এবং ডুমরি – দেবমাল্য কর্মকার Ebong Dumri pdf || Debmalya Karmakar

এবং ডুমরি - দেবমাল্য কর্মকার Ebong Dumri pdf || Debmalya Karmakar

দেবমাল্য কর্মকারের এবং ডুমরি pdf পড়ুন এখান থেকে। দেবমাল্য কর্মকার হরর থ্রিলার জগতে বিস্ময় সৃষ্টিকারী লেখক। Ebong Dumri pdf || Debmalya Karmakar bangla books pdf

এবং ডুমরি - দেবমাল্য কর্মকার Ebong Dumri pdf || Debmalya Karmakar

Ebong Dumri pdf ভূমিকা

এমনিতে আমি সোশ্যাল মিডিয়াতে মজার ভিডিও বানিয়ে থাকি। হাতেগোনা এক বছর হলো গল্প লেখার জগতে এসেছি এবং মিথ্যে বলবো না, আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার বই কলকাতা বইমেলায় বেরোবে। ২০২২ সালে বিভার স্টল এর সামনে যখন ভূত-ভূতুমের মিটআপ হচ্ছিল সেখানে আমি উপস্থিত ছিলাম আমার প্রিয় লেখকদের সঙ্গে দেখা করার জন্য। আমার মা-ও সেদিন গিয়েছিল আমার সঙ্গে এবং বাড়ি ফেরার পথে আমি মা’কে বলেছিলাম, “মা দেখো পরের বছর-ই আমার লেখা গল্পের বই বেরোবে এবং সেটা আমার সবথেকে প্রিয় পাবলিকেশন হাউজ বিভা থেকেই বেরোবে।” আজ তার ঠিক এক বছর পরে যখন আমি নিজের বইয়ের ভূমিকা লিখতে বসছি তখন আমার চোখ ছলছল করছে, হাত কাঁপছে— প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ছি।

আমার এখনো ভাবতে অবাক লাগছে যে কীভাবে আমার স্বপ্নটা একটু একটু করে সত্যি হয়ে গেল। তবে সবার সামনে আমি খোলাখুলি বলছি সাহিত্যে যে আমার বিশাল দখল তা একেবারেই নয় এবং গল্পের মধ্যে বিভিন্ন জায়গায় ভাষা অথবা শব্দচয়নে আমার হয়তো কিছু ভুল-ভ্রান্তি থাকতে পারে। কিন্তু আসল ব্যাপারটা হল, আমি ভালোবাসা থেকে গল্প লিখি, আমি গল্প বলতে চাই বলে গল্প লিখি এবং আমি নিজেকে মহাদেবের আশীর্বাদ ধন্য মনে করি কারণ পাঠকেরা আমার গল্প পড়ে এবং অডিও স্টোরিতে শুনে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে, তার জন্য সত্যিই আমি আপ্লুত।

এই বইতে ডুমরি সহ আরও চারটি গল্প রয়েছে যেগুলো এক একটা ভিন্ন ভিন্ন স্বাদের। কোনোটা সায়েন্স ফিকশন হরর, কোনোটা শীতের রাতের গ্রাম বাংলার এক ভূতের গল্প আবার কোনোটা এক আদিম অপ-দেবতার গল্প যে কিনা মৃত মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারে।

আর যে মানুষগুলোর গাইডেন্স এবং সাপোর্ট ছাড়া এই বইটা সম্ভব হতো না তারা হলেন অভিজিৎদা এবং অনিমেষদা, ইভান দা। এছাড়াও আমার প্রফেসর শ্রী অভিরূপ মুখোপাধ্যায় স্যারকে আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই সব সময় আমায় সাপোর্ট করার জন্য এবং জীবনে আমায় এগোনোর পথ দেখানোর জন্য। স্বপ্নমদি এবং সত্তাসুন্দর স্যারকে মন থেকে আমার কৃতজ্ঞতা জানাই কঠিন সময়ে পাশে থাকার জন্য।

লেখক শ্রী অঙ্কুর বর, ত্রিজিৎ কর, সৌমিক দে, সায়ক আমান, দীপাঞ্জনা দাস, সুচিস্মিতা ধর, অভিক সরকার এবং দেবারতি মুখোপাধ্যায় এনাদের মন থেকে আমার কৃতজ্ঞতা জানাই কারণ আমার অল্প লেখালেখির জীবনে এনাদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভুতুড়ে গল্পের সম্রাট স্টিফেন কিং-কে আমার বিনম্র শ্রদ্ধা জানাই কারণ এই মানুষটার গল্প পড়ে এবং সিনেমা দেখে আমি বড় হয়েছি। সবশেষে আমার সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাই যারা সবসময় নিঃস্বার্থ ভাবে আমার পাশে থেকেছে। Ebong Dumri pdf

দেবমাল্য কর্মকার কলকাতা
পৌষ, ১৪২৯

Ebong Dumri pdf নমুনাঃ
রোজকার মতো আজকেও ভোর ছয়টার সময় উঠে পড়েছিল সর্বজিত। গরমকাল হোক বা শীতকাল এই ছেলেটার নিয়মের কখনও পরিবর্তন হয় না। প্রথমের সকাল বেলায় উঠে একটু এক্সারসাইজ করে নেয় তারপর অল্প কিছু খেয়ে চলে যায় সোজা পড়াশোনার ঘরে। ওর পড়ার ঘরটা ওর কাছে স্বর্গের থেকে কম কিছু নয়। প্রায় ছোটোখাটো একটা লাইব্রেরী বলা যেতে পারে। Ebong Dumri pdf

ইতিহাসে পিএইচডি করছে সর্বজিত কিন্তু এই মুহূর্তে তাঁর ইতিহাসের জ্ঞান কলকাতার বড়ো বড়ো ইতিহাসবিদদের প্রায় প্রায় সমতুল্য। এমনকি ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’-তে ওর দুখানা রিসার্চ নিয়ে এখনও কথা চলছে। যা-ই হোক এই মুহূর্তে ও টেবিলের ওপর বই নিয়ে বসে পড়েছে কিন্তু হঠাৎই মনে পড়ল অংশুকে একটা ফোন করতে হবে। কাল রাতে কলকাতায় ফিরেছে সর্বজিত। আসলে দু-মাস মুম্বাইতে থাকায় বেশ কয়েকদিন দেখা হয়নি অংশুর সঙ্গে। সর্বজিত খুব ভালো করে জানে অংশুর মনের অবস্থাটা এখন ভালো নেই, তাই ছোটোবেলার বন্ধুর পাশে দাঁড়ানো সর্বজিত এর কর্তব্য। Ebong Dumri pdf

এদিকে ঘরের এক কোণায় বিছানার ওপর বসে ল্যাপটপে কাজ করছিল অংশু। ফোনের আলোটা জ্বলে উঠতে তাকিয়ে দেখল একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে ওর কাছে। কলটা রিসিভ করার পর বুঝল আগের দিন অনলাইনে যে বইটি অর্ডার দিয়েছিল সেটা এ মুহুর্তে ওর বাড়ির কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। চটজলদি বাড়ি থেকে বেরিয়ে অর্ডারটা রিসিভ করে ঘরে আসলো সে। অংশুর দু-তলা বাড়ি কিন্তু ঘরগুলো বড্ড অগোছালো।

Ebong Dumri pdf ডাউনলোড লিংক

Download / Read Online

Be the first to comment

Leave a Reply