বুনো হাঁসের সন্ধানে pdf – হিমানীশ গোস্বামী Buno Hnaaser Sondhane pdf – Himanish Goswami

বুনো হাঁসের সন্ধানে pdf – হিমানীশ গোস্বামী Buno Hnaaser Sondhane pdf - Himanish Goswami
বুনো হাঁসের সন্ধানে pdf – হিমানীশ গোস্বামী Buno Hnaaser Sondhane pdf - Himanish Goswami

হিমানীশ গোস্বামীর Buno Hnaaser Sondhane pdf বুনো হাঁসের সন্ধানে pdf ডাউনলোড করুন ও Buno Hnaaser Sondhane pdf পড়ুন।

বুনো হাঁসের সন্ধানে pdf – হিমানীশ গোস্বামী Buno Hnaaser Sondhane pdf - Himanish Goswami
বুনো হাঁসের সন্ধানে pdf – হিমানীশ গোস্বামী Buno Hnaaser Sondhane pdf – Himanish Goswami

Buno Hnaaser Sondhane pdf বুনো হাঁসের সন্ধানে pdf কাহিনিঃ

মানীশ গোস্বামীর সজীব কলমের চার-চারটি সুদীর্ঘ ও বিচিত্রস্বাদ কাহিনী নিয়ে এই আকর্ষক কিশোরগ্রন্থ।হস্য-রোমাঞ্চ আর চমক-চাতুর্যের সঙ্গে কৌতুকসিদ্ধ ভঙ্গির এক উপভোগ্য মিশেল প্রায় প্রতিটি গল্পে। নাম-কাহিনীর প্রধান আকর্ষণ লেখকসৃষ্ট দুই জনপ্রিয় রহস্যসন্ধানী – গোয়েন্দা দে এবং গোয়েন্দা দাঁ। পঁয়ষট্টি ছাড়ানো বয়েস, কারও হাঁটুতে, কারও-বা কোমরে বাত ; তবু অটুট-উৎসাহী এই গোয়েন্দাজুটি এক তরুণবয়সী ব্যক্তির উপর মারাত্মক আক্রমণের জটিল রহস্য কী আশ্চর্য তৎপরতায় ভেদ করলেন তাই নিয়েই ‘বুনো হাঁসের সন্ধানে’।
মৌমাছি বিষয়ে গবেষণারত এক বৈজ্ঞানিকের বিচিত্র নানান আবিষ্কার নিয়ে এক অদ্ভুত চমকপ্রদ এবং অনেকটাই কল্পবিজ্ঞানধর্মী গল্প ‘ভয়ঙ্কর বাংলো’। মূল্যবান এক সম্পদের উত্তরাধিকার নিয়ে লেখা ‘গুরুনারায়ণের সঙ্কেত’, যেখানে সাংকেতিক লিপির বুদ্ধিদীপ্ত পাঠোদ্ধার। এ-ছাড়াও রয়েছে ‘বাঘের ডাক’। বাঘের ডাকের আড়ালে এক ভণ্ড সাধুর প্রতারণার উপর ভিত্তি করে দারুণ রোমহর্ষক কাহিনী।

Buno Hnaaser Sondhane pdf সূচীপত্র

বুনোহাঁসের সন্ধানে ৯
বাঘের ডাক ৫৪
গুরুনারায়ণের সংকেত ৭৭
ভয়ংকর বাংলোয় ৯৫

Buno Hnaaser Sondhane pdf ভূমিকা

বুনো হাঁসের সন্ধানে উপন্যাসটি প্রকাশিত হয়েছিল দক্ষিণী বার্তা-য় ১৯৮৫ সালে, বাকি তিনটি ছোট উপন্যাস প্রকাশিত হয়েছিল আনন্দমেলায়। গুরুনারায়ণের সঙ্কেত ১৯৮৬-তে, বাঘের ডাক ১৯৮৭-তে এবং ভয়ংকর বাংলোয় ১৯৮৭-তে। আনন্দমেলার সম্পাদক নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং পরবর্তী সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় আমার অনেকগুলি ছোট উপন্যাস প্রকাশ করেছেন। এঁদের উৎসাহ না থাকলে আমার উপন্যাস লেখাই হত না।

মা, মা, মা এবং বাবা pdf – আরিফ আজাদ Ma Ma Ma Ebong Baba pdf – Arif azad

বুনো হাঁসের সন্ধানের দুই গোয়েন্দা, বয়স অনেক। একজনের নাম গোয়েন্দা দে, অন্যজনের নাম গোয়েন্দা দাঁ। এই গোয়েন্দা দু-জন অসম্ভব কিছু করেন না ৷ অসম্ভব কিছু করার ক্ষমতাও নেই। এঁদের নিয়ে আমি এর আগে এবং পরে বেশ কয়েকটি লেখা লিখেছি। বাকি লেখাগুলির বিষয়বস্তু কোনটার পটভূমিকা অপরাধ, কোনটা প্রায় কল্প-বিজ্ঞান, যেমন ভয়ংকর বাংলোয় দেখা যাবে। তবে কোনও লেখাতেই সম্পূর্ণ অসম্ভব কিছু জ্ঞাতসারে আমদানি করিনি বলেই আমার বিশ্বাস।

এই সমস্ত লেখাই কিশোর এবং কিশোরীরা মজা পাবেন এটা মনে করেই রচিত। ভয়ংকর বাংলো-র মজাটা একটু অন্যরকম। পড়লেই সেটা বোঝা যাবে। বইটি প্রকাশের জন্য আনন্দ পাবলিশার্সের বাদল বসুকে আমার ধন্যবাদ জানাই।
হিমানীশ গোস্বামী

Buno Hnaaser Sondhane pdf নমুনাঃ

গোয়েন্দা দাঁ-য়ের বন্ধু শিবশঙ্কর সাধুর ছেলে অবিনাশ লক্ষ্ণৌয়ে সরকারী চাকরি করতে করতে বদলি হয়ে কলকাতায় আসার দিন পোনের পর গোয়েন্দা দাঁয়ের বরানগরের বহুতল ফ্ল্যাটে গিয়ে ঘন্টি বাজালো। অবিনাশের বয়স চল্লিশের উপর। সে কলকাতায় নিউ আলিপুর অঞ্চলে একটা ফ্ল্যাট নিয়েছে। অফিস থেকেই বন্দোবস্ত করে দিয়েছে। তার হাতে একটা ছোট প্যাকেট। দেখেই মনে হয় উপহার দ্রব্য কিছু হবে। দরজা খুলে দিলেন দাঁ-গৃহিণী। সঙ্গে সঙ্গে অবিনাশের প্রণাম এবং কুশল বিনিময়। দাবা খেলতে খেলতে গোয়েন্দা দাঁ এমন তন্ময় হয়েছিলেন যে তাঁর চোখ এদিকে পড়ল না মোটেই। দরজার ঘন্টাও তাঁর কানে যায়নি মনে হল। এই সময় তাঁর একটা ঘোড়াকে গোয়েন্দাদের বোড়ে এমনভাবে ঠেসে ধরেছে যে পালাবার কোনও উপায় দেখা যাচ্ছে না।

অন্য কোনও মারাত্মক চাল দিয়ে এই ঘোরতর বিপদটা কাটিয়ে ওঠা যায় কিনা তিনি ভাবছেন । গোয়েন্দা দে অবশ্য ভাবছেন গোয়েন্দা দাঁয়ের কোনও আশা নেই। একটা ঘোড়া বোড়ের ঘায়ে ধরাশায়ী হলে শেষ পর্যন্ত হারতেই হবে গোয়েন্দা দাঁ-কে। এই সময় বাইরের কেউ এসে দরজায় ঘন্টা বাজানোয় গোয়েন্দা দে তাঁর কোমরে হাত বুলোতে বুলোতে ভাবলেন, এই রে, খেলাটা মাটি না হয়। কোমরের সেই পুরনো বাতের ব্যথাটা এই সময়ে কন্ কন্ করে উঠল তাঁর।

গোয়েন্দা দে পাশের ফ্ল্যাটেই থাকেন। বছর দু’য়েক হয়ে গেল তাঁরা এই ফ্ল্যাটে এসেছেন। মোটামুটি মন্দ নয় জায়গাটা। লিফটে করে নেমে চার পাঁচ মিনিট হাঁটলেই বরানগর বাজার, আর এদিকে গঙ্গাও চার পাঁচ মিনিটের হাঁটা পথ। সকালে প্রায় দু-জনে মিলে গঙ্গার হাওয়া খেতে বেরোন। কখনও কখনও সুবিধেমতো নৌকো পেয়ে গেলে তাতে চড়ে বসে ঘন্টা খানেক কি দেড়েক ঘুরে আসেন। গোয়েন্দা দেখলেন অবিনাশ তাঁদের দিকেই আসছে। তিনি অবিনাশকে চিনতেন। বছর কয়েক আগে লক্ষ্ণৌতে বেড়াতে গিয়ে অবিনাশের বাড়িতে দু রাত ছিলেন। অতএব গোয়েন্দা দে বললেন, এই যে ভাই, এসো এসো। বাবার কি খবর ? গোয়েন্দা দাঁ কোনও সমাধান পাননি দাবার সমস্যা সমাধানের।

এতক্ষণে ওঁর চোখ পড়ল অবিনাশের উপর। আরে এই তো সমাধান : অবিনাশ এক কালে উত্তরপ্রদেশের চ্যাম্পিয়ন হয়েছিল দাবার। অবশ্য তখন অবিনাশ কলেজে পড়ে, বয়স আঠারো কুড়ি। গোয়েন্দা দাঁ তাঁর বাত বেদনাগ্রস্ত হাঁটুর উপর হাত বুলোতে বুলোতে বললেন, কী খবর অবিনাশ, এসো দেখতো ভাই আমাকে একেবারে ঠেকে ধরেছে বোড়ে দিয়ে। কী করি বলত!

Buno Hnaaser Sondhane pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply