শিলং জেলের ডায়েরি pdf – সুরমা ঘটক Shilong Jeler Diary pdf – Surama Ghatak

শিলং জেলের ডায়েরি pdf - সুরমা ঘটক Shilong Jeler Diary pdf - Surama Ghatak

শৈশবের ডায়েরি পড়ে যারা অভ্যস্ত তারা সুরমা ঘটক এর Shilong Jeler Diary pdf শিলং জেলের ডায়েরি pdf পড়বেন না তা তো হতে পারে না। শিলং জেলের ডায়েরি pdf download করে পড়ে নিতে পারেন। Shilong Jeler Diary pdf সুরমা ঘটকের অনবদ্য এক আত্মজীবনী।

শিলং জেলের ডায়েরি pdf - সুরমা ঘটক Shilong Jeler Diary pdf - Surama Ghatak

Shilong Jeler Diary pdf ভূমিকা

বেশ কয়বছর বীরভূমে সাঁইথিয়ায় একটি স্কুলে চাকরি করেছি। প্রায়ই যেতাম শান্তিনিকেতন ও কলকাতা। সর্বদাই দেখতাম স্টেশনে ও ট্রেনে ভিখারির ভিড়, বহু ছেলে-মেয়ে-বৃদ্ধ বিভিন্ন রকম গান গেয়ে ভিক্ষা চাইছে। ফেরিওয়ালাদের আনাগোনা – এরই মধ্যে কামরা ভর্তি মেয়েরা চাল নিয়ে যেত। ওদের ঠাসাঠাসি ভিড়ে আমরা বসবার জায়গা পেতাম না।

পুজোর ছুটিতে ট্রেনে যাবার সময় দেখতাম সবুজ মাঠে ঢেউ খেলে যাচ্ছে, নীল আকাশে সাদা মেঘের ভেলা – সবার মন উৎসবের স্বপ্নে উদ্বেল – ঐ মেয়েরা তখন চাল নিয়ে যেত। … এই চাল বিক্রি করে ফিরে এসে দু-মুঠো খাওয়ার ব্যবস্থা করবে, মুসলমান মেয়েরা ফিরে এসে ঈদের উৎসব করবে। ট্রেনে যেতে যেতে দেখতাম খিদে পেলে ঐ চালই এক মুঠো মুখে দিয়ে মিষ্টি সুন্দর চালের স্বাদে মুখটা ভরিয়ে নেয়। Shilong Jeler Diary pdf

আকাশে বাতাসে আগমনীর সুর…. পুলিশ পার্টি এসে লাঠি দিয়ে মেয়েদের গুঁতো দিয়ে জিজ্ঞেস করত “দু’ কেজির বেশি আছে?” সমস্বরে মেয়েরা বলত “না, না”, এবং প্রত্যেকে কুড়ি পয়সা করে বের করে দিত। পুলিশ পয়সা নিয়ে চলে যেত। দু’ কেজির বেশি চাল নিয়ে যাবার নিয়ম নেই, পুলিশ জানে দু’ কেজির বেশি আছে, মেয়েরাও জানে কি করতে হবে।

এরপর আসত ছিনতাই পার্টি (বেকার যুবক)। ওরাও লাঠি দিয়ে আবার গুঁতো দিত, একই প্রশ্ন করত, মেয়েরা আবার কুড়ি পয়সা করে বের করে দিত। হাওড়া বা শিয়ালদা পৌঁছবার আগেই মেয়েরা চাল নিয়ে নিয়ে নেমে পড়ত। আমরা নির্দিষ্ট সময়ের পরে কোনোরকমে এসে পৌঁছতাম। এদের দেখে বহু বছর আগের শিলং জেলে দেখা চোর, খুনি পাগলি ও পতিতা মেয়েদের কথা সর্বদাই মনে পড়ত।

সাঁইথিয়ায় বাড়িতে বাড়িতে কাজ করত যে ঝিয়ের মেয়েরা কাজ করতে করতে তাদের বিয়ের দিনই ফ্রক ছেড়ে শাড়ি পরে বিয়ে হতো। এক বছর বা অল্প কিছুদিন পরেই অনেক মেয়ে ফিরে এসে বলত ‘বর নেয় না।’ অনেকের আবার কোলে একটি ছেলেও এসে যেত। জীবিকানির্বাহের জন্য আবার ঐ মেয়েরা বাড়ি বাড়ি কাজ শুরু করত। অনেকের অবশ্য আবার বিয়েও হতো। আমার বার বার মনে পড়ত শিলং জেলে দেখা ঐ খাসিয়া-নেপালি মেয়েদের কথা — যারা জীবিকানির্বাহের জন্য বেছে নিয়েছিল বিভিন্ন পথ। প্রায় দুটি বছর ঐ মেয়েদের মধ্যে থেকে তাদের জানবার, চিনবার ও বুঝবার সুযোগ পেয়েছিলাম।

এরপর বহু বছর পেরিয়ে গেছে, আমি অকুণ্ঠিত চিত্তে ঐ সমস্ত মেয়েদের কথা সবার সমক্ষে তুলে ধরছি। তরুণী বয়সে যে সমাজের স্বপ্ন দেখেছিলাম – সেই সমাজ আজও গড়ে ওঠেনি। আজ মহানগরীর রাজপথে পথে মেয়েদের মিছিল- আন্দোলনের নয়— জীবনের। জীবনে বেঁচে থাকাটাই তো সবচাইতে বড়। তাই মেয়েরা সংসার পেতেছে খোলা আকাশের নিচে ফুটপাতে রান্না, শোয়া, শিশু প্রতিপালন চলছে – শীত-গ্রীষ্ম-বর্ষা, ঝড়-ঝঞ্ঝা-তুফান, খরা-ব্যা-দুর্ভিক্ষের পরিক্রমায়।

স্বাধীনতা দিবসের ভোরে প্রতি বছর পতাকা উত্তোলন করা হয়। দুঃখ, দারিদ্র্য, অশিক্ষার গ্লানিতে ভরা – আমাদের দেশের অধিকাংশ মেয়েদের জীবন এমনি ভাবেই চলে। সমাজতন্ত্রে নারী সংক্রান্ত প্রশ্নের সমাধান গোটা সমাজেরই কাজ, এবং তা সর্বদাই রাষ্ট্রের করণীয় বিষয় বলে গণ্য করা হয়েছে।
লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত আমাদের দেশের নারী সমাজকে সুখ, সমৃদ্ধি ও উন্নতির পথে নিয়ে যাবার জয়যাত্রায় উদ্বুদ্ধ করতে হবে। এই নারীসমাজ হবে নতুন সমাজ গড়ে তুলবার অন্যতম কারিগর ও স্রষ্টা। Shilong Jeler Diary pdf
আমাদের দেশে নতুন সমাজ ও সমাজতন্ত্র কি অনেক দূরে ?

স্বাধীনতার চল্লিশ বছর পর বারবার মনে হয়েছিল সম্পূর্ণ লেখাটি প্রকাশ হওয়া প্রয়োজন। হঠাৎই গল্প লেখক ও নাট্যকার ঐজোৎস্নাময় ঘোষ পরিচয় করিয়ে দিলেন ‘প্রতিভাস’-এর বীজেশ সাহার সঙ্গে। বীজেশ সাহা লেখাটি ছাপাতে রাজি হলেন। হঠাৎই খুলে গেল আকাশের এই সুনীল ঢাকনা। সমাজের নিচুতলার মানুষেরা জনসমক্ষে প্রকাশিত হবে। প্রমান বীজেশ সাহাকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বইটি আবার ছাপা হলো অনুষ্টুপ থেকে। অনুষ্টুপের কর্মিদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞ শ্রবরেন দত্তের কাছে। অনুষ্টুপের পক্ষ থেকে তিনিই বারবার আমার কাছে এসে যোগাযোগ করেছেন। Shilong Jeler Diary pdf
সমস্ত লেখাটি হেমাঙ্গদা পড়েছিলেন। সিলেট, শিলং, আসামের পরিপ্রেক্ষিতে তিনি ছিলেন আমার পরমাত্মীয়। তাঁর সঙ্গে একটা যুগ শেষ হয়ে গিয়েছে। শ্রদ্ধা ও বেদনার সঙ্গে তাঁকে স্মরণ করছি ।

Shilong Jeler Diary pdf download link

Download / Read Online

Be the first to comment

Leave a Reply