গান্ধর্বী pdf – বাণী বসু Gandharbi pdf – Bani Basu best pdf

গান্ধর্বী pdf - বাণী বসু Gandharbi pdf - Bani Basu best pdf
গান্ধর্বী pdf - বাণী বসু Gandharbi pdf - Bani Basu best pdf

বাণী বসুর ধ্রুপদী রীতির উপন্যাস Gandharbi pdf গান্ধর্বী pdf ডাউনলোড করুন ও Gandharbi pdf গান্ধর্বী pdf পড়ুন।

গান্ধর্বী pdf - বাণী বসু Gandharbi pdf - Bani Basu best pdf
গান্ধর্বী pdf – বাণী বসু Gandharbi pdf – Bani Basu best pdf

Gandharbi pdf গান্ধর্বী pdf কাহিনিঃ

চলচ্চিত্রে রূপায়িত তাঁর ‘শ্বেতপাথরের থালা’ উপন্যাসটির সুবাদে বৃহত্তর জনগোষ্ঠীর মুখে-মুখে এখন বাণী বসুর নাম। তবে বাংলা সাহিত্যের যাঁরা নিয়মিত পাঠক, তাঁরা অবশ্য আগে থেকেই জেনে নিয়েছেন যে, ঔপন্যাসিক হিসেবে কী প্রবল শক্তিমত্তা নিয়ে আবির্ভাব বাণী বসুর। নভেলেট নয়, এযুগে যা বিরল সেই ধ্রুপদী রীতির উপন্যাসই লেখেন বাণী বসু। দুরন্ত নিটোল একটি মূল কাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে মিশিয়ে দেন দারুণ কৌতূহলকর কিছু উপকাহিনী। যেমন এই ‘গান্ধবী’। সুরলোকের পটভূমিকায় লেখা এই উপন্যাসের কেন্দ্রে অপালা নামের দেবদত্ত কণ্ঠের অধিকারিণী এক নারী—তাঁর সাধনা ও সংগ্রাম, গান্ধবী প্রকৃতি ও মানবী হৃদয়বৃত্তির মর্মন্তুদ দ্বন্দ্ব। এরই পাশাপাশি রামেশ্বর ঠাকুর ও মিতশ্রীর, সোহম ও দীপালির, সিতারা ও জাঁ পোল মাসোর, রনো ও সুমন কাপুরের স্বয়ম্প্রভ উপকাহিনী। এক অনুপম মুনশীয়ানায় সেই সমূহ কাহিনীকে এ-উপন্যাসের ধ্রুবপদে মিলিয়ে দিয়েছেন বাণী বসু।

Gandharbi pdf গান্ধর্বী pdf রিভিউঃ

খুব সুন্দর একটি উপন্যাস পড়ে শেষ করলাম।সম্পূর্ণ উপন্যাস খানি সঙ্গীত নিয়ে। এর আগে সঙ্গীত নিয়ে কোনো উপন্যাস আমার পড়া হয়নি। এইটিই আমার প্রথম লেখিকার পড়া উপন্যাস। উপন্যাসে বেশ কয়েকটি চরিত্র আছে যার মধ্যে অপালা মুল চরিত্র বলেই মনে হলো। সোহমের চরিত্রটাও আমার খুব ভালো লেগেছে ।এক কথায় উপন্যাসটি আমার অনবদ্য লেগেছে অসাধারণ লেগেছে। উপন্যাসটি পড়ে বুঝলাম আসলেই আমার সঙ্গীত সম্পর্কে কোনো সাধারণতম জ্ঞানই নেই।এই উপন্যাসটি তে রেটিং দেয়ার ধৃষ্টতা আমার নেই।

গঙ্গাধরের বিয়ে – অরিজিত ভট্টাচার্য Gongadharer Biye by Arijit Bhattacharyay

 নিরলস সাধনা অপালার শিল্পী জীবনের বৈশিষ্ট্য। শেষ পর্যন্ত সংগীত শিল্পী অপালার কণ্ঠরুদ্ধ হয়ে গেলেও সে সুরলোককে শ্রুতির পরিবর্তে দৃষ্টিতে ধরার জন্য চিত্রের সাহায্যে নিয়েছে। উত্তর কলকাতার রক্ষণশীল মধ্যবিত্ত পরিবার তার জন্ম, শৈশবে পিতৃহীন, অসহায় মা দাদার সঙ্গে বিপত্নীক নিঃসন্তান জেঠুর ওপর নির্ভর করে বেড়ে ওঠা। প্রাচীনপন্থী অভিভাবকরা সেখানে ছেলেদের সুরক্ষিত চাকরি আর মেয়েদের সুরক্ষিত সংসার করাকে জীবনে পরমপ্রাপ্তি বলে ভাবে। অতএব অপালার দ্রুত সুপাত্রের সন্ধান তারা করেন। ঈশ্বরদত্ত প্রতিভা অবহেলিত হয়। অপালা তাই ভাঙ্গা হারমোনিয়াম ধার করা তানপুরা শ্বশুরবাড়ির সন্ধ্যার জলখাবার বানানো সন্ধ্যা আরতি সন্তানদের সঙ্গে দূরত্বপূর্ণ সম্পর্ক আর বহু বাধার মাঝে দিন কাটাতে কাটাতেও সুরের ওপর অধিকার ছাড়তে পারে না।

সংগীত ছাড়া আর সব কিছুর প্রতি তার এক ধরনের শিথিল ভালোবাসা রয়েছে। কিন্তু সুর রয়েছে তার রক্তে মিশে। অপালার সহ শিক্ষার্থীরা স্বাধীনভাবে আপনাকে বিকশিত করে চলে, আর অপালার অসাধারণ শিল্পীসুলভ সাধনা কোনো মর্যাদা পায় না। জীবনভর সংগীত আর সংসারের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলার দড়ি খেলায় ক্রমশ ক্লান্ত অপালা শুধু মুক্তির পথ খুঁজে চলে। আপন সন্তানদের মধ্যেও নিজের সাংগীতিক উত্তরাধিকারকে সে সঞ্চার করে দিতে সক্ষম হয় না। তার সন্তানেরা মাটির মাকে চায় শিল্পী মাকে নয়। তাই অপালার আকাশকে নিরেট করে ভরে রাখে সংসারের সামাজিকতা। সকাল সন্ধ্যা কোথাও তার হৃদয়ের বেদনার মুক্তির অবকাশ ছিল না। তার মতো সংবেদনশীল শিল্পীর এতো এক রকম মৃত্যুই। জাগতিক মৃত্যুতে তার মতো শিল্পীর সত্যিকারের মুক্তি ঘটে। বিশ্বসংসার হয়তো তার মূল্য কোনো একদিন বোঝে।

মাসুদ রানা ৪৬৫ pdf : কাউন্ট কোবরা pdf – কাজী মায়মুর হোসেন Masud Rana 465 Count Cobra pdf – Qazi Maimur Husain

কিন্তু তখন বড় দেরি হয়ে যায়। অতি সাধারণ পরিবেশে জন্ম নেওয়া যে কোনও সৃজনশীল শিল্পীর, বিশেষত তিনি যদি একজন নারী হন, তাহলে তাঁর ভবিতব্য বোধহয় এমনই। ধ্রুপদী রীতির এমন উপন্যাসটি না পড়লে সত্যিই অনেক কিছু মিস করতে পারেন।

Gandharbi pdf গান্ধর্বী pdf লেখিকাঃ

জন্ম : ২৬শে ফাল্গুন, ১৩৪৬। শিক্ষা-দীক্ষা-কর্ম কলকাতায়। শিক্ষা : প্রথমে লেডি ব্রেবোর্ণ, পরে স্কটিশ চার্চ কলেজের ছাত্রী। ইংরেজিতে অনার্স, পরে ইংরেজি সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ (১৯৬২)।
কৰ্ম : হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজের অধ্যাপিকা।
লেখালিখি : ছাত্র-জীবন থেকেই প্রবন্ধ-গল্প-কবিতা ও অনুবাদ-কর্মে নিযুক্ত। উল্লেখযোগ্য অনুবাদ : শ্রীঅরবিন্দের সনেটগুচ্ছ (শৃণ্বন্ত) সমারসেট মমের সেরা প্রেমের গল্প (১৯৮০, রূপা) সমারসেট মমের সেরা গল্প (১৯৮৪, রূপা) ও ডি. এইচ. লরেন্সের সেরা গল্প (১৯৮৭, রূপা)। আনন্দমেলা ও দেশ পত্রিকায় প্রথম গল্প, প্রকাশিত হয় ১৯৮১ সালে। ‘জন্মভূমি মাতৃভূমি’ প্রথম উপন্যাস । শারদীয় ‘আন্দলোক-এ প্রকাশিত, ১৯৮৭-তে । পেয়েছেন তারাশঙ্কর পুরস্কার (১৯৯১)।

Gandharbi pdf download link
Download / Read Online

Be the first to comment

Leave a Reply