম্ভব ছিল। সেসব ক্ষেত্রে গভীর বিস্ময়ে দেখতাম মানুষের হৃদয় কত না বিচিত্র বর্ণের হতে পারে। এখানে সেই বর্ণময়তা সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করেছি। তাতে কতটা সফল হলাম, তা শুধু বলবেন শ্রদ্ধেয় পাঠক মহোদয়।

মানুষের হৃদয়ের বিচিত্র কথা বিবৃত করা এক অনবশেষ প্রচেষ্টা। দেখা গেছে মানুষের তুলনায় মানুষীই বেশি বিচিত্র, গভীর, মুগ্ধতাসৃজক এবং ত্রাসক হয়ে থাকে। মানুষের মধ্যে যেমন দেবোত্তর গুণের অধিষ্ঠান দেখেছি, তেমনই দেখেছি ঘৃণ্য প্রবৃত্তির অবস্থান। তবুও সেই মানুষই পেরেছে মহান মানবত্বের এক সুস্পষ্ট সংজ্ঞা সৃষ্টি করতে।
মানুষকে জানার মধ্যে এক নৈর্ব্যক্তিক আনন্দধারা আছে, তৃপ্তির অবগাহ আছে। ঈশ্বরসন্ধানের মতোই মানবসন্ধান চিত্তকে ঋদ্ধ করে তোলে। মানবত্ব সম্পর্কে জানতে চাওয়া বা জানতে যাওয়ার কোনো বিধিবদ্ধ মার্গের অস্তিত্ব নেই। এটা এক দীর্ঘ উপজ সাধনার পথ। এপথের একমাত্র পাথেয় হল মানবপ্রেম। সেই পাথেয় নিয়ে যে পথ চলেছিলাম, এসব সেই পথ চলার ইতিবৃত্ত।

এই গ্রন্থের প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বও বিপুলভাবে সদাশয় পাঠকের আগ্রহধন্য হবে এই বিশ্বাস ও আশা বুকে রেখেছি।
ডিসেম্বর ২০২১
বিনত
তুষার সরদার

Railmanusher Tadantakotha 2 PDF সূচীঃ

ছিন্ন তন্ত্রী ১১
বৈশাখে, এক কৃষ্ণচূড়া ২৫
বিচারের বাণী নিভৃতে নীরবে… ৩৯
মৃত্যুর গন্ধ অম্রেয় ৫৩
থির বিজুরি ৬৭
ঈশ্বরের দেখা ৮২
বিশ্বাস খুনের কাহিনি ৯৬
মৃত্যু ও নারী ১১২
সে আমার ছোটো বোন… ১২৭
হে মহাজীবন ১৪৫
মানুষের কাছে ১৬০

Railmanusher Tadantakotha 2 PDF নমুনাঃ

ইস্টার্ন জোনের এক অন্যতম রেলওয়ে ডিভিশনাল হেডকোয়ার্টার শিয়ালদহ। প্রায় আড়াই হাজার মানুষ এখানে কাজ করেন। দিনের বেলার কলগুঞ্জনে মুখর বিশাল অফিস এখন স্তব্ধ। নিয়মমাফিক সাড়ে ছ-টায় পুরো অফিস ছুটি হয়ে যায়। প্রকৃতপক্ষে আরও আগে থেকেই অফিস খালি হয়ে যেতে থাকে। গতানুগতিক ধারা অনুযায়ী সাড়ে পাঁচটা বাজবার পর থেকেই সাধারণ কর্মচারীরা একে একে চলে যেতে থাকে। সাড়ে ছ-টা বাজার আগেই পুরো অফিসবিল্ডিং প্রায় খালি হয়ে যায় বলা চলে। এখন সাতটা পনেরো বাজে।
এখনও অফিস ছেড়ে বেরোনো হয়নি। আমার পদমর্যাদা অনুযায়ী সম্পূর্ণ নিজের দায়িত্বে কাজ করতে হয়। আমার অফিস ছাড়ার নির্দিষ্ট সময় বলে কিছু নেই। কবে অফিসে থাকব, কখন অফিসে ঢুকব, কখন বেরোব তার কোনো ঠিক থাকে না। শনি-রবির মতো সাপ্তাহিক ছুটির দিন বলেও আমার কিছু নেই।

এমন অসময়ে ফোনটা বেজে উঠল। হাত বাড়িয়ে রিসিভারটা তুলে কানে ঠেকাতে বিভাগীয় প্রধানের গলা ভেসে এল, একবার আমার ঘরে আসুন। উনি ডাকছেন এই সওয়া সাতটার সময়। আমি যে এখনও অফিসে আছি সেটাই বা জানলেন কী করে? যাইহোক, মনে হচ্ছে বেশ জরুরি কিছু ব্যাপার আছে। ফাইল বন্ধ করে উঠে পড়লাম।
বিভাগীয় প্রধানের চেম্বারে ঢুকে দেখা গেল ল্য সেকশনের এবং সেটেলমেন্ট সেকশনের কয়েকজন কর্মচারী দাঁড়িয়ে আছে। কিন্তু এরা এখন এখানে কেন। এদের বেশির ভাগই তো রোজই নির্দিষ্ট সময়ের অর্থাৎ সাড়ে ছ-টার আগেই অফিস ছেড়ে চলে যায় বা পালিয়ে যায়। এখন অবশ্য দাঁড়িয়ে থাকা সবাইকেই বেশ উদ্‌বিগ্ন মনে হল।  Railmanusher Tadantakotha 2 PDF

Railmanusher Tadantakotha 2 PDF download link

Read Online

Be the first to comment

Leave a Reply