হিমানীশ গোস্বামীর Darjeeling Songi pdf দার্জিলিং সঙ্গী pdf ডাউনলোড করুন ও Darjeeling Songi pdf দার্জিলিং সঙ্গী pdf পড়ুন।
Darjeeling Songi pdf দার্জিলিং সঙ্গী pdf নমুনাঃ
দার্জিলিং-এর নাম আমার ছোটবেলা থেকেই শোনা। জায়গাটা যে আশ্চর্য সব দৃশ্যে ভরা তা গ্রামে থেকে কখনও পাহাড় না দেখেই নানা আলোচনা থেকে, কিছু বইতে পড়ে এবং বাকিটা কল্পনার সাহায্যে একরকম বুঝে নিয়েছিলাম। বাবার (পরিমল গোস্বামী) কাছে মাঝে মাঝেই আমরা দার্জিলিং-এর কথা শুনেছি—এবং তিনি খুব বাছ বিচার করে কথা বলতেন, এবং কখনও কোনো বিষয়ে উচ্ছসিত হতে তিনি পারতেন না, কেবল তিনটি বিষয় ছাড়া। এই তিনটি বিষয় হল তাঁর পিতা বিহারীলাল, রবীন্দ্রনাথ এবং দার্জিলিং। প্রথম দুটি বিষয় এখন বাদ দেওয়া গেল। দার্জিলিং সম্পর্কে তিনি যখন বলতেন তখন হঠাৎ তাঁর স্বাভাবিক সমালোচনা প্রিয়তা কপূরের মত উঠে যেত।
রোমহর্ষক অলৌকিক কাহিনী pdf – হিমানিশ গোস্বামী Romaharshak Aloukik Kahini pdf – Himanish Goswami
তিনি নরম হয়ে বলতেন, দার্জিলিং একটা আশ্চর্য এবং অসম্ভব ব্যাপার। ওর বর্ণনা দেওয়ার সাধ্য তাঁর নেই। তবে সাধ্য না থাকলেও যথেষ্ট চেষ্টা করতেন তিনি— এবং কেউ কোথাও ছুটিতে বেড়াতে যেতে চাইলে তিনি বলতেন, একবার দার্জিলিংটা ঘুরে এসো। বেশ ছোটবেলায়, তিনি দার্জিলিং-এ গিয়েছিলেন এক বন্ধুর সঙ্গে। সে অনেক দিনের কথা— ১৯১৩ সাল, আজ থেকে প্রায় সত্তর বছর আগে। সে সময় দার্জিলিং-এর চেহারা কেমন ছিল আমার জানা নেই— কিন্তু দার্জিলিং এর উত্তরের আশ্চর্য সব পর্বত শিখর, ঝক ঝকে সকালের রোদ্দুরে যা স্বর্ণ বর্ণ এবং প্রতি মুহূর্তে যার রঙ আকাশের সঙ্গে পাল্লা দিয়ে বদলে বদলে যায়, শান্ত পাইন গাছের ভেতর দিয়ে যার চেহারা আজও দেখা যায়, তার কোনরকম পরিবর্তন হয়নি।
প্রায় সত্তর বছর আগেও সে দৃষ্ট যেমন আশ্চর্য ছিল, আজও তেমনি আছে, এবং গুরুতর কোনো কিছু না ঘটলে আরও সত্তর বছর এরকমই থাকবে। আরও একটু পিছিয়ে যাওয়া যাক। সত্তর বছর নয়- সত্তর হাজার বছর। এবং এই সঙ্গে আরও একটু এগুনো যাক—সেদিকেও সত্তর হাজার বছর ধরে নেওয়া যাক। খুব যে একটা পরিবর্তিত অবস্থা ছিল সত্তর হাজার বছর আগে তা মনে হয়না। আর আগামী সত্তর হাজার বছরেও হিমালয় হিমালয়ই থাকবে, হিমালয়ের অন্তত উপরের মহলে কোনো পরিবর্তন বিশেষ হবে বলে মনে হয়না। তখনও থাকবে এই দার্জিলিং বলে জায়গাটি কিংবা হয়ত ধ্বসে বা প্রাকৃতিক দুর্যোগে ভেঙে চুরে শেষ হয়ে যাবে, এখানে মানুষ হয়ত আর থাকতে পারবেনা।
কিন্তু সামনের ঐ যে পর্বত শিখরগুলি, ওরা নিশ্চয় ঠিক ঐ ভাবেই থাকবে মাথা উঁচু করে। ঠাণ্ডা মাথায় পর্বত শিখরগুলি তাকিয়ে দেখবে মানুষের পরিবর্তন, মানুষের হাসি, খেলা, দুঃখ এবং মৃত্যু। মহাকালের মত হিমালয় পর্বত থাকবে ১৫০০ মাইল জুড়ে ভারতবর্ষের উত্তরে দেয়াল হয়ে দাঁড়িয়ে। এই হিমালয়কে কালিদাস বর্ণনা করেছিলেন এভাবে :
আছে উত্তর দিশি দেবাত্মা ধরিয়া
হিমালয় নামে ওগো সারা নগ সেরা যে,
পূব পশ্চিম ভিতে পয়োধিতে পড়িয়া
পৃথ্বী মাপারি যেন দাঁড়ি হেন সে রাজে!
কুমার-সম্ভব অনুবাদ করেছিলেন আমরা ঠাকুর্দা বিহারীলাল। বিহারীলাল মারা যান ১৯৩১ সালে। রবীন্দ্রনাথ তাঁর মৃত্যু সংবাদ পান দার্জিলিং-এ থাকার সময়। তিনি বাবার কাছে একটা চিঠি লেখেন। ঐ সময় আমি খুবই ছোট। কিন্তু বাড়িতে তখন প্রায়ই ঐ কথা নিয়ে আলোচনা হত বলে আমার যেন মনে পড়ে । রবীন্দ্রনাথের নাম তার আগেই আমি নিশ্চয় শুনেছিলাম, কিন্তু দার্জিলিং এর নাম ঐ আমার প্রথম শোনা। নামটা অদ্ভুত বলে মনে হয়েছিল, এবং আমার মনে আছে আমরা কয়েকজন শিশু বিনা কারণেই দার্জিলিং – দার্জিলিং বলে চিৎকার করে অসম্ভব এক আনন্দ পেতাম। দার্জিলিং যে কি, কোথায়, কেন এসবের কোন কিছুই আমাদের ধারণায় ছিলনা।
বড়দের কেউ সে ধারণা দিতেও চাননি, কিন্তু বহুদিন আমার মনে মাঝে মাঝেই দার্জিলিং কথাটি এসে উদয় হত এবং আমি গুণ গুণ করে আপনমনে দার্জিলিং- দার্জিলিং উচ্চারণ করতাম। কুমারসম্ভবে হিমালয়ের বর্ণনা আরও আছে :
যাঁরে বাছুরের মত ধরি’ যত পাহাড়ে—
দোহন কুশল মেরু দোহাল সে হইল,
কত-না মহৌষধি, রতনো কি বাহা রে,
পৃথু-মতে ক্ষিতি হ’তে দুহিয়া যে লইল ৷
অগণিত মণি নিত’ খনি যার বিতরে,
হিমানীতে কি হানিতে পারে তাঁর সুষমা?
এক্-ই দোষ ডুবে’ যায় শত গুণ ভিতরে
ষোলকলা শশি-কোলে কলঙ্ক উপমা।
Darjeeling Songi pdf download link
Download / Read Online
Leave a Reply
You must be logged in to post a comment.